দ্রুত আপনার আসনটি বুকিং করে ফেলুন!!!
আগামী ২৬ জানুয়ারী থেকে সকল রুটের বুকিং শুরু হয়ে যাবে। তারিখ টা মনে রাখবেন কিন্তু!!
বিগত ৬ বছরের বেশি সময় ধরে হাজারো ভর্তি পরীক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছে এডমিশন ট্রাভেলার বিডিকে। আপনার এবারের যাত্রাটা আমাদের সাথে হচ্ছে তো??
এডমিশন ট্রাভেলার বিডির পক্ষ থেকে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।
শুভ নববর্ষ ২০২৪।
Admission Traveler Bd will the best travel partner during this admission season😉😉
Nur Uddin Tanjid ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের বাসে প্রথমবারের মতো যাত্রা করে। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়, চুয়েট ও কৃষি গুচ্ছ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যায়। ফেনী থেকেই ইনি প্রতিটি যাত্রায় অংশগ্রহণ করেন। সবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাত্রাকালে তিনি খুব সুন্দর একটি ভিডিও করেন এবং ভিডিওটি আমাদের দিয়ে বলেন পেইজে পোস্ট করতে। আমরাও দেরী করলাম না। পোস্ট করে দিলাম🥰🥰।
কুমিল্লা থেকে ১ বাস বি ইউনিটের পরীক্ষার্থী নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য রওনা হলাম।😇
সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা।
ট্রেনে করে যে যাওয়া যায় সেটা আমরাও জানি। কিন্তু যারা বলছেন ট্রেনের কথা তারা জানেন না যে ট্রেনের কি অবস্থা থাকে এডমিশন এর সময়। অনেকে আমাদের কথা বিশ্বাস করে আবার অনেকে বিশ্বাস না করে ট্রেনের জন্য বসে থাকে। শেষ পর্যন্ত ট্রেনের টিকেট পায় না আবার আমাদের বাসের সিটও পায় না।
ভিডিও টা গত বছর বিমান বন্দর রেলওয়ে স্টেশন থেকে নেওয়া।
Ramadan Kareem!
May you be blessed with happiness and prosperity!
#Ramadan2023
এবারো ঢাবি, চবি, জাবি ও রাবি এই ৫ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আলাদা আলাদাভাবে হবে। বিস্তারিত ভিডিওতে....
ধ্বংস হোক সকল অশুভ শক্তি।🔱
শুভ বিজয়া।🙏
ধ্বংস হোক সকল অশুভ শক্তি।
শুভ বিজয়া🙏।
যারা বলছেন ট্রেনে তো যাওয়াই যাবে তাদের জন্য এই ভিডিওটি। যারা আগের বছর গিয়েছে তাদেরকেই জিজ্ঞাসা করবেন এডমিশনের টাইমে পাবলিক বাস ও ট্রেনের কি অবস্থা হয়। আর নরমাল ভাড়ায় যে যেতে পারবেন না কনফার্ম থাকেন।
ভিডিওঃ যমুনা টেলিভিশন থেকে সংগৃহীত।