Vromonwala-ভ্রমনওয়ালা

  • Home
  • Vromonwala-ভ্রমনওয়ালা

Vromonwala-ভ্রমনওয়ালা Vromonwala-ভ্রমনওয়ালা is a tour planner company & becomes a Brand in this arena
(9)

সুন্দর হয়ে ট্রেইলে ঢুকসিলাম,  কালা হয়ে ফিরতেসি৷  কমলদহ শেষ করে সহস্রধারা ২ যাচ্ছি৷
28/06/2024

সুন্দর হয়ে ট্রেইলে ঢুকসিলাম, কালা হয়ে ফিরতেসি৷

কমলদহ শেষ করে সহস্রধারা ২ যাচ্ছি৷

অনেকদিন পর হোস্টিং এ যাচ্ছি৷  বুধবার অব্দি দেখলাম কয়জন হয়৷  কই যাব ঘোষণা দেই নাই,  পানি যে ট্রেইলে বেশি থাকবে সেটায় যাব ...
27/06/2024

অনেকদিন পর হোস্টিং এ যাচ্ছি৷ বুধবার অব্দি দেখলাম কয়জন হয়৷ কই যাব ঘোষণা দেই নাই, পানি যে ট্রেইলে বেশি থাকবে সেটায় যাব ধরে নেই৷

আমি আমার ট্রেইলের নাম দিলাম লাওয়ারিশ ট্রেইল। যেটায় পানি বেশি ওইটাই যাব। দেখতে দেখতে সব ট্রেইল থেকে লাওয়ারিশ টিমটাই সবচেয়ে বড় হয়ে গেল কারন আমি ওই লাওয়ারিশ টিমের হোস্ট৷ ব্যস ঢুকে গেলাম কমলদহ ট্রেইলে৷

৪টা টিম যাচ্ছে।
কমলদহ ট্রেইল+ সহস্রধারা
নাপিত্তাছড়া +মহামায়া
সোনাইছড়ি + মহামায়া
ঝরঝরি ট্রেইল

আমি কমলদহ টিম ১ বাস নিয়ে যাচ্ছি।

ডে ট্রিপ! ডে ট্রিপ!! ডে ট্রিপ!!! আজ মহান বৃহস্পতিবার। ঈদের ছুটি কাটিয়ে যারা ঢাকা ফিরেছেন তারা চাইলে ১ দিনের হুটহাট একটা ...
27/06/2024

ডে ট্রিপ! ডে ট্রিপ!! ডে ট্রিপ!!!
আজ মহান বৃহস্পতিবার। ঈদের ছুটি কাটিয়ে যারা ঢাকা ফিরেছেন তারা চাইলে ১ দিনের হুটহাট একটা ট্রিপ দিয়ে আসতে পারেন আমাদের সাথে সীতাকুণ্ডর বিভিন্ন ট্রেইলে।
আজকে রাতে আমাদের বেশ কয়েকটা টিম যাচ্ছে সীতাকুণ্ডর ট্রেইলে।

টিম ১
কমলদহ ট্রেইল ও সহস্রধারা ট্রেইল।
ফি ১৭০০

টিম ২
ঝরঝরি ফুল ট্রেইল
ফি ১৬০০

টিম ৩
সোনাইছড়ি ট্রেইল ও মহামায়া লেক
ফি ১৭০০

আমি টিম ১ লিড করব। কমলদহ ট্রেইলে ৩/৪টা ঝর্ণা আর ক্যাসকেড পাব সাথে বিশাল লম্বা ট্রেইল আর সহস্রধারা ট্রেইলে পাব সহস্রধারা লেক আর ঝর্ণা।
আজ রাতে রওনা হয়ে শুক্রবার সারাদিন ঘুরে রাত ১১ টায় ঢাকা থাকব ইনশাআল্লাহ।

বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা কল করুন 01629-106168

সেন্টমার্টিন দ্বীপ 💙 সেন্টমার্টিন যেতে চান? বাস টিকেট , শীপ টিকেট, রিসোর্ট বুকিং সব পেয়ে যাবেন আমাদের মাধ্যমে 🤘 তাছাড়া ফ...
13/11/2023

সেন্টমার্টিন দ্বীপ 💙 সেন্টমার্টিন যেতে চান? বাস টিকেট , শীপ টিকেট, রিসোর্ট বুকিং সব পেয়ে যাবেন আমাদের মাধ্যমে 🤘 তাছাড়া ফ্যামিলি ট্যুর, কর্পোরেট ট্যুর, শিক্ষা সফরের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে। বুকিং: 01629-106168 , 01886795753
📷STG

সাজেক যখন নতুন রুপে!
11/11/2023

সাজেক যখন নতুন রুপে!

নীল জল রাশির দ্বীপ , দূরে দেখা যাচ্ছে মায়ানমার সীমান্তের পাহাড় 😮সেন্টমার্টিন যাচ্ছেন কবে? আমাদের কিন্তু আগামী ১৪ ডিসেম্ব...
07/11/2023

নীল জল রাশির দ্বীপ , দূরে দেখা যাচ্ছে মায়ানমার সীমান্তের পাহাড় 😮

সেন্টমার্টিন যাচ্ছেন কবে? আমাদের কিন্তু আগামী ১৪ ডিসেম্বর বিজয় দিবসের ছুটিতে ইভেন্ট আছে।

তাছাড়া বাস টিকেট , শীপ টিকেট ও রিসোর্ট বুকিং করতে পারবেন আমাদের মাধ্যমে 🤘

বুকিং: 01629-106168

📍Dudhsagar Waterfalls, Goa, INDIA.
01/11/2023

📍Dudhsagar Waterfalls, Goa, INDIA.

বহুল আকাঙ্ক্ষিত ঢাকা- কক্সবাজার রুটের ট্রেনের প্রস্তাবিত সময়সূচি--------------------------------------------------------...
31/10/2023

বহুল আকাঙ্ক্ষিত ঢাকা- কক্সবাজার রুটের ট্রেনের প্রস্তাবিত সময়সূচি
---------------------------------------------------------------------------
ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজারের দূরত্ব আরও ঘুচলো। নতুন কোরিয়ান কোচ দিয়ে আগামী ১ নভেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে যাত্রা শুরু হচ্ছে আন্তঃনগর ট্রেনের।
এবার জেনে নেওয়া যাক এই রুটে ট্রেন চলাচলের সময়সূচি-
প্রস্তাবিত ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী-১
আন্তঃনগর এ ট্রেনটি ঢাকা ছাড়বে রাত ০৮:১৫, কক্সবাজার পৌঁছাবে ভোর ৫:৩০ মিনিট।
আবার ফিরতি যাত্রায় কক্সবাজার ছাড়বে সকাল ১০টায়, ঢাকা পৌঁছাবে সন্ধ্যা ৭:১৫ মিনিট। ওয়াশপিট ও অফডে সার্ভিসিং হবে কক্সবাজারে।
প্রস্তাবিত ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী-২
আন্তঃনগর এ ট্রেনটি ঢাকা ছাড়বে রাত ১১:৫০ মিনিটে, কক্সবাজার পৌঁছাবে সকাল ৯:৩০ মিনিট।
আবার ফিরতি যাত্রায় কক্সবাজার ছাড়বে দুপুর ১২:৪৫ মিনিটে, ঢাকা পৌঁছাবে রাত ১০ টায়।

23/10/2023

আপনি কেমন ট্রাভেলার?
বাজেট - ইকোনোমি - প্রিমিয়াম - লাক্সারি নাকি সিম্পলের মধ্যে গর্জিয়াস 😉?

আমি আর আমার কাঞ্চন!ছবি : Emran Ali
22/10/2023

আমি আর আমার কাঞ্চন!

ছবি : Emran Ali

অনেক হইছে, এবার একটা ট্যুর দরকার!🖤
22/10/2023

অনেক হইছে, এবার একটা ট্যুর দরকার!🖤

Business with beauty 📌 Bholaganj, Sylhet
16/10/2023

Business with beauty

📌 Bholaganj, Sylhet

💥 সাজেক নিয়ে কিছু তথ্য❤️যারা যাবার পরিকল্পনা করছেন, তাদের জন্য কাজে লাগবে। অনেকেই বলে এটি একটি স্বপ্নের রাজ্য। যেখানে ম...
10/10/2023

💥 সাজেক নিয়ে কিছু তথ্য❤️

যারা যাবার পরিকল্পনা করছেন, তাদের জন্য কাজে লাগবে। অনেকেই বলে এটি একটি স্বপ্নের রাজ্য। যেখানে মেঘ এসে নিজেই আপনার হাতের কাছে ধরা দেয়। পাহাড়,ঝর্ণা,মেঘ আর নীল আকাশের রাজ্য সাজেক। যেথায় প্রকৃতির সাথে মেঘ-সূর্যের লুকোচুরি চলে ভরপুর। প্রকৃতির এমন কিছু অমায়িক রুপ দেখবেন যা আপনি চাইলেও কখনো ভুলতে পারবেন না। মেঘ,পাহাড় আর সূর্যের দোলাচলে আপনি মূহর্তে হারিয়ে যেতে পারেন কোনো এক স্বর্গের রাজ্য।

🔥 এবার জেনে নেওয়া যাক সাজেক সম্পর্কেঃ

সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেক হলো বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন ৭০২ বর্গমাইল। সাজেক এর উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিনে রাঙামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা। সাজেক রাঙামাটি জেলায় অবস্থিত হলেও এর যাতায়াত সুবিধা খাগড়াছড়ি এর দীঘিনালা থেকে। রাঙামাটি থেকে নৌপথে কাপ্তাই হয়ে এসে অনেক পথ হেঁটে সাজেক আসা যায়। খাগড়াছড়ি জেলা সদর থেকে এর দূরত্ব ৭০ কিলোমিটার। আর দীঘিনালা থেকে ৪৯ কিলোমিটার। বাঘাইহাট থেকে ৩৪ কিলোমিটার।

খাগড়াছড়ি থেকে দীঘিনালা আর্মি ক্যাম্প হয়ে সাজেক যেতে হয়। পরে পরবে ১০ নং বাঘাইহাট পুলিশ ও আর্মি ক্যাম্প। যেখান থেকে আপনাকে সাজেক যাবার মূল অনুমতি নিতে হবে। তারপর কাসালং ব্রিজ, ২টি নদী মিলে কাসালং নদী হয়েছে। পরে টাইগার টিলা আর্মি পোস্ট ও মাসালং বাজার। বাজার পার হলে পরবে সাজেকের প্রথম গ্রাম রুইলুই পাড়া যার উচ্চতা ১৮০০ ফুট। এর প্রবীণ জনগোষ্ঠী লুসাই। এছাড়া পাংকুয়া ও ত্রিপুরারাও বাস করে। ১৮৮৫ সালে এই পাড়া প্রতিষ্ঠিত হয়। এর হেড ম্যান লাল থাংগা লুসাই। রুইলুই পাড়া থেকে অল্প সময়ে পৌঁছে যাবেন সাজেক। সাজেক এর বিজিবি ক্যাম্প বাংলাদেশের সর্বোচ্চ বিজিবি ক্যাম্প। এখানে হেলিপ্যাড আছে।

🔥 সাজেক ট্যুরে আপনারা কি কি দেখবেনঃ

সাজেকের প্রধান আকর্ষণ হল কংলাক পাহাড় সাজেক এর শেষ গ্রাম কংলক পাড়া। এটিও লুসাই জনগোষ্ঠী অধ্যুষিত পাড়া। কংলাক পাড়া থেকে ভারতের লুসাই পাহাড় দেখা যায়। যেখান থেকে কর্ণফুলী নদী উৎপন্ন হয়েছে। সাজেকে রয়েছে ২ টি হ্যালিপ্যাড। যেখান থেকে সূর্যাস্ত- সূর্যদয় দেখা যায়।

সাজেক (Sajek Valley) এর রুইলুই পাড়া থেকে দুই থেকে আড়াই ঘন্টার ট্রেকিং করে দেখে আসতে পারেন সুন্দর কমলক ঝর্ণাটি। কমলক ঝর্ণাটি অনেকের কাছে পিদাম তৈসা ঝর্ণা অথবা সিকাম তৈসা ঝর্ণা নামে পরিচিত।

সাজেক থেকে ফেরার সময় হাজাছড়া ঝর্ণা, দীঘিনালা ঝুলন্ত ব্রিজ ও দীঘিনালা বনবিহার দেখে আসতে পারেন। খাগড়াছড়ি শহরের আশেপাশে আরও ঘুরে দেখতে পারেন, আলুটিলা গুহা, তারেং হ্যালিপ্যাড, রিসাং ঝর্না, Suspension Bridge, Khagrachhari - ঝুলন্ত সেতু।

সাজেকে আপনাদের ট্যুর কে আরো আরামদায়ক করতে এখন থেকে আমাদের নিয়মিত ট্যুর থাকবে সাজেকে। যারা যেতে চান এখনই যোগাযোগ করুন।

কাপ্তাই হ্রদে হাউজবোট ভ্রমণ ❤️  চমৎকার হাউজ বোট মায়ালীন নিয়ে আমরা ঘুরে বেড়াবো কাপ্তাই লেক এবং পাশাপশি দেখবো বেশ কিছু স...
10/10/2023

কাপ্তাই হ্রদে হাউজবোট ভ্রমণ ❤️

চমৎকার হাউজ বোট মায়ালীন নিয়ে আমরা ঘুরে বেড়াবো কাপ্তাই লেক এবং পাশাপশি দেখবো বেশ কিছু স্পট। সম্পূর্ণ রিল্যাক্স এ ট্রিপে আপনারা পরিবারের যে কোন সদস্যদের নিয়েই আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারবেন। ইতোধ্যেই ২ কেবিন পূর্ণ হয়ে গিয়েছে আমাদের সঙ্গে আর মাত্র ৯ জন যেতে পারবেন।

✅ ইভেন্ট ফিঃ- মাত্র ৮৫০০/- পার পারসন

আন্ধারমানিক নারিশ্যাঝিরি সবারই যাওয়ার একটা স্বপ্ন থাকে সেখানে একটা বার মন ভরে দেখতে ইচ্ছে করে 💚9 নভেম্বর  আমরা যাচ্ছি আন...
09/10/2023

আন্ধারমানিক নারিশ্যাঝিরি সবারই যাওয়ার একটা স্বপ্ন থাকে সেখানে একটা বার মন ভরে দেখতে ইচ্ছে করে 💚

9 নভেম্বর আমরা যাচ্ছি আন্ধারমানিক ট্যুরে ৪দিনের জন্য যাবেন কেউ? মাত্র ১৫ জনের টিম সাইজ
সুন্দর একটি ট্যুর সাথে এক যুগ গল্প নিয়ে বাসায় ফেরা ❤️

যেতে চাইলে দ্রুত কনফার্ম করুন, বিস্তারিত জানতে ইনবক্সে নক করুন

💥 মালদ্বীপ নাকি টাকার খেলা!  সবাই বলে মালদ্বীপ নাকি টাকার খেলা! কথাটা একবারে মিথ্যা না। তবে আপনি যদি water villa না থেকে...
09/10/2023

💥 মালদ্বীপ নাকি টাকার খেলা!

সবাই বলে মালদ্বীপ নাকি টাকার খেলা! কথাটা একবারে মিথ্যা না। তবে আপনি যদি water villa না থেকে শুধুমাত্র হুলহুমালে অথবা local কোন Island ঘুরে আসেন সেই ক্ষেত্রে খুবই কম খরচে ঘুরে আসা সম্ভব। মালদ্বীপ একটা আর্কিপেলাগো অর্থাৎ অনেকগুলো দ্বীপের সমন্বয়ে একটা দেশ। সুতরাং সেখানে যাওয়া আসার একমাত্র মাধ্যম হচ্ছে স্পিডবোট অথবা ফেরি। প্রথমেই বলে নিচ্ছি যেখানেই দেখবেন যানবাহনের মাধ্যম কেবল স্পিডবোট বা পানিবাহিত যানবাহন- সেখানেই বুঝে নিবেন অবশ্যই প্রাইভেট স্পিডবোট ভাড়া অনেক বেশি হবে আর যদি আপনি পাবলিক স্পিডবোট এ যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া আপনাকে তুলনামূলক কম দিতে হবে। এয়ারপোর্ট থেকে নামার পর দেখবেন অসম্ভব সুন্দর নীল পানিতে দাঁড়িয়ে আছে এয়ারপোর্ট।

এখন যদি আপনি কোন রিসোর্ট বুকিং করে থাকেন, সেই রিসোর্টের boat ছাড়া অন্য কোন পাবলিক boat রিসোর্টে ঢুকতে দেয়া হয় না। অনেকে এয়ারপোর্টে নামার পরে সরাসরি তাদের রিসোর্টে চলে যান রিসোর্টের প্রাইভেট boat এ। এছাড়া এয়ারপোর্টের কাছে আছে দুইটা জায়গা- হুলহুমালে এবং মালে। মালে হচ্ছে মালদ্বীপের রাজধানী, তবে beach এর ভালো view দেখা যাবে hulhumale তে। সরাসরি রিসোর্টে না গিয়ে যেটা করতে পারেন হুলহুমালে তে এক রাত থাকতে পারেন এই ক্ষেত্রে আপনার মালদ্বীপের শহরের পরিবেশ গুলো কি রকম, মানুষ গুলো কি রকম তা দেখা হবে আর বিকালের জন্য হুলহুমালে বিচ তো আছেই, সেখানে বিকাল থেকেই স্ট্রীট ফুড বিক্রি শুরু হয়। যারা আমাদের মত সি ফুড অনেক বেশি পছন্দ করেন তারা এই জায়গার মজা নিতে পারবেন। হুলহুমালে তে বিচের পাশে হোটেল পেয়ে যাবেন অনেক সস্তায়।‌

আপনার মালদ্বীপ ট্যুরকে সহজ করার জন্য, এখন থেকে নিয়মিত থাকবে আমাদের কাস্টম ট্যুর। যারা যেতে চান এখনি যোগাযোগ করুন।

তরুছায়া ইকো রিসোর্ট ❤সাজেক ভ্যালীতে মিজোরাম  সাইড বেষ্ট  ভিউ  রিসোর্ট গুলোর মধ্যে, অন্যতম একটা রিসোর্ট। 📞 ০১৮৮৯৭৫১৪৪৩
04/10/2023

তরুছায়া ইকো রিসোর্ট ❤

সাজেক ভ্যালীতে মিজোরাম সাইড বেষ্ট ভিউ রিসোর্ট গুলোর মধ্যে, অন্যতম একটা রিসোর্ট।

📞 ০১৮৮৯৭৫১৪৪৩

29/09/2023

প্রতিকুল আবহাওয়ার কারণে আগামীকাল সেন্টমার্টিনের জাহাজ চলাচল বন্ধ

মাত্র ১৫০০/-টাকায় সিলেট ডে লং ট্যুর। চা -এর নগরী সিলেট🔷কোনো হিডেন চার্জ নেই।🚍 ঢাকা সায়েদাবাদ থেকে ভ্রমণ শুরুঃ- ৫ অক্টোবর...
28/09/2023

মাত্র ১৫০০/-টাকায় সিলেট ডে লং ট্যুর। চা -এর নগরী সিলেট
🔷কোনো হিডেন চার্জ নেই।

🚍 ঢাকা সায়েদাবাদ থেকে ভ্রমণ শুরুঃ- ৫ অক্টোবর, রাত ০৯:০০টা।
🚍 সিলেট থেকে রওনাঃ ৬ অক্টোবর শুক্রবার রাত ৯:০০ টায়
----------------------------------------
👉 যা যা দেখবোঃ
➡️ভোলাগঞ্জ সাদাপাথর জিরো পয়েন্ট ।
➡️রাতারগুল সোয়াম্প ফরেস্ট ।
➡️হযরত শাহ জালাল (রহ) মাজার।
➡️চা বাগান।
----------------------------------------
✅ যা যা থাকছেঃ
➡️ঢাকা টু সিলেট নন এসি বাসে যাওয়া-আসা।
➡️ সকালে ও দুপুরে ২ বেলা খাবার
➡️ভোলাগঞ্জ এবং রাতারকুলের নৌকা ভাড়া
----------------------------------------
❌যা যা থাকছে নাঃ
➡️ হাইওয়ে হোটেল বিরতিতে খাবার
➡️ কোন প্রকার ব্যক্তিগত খরচ
➡️ ফেরার দিন রাতের খাবার।
----------------------------------------
🥘 খাবার মেন্যু:
✔️ সকালে : পরটা - সবজি - ডিম/ চিকেন খিচুড়ি
✔️ দুপুরে : ভাত - সবজি - মুরগির মাংস - ডাল
----------------------------------------
🙋‍♂️ট্যুর প্লান
==========
🚌
বৃহস্পতিবার রাত ০৯ টা ৩০মিনিটে সায়দাবাদ থেকে রিজার্ভ বাসে চড়ে সিলেটের উদ্দ্যেশে রওনা দিবো ০১লা সেপ্টেম্বর শুক্রবার খুব ভোরে সিলেট শহরে নেমে সবাই একসাথে খাবার হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে রিজার্ভ বাস নিয়ে চলে যাবো ভোলাগঞ্জ সাদা পাথর, রাতারগুল, চা বাগান দুপুরে স্থানীয় হোটেলেই লাঞ্চ করে নিবো সবাই , সন্ধার পরে শাহজালাল (রঃ) মাজারে চলে আসবো। এখানে মাজার জিয়ারত ও কেনাকাটা করে রাতের ডিনার (ব্যক্তিগত খরচে) করে রাত ০৯ টা বাজে বাসে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো,

🚌
শনিবার ভোর ৫/৬ বাজে ঢাকা সায়েদাবাদ থাকবো ইনশাআল্লাহ।

----------------------------------------
👉 বুকিং পলিসিঃ
সিট ফিলআপ হয়ে যাওয়ার আগে আমাদের অফিসে এসে অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অগ্রিম ৫১০/- টাকা পরিশোধ করার মাধ্যমে বুকিং কনফার্ম করতে হবে।

❎ মৌখিক বুকিং গ্রহণযোগ্য নয় )

✅বিকাশ এবং নগদ: 01889-751443
----------------------------------------
☎️01889-751443

📌মেয়েদের নিরাপত্তার বেপারে সর্বোচ্চ সতর্ক থাকায় মেয়েরাও নিশ্চিন্তে যেতে পারেন আমাদের সাথে।

💥 জমজমাট টাঙ্গুয়ার হাওর💚এই পৃথিবীর মতোই আমাদেরও বয়স বেড়ে যাবে। আমাদের শরীরের বা মনের বল কোনোটাই থাকবে না। বেঁচে থাকার জ...
28/09/2023

💥 জমজমাট টাঙ্গুয়ার হাওর💚

এই পৃথিবীর মতোই আমাদেরও বয়স বেড়ে যাবে। আমাদের শরীরের বা মনের বল কোনোটাই থাকবে না। বেঁচে থাকার জন্যে তখন রসদ হবে অতীতের সুন্দর স্মৃতিগুলো৷ পরিবার, প্রিয়জন, বন্ধুদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো।

তাই সময় থাকতেই মুহূর্ত জমানো শুরু করুন। সবাইকে নিয়ে বা নিজের সাথে যেভাবেই হোক পৃথিবীর সৌন্দর্য উপভোগ করুন। উপভোগ করুন নিজের দেশের অপরিসীম সৌন্দর্য। স্মৃতি জমাতে চলে আসুন শরৎ এর নীলাঞ্জনা টাঙ্গুয়ার হাওরে।

হাওর এখন অনিন্দ্য সুন্দর। স্বচ্ছ সবুজ জলের নিচে মাছের হুটোপুটিও দৃশ্যমান। সাথে মেঘালয় পাহাড়ের দিগন্ত বিস্তৃত সারি আর তার মাঝ দিয়ে বয়ে চলা যাদুকাটা। একটা ঘোর লাগা ব্যাপার। প্রকৃতির এমন আয়োজনে আপনার স্মৃতিগুলো স্মরনীয় আর রঙিন হোক টাঙ্গুয়ার হাওড়ে।

প্রতি সপ্তাহে আমরা যাচ্ছি টাঙ্গুয়ার হাওরে। চাইলে আপনি ও যেতে পারেন আমাদের সাথে।

বুকিং এর জন্য যোগাযোগঃ
01889-751443

#টাঙ্গুয়ার #সুনামগঞ্জ

স্বপ্নের এই সিড়ি দিয়ে মেঘের উপরে যাওয়া যায়! 🤍📍 খাগড়াছড়ি।
28/09/2023

স্বপ্নের এই সিড়ি দিয়ে মেঘের উপরে যাওয়া যায়! 🤍

📍 খাগড়াছড়ি।

একজন ভ্রমণপিপাসু Vromonwala-ভ্রমনওয়ালা বেশ কয়েকটা ট্রিপে যুক্ত হয়েছিলেন NazReen Kabir   আপু। আজ আপুর জন্মদিন। Vromonwala...
28/09/2023

একজন ভ্রমণপিপাসু Vromonwala-ভ্রমনওয়ালা বেশ কয়েকটা ট্রিপে যুক্ত হয়েছিলেন NazReen Kabir আপু। আজ আপুর জন্মদিন। Vromonwala ভ্রমনওয়ালা Group এর পরিবারের পক্ষ থেকে আপুকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।🎉🎈❤️

আপুর জন্য দোয়া রইলো। নেক্সট কোন ট্রিপে ইনশা আল্লাহ দেখা হয়ে যাবে😁। শুভ জন্মদিন আপু। ❤

💥 সাজেক ভ্যালি☺️সাজেক ভ্যালি (Sajek Valley), বর্তমান সময়ে ভ্রমণ পিপাসু মানুষের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য সাজেক। রাঙামাটি জে...
27/09/2023

💥 সাজেক ভ্যালি☺️

সাজেক ভ্যালি (Sajek Valley), বর্তমান সময়ে ভ্রমণ পিপাসু মানুষের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য সাজেক। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হিসাবে খ্যাত। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ১৮০০ ফুট ও আয়তন ৭০২ বর্গমাইল। সাজেকের বিজিবি ক্যাম্প বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত বিজিবি ক্যাম্প। সাজেক ভ্যালি রাঙামাটি জেলার সর্বউত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা অবস্থিত।

সাজেকের এমন সৌন্দর্য উপভোগ করতে এখন থেকে প্রতি সপ্তাহে আমরা যাচ্ছি সাজেকে। যারা যেতে চান জন্য যোগাযোগ করুনঃ

বুকিং এর জন্য যোগাযোগঃ
01889-751443

#সাজেক #সাজেকভ্যালি

অবশেষে,সাজেকেও হচ্ছে সেলফি জোন।I ♥️ SAJEK.
18/09/2023

অবশেষে,সাজেকেও হচ্ছে সেলফি জোন।
I ♥️ SAJEK.

📍 Seven Sisters Waterfalls Cherrapunji.
10/09/2023

📍 Seven Sisters Waterfalls Cherrapunji.

💥 নীল আকাশের সাজেক❤️যারা যাবার পরিকল্পনা করছেন, তাদের জন্য কাজে লাগবে। অনেকেই বলে এটি একটি স্বপ্নের রাজ্য। যেখানে মেঘ এস...
06/09/2023

💥 নীল আকাশের সাজেক❤️

যারা যাবার পরিকল্পনা করছেন, তাদের জন্য কাজে লাগবে। অনেকেই বলে এটি একটি স্বপ্নের রাজ্য। যেখানে মেঘ এসে নিজেই আপনার হাতের কাছে ধরা দেয়। পাহাড়,ঝর্ণা,মেঘ আর নীল আকাশের রাজ্য সাজেক। যেথায় প্রকৃতির সাথে মেঘ-সূর্যের লুকোচুরি চলে ভরপুর। প্রকৃতির এমন কিছু অমায়িক রুপ দেখবেন যা আপনি চাইলেও কখনো ভুলতে পারবেন না। মেঘ,পাহাড় আর সূর্যের দোলাচলে আপনি মূহর্তে হারিয়ে যেতে পারেন কোনো এক স্বর্গের রাজ্য।

🔥 এবার জেনে নেওয়া যাক সাজেক সম্পর্কেঃ

সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেক হলো বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন ৭০২ বর্গমাইল। সাজেক এর উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিনে রাঙামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা। সাজেক রাঙামাটি জেলায় অবস্থিত হলেও এর যাতায়াত সুবিধা খাগড়াছড়ি এর দীঘিনালা থেকে। রাঙামাটি থেকে নৌপথে কাপ্তাই হয়ে এসে অনেক পথ হেঁটে সাজেক আসা যায়। খাগড়াছড়ি জেলা সদর থেকে এর দূরত্ব ৭০ কিলোমিটার। আর দীঘিনালা থেকে ৪৯ কিলোমিটার। বাঘাইহাট থেকে ৩৪ কিলোমিটার।

খাগড়াছড়ি থেকে দীঘিনালা আর্মি ক্যাম্প হয়ে সাজেক যেতে হয়। পরে পরবে ১০ নং বাঘাইহাট পুলিশ ও আর্মি ক্যাম্প। যেখান থেকে আপনাকে সাজেক যাবার মূল অনুমতি নিতে হবে। তারপর কাসালং ব্রিজ, ২টি নদী মিলে কাসালং নদী হয়েছে। পরে টাইগার টিলা আর্মি পোস্ট ও মাসালং বাজার। বাজার পার হলে পরবে সাজেকের প্রথম গ্রাম রুইলুই পাড়া যার উচ্চতা ১৮০০ ফুট। এর প্রবীণ জনগোষ্ঠী লুসাই। এছাড়া পাংকুয়া ও ত্রিপুরারাও বাস করে। ১৮৮৫ সালে এই পাড়া প্রতিষ্ঠিত হয়। এর হেড ম্যান লাল থাংগা লুসাই। রুইলুই পাড়া থেকে অল্প সময়ে পৌঁছে যাবেন সাজেক। সাজেক এর বিজিবি ক্যাম্প বাংলাদেশের সর্বোচ্চ বিজিবি ক্যাম্প। এখানে হেলিপ্যাড আছে।

🔥 সাজেক ট্যুরে আপনারা কি কি দেখবেনঃ

সাজেকের প্রধান আকর্ষণ হল কংলাক পাহাড় সাজেক এর শেষ গ্রাম কংলক পাড়া। এটিও লুসাই জনগোষ্ঠী অধ্যুষিত পাড়া। কংলাক পাড়া থেকে ভারতের লুসাই পাহাড় দেখা যায়। যেখান থেকে কর্ণফুলী নদী উৎপন্ন হয়েছে। সাজেকে রয়েছে ২ টি হ্যালিপ্যাড। যেখান থেকে সূর্যাস্ত- সূর্যদয় দেখা যায়।

সাজেক (Sajek Valley) এর রুইলুই পাড়া থেকে দুই থেকে আড়াই ঘন্টার ট্রেকিং করে দেখে আসতে পারেন সুন্দর কমলক ঝর্ণাটি। কমলক ঝর্ণাটি অনেকের কাছে পিদাম তৈসা ঝর্ণা অথবা সিকাম তৈসা ঝর্ণা নামে পরিচিত।

সাজেক থেকে ফেরার সময় হাজাছড়া ঝর্ণা, দীঘিনালা ঝুলন্ত ব্রিজ ও দীঘিনালা বনবিহার দেখে আসতে পারেন। খাগড়াছড়ি শহরের আশেপাশে আরও ঘুরে দেখতে পারেন, আলুটিলা গুহা, তারেং হ্যালিপ্যাড, রিসাং ঝর্না, Suspension Bridge, Khagrachhari - ঝুলন্ত সেতু।

🔥 সাজেকে কোথায় থাকবেনঃ

সাজেকে থাকার জন্য অনেক রিসোর্ট, কটেজ ও আদিবাসিদের বাড়িতে থাকা যায়। সাজেকে থাকার জন্য অবশ্যই আগে বুকিং দিয়ে যাবেন। কিন্তু অফ সিজনে সাজেক যেয়েও রুম বুকিং দেওয়া যায়। ভাল ভিউ পাওয়া যায় এমন কয়েকটা রিসোর্ট হল, সাজেক ইকো ভ্যালি, অবকাশ, জুম ঘর, এছাড়া সেনাবাহিনীর কিছু ভাল মানের কটেজ আছে সাজেকে। সাজেকে ১৫০০ - ৩০০০ টাকায় ভাল কটেজ পাওয়া যায়।

🔥 সাজেকে কোথায় খাবেনঃ

সাজেকে খাওয়ার জন্য অবশ্যই আগে অর্ডার করতে হয়।খাবারের মিনিমাম ১ ঘন্টা আগে অর্ডার করুন। সাজেকে প্রতিবেলা খাবারের বিভিন্ন প্যাকেজ সিস্টেম পাওয়া যায়।

১. ভাত+ডাল+আলুভর্তা+সবজি+দেশি মুরগী দাম ২০০ টাকা
২. ভাত+ডাল+আলুভর্তা+সবজি+ফার্মের মুরগী দাম ১৫০ টাকা
৩. ভাত+ডাল+আলুভর্তা দাম ১০০ টাকা।

রাতে ব্যাম্বু চিকেন অথবা বারবিকিউ খেতে পারেন দাম পড়বে ২২০ থেকে ৩০০ টাকা।
হোটেল মনটানাই খাবার খেয়ে মজা পাবেন। মনটানা ছাড়াও অনেক খাবারের হোটেল রয়েছে। সাজেকে ৩ বেলা খাবারের জন্য মিনিমাম ৪০০ টাকা বাজেট রাখবেন। সাজেকে পাহাড়িদের ট্র্যাডিশনাল খাবারও পাওয়া যায়। আর হ্যা খাগড়াছড়ি ফিরে অবশ্যই সিস্টেম রেস্তোরাতে খেতে ভুলবেন না। সাজেকে পানির অনেক দাম। তাই দীঘিনালা থেকে পানি কিনে নিলে ভাল হবে।

সাজেকে আপনাদের ট্যুর কে আরো আরামদায়ক করতে এখন থেকে আমাদের নিয়মিত ট্যুর থাকবে সাজেকে। যারা যেতে চান এখনই যোগাযোগ করুন।

বুকিং এর জন্য যোগাযোগঃ
+880 1889-751443

📷 Tanzina Zinia Maam

#সাজেক #সাজেকভ্যালি

শুভ সকাল সাজেক ভ্যালী🌸
03/09/2023

শুভ সকাল সাজেক ভ্যালী🌸

Majestic beauty of Rangamati.      📷Sazzad Nisho
02/09/2023

Majestic beauty of Rangamati.


📷Sazzad Nisho

কাশ্মীরের নৈসর্গিক সৌন্দর্যের সাথে কোন কিছুর তুলনাই হয় না। 🏞️❤️
02/09/2023

কাশ্মীরের নৈসর্গিক সৌন্দর্যের সাথে কোন কিছুর তুলনাই হয় না। 🏞️❤️

টুরে যাচ্ছেন না কেনো?টাকা নেই? অনুমতি নেই?নাকি সঙ্গী নেই?
01/09/2023

টুরে যাচ্ছেন না কেনো?
টাকা নেই? অনুমতি নেই?
নাকি সঙ্গী নেই?

Address


Alerts

Be the first to know and let us send you an email when Vromonwala-ভ্রমনওয়ালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vromonwala-ভ্রমনওয়ালা:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share