আমরা ঘুরবো বাংলাদেশ // 𝐀𝐦𝐫𝐚 𝐆𝐡𝐮𝐫𝐛𝐨 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡.

  • Home
  • আমরা ঘুরবো বাংলাদেশ // 𝐀𝐦𝐫𝐚 𝐆𝐡𝐮𝐫𝐛𝐨 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡.

আমরা ঘুরবো বাংলাদেশ // 𝐀𝐦𝐫𝐚 𝐆𝐡𝐮𝐫𝐛𝐨 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡. Discover, Explore, Wander: Adventure Awaits

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম দোছড়ি এলাকায় ঝর্ণার উপর থেকে পড়ে নিহত পর্যটক/গাইড মোহাম্মদ রাফির মৃতদেহ কঠিন পাহাড়ি প...
17/08/2023

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম দোছড়ি এলাকায় ঝর্ণার উপর থেকে পড়ে নিহত পর্যটক/গাইড মোহাম্মদ রাফির মৃতদেহ কঠিন পাহাড়ি পথ পাড়ি দিয়ে স্বজনদের কাছে পৌঁছে দেয় সেনাবাহিনী।
💔

You Can Watch. 🙂
26/11/2020

You Can Watch. 🙂

□ জায়গাটি ছিল হাতিয়ার নিঝুম দ্বীপ, নিঝুমদ্বীপ আসলে নিঝুম, এই দ্বীপে সব মিলিয়ে প্রায় ১০ হাজার মানুষের বসবাস এর ...

আলহামদুলিল্লাহ,  আমাদের হাতিয়া "নিঝুম দ্বীপ" ট্যুরটি ভাল্যো ভাবেই  সম্পন্ন হয়েছে। 🙂
24/11/2020

আলহামদুলিল্লাহ, আমাদের হাতিয়া "নিঝুম দ্বীপ" ট্যুরটি ভাল্যো ভাবেই সম্পন্ন হয়েছে। 🙂

■ আসসালামু আলাইকুম, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই প্রান ঘ্যাতি Covid-19 (করোনা ভাইরাস) এর প...
13/10/2020

■ আসসালামু আলাইকুম, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই প্রান ঘ্যাতি Covid-19 (করোনা ভাইরাস) এর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর
'আমরা ঘুরবো বাংলাদেশ Travel Agency' আবারো আপনাদেরকে নিয়ে যাচ্ছে (স্বাস্থ বিধি মেনে) নতুন এক পরিবেশে,
■ ভ্রমণ বিষয়ক সকল তথ্য এবং অাপনার ভ্রমণকে উপভোগ্য ও সাশ্রয়ী করতে ""আমরা ঘুরবো বাংলাদেশ ""এর সাথে থাকুন।
■ এটা"আমরা ঘুরবো বাংলাদেশ""এর ২ দিন ১ রাতের রিলাক্স ট্যুর।

■ ভ্রমন প্রিয়দের সুবিদা গুলো মাথায় রেখে স্বাস্থ্য বিধি মেনে আমরা #হাতিয়া_নিঝুম_দ্বীপ ট্যুর সাজিয়েছি। আসা করছি আপনার জন্যে এটি একটা আনন্দদায়ক ভ্রমন হবে....

■ ভ্রমন তারিখ: ( 21/11/20 ) থেকে ( 23/11/20 ) পর্যন্ত ।

■ বি:দৃ: ভ্রমণ কনফার্ম করার শেষ তারিখ (২৫ অক্টোবর ২০২০ থেকে ১০ নভেম্বর ২০২০ পর্যন্ত ), এরপর কোন সিট কনফার্ম করা হবে না।

■ আসন সংখ্যা: ১০ জন

★ হাতিয়া নিঝুম দ্বীপ এর দর্শনীয় স্থান সমূহঃ
১ম দিন :
> নামার বাজার সি বিচ
> নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান
২য় দিন :
> চোয়াখালি বন
> চোয়াখালি সমুদ্র সৈকত,

* কমলার চর (সময় সাপেক্ষে)
* চৌধুরী খাল (সময় সাপেক্ষে)

⚫️ খাবার মেন্যু:--

🔸প্রথমদিন সকালের নাস্তা- পরোটা / রুটি, ডাল/ভাজি/ডিম+চা।

🔸প্রথমদিন দুপুর খাবার = ভাত+ মুরগীর মাংস+ সব্জি+ ডাল+ভর্তা।

🔸প্রথমদিন রাতে- ভুনা খিচুড়ি+ ডিম + কোক ,

🔸 দ্বিতীয়দিন সকালে- পরোটা / রুটি+ডাল/ভাজি/ডিম ।

🔸দ্বিতীয়দিন দুপুরে- ভাত+ (নদীর মাছ / হাসের মাংস)+ভর্তা+ ডাল।

🔸বিকেলের নাস্তা : বন + কলা + মিনারেল ওয়াটার।

বি:দৃ:- গাড়িতে উঠার আগে সবার মতামতের ভিত্তিতে মেন্যু ঠিক করা যাবে।
__________________

❑ ্পেশাল_ফিচারঃ

✺ সাথে থাকছে একটি আকর্ষণীয় টি-শার্ট,

✺ স্পেশাল বার্বি-কিউ চিকেন ডিনার।
(মতামতের ভিত্তিতে)

★ যা যা থাকছে না:

# যে কোন বাক্তিগত খরচ।
# ঔষধ।

●★● ইভেন্ট ফি : ২০০০ টাকা মাত্র(শুধু মাএ নোয়াখালী হতে)

□ কনফার্মেশনের জন্য ৫০০/= টাকা জমা দিতে হবে (টাকা অফেরত যোগ্য)

★বিক্যাশ করতে পারেন:
(পারসোনাল)
● 01643356062
● 01679022430

□ (বি:দ্র: সময় বা যে কোন সমস্যার কারনে পরিস্থিতির উপর ভিওি করে সবার সাথে আলোচনা করে যে কোন সময় ট্যুর প্লান পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে হোস্টের সিদ্ধান্তই হবে)

■ অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করুন:
□ ০১৮৭২৫৯৯৪২২.
□ ০১৬৭৯০২২৪৩০.
■ অথবা ইনবক্স করুন 📩
ধন্যবাদ 🖤

- আমাদের সীতাকুণ্ড ভ্রমণের  ভিডিওটি YouTube এ আপলোড হয়ে গেছে ।  - দেখার জন্য অনুরোধ রইল এবং আপনার মূল্যবান মতামত দিতে ভ...
07/10/2020

- আমাদের সীতাকুণ্ড ভ্রমণের ভিডিওটি YouTube এ আপলোড হয়ে গেছে ।
- দেখার জন্য অনুরোধ রইল এবং আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না ।

"আজ আজ থেকে ২০ বছর পর আপনি এটা ভেবে হতাশ হবেন যে, আপনার পক্ষে যা যা করা সম্ভব ছিল আপনি তা করতে পারেননি, তাই নিরাপদ আবা.....

● আলহামদুলিল্লাহ আমরা সুস্থতার সাথে আমাদের পুরো ট্যুরটি সম্পন্ন করতে পেরেছি । - সবাইকে ধন্যবাদ 🖤
05/10/2020

● আলহামদুলিল্লাহ আমরা সুস্থতার সাথে আমাদের পুরো ট্যুরটি সম্পন্ন করতে পেরেছি ।
- সবাইকে ধন্যবাদ 🖤

● আসসালামুয়ালাইকুম, ▪︎ আপনারা জানেন যে আমাদের ২ তারিখের চাঁদপুরের ট্যুরটি আবহাওয়া জনিত সমস্যা এবং নদীর উত্তপ্ততার কারণ...
30/09/2020

● আসসালামুয়ালাইকুম,

▪︎ আপনারা জানেন যে আমাদের ২ তারিখের চাঁদপুরের ট্যুরটি আবহাওয়া জনিত সমস্যা এবং নদীর উত্তপ্ততার কারণে পরিত্যক্ত করা হয়েছিল, 😔

● তবে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সবকিছু ঠিক রেখে ২ তারিখের ট্যুরটি ৪ তারিখে স্থানান্তর করা হয়েছে এবং আমরা চাঁদপুর থেকে চট্টগ্রাম সীতাকুণ্ড যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি, যার মধ্যে রয়েছে গুলিয়াখালী সী-বিচ, সুপ্তধারা ঝর্ণা এবং চন্দ্রনাথ পাহাড় যা আকর্ষণীয় দর্শনীয় স্থান ,🖤

▪︎ অন্যান্য তথ্যের জন্য ইনবক্স করুন 📩
🧿 অথবা ,
যোগাযোগ করুন:☎️

□ ০১৮৭২৫৯৯৪২২.
□ ০১৬৭৯০২২৪৩০.

30/09/2020

● আসসালামুয়ালাইকুম,
▪︎ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের ২ তারিখের চাঁদপুরের ট্যুরটি আবহাওয়া জনিত সমস্যা এবং নদীর উত্তপ্ততার কারণে পরিত্যক্ত করা হচ্ছে, 😔

● পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে

■ আসসালামু আলাইকুম, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই প্রান ঘ্যাতি Covid-19 (করোনা ভাইরাস) এর প...
14/09/2020

■ আসসালামু আলাইকুম, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই প্রান ঘ্যাতি Covid-19 (করোনা ভাইরাস) এর পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হওয়ার পর
'আমরা ঘুরবো বাংলাদেশ Travel Agency' আবারো আপনাদেরকে নিয়ে যাচ্ছে (স্বাস্থ বিধি মেনে) নতুন এক পরিবেশে,

■ ভ্রমনের তারিখ: ০২/১০/২০২০ইং

■ ভ্রমনের স্থান:

1. চাঁদপুর বিচ (মিনি কক্সবাজার)

2. আহসান মঞ্জিল,
● ১৮৫৯ সালে ঠিকাদার মার্টিন এবং কোং হিস্ট্রিএডিটের নির্মিত ১৯৬৫ সালে এটার নাম করা হয়, আহসান মঞ্জিল,
বর্তমান মালি বাংলাদেশ জাতীয় জাদুঘর।

3. লালবাগের কেল্লা (কিলা আওরঙ্গবাদ)
● ঢাকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ।প্রথমবার এটির নির্মাণকাজ শুরু হয়েছিল ১৬৭৮ সালে,
●মুঘল_সুবাদার_মুহাম্মদ_আজম_শাহ কর্তিক।
দ্বিতীয়বার তার উত্তরসুরী, মুঘল সুবাদার
● শায়েস্তা_খাঁ ১৬৮০ সালে নির্মাণকাজ পুনরায় শুরু করেন, কিন্তু তিনিও কাজটি অশম্পুর্ণই রেখে দেন ।

■ এর মধ্যে স্পেশাল হচ্ছে, চাঁদপুর থেকে
সদরঘাট লঞ্চ ভ্রমন।

■ খাবার আইটেম :
1. সকালের নাস্তা- পরোটা+ডিম+ডাল,
2. দুপুরে খাবার- স্পেশাল পুরান ঢাকার বিরিয়ানি+বোরহানি,
3. রাতে নাস্তা (Unselected)

■ সাথে আরো পাচ্ছেন 'আমরা ঘুরবো বাংলাদেশ Travel Agency, এর পক্ষ থেকে একটি আকর্শনীয় টি-শার্ট, 👕

■ ভ্রমনের চাদা মাত্র ১১০০৳ টাকা।

■ ভ্রমনে যেতে আগ্রহীরা অবশ্যই ২৫/০৯/২০২০ এর মধ্যে টাকা জমা দিয়ে কনফার্ম করতে হবে।

● আরো জানতে ইনবক্স করুন .📩

যোগাযোগ :
1. 01872599422.
2. 01679022430.

■ ধন্যবাদ 🖤

Address


Telephone

+8801872599422

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমরা ঘুরবো বাংলাদেশ // 𝐀𝐦𝐫𝐚 𝐆𝐡𝐮𝐫𝐛𝐨 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share