Country Roads

  • Home
  • Country Roads

Country Roads Some crazy adventure is going to happen. Hold your breath and stay with country roads. We will take

যখনই ইচ্ছে হবে, জায়গা ঠিক করে বেরিয়ে যাবো। নিজেদের ঘুরাঘুরি তো অনেক হলো, এবার না হয় সবাইকে নিয়ে ঘুরি! গান হবে, আড্ডা হবে, অনেকের অনেক দিনের স্বপ্ন পূরণ হবে আমাদের সাথেই, এটাই চাওয়া।

চঞ্চল, হাস্য-রসিকতায় ভরা সব মানুষ গুলোর অপেক্ষায় থাকবে "Country Roads"

15/08/2023
Australia  ♥️
24/12/2020

Australia ♥️

11/12/2020

Tashi Lakpa Sherpa doing exercise at the elevation of 6119m on top of Lobuche peak with his climbing bag and gear.

09/12/2020

Place: Rangamati 💓
©IshmamChowdhury

04/12/2020

যারা বিভিন্ন ট্যুর এজেন্সির চটকারী বিজ্ঞাপন দেখে ভাবছেন সুন্দরবন ট্রিপে যাবেন। রাতে শিপে থাকবেন তাদের জন্য।
আজ সকালে খুলনা থেকে ট্যুরিস্ট নিয়ে সুন্দরবন যাওয়ার পথে, পানখালী, বটিয়াঘাটা এর কাছে ঘন কুয়াশায় বিপদ জনক ভাবে চরে আটকা পরে এম ভি ডিস্কভার নামক ট্যুরিস্ট জাহাজ টি ডুবে যায়।
সকল ট্যুরিস্ট রা নিরাপদে নেমে আসে, সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন। তথ্য মতে জানা যায়, মাস্টার সাময়িক ভাবে রেস্ট এ থাকা অবস্থায় দায়িত্ব রত সুকানি এর ভূল এর কারনে এমন দু:খ জনক ও মর্মান্তিক ঘটনা ঘটে। ক্রেডিটঃ ভ্যাসেলফাউন্ডার

Alaska, US
03/12/2020

Alaska, US

Alaska, USA
01/12/2020

Alaska, USA

Eidfjord kommune, Norway
29/11/2020

Eidfjord kommune, Norway

Nahuel Huapi, Аrgentina
28/11/2020

Nahuel Huapi, Аrgentina

দৃষ্টি আকর্ষণ
24/11/2020

দৃষ্টি আকর্ষণ

El Chaltén, El Calafate, Аrgentina
18/11/2020

El Chaltén, El Calafate, Аrgentina

Sunrise on the Majestic Mountains Annapurna Base Camp, Nepal Photo : .trekking
14/11/2020

Sunrise on the Majestic Mountains
Annapurna Base Camp, Nepal

Photo : .trekking

সাজেকে কটেজের পাশেই এইভাবেই কটেজ কতৃপক্ষ আর হুজুগে পাগল সেলফি ট্যুরিষ্টদের বানানো ময়লার স্তুপ।কিন্তু যখন সাজেকে আদিবাসী ...
10/11/2020

সাজেকে কটেজের পাশেই এইভাবেই কটেজ কতৃপক্ষ আর হুজুগে পাগল সেলফি ট্যুরিষ্টদের বানানো ময়লার স্তুপ।

কিন্তু যখন সাজেকে আদিবাসী রা থাকতো তখন কি এমন নোংরা পরিবেশ ছিলো?আদিবাসীদের উচ্ছেদ করে এমন আন্ডার রেটেড কোনো যায়গাকে হুদাই হাইপ সৃষ্টি করে ওভাররেটেড বস্তি বানিয়ে গরুর পালের মতো লোকজনদের নিয়ে যাওয়ার উদ্দেশ্য একটাই সেটা হলো ব্যাবসা।

ইভেন্ট,রিসোর্ট ব্যাবসায়ীরা সেখানে যাবার পর থেকেই এই অবস্থা। আসলে এরা সবাই ব্যাবসায়ী,টাকার গন্ধ পেলেই সেখানে তারা যেয়ে সুযোগ খুজে।আসল প্রকৃতি প্রেম তাদের কারো ভেতরেই নাই।

সাজেককে আন্ডাররেটেড বলছি কারন সাজেকে মতো পাহাড়ে মেঘ জমার দৃশ্য বান্দরবানের অনেক যায়গা থেকেই দেখা যায়।তাই হুদাই সাজেকের উপর এমন চাপ সৃষ্টি করার কোনো মানেই হয় না।ছুটির দিনে সাজেকের রাস্তায় গাড়ির জ্যাম লেগে যায় গুলিস্তানের মতো!!! আবার সাজেকে সিন্ডিকেটের এতোটাই প্রভাব যে রুম ভাড়া নাকি ৬-৭ হাজারে যেয়ে ঠেকে মাঝে মাঝে তাও নাকি ১ মাস লাগে রুম বুক করা লাগে!!! কি যে মধু আছে সাজেকে আল্লাহই জানে,তাও লোকজন সাজেকেই যাবে সেল্ফি তুলতে।

দুঃখের ব্যাপার হলো আমাদের দেশে কেউ যদি নিজে নিজে প্লান করে সাজেক,নাফাখুম,আমিয়াখুম ইত্যাদি যায়গাতে ঘুরতে যেতে চায় তবে তাকে অনেক বেশি ভোগান্তির পাল্লায় পড়তে হয় সেন্ডিকেট সিস্টেমের কারনে। সাজেক সহ এইসব যায়গাতে জীপ থেকে শুরু করে সব কিছুই সিন্ডিকেট দের দখলে!!!

পাহাড়ে ট্যুরিজম এর প্রসার অবশ্যই হওয়া উচিত কিন্তু সেটা হওয়া উচিত পরিকল্পিত আর ইকোট্যুরিজম মেইনটেইন করে।

"ইকো ট্যুরিজম" কি জিনিস?বাঁশ কাঠ দিয়ে কয়টা কটেজ বানিয়ে পাশে কনক্রিটের সুইমিং পুল দিয়ে তাকে ইকো কটেজ বলা যায় না। "ইকো ট্যুরিজম" এর প্রধান শর্তই হলো ট্যুরিজম এর এলাকাতে "লোকাল রিসোর্স" দিয়ে "লোকাল পিপল" কে কাজে লাগিয়েই সেখানে ট্যুরিজম কে প্রসার করা।কিন্তু এই ব্যাপারটা আমাদের দেশের সরকার সহ ট্যুরিজম ব্যাবসায়ী কবে বুঝবে?

Mountain, Val Gardena, Northern Italy
10/11/2020

Mountain, Val Gardena, Northern Italy

Welcome to Guliakhali beach 🙄
09/11/2020

Welcome to Guliakhali beach 🙄

 #তিন_পার্বত্য_জেলা_ও_বাংলাদেশের_পর্যটন_শিল্প বাংলাদেশে বান্দরবান, খাগড়াছড়ি ও রাংামাটির মত নৈসর্গিক পাহাড়ি এলাকা রয়েছে...
09/11/2020

#তিন_পার্বত্য_জেলা_ও_বাংলাদেশের_পর্যটন_শিল্প
বাংলাদেশে বান্দরবান, খাগড়াছড়ি ও রাংামাটির মত নৈসর্গিক পাহাড়ি এলাকা রয়েছে। এই তিন পার্বত্য এলাকা এত বেশি সুন্দর ও প্রাকৃতিক নিদর্শনে ভরপুর যে আপনি শহরের যান্ত্রিকতা বা কৃত্রিম জীবনের বাহিরে গিয়ে এখানে কিছুটা সময় নিজের মত করে কাটা তে পারেন। কি নেই এখানে; সুইচ্চ পাহাড়, দৃষ্টিনন্দন লেক, নয়নাভিরাম ঝর্ণা, শীতলতার জলপ্রপাত, জুম ঘর, আদিবাসীদের অপরুপ জীবনযাত্রা, হরেকরকম পশু-পাখি, জীব-জন্তু, মেঘের ভেলা, পোকার গুনগুন আওয়াজসহ আরো বিভিন্ন নাম না জানা উপভোগ্য বিষয়ের ছড়াছড়ি।

কিন্তু দুঃখের বিষয় বর্তমানে কিছু লোভী ও মূর্খের চালে এইসব পাহাড়ি এলাকায় উন্নয়ন ও আধুনিকতার নামে পাহাড় কেটে, আদিবাসী উচ্ছেদ করে, কৃত্তিমতার আদলে বিনোদন সৃষ্টি করার অভিপ্রায়ে লিপ্ত রয়েছে। এই যেমন;

আমি যখন ২০১৫ তে সাজেক যাই তখন খুব কমই রিসোর্ট বা কটেজ ছিল। আর এখন তো কটেজের কারণে পাহাড়ই ঠিকভাবে দেখা যায় না। তাছাড়া পর্যটকদের ভীড়ে কটেজ ভাড়া আকাশচুম্বী! কেন ভাই 🤷‍♂️পাহাড়ি এলাকায় জুমঘরে বা বাশের গণ কটেজে ১৫০/২০০ টাকা দিয়ে থাকলে কি প্রকৃতি উপভোগ করা যায় না❓ আর আপনি পাহাড়ি এলাকায় হাই-কমোড খুজেন কোন সুখে? এখানে যাবেন শুধুমাত্র প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ করার জন্য, হাগার জন্য নয়! এখন নাকি ঠাংুয়ার হাওড়ে অনেক বোটে ও হাই-কমোড বসানো হয়েছে পর্যটকদের অনুরোধে। কি অবস্থা ভাবেন তো? তারা এখানে প্রকৃতিকে উপভোগ করতে যায়, নাকি কমোডে বসতে যায়?

আমি গতবছর আমিয়াখুম থেকে হেঁটে নাফাখুম আসার সময় দেখলাম বিশাল বিশাল গাছ কেটে একদম সাবাড় করা হয়েছে এবং প্রশাসনের ড্রেনেজ গাড়ি ওখানে কাজ করছে। জিজ্ঞেস করে জানতে পারলাম এই রোড়ে নাকি গাড়ি চলবে, অর্থাৎ আপনার আর পায়ে হেঁটে আমিয়াখুম বা নাফাখুম যেতে হবে না, সরাসরি গাড়ি নিয়ে যাবেন। কি অদ্ভুত তাই না! অন্যদিকে এখন আর হেঁটে হেঁটে কেওক্রাডং যেতে হয় না, চাইলে আপনি গাড়িতে করে চূড়ায় পৌঁছে হাসিমুখে ভি চিহ্ন ও দেখাতে পারেন।

সম্প্রতি বান্দরবানের চিম্বুক - থানচি রোডে আদিবাসী উচ্ছেদ করে নাকি আধুনিক হোটেল বানানোর কাজ এগিয়ে চলছে। কি ভয়ংকর তাই না! মানুষ এখানে চার বারান্দায় এসি রুমে শুয়ে থাকবে। প্রকৃতি তার কাছে মূখ্য নয়। ইতিমধ্যে অপরিকল্পিত স্থাপনার জন্য কক্সবাজার সদর, সেন্টমার্টিন ও সাজেক জঞ্জালে পরিণত হয়েছে। এখনি যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের পর্যটন শিল্পকে মৃত ঘোষণা করতে হবে।

সারমর্মে এটাই বলতে চাই আমাদের তিন পার্বত্য জেলাকে কৃত্তিম ভাবে বাচিঁয়ে না রেখে যেভাবে আছে সেভাবেই চলতে দিন। মনে রাখবেন কৃত্তিমতা বেশিদিন টিকে না।

বান্দরবান শহর থেকে ৪৭ কিলোমিটার দূরে চিম্বুক-থানচি রোডে 'ম্যারিয়ট হোটেল এন্ড অ্যামিউজমেন্ট পার্ক' নামে এই ফাইভ স্টার হোট...
08/11/2020

বান্দরবান শহর থেকে ৪৭ কিলোমিটার দূরে চিম্বুক-থানচি রোডে 'ম্যারিয়ট হোটেল এন্ড অ্যামিউজমেন্ট পার্ক' নামে এই ফাইভ স্টার হোটেল তৈরির কাজ শুরু হচ্ছে। ঐ জায়গায় রয়েছে অনেকগুলো গ্রাম যেখানে ম্রো আদিবাসীদের বসবাস।

হোটেলের বাস্তবায়নে কাজ করবে শিকদার গ্রুপের প্রতিষ্ঠান আর আর হোল্ডিংস এবং বাংলাদেশ আর্মির ২৪ পদাতিক ডিভিশনের ৬৯ ব্রিগেড।

The International Chittagong Hill Tracts Commission (CHTC) এই কন্সট্রাকশন বন্ধ করতে সুপারিশ করেছে। এর আগে কাপরুপাড়া, দোলাপাড়া, এরাপাড়া এবং চিম্বুক পাহাড়ে বসবাসকারী ম্রোদের পক্ষ থেকে অবিলম্বে এই হোটেল তৈরি বন্ধ করতে প্রধানমন্ত্রীর অফিস বরাবর পিটিশন জমা দিয়েছেন।

ম্রো'দের মতে এই হোটেল তৈরিতে তিনটি ম্রো পাড়া পুরোপুরি উৎখাত করতে হবে এবং হুমকির মুখে পড়বে আশেপাশের আরও ৫টি ম্রো পাড়া।

ট্যুরিজমের নামে আদিবাসী উৎখাত বেশ অনেকদিন ধরেই বান্দরবানে চলে আসছে। সাজেক তার চরমতম উদাহরণ। কানাডার ওয়েস্টার্ন অন্টারিও ইউনিভার্সিটির এনথ্রোপলোজি ডিপার্টমেন্ট সাজেকে ঘটে যাওয়া নৃসংশতা নিয়ে একটি পেপার ও পাবলিশ করেছিল। এ ধরণের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে সবার জায়গা থেকে প্রতিবাদ করা হোক এটাই ওয়াক টিমের চাওয়া।
সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ জানান।

Dingri country, Tibet
07/11/2020

Dingri country, Tibet

Osorno Volcano,Chile
05/11/2020

Osorno Volcano,
Chile

অনেকে জানতে চেয়েছিল "টেকনাফ থেকে সেন্টমার্টিন" পর্যটকবাহী জাহাজ চলাচল কবে শুরু হতে পারে!অনুমতি প্রদান করা হয়েছে। আগামী ১...
04/11/2020

অনেকে জানতে চেয়েছিল "টেকনাফ থেকে সেন্টমার্টিন" পর্যটকবাহী জাহাজ চলাচল কবে শুরু হতে পারে!
অনুমতি প্রদান করা হয়েছে। আগামী ১০ই নভেম্বর থেকে চলাচল শুরু হতে যাচ্ছে।

পর্যটকদের জন্য সু-খবর! আগামী ১০/১১/২০২০ ইং হইতে টেকনাফ সেন্টমার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু করবে।
03/11/2020

পর্যটকদের জন্য সু-খবর!

আগামী ১০/১১/২০২০ ইং হইতে টেকনাফ সেন্টমার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু করবে।

রাতারগুল এলাকায় প্রবেশ, ভিডিও ধারণ ও নৌকা ভ্রমণের ক্ষেত্রে সরকারকে ফি দিতে হবে। ফি নির্ধারণ করে  প্রজ্ঞাপন জারি করেছে প...
02/11/2020

রাতারগুল এলাকায় প্রবেশ, ভিডিও ধারণ ও নৌকা ভ্রমণের ক্ষেত্রে সরকারকে ফি দিতে হবে। ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
প্রাপ্ত বয়স্কদের প্রবেশ ফি ৫০ টাকা
(১২ বছরের নিচে) ২৫ টাকা।
বিদেশি নাগরিক- ৫০০ টাকা।
ক্যামেরা নিয়ে রেকর্ড করলে প্রতিদিন ১০ হাজার টাকা।

প্রতিবার নৌকা ১০০ টাকা। বিদেশিদের ১ হাজার টাকা।

বাস বা ট্রাকের প্রতিবারের পার্কিং ফি ২০০ টাকা।
পিকআপ/জিপ/কার/মাইক্রোবাস পার্কিং ফি ১০০ টাকা।

31/10/2020
Nogoonnuur, Mongolia
28/10/2020

Nogoonnuur, Mongolia

30/09/2020

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সেখানে পর্যটক নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে সরকার। আসছে মৌসুমে দ....

যাত্রাবিরতিতে কুমিল্লায় নেমে ভোজন করাআর না জেনে শুনে ট্যুর দেওয়া দুটোই সেম কথা
08/09/2020

যাত্রাবিরতিতে কুমিল্লায় নেমে ভোজন করা
আর না জেনে শুনে ট্যুর দেওয়া দুটোই সেম কথা

07/09/2020

যখনই ইচ্ছে হবে, জায়গা ঠিক করে বেরিয়ে যাবো। নিজেদের ঘুরাঘুরি তো অনেক হলো, এবার না হয় সবাইকে নিয়ে ঘুরি! গান হবে, আড্ডা হবে, অনেকের অনেক দিনের স্বপ্ন পূরণ হবে আমাদের সাথেই, এটাই চাওয়া।

চঞ্চল, হাস্য-রসিকতায় ভরা সব মানুষ গুলোর অপেক্ষায় থাকবে "Coutry Roads"

Address

GEC

Telephone

+8801996421220

Website

Alerts

Be the first to know and let us send you an email when Country Roads posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Country Roads:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share