10/09/2020
*****বিদেশগামীদের কোভিড টেস্ট এর নিয়মাবলি আপডেট-
°° স্থান - মহাখালী ডিএন সি সি করোনা আইসোলেশন সেন্টারের নিচ তলা। মহাখালী বাস স্ট্যান্ড এর পাশে। এখানে এসে দিতে হবে।
°°স্যাম্পল সংগ্রহের সময়- সকাল ১০টা- দুপুর ২টা।
°°ফী- ১৫১৫ টাকা ( ২৮/৮/২০ তারিখ হতে কার্যকর হয়েছে ) সাথে নিয়ে আসলেই হবে।
°°কী কী আনতে হবে?-পাসপোর্ট ও টিকেটের ২ কপি করে ফটোকপি এবং মূল কপি সাথে রাখতে হবে।
এখানে একটি ফর্ম দেওয়া হয়,যেটা অনলাইন এ আগেই পুরন করে নিয়ে আসলে সময় অনেকটা বেচে যায়।
ফর্মটি পাবেন এই লিংক এ-
https://dghs.gov.bd/images/docs/Notice/2020/corona/Outbound_Covid19_Report_Form_Final.pdf
ফর্মটি পুরনের নিয়ম -
https://dghs.gov.bd/images/docs/Notice/2020/corona/Outbound_Covid19_Report_Form_Final_manual.pdf
অথবা,
dghs.gov.bd তে যেয়ে বাম পাশে CORONA অপশন এ ক্লিক করলে পেয়ে যাবেন।
°°কখন আসবেন?
আপনার টিকেট এর তারিখ ও সময় এর ২দিন আগে। (তাহলে ৭২ ঘন্টার মধ্যে না পড়ার রিস্ক থাকবেনা) যেমন - আপনার ফ্লাইট যদি ৩০তারিখে হয়ে থাকে,আপনি স্যাম্পল দিবেন ২৮তারিখে।
°°রিপোর্ট কবে পাবেন?-
যেদিন স্যাম্পল দিবেন, তার পরদিন দুপুর ২টা-৫টায় পেয়ে যাবেন। রিপোর্ট নিতে আসার দরকার নেই। রিপোর্ট টি পেয়ে যাবেন নীচের লিংক এ ফোন নাম্বার এন্টার করে -
https://covid19reports.dghs.gov.bd/
এই লিংক থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিলেই হবে।যদি কোনো সমস্যা হয়ে থাকে রিপোর্ট এ,অথবা দেরী হয়ে যায়,তাহলে ডিএনসিসি তে এসে সংশোধন করে নিতে পারবেন বিকাল ৫টার মধ্যে।
°°টেস্ট এর স্যাম্পল শুধুমাত্র এখানেই নেওয়া হয়ে থাকে। এখান থেকে ল্যাব গুলোতে পাঠানো হ্য়।
°°যেই দেশে আপনি যাবেন,সেই দেশের যদি requirement থাকে তাহলেই এই কোভিড নেগেটিভ রিপোর্ট আপনার লাগবে।
°° ১০ বছরের নিচে বাচ্চাদের আমাদের নিয়ম অনুযায়ী টেস্টের দরকার নেই,তবে যেই দেশে আপনি যাবেন,সেই দেশের যদি requirement থাকে তাহলেই এই কোভিড নেগেটিভ রিপোর্ট আপনার লাগবে। তাই এই বিষয়ে আপনার এয়ারলাইনসের সাথে যোগাযোগ করুন।
°° এই কার্যক্রম প্রতিদিন চলবে।ছুটির দিনেও খোলা থাকে।
অত্যন্ত সুষ্ঠুভাবে ঢাকা সিভিল সার্জন কার্যালয়ের এর অধীনে, বাংলাদেশ সেনাবাহিনীর তত্তাবধানে সামাজিক দুরত্ব মেনে চলে এখানে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে,যার জন্য ধন্যবাদ জানাই সম্মানিত সিভিল সার্জন মহোদয় কে ।
ধন্যবাদান্তে-
ডা. রাহিমাতুন ফেরদৌস খান লামিসা
সিভিল সার্জন অফিস,ঢাকা
জনসার্থে শেয়ার করুন।