ঘুড্ডি ভ্রমণ গ্রুপ

  • Home
  • ঘুড্ডি ভ্রমণ গ্রুপ

ঘুড্ডি ভ্রমণ গ্রুপ "চলো ঘুরে দেখি নিজের মাতৃভূমির সৌন্দর্য"

08/12/2023

গভীর জঙ্গলে রাত কাটানোর গল্প...

06/12/2023
হালকা শীতের আমেজে রাতে নদীর পাড়ে ক্যাম্পিং,বারবিকিউ সাথে ক্যাম্প ফায়ার করার মজাই আলাদা😍😍
04/12/2023

হালকা শীতের আমেজে রাতে নদীর পাড়ে ক্যাম্পিং,বারবিকিউ সাথে ক্যাম্প ফায়ার করার মজাই আলাদা😍😍

03/12/2023
21/11/2023

টাকা চু*রি করে দুই বান্ধবীকে নিয়ে কক্সবাজারে পঞ্চম শ্রেণির ছাত্র

বিস্তারিত কমেন্টে

11/11/2023

সাজেক ভ্রমণের ২য় পর্ব, সবাইকে দেখার আমন্ত্রণ রইল..

07/11/2023

কেমন ছিল আমাদের সাজেক ভ্রমণ..

সাজেক ভ্রমণের প্রথম পর্ব...

#সাজেক

26/10/2023

Biggest Tourism Festival 2023 এর সাংস্কৃতিক অনুষ্ঠানের কিছু অংশ..

আশুলিয়া থেকে ২৬ শে অক্টোবর মাএ ২৫০০ টাকায় সিলেট ভ্রমণ ৩ রাত ২ দিন। ২৬শে অক্টোবর সিলেট ভ্রমণ মাত্র ২৫০০৳ ৩ রাত ২ দিন টিম...
07/10/2023

আশুলিয়া থেকে ২৬ শে অক্টোবর মাএ ২৫০০ টাকায় সিলেট ভ্রমণ ৩ রাত ২ দিন।

২৬শে অক্টোবর সিলেট ভ্রমণ মাত্র ২৫০০৳ ৩ রাত ২ দিন টিম @ঘুড্ডি ভ্রমণ গ্রুপ এর সাথে - সিলেট এর রাতারগুল - জাফলং - ভোলাগঞ্জ সাদাপাথর-মায়াবী ঝর্না-আগুন পাহাড় - চা বাগান - মাজার।

💙💙 আমাদের গ্রুপ সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন 👇👇

page:
https://www.facebook.com/Ghudditraveling

Facebook group:
https://www.facebook.com/groups/1043867122934177/?ref=share_group_link

✅যাত্রার তারিখ:
➡ ২৬শে অক্টোবর রাত ৯ টায় (আশুলিয়া বাস স্ট্যান্ড হতে)
✅ফেরার তারিখ:
➡️ ২৯ অক্টোবর সকাল ৬ টায় আশুলিয়া থাকব ইনশাআল্লাহ।

✅ যা যা দেখবোঃ
* রাতারগুল
* জাফলং
* মায়াবী ( সম্রাট পুঞ্জি ঝর্ণা )
* ভোলাগঞ্জ সাদা পাথর।
* মালিনীছড়া চা বাগান।
* আগুন পাহাড়।
* লালখাল। (সময় সাপেক্ষে)
* হযরত শাহাজালাল (রঃ) মাজার।
* হযরত শাহ পরাণ (রঃ) মাজার

✅ইভেন্ট প্লান:
➡️ প্রথম দিনঃ ২৬শে অক্টোবর রাত ৯ টায় আশুলিয়া বাস স্ট্যান্ড থেকে সিলেটের এর উদ্দেশ্যে রওনা দিবো।

➡️ দ্বিতীয় দিনঃ ২৭শে অক্টোবর সকালে বাস থেকে নেমে আমরা হোটেলে চেক ইন ( যতগুলো রুম খালি থাকবে সেগুলো দিয়ে দেওয়া হবে কারন হোটেল চেকিং সময় হল দুপুর ১২ টায়) করে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করতে যাবো। রিজাভ লেগুনাতে করে রওনা দিব। যাওয়ার পথে আমরা মালনীছড়া চা বাগান দেখবো চা বাগান ঘুরে এরপর আমরা চলে যাব রাতারগুল সোয়াম্প ফরেস্টে সেখানে নৌকা দিয়ে পুরো সোয়াম্প ফরেস্ট ঘুরে দেখবো রাতারগুল ঘুরে দুপুরের খাবার খেয়ে আমরা ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিব। সেখান থেকে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে ভোলাগঞ্জ সাদা পাথরে ঘুরবো। ঘুরা শেষে আমাদের রিজার্ভ লেগুনা বা বাস দিয়ে চলে আসব হোটেলে। হোটেলে এসে যে যার রুমে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে সবাই মিলে সিলেট শহরে ঘুরবো। তারপর রাতে থাকার হোটেলের রাতের খাবার খাবো। সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাব।

(বিশেষ দ্রষ্টব্যঃ ভোলাগঞ্জে আমরা গোসল করব যার জন্য দুই সেট কাপড় নিয়ে নিবেন)

➡️ তৃতীয় দিনঃ ২৮শে অক্টোবর সকালে ঘুম থেকে উঠেই পাঁচ ভাই রেস্টুরেন্টে নাস্তা করবো। নাস্তা শেষে আমরা সবাই প্রস্তুত হয়ে সকাল ৮ টায় রিজার্ভ লেগুনা/বাসে করে আমরা চলে যাব শ্রীপুর চা বাগান চা বাগান ঘুরে আমরা চলে যাবো জাফলং সেখানে পৌঁছে আমরা দুপুরের খাবার খেয়ে নিব। এরপর ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকা করে আমরা জাফলং জিরো পয়েন্ট এবং মায়াবী ঝর্ণা যাবো। ঝর্নাতে গোসল করে এরপর জাফলং থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিব। মাঝপথে আমরা আগুন পাহাড় দেখব। এরপর হোটেলে এসে ব্যাগ গুছিয়ে আমরা লেগুনাতে করে হযরত শাহজালাল (রঃ) মাজারে যাব। এরপর রাতের খাবার শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা।

ইনশাআল্লাহ ২৯শে অক্টোবর সকালে আমরা ঢাকায় পৌঁছাব।

✅যা যা থাকছেঃ
১। আশুলিয়া টু সিলেট আপডাউন টিকিট
(নন এসি চেয়ার কোচ বাস)
২। ১ রাত থাকার জন হোটেল (১ রুমে ৪ জন)(কাপল ও মেয়েদের জন্য আলাদা রুমে ব্যবস্থা)
৩। ৫ বেলা খাবার
৪। দক্ষ গাইড সার্ভিস, নিরপত্তা এবং উন্নত সেবা।

🚫 ভ্রমণে যা যা থাকছে নাঃ
১|কোনো নৌকা খরচ।
২| সকল প্রকার এন্ট্রি ফি।
৩।লোকাল ট্রান্সপোর্ট। (আমাদের সাথে গেলে এন্ট্রি ফি, লোকাল ট্রান্সপোর্ট ও নৌকা ভাড়া বাবদ ১০০০ টাকা দিতে হবে। আমাদের সাথে না গেলে বুকিং এর সময় কনফার্ম করতে হবে।
৪। কোন ব্যক্তিগত খরচ।
৫। যাত্রা বিরতিতে খাবার

✅ ইভেন্ট ফিঃ
জনপ্রতি - ২৫০০ টাকা
কাপল প্যাকেজ - ৬০০০ টাকা।

❑বুকিং মানিঃ ১৫০০ টাকা।

✅ আসন বুকিং করতে ১৫০০ টাকা (অফেরৎযোগ্য) বিকাশ অথবা নগদের মাধ্যমে পাঠাতে হবে অতিরিক্ত ৩০ বিকাশ খরচসহ ১৫৩০ টাকা।বাকিটা যাত্রার দিন বাসে উঠে দিলেই হবে। চাইলে ব্যাংক একাউন্টেও দিতে পারবেন।

➡️ আমাদের অফিসে এসে বুকিং মানি জমা দিতে পারবেন।
এস. কে. ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স
চৌরাস্তা, বঙ্গবন্ধু রোড, আশুলিয়া, সাভার, ঢাকা।
অফিস টাইমঃ সকাল ০৯ থেকে রাত ১০ টা পর্যন্ত।

➡️ বিস্তারিত জানতে ও বুকি করতে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন -
🔰ফাউন্ডার এডমিনঃ
📲01981818283 শরিফ উদ্দিন
📲01677701018
➡️ বিকাশ+নগদ নাম্বারঃ 01831264036 পার্সোনাল

🖐️যারা যারা এই ট্যুরে যাওয়ার ইচ্ছা পোষন করছেন তারা এই ইভেন্টটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করতে পারেন। তাহলে আপনার দেখাদেখি আপনার বন্ধুবান্ধব পরিচিতরাও জয়েন করতে পারবেন।

🚧🚧যা যা করা যাবে না:
⛔এ্যাডমিনদের অনুমতি ছাড়া গ্রুপ থেকে আলাদা হওয়া যাবে না ।

⛔ ট্যুরে অনাকাঙ্ক্ষিত সড়ক দূর্ঘটনা সম্পূর্ণই আল্লাহর হাতে এতে কর্তৃপক্ষকে অপবাদ দেয়া যাবে না বা জরিমানা দাবী করা যাবে না।

🚯🚯ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে সেগুলো নিজের কাছে সংরক্ষণ করবেন। পরে নির্ধারিত যায়গায় সেগুলো ফেলে দিবেন। প্রকৃতিকে ভালোবাসুন। প্রকৃতি রক্ষায় এগিয়ে আসুন।

💢ট্যুর চলাকালীন প্রাকৃতিক দুর্যোগ, অনাকাঙ্ক্ষিত কোন দূর্ঘটনা বা সমস্যার কারণে ট্যুরে ব্যাঘাত ঘটলে কর্তৃপক্ষ যেকোন সিদ্ধান্ত নিবে যা সবাইকে মানতে হবে অমান্যকারীকে ট্যুর থেকে বরখাস্ত করা হবে।

#বিঃদ্রঃ এই ইভেন্টে যারা অংশগ্রহণ করবেন সবাই ১০০ টাকা করে গ্রুপের লোগো যুক্ত টি-শার্ট নিতে পারবেন।

ঘুরে দেখুন নিজের দেশ
কত সুন্দর বাংলাদেশ 🇧🇩
ঘুড্ডি ভ্রমণ গ্রুপের সাথে 🙂😍

06/10/2023

লুসাই গ্রামে শুটিংয়ের প্রস্তুতি চলছে..

#সাজেক #লুসাই_গ্রাম #লুসাইগ্রাম #লুসাই

03/10/2023

টাঙ্গুয়ার হাওরে ভাসমান দোকানদার নৌকায় করে চা-বিস্কিট বিক্রি করে মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা ইনকাম করেন। আসলেই কি সম্ভব?

02/10/2023

টাঙ্গুয়ার হাওরে মাঝখানে সবাই মিলেমিশে নৌকায় বসে সকালের খাবার খাওয়ার মজাই অন্যরকম।

30/09/2023

ওয়াচ টাওয়ার
টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ

আলহামদুলিল্লাহ ঘুড্ডি ভ্রমণ গ্রুপের ১ বাস ভ্রমন পিপাসু গেস্ট নিয়ে সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর ভ্রমণের উদ্দেশ্যে রওনা হলাম।...
28/09/2023

আলহামদুলিল্লাহ
ঘুড্ডি ভ্রমণ গ্রুপের ১ বাস ভ্রমন পিপাসু গেস্ট নিয়ে সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর ভ্রমণের উদ্দেশ্যে রওনা হলাম।
আপনারা সবাই দোয়া করবেন , সুস্থভাবে যেন ঢাকায় আবার ফিরে আসতে পারি 💚

26/09/2023

আপনার আঞ্চলিক ভাষায় এই খেলার নাম কি?

26/09/2023

নৌকা ভ্রমণে গানের আড্ডার কিছু অংশ..

এ সপ্তাহে টানা ৩ দিন সরকারি ছুটি, অনেকেই ভ্রমণে যাবেন চিন্তা করে রেখেছেন। কিন্তু নিজেরা নিজেরা যেয়ে কোনো হয়রানির শিকার ...
25/09/2023

এ সপ্তাহে টানা ৩ দিন সরকারি ছুটি, অনেকেই ভ্রমণে যাবেন চিন্তা করে রেখেছেন। কিন্তু নিজেরা নিজেরা যেয়ে কোনো হয়রানির শিকার হবেন না তো?? 🤔

24/09/2023

তুরাগ নদীতে নৌকা ভ্রমণের কিছু অংশ...

আশুলিয়া থেকে মাত্র ৯৯৯ টাকায় ২৮ সেপ্টেম্বর সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর দুই রাত একদিন ভ্রমণ।যাত্রা শুরু ২৮ সেপ্টেম্বর বৃহ...
15/09/2023

আশুলিয়া থেকে মাত্র ৯৯৯ টাকায় ২৮ সেপ্টেম্বর সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর দুই রাত একদিন ভ্রমণ।

যাত্রা শুরু ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১০ টায় আশুলিয়া বাস স্ট্যান্ড থেকে।

যাত্রা শেষ: ৩০ সেপ্টেম্বর শনিবার ভোর ০৬টা বাজে আশুলিয়া বাস স্ট্যান্ড থাকবো ইনশাআল্লাহ।

খাবার ম্যানু
==========
☞ সকালেঃ ভুনা খিচুড়ি, অথবা পরটা,সবজি/ডাল,ডিম
☞ দুপুরেঃ ভাত,মুরগী সবজি,ভর্তা, ডাল

যা যা দেখবোঃ
🌴 টাঙ্গুয়ার হাওড়
🌴 ওয়াচ টাওয়ার
🌴নীলাদ্রি লেক/শহীদ সিরাজ লেক
🌴ভারতের সুবিশাল মেঘালয় পাহাড়।

#প্যাকেজে এর মধ্যে যা যা থাকছেঃ
😮 ঢাকা থেকে মধ্যনগর, সুনামগঞ্জ রিজার্ভ বাস
😯 সকালের নাস্তা
😯 দুপুরের খাবার
😯 অভিজ্ঞ গাইড

#প্যাকেজে যা যা থাকছে নাঃ
❌ সারা দিনের রিজার্ভ নৌকা ভাড়া (৬০০ টাকা দিতে হবে বাধ্যতামূলক)
❌ প্যাকেজে উল্লেখ নাই এমন কোন খরচ।
❌ লোকাল বাইক বা অটো দিয়ে হাওরের আশেপাশে ঘুরলে নিজ খরচে ঘুরতে হবে।

❑বুকিং মানিঃ ৫০০ টাকা।

✅ আসন বুকিং করতে ৫০০ টাকা (অফেরৎযোগ্য) বিকাশ অথবা নগদের মাধ্যমে পাঠাতে হবে অতিরিক্ত ১০ বিকাশ খরচসহ ৫১০ টাকা।বাকিটা যাত্রার দিন বাসে উঠে দিলেই হবে।

বুকিংয়ের সিরিয়াল অনুসারে আসন বন্টন করা হবে। মহিলা,কাপল,বাচ্চা,বৃদ্ধদের সামনের ৫ লাইনের সিটে অগ্রাধিকার দেওয়া হবে।

📢 ডেডলাইনঃ সিট খালি থাকা সাপেক্ষ।

➡️ আমাদের অফিসে এসে বুকিং মানি জমা দিতে পারবেন।
এস. কে. ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স
চৌরাস্তা, বঙ্গবন্ধু রোড, আশুলিয়া, সাভার, ঢাকা।
অফিস টাইমঃ সকাল ০৯ থেকে রাত ১০ টা পর্যন্ত।

➡️ বিস্তারিত জানতে ও বুকি করতে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন -
🔰ফাউন্ডার এডমিনঃ
📲01981818283 শরিফ উদ্দিন
📲01677701018
➡️ বিকাশ+নগদ নাম্বারঃ 01831264036 পার্সোনাল

💙💙 আমাদের গ্রুপ সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন 👇👇

page:
https://www.facebook.com/Ghudditraveling

Facebook group:
https://www.facebook.com/groups/1043867122934177/?ref=share_group_link

সাথে যা যা নিতে হবেঃ
-------------------------------
🔸গামছা।
🔸পলিথিন।
🔸ছাতা / ক্যাপ।
🔸পানির বোতল।
🔸শর্টপ্যান্ট।
🔸খাবার স্যালাইন।
🔸ক্যামেরা (যদি থাকে)।
🔸পাওয়ার ব্যাংক

🖐️যারা যারা এই ট্যুরে যাওয়ার ইচ্ছা পোষন করছেন তারা এই ইভেন্টটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করতে পারেন। তাহলে আপনার দেখাদেখি আপনার বন্ধুবান্ধব পরিচিতরাও জয়েন করতে পারবেন।

🚧🚧যা যা করা যাবে না:
⛔এ্যাডমিনদের অনুমতি ছাড়া গ্রুপ থেকে আলাদা হওয়া যাবে না ।

🚯🚯ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে সেগুলো নিজের কাছে সংরক্ষণ করবেন। পরে নির্ধারিত যায়গায় সেগুলো ফেলে দিবেন। প্রকৃতিকে ভালোবাসুন। প্রকৃতি রক্ষায় এগিয়ে আসুন।

💢ট্যুর চলাকালীন প্রাকৃতিক দুর্যোগ, অনাকাঙ্ক্ষিত কোন দূর্ঘটনা বা সমস্যার কারণে ট্যুরে ব্যাঘাত ঘটলে কর্তৃপক্ষ যেকোন সিদ্ধান্ত নিবে যা সবাইকে মানতে হবে অমান্যকারীকে ট্যুর থেকে বরখাস্ত করা হবে।

#বিঃদ্রঃ এই ইভেন্টে যারা অংশগ্রহণ করবেন সবাই ১০০ টাকা করে গ্রুপের লোগো যুক্ত টি-শার্ট নিতে পারবেন।

ঘুরে দেখুন নিজের দেশ
কত সুন্দর বাংলাদেশ 🇧🇩
ঘুড্ডি ভ্রমণ গ্রুপের সাথে 🙂😍

13/09/2023

ক্যাপশন কি দেওয়া যায়?

আশুলিয়া থেকে মাত্র ১৭০০ টাকায় (কোন হিডেন চার্জ নাই) ২১ সেপ্টেম্বর সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর দুই রাত একদিন ভ্রমণ।যাত্রা...
12/09/2023

আশুলিয়া থেকে মাত্র ১৭০০ টাকায় (কোন হিডেন চার্জ নাই) ২১ সেপ্টেম্বর সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর দুই রাত একদিন ভ্রমণ।

যাত্রা শুরু ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১০ টায় আশুলিয়া বাস স্ট্যান্ড থেকে।

যাত্রা শেষ: ২৩ সেপ্টেম্বর শনিবার ভোর ০৬টা বাজে আশুলিয়া বাস স্ট্যান্ড থাকবো ইনশাআল্লাহ।

খাবার ম্যানু
==========
☞ সকালেঃ ভুনা খিচুড়ি, অথবা পরটা,সবজি/ডাল,ডিম
☞ দুপুরেঃ ভাত,মুরগী সবজি,ভর্তা, ডাল

যা যা দেখবোঃ
🌴 টাঙ্গুয়ার হাওড়
🌴 ওয়াচ টাওয়ার
🌴নীলাদ্রি লেক/শহীদ সিরাজ লেক
🌴ভারতের সুবিশাল মেঘালয় পাহাড়।

#প্যাকেজে এর মধ্যে যা যা থাকছেঃ
😮 ঢাকা থেকে মধ্যনগর, সুনামগঞ্জ রিজার্ভ বাস
😯 সকালের নাস্তা
😯 দুপুরের খাবার
😯 অভিজ্ঞ গাইড

#প্যাকেজে যা যা থাকছে নাঃ
❌ প্যাকেজে উল্লেখ নাই এমন কোন খরচ।
❌ লোকাল বাইক বা অটো দিয়ে হাওরের আশেপাশে ঘুরলে নিজ খরচে ঘুরতে হবে।

❑বুকিং মানিঃ ১০০০ টাকা।

✅ আসন বুকিং করতে ১০০০ টাকা (অফেরৎযোগ্য) বিকাশ অথবা নগদের মাধ্যমে পাঠাতে হবে অতিরিক্ত ২০ বিকাশ খরচসহ ১০২০ টাকা।বাকিটা যাত্রার দিন বাসে উঠে দিলেই হবে।

বুকিংয়ের সিরিয়াল অনুসারে আসন বন্টন করা হবে। মহিলা,কাপল,বাচ্চা,বৃদ্ধদের সামনের ৫ লাইনের সিটে অগ্রাধিকার দেওয়া হবে।

📢 ডেডলাইনঃ সিট খালি থাকা সাপেক্ষ।

➡️ আমাদের অফিসে এসে বুকিং মানি জমা দিতে পারবেন।
এস. কে. ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স
চৌরাস্তা, বঙ্গবন্ধু রোড, আশুলিয়া, সাভার, ঢাকা।
অফিস টাইমঃ সকাল ০৯ থেকে রাত ১০ টা পর্যন্ত।

➡️ বিস্তারিত জানতে ও বুকি করতে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন -
🔰ফাউন্ডার এডমিনঃ
📲01981818283 শরিফ উদ্দিন
📲01677701018
➡️ বিকাশ+নগদ নাম্বারঃ 01831264036 পার্সোনাল

💙💙 আমাদের গ্রুপ সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন 👇👇

page:
https://www.facebook.com/Ghudditraveling

Facebook group:
https://www.facebook.com/groups/1043867122934177/?ref=share_group_link

সাথে যা যা নিতে হবেঃ
-------------------------------
🔸গামছা।
🔸পলিথিন।
🔸ছাতা / ক্যাপ।
🔸পানির বোতল।
🔸শর্টপ্যান্ট।
🔸খাবার স্যালাইন।
🔸ক্যামেরা (যদি থাকে)।
🔸পাওয়ার ব্যাংক

🖐️যারা যারা এই ট্যুরে যাওয়ার ইচ্ছা পোষন করছেন তারা এই ইভেন্টটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করতে পারেন। তাহলে আপনার দেখাদেখি আপনার বন্ধুবান্ধব পরিচিতরাও জয়েন করতে পারবেন।

🚧🚧যা যা করা যাবে না:
⛔এ্যাডমিনদের অনুমতি ছাড়া গ্রুপ থেকে আলাদা হওয়া যাবে না ।

⛔ ট্যুরে অনাকাঙ্ক্ষিত সড়ক দূর্ঘটনা সম্পূর্ণই আল্লাহর হাতে এতে কর্তৃপক্ষকে অপবাদ দেয়া যাবে না বা জরিমানা দাবী করা যাবে না।

🚯🚯ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে সেগুলো নিজের কাছে সংরক্ষণ করবেন। পরে নির্ধারিত যায়গায় সেগুলো ফেলে দিবেন। প্রকৃতিকে ভালোবাসুন। প্রকৃতি রক্ষায় এগিয়ে আসুন।

💢ট্যুর চলাকালীন প্রাকৃতিক দুর্যোগ, অনাকাঙ্ক্ষিত কোন দূর্ঘটনা বা সমস্যার কারণে ট্যুরে ব্যাঘাত ঘটলে কর্তৃপক্ষ যেকোন সিদ্ধান্ত নিবে যা সবাইকে মানতে হবে অমান্যকারীকে ট্যুর থেকে বরখাস্ত করা হবে।

#বিঃদ্রঃ এই ইভেন্টে যারা অংশগ্রহণ করবেন সবাই একটি করে টি-শার্ট ফ্রি পাবেন।

ঘুরে দেখুন নিজের দেশ
কত সুন্দর বাংলাদেশ 🇧🇩
ঘুড্ডি ভ্রমণ গ্রুপের সাথে 🙂😍

08/09/2023

মানুষ একটা দুই চাকার সাইকেল...
সাজেক ভ্যালিতে রাতের গানের আড্ডায়।

07/09/2023

মেঘের রাজ্যে বৃষ্টিতে ভিজতে কেমন লাগে?
লোকেশন:সাজেক ভ্যালি

06/09/2023

চাঁদের গাড়ির ছাদে বসে গান গাওয়ার মুহূর্তে...

আলহামদুলিল্লাহ আমাদের গত সাজেক ইভেন্ট অনেক সুন্দর এবং সফলভাবে শেষ করলাম। আমাদের গত ইভেন্টের সকল সদস্যই অনেক আন্তরিক এবং ...
06/09/2023

আলহামদুলিল্লাহ
আমাদের গত সাজেক ইভেন্ট অনেক সুন্দর এবং সফলভাবে শেষ করলাম। আমাদের গত ইভেন্টের সকল সদস্যই অনেক আন্তরিক এবং প্রাণবন্ত ছিল। আমাদের সকল সদস্যের সার্বিক সহযোগিতায় এমন প্রাণবন্ত একটি ইভেন্ট সবাইকে উপহার দিতে পেরেছি। আমরা একটা পরিবারের সদস্যের মতন ভালো একটা সময় কাটিয়েছি, আশা করি এই দুই দিনের সফর সকলের জীবনেই ভালো একটি স্মৃতি হয়ে থাকবে। সব দিক মিলিয়ে ভালো সহযোগিতার জন্য প্রত্যেক সদস্যকে আমাদের গ্রুপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইলো।

05/09/2023

মিলন হবে কত দিনে..
সাজেক ভ্যালিতে রাতের গানের আড্ডায়

04/09/2023

ভয়ং*কর আলুটিলা গুহা পাড়ি দেওয়ার গল্প...

লুসাই গ্রামে ভিডিও করতে গিয়ে ঘুড্ডি ভ্রমণ গ্রুপ এর এডমিনের এই অবস্থা..!! এখন এডমিন কি করবে?
02/09/2023

লুসাই গ্রামে ভিডিও করতে গিয়ে ঘুড্ডি ভ্রমণ গ্রুপ এর এডমিনের এই অবস্থা..!! এখন এডমিন কি করবে?

আলহামদুলিল্লাহ 🤲❤️আপনাদের ভালোবাসায় ১ বাস  (৪৬ জন) গেস্ট নিয়ে সাজেক ভ্রমণের উদ্দেশ্যে রওনা হলাম ।আপনারা সবাই দোয়া করবেন...
31/08/2023

আলহামদুলিল্লাহ 🤲❤️
আপনাদের ভালোবাসায় ১ বাস (৪৬ জন) গেস্ট নিয়ে সাজেক ভ্রমণের উদ্দেশ্যে রওনা হলাম ।
আপনারা সবাই দোয়া করবেন , সুস্থভাবে যেন ঢাকায় আবার ফিরে আসতে পারি 💚

আমাদের সাজেক ইভেন্টের সকল সিট বুকিং হয়ে যাওয়ায় এখন থেকে বুকিং ক্লোজ করা হলো। সামনের মাসে আমাদের নতুন ইভেন্ট আসতেছে, আ...
29/08/2023

আমাদের সাজেক ইভেন্টের সকল সিট বুকিং হয়ে যাওয়ায় এখন থেকে বুকিং ক্লোজ করা হলো। সামনের মাসে আমাদের নতুন ইভেন্ট আসতেছে, আপনারা কোথায় যেতে চান কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের বেশি সংখ্যক মানুষের চাহিদা অনুযায়ী পরবর্তী ইভেন্ট সেট করা হবে।

🔥আশুলিয়া থেকে একমাত্র আমরাই দিচ্ছি মাত্র ২৯৯৯ টাকায় ৩১ আগস্ট ৩ রাত ২ দিন সাজেক ভ্যালি ও খাগড়াছড়ি ভ্রমনের সুযোগ।আর অল...
17/08/2023

🔥আশুলিয়া থেকে একমাত্র আমরাই দিচ্ছি মাত্র ২৯৯৯ টাকায় ৩১ আগস্ট ৩ রাত ২ দিন সাজেক ভ্যালি ও খাগড়াছড়ি ভ্রমনের সুযোগ।

আর অল্প কিছু সিট খালি আছে এখনো যারা কনফার্ম করেন নাই দ্রুত কনফার্ম করে ফেলুন।

💢গাড়ি আশুলিয়া বাস স্ট্যান্ড থেকে ছেড়ে উত্তরা, এয়ারপোর্ট, ৩০০ ফিট, মদন বাস স্ট্যান্ড দিয়ে যাবে। আপনারা ইচ্ছা করলে এসব রাস্তা থেকেও আমাদের সাথে যুক্ত হতে পারবেন।

💢সাজেক ভ্যালি ইভেন্টের বিস্তারিত লিংক প্রথম কমেন্টে দেওয়া আছে।

আশুলিয়া থেকে মাত্র-২৯৯৯৳ ৩১ আগষ্ট থেকে ০২ সেপ্টেম্বর পর্যন্ত সাজেক ভ্যালি ৩ রাত ২ দিনের আকর্ষণীয় ট্যুর।😍 ইভেন্ট তারিখঃয...
08/08/2023

আশুলিয়া থেকে মাত্র-২৯৯৯৳ ৩১ আগষ্ট থেকে ০২ সেপ্টেম্বর পর্যন্ত সাজেক ভ্যালি ৩ রাত ২ দিনের আকর্ষণীয় ট্যুর।😍

ইভেন্ট তারিখঃ
যাত্রার তারিখঃ ৩১ আগষ্ট রাত ৮ টায় আশুলিয়া বাস স্ট্যান্ড থেকে যাত্রা শুরু।

ফেরার তারিখঃ, ৩ সেপ্টেম্বর সকাল ৬টা বাজে আশুলিয়া থাকবো ইনশাআল্লাহ।

ইভেন্ট ফিঃ ২৯৯৯৳(১রুমে ৪-৫ জন)



কাপল ফিঃ ৭৫০০৳ (১রুমে ২জন)

বুকিংঃ অফিসে এসে দিলে- ২০০০/-টাকা
বিকাশে দিলে- ২০৪০/-টাকা (অফেরতযোগ্য)

বুকিংয়ের সিরিয়াল অনুসারে আসন বন্টন করা হবে। মহিলা,কাপল,বাচ্চা,বৃদ্ধদের সামনের ৫ লাইনের সিটে অগ্রাধিকার দেওয়া হবে।

📢 ডেডলাইনঃ সিট খালি থাকা সাপেক্ষ।

--------------------------------------------------------------------
যোগাযোগের ঠিকানাঃ
================
এস কে ফানিচার এন্ড ইলেকট্রনিক্স, চৌরাস্তা, বঙ্গবন্ধু রোড, আশুলিয়া বাস স্ট্যান্ড, সাভার, ঢাকা।

🔰ফাউন্ডার এডমিনঃ
Md Sharif Uddin
01981818283
01677701018

টাকা পাঠানোর নাম্বার
Ornob
01831264036(বিকাশ ও নগদ পার্সোনাল)
--------------------------------------------------------------------
💙💙 আমাদের গ্রুপ সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন 👇👇

https://www.facebook.com/groups/1043867122934177/?ref=share_group_link

--------------------------------------------------------------------
এই খরচে যা যা দেখবো
=================
☞সাজেক ভ্যালী
☞রুইলুই পাড়া
☞ হ্যালিপ্যাড
☞ লুসাই পাড়া
☞ কংলাক পাহাড়
☞ আলুটিলা গুহা
☞ হর্টিকালচার পার্ক
☞ ঝুলন্ত সেতু
--------------------------------------------------------------------
ইভেন্ট খরচে যা যা থাকছে
===================
✔ ঢাকা খাগড়াছড়ি ঢাকা আপ-ডাউন নন এসি বাসের টিকিট
✔ দুইদিনের জন্যে রিজার্ভ চাঁদের গাড়ি
✔একরাত সাজেকের রিসোর্টে শেয়ার বেসিসে থাকা
✔ দুইদিনে মোট ৫ বেলা খাবার
--------------------------------------------------------------------
খাবারের মেন্যুঃ
===========
১ম দিনঃ-
সকালঃ পরোটা, সবজি/ডাল, ডিম অথবা ভুনা খিচুড়ি, ডিম

দুপুরঃ সাদা ভাত, ব্যাম্বো চিকেন, ভর্তা, সবজি, সালাদ

রাতঃ- পরোটা, কোয়াটার চিকেন BBQ+ সস,সালাদ

২য় দিনঃ-
সকালঃ- ডিম খিচুড়ি

দুপুরঃ- সাদা ভাত, মুরগি,ডাল,ভর্তা, সালাদ
--------------------------------------------------------------------
ইভেন্ট ফি তে যা যা থাকছেনাঃ
=====================
🔴 সাজেক এর এন্ট্রি ফ্রি
🔴 আলুটিলা গুহায় প্রবেশ টিকিট
🔴হর্টিকালচার পার্কের প্রবেশ খরচ
🔴পার্কিং খরচ
🔴খাগড়াছড়ি ঘুরার ট্রান্সপোর্ট
🔴সর্বমোট ৫০০৳ জনপ্রতি খরচ (বাধ্যতামূলক)
🔴 হাইওয়ে রাস্তায় যাত্রা বিরতির খাবার
🔴 আসার দিন ডিনার
🔴 মিনারেল ওয়াটার
🔴 কোন ধরনের ব্যক্তিগত খরচ
🔴পোস্টে উল্লেখ করা নেই এমন খরচ।

ট্যুর প্যাকেজে যা যা সাথে নেওয়া উচিৎঃ
===================
☞ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার অবশ্যই নিতে হবে।
☞ ভ্রমণের সময় যত কম জিনিস নেয়া যায়, যত কম কাপড় নেয়া যায় ততই আরামদায়ক হয় ভ্রমণ
☞ রবি/টেলিটক সিম
☞ মশা থেকে বাঁচার জন্য ওডোমস
☞ গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়
☞ সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
☞ টুথব্রাশ/ টুথব্রাশ
☞ প্রয়োজনীয় ঔষধপত্র
☞ ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি
☞ চার্জের জন্য পাওয়ার ব্যাংক

এই ট্যুরের প্ল্যানঃ
============
ডে ০ঃ ৩১শে আগস্ট রাতের বাসে সাভার আশুলিয়া বাস স্ট্যান্ড থেকে রওয়ানা হবো খাগড়াছড়ির উদ্দেশ্যে।

১ম দিন)______ ০১ সেপ্টেম্বর
আমরা খাগড়াছড়ি নেমে সকালের নাস্তা সেরে সকালের এসকর্টে চলে যাবো সাজেক। দুপুরে সাজেকে চেক ইন করব এবং আমাদের নির্ধারিত রিসোর্টে উঠবো। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে সাজেকের উল্লেখযোগ্য পয়েন্ট গুলো ঘুরব। সূর্যাস্ত দেখবো কংলাক পাহাড়ে, রাতে হ্যালিপ্যাডে আড্ডা, গান, আনন্দ হবে।

(২য় দিন) _____ ০২ সেপ্টেম্বর
সকালে ফ্রেশ হয়ে সাজেকে সূর্যোদয় দেখে নাস্তা সেরে, লুসাইপল্লী ঘুরে রিসোর্টে এসে সকালের এসকর্ট এর সাথে চলে আসব খাগড়াছড়ি। খাগড়াছড়ি হোটেলে দুপুরে খাবার খেয়ে আলুটিলা গুহা, হর্টিকালচার পার্ক, ঝুলন্ত ব্রিজ দেখে রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো।

(৩য় দিন)____ ০৩ সেপ্টেম্বর
সকাল ৬টা বাজে আশুলিয়া বাস স্ট্যান্ড এসে পৌঁছাবো ইনশাআল্লাহ ।
--------------------------------------------------------------------
🖐️ যারা যারা এই ট্যুরে যেতে আগ্রহী তারা এই ইভেন্টটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করতে পারেন। তাহলে আপনার দেখাদেখি আপনার বন্ধুবান্ধব, পরিচিতরাও জয়েন করতে পারবেন।
⛔ ট্যুরে অনাকাঙ্ক্ষিত সড়ক দূর্ঘটনা সম্পূর্ণই আল্লাহর হাতে এতে কর্তৃপক্ষকে অপবাদ দেয়া যাবে না বা জরিমানা দাবী করা যাবে না।

💢 ট্যুর চলাকালীন প্রাকৃতিক দুর্যোগ, অনাকাঙ্ক্ষিত কোন দূর্ঘটনা বা সমস্যার কারণে ট্যুরে ব্যাঘাত ঘটলে কর্তৃপক্ষ যেকোন সিদ্ধান্ত নিবে যা সবাইকে মানতে হবে অমান্যকারীকে ট্যুর থেকে বরখাস্ত করা হবে।

মাত্র ১০০/- টাকায় পাচ্ছেন ঘুড্ডি ভ্রমণ গ্রুপের পক্ষ থেকে আকর্ষণীয় টি-শার্ট (👕)।

🪁 বিঃদ্রঃ আমরা সবসময় অল্প বাজেটে ট্যুর করে থাকি যারা সবকিছুতে অতিমাত্রায় প্রিমিয়াম সার্ভিস খুঁজেন তারা এই ইভেন্ট থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

ঘুরে দেখুন নিজের দেশ
কত্তো সুন্দর বাংলাদেশ। 🇧🇩
হ্যাপিট্রাভেলিং 🙂😍

কাশ্মীর বা সুইজারল্যান্ড নয় এটা আমাদের বাংলাদেশের সাজেক ভ্যালী ।
06/08/2023

কাশ্মীর বা সুইজারল্যান্ড নয় এটা আমাদের বাংলাদেশের সাজেক ভ্যালী ।

02/08/2023

কক্সবাজার ঝাউবন বীচে...

আলহামদুলিল্লাহ 🤲❤️আপনাদের ভালোবাসায় ২ বাস প্রায় (৮০ জন) গেস্ট নিয়ে কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিলাম ।আপনারা সবাই ...
27/07/2023

আলহামদুলিল্লাহ 🤲❤️
আপনাদের ভালোবাসায় ২ বাস প্রায় (৮০ জন) গেস্ট নিয়ে কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিলাম ।
আপনারা সবাই দোয়া করবেন , সুস্থভাবে যেন ঢাকায় আবার ফিরে আসতে পারি 💚

Address


Telephone

+8801981818283

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঘুড্ডি ভ্রমণ গ্রুপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঘুড্ডি ভ্রমণ গ্রুপ:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share