Firefly Tours & Travels

  • Home
  • Firefly Tours & Travels

Firefly Tours & Travels Firefly Tours & Travels is working with maximum efficiency to make everyone travel all around the wo
(4)

মেইনটেইনন্স এর কারণে শ্রীলংকান এয়ারলাইন্স তাঁদের অনেক ফ্লাইট ক্যানসেল করেছে। আপনার যদি ইতিমধ্যে শ্রীলংকান এয়ারলাইন্স এর ...
29/09/2023

মেইনটেইনন্স এর কারণে শ্রীলংকান এয়ারলাইন্স তাঁদের অনেক ফ্লাইট ক্যানসেল করেছে। আপনার যদি ইতিমধ্যে শ্রীলংকান এয়ারলাইন্স এর টিকেট বুকিং থাকে তবে তা আরেকবার ক্রস চেক করে নিন।

24/08/2023

More details in the comment section.

Eid Mubarak to you and your loved ones! May this blessed occasion bring joy, peace, and prosperity to your life.
27/06/2023

Eid Mubarak to you and your loved ones! May this blessed occasion bring joy, peace, and prosperity to your life.

𝐓𝐫𝐚𝐯𝐞𝐥 𝐓𝐚𝐱 𝐀𝐩𝐩𝐥𝐢𝐜𝐚𝐛𝐥𝐞 𝐟𝐫𝐨𝐦 𝐉𝐮𝐥𝐲 𝟏𝐬𝐭 𝟐𝟎𝟐𝟑𝐃𝐞𝐚𝐫 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥𝐞𝐫𝐬,𝐀𝐬 𝐩𝐞𝐫 𝐭𝐡𝐞 𝐧𝐞𝐰 𝐛𝐮𝐝𝐠𝐞𝐭 𝐨𝐟 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡 𝐆𝐨𝐯𝐞𝐫𝐧𝐦𝐞𝐧𝐭 𝟐𝟎𝟐𝟑-𝟐𝟎𝟐𝟒, 𝐭𝐫𝐚𝐯𝐞𝐥𝐞...
27/06/2023

𝐓𝐫𝐚𝐯𝐞𝐥 𝐓𝐚𝐱 𝐀𝐩𝐩𝐥𝐢𝐜𝐚𝐛𝐥𝐞 𝐟𝐫𝐨𝐦 𝐉𝐮𝐥𝐲 𝟏𝐬𝐭 𝟐𝟎𝟐𝟑

𝐃𝐞𝐚𝐫 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥𝐞𝐫𝐬,

𝐀𝐬 𝐩𝐞𝐫 𝐭𝐡𝐞 𝐧𝐞𝐰 𝐛𝐮𝐝𝐠𝐞𝐭 𝐨𝐟 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡 𝐆𝐨𝐯𝐞𝐫𝐧𝐦𝐞𝐧𝐭 𝟐𝟎𝟐𝟑-𝟐𝟎𝟐𝟒, 𝐭𝐫𝐚𝐯𝐞𝐥𝐞𝐫𝐬 𝐝𝐞𝐩𝐚𝐫𝐭𝐢𝐧𝐠 𝐟𝐫𝐨𝐦 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡 𝐧𝐨𝐰 𝐡𝐚𝐯𝐞 𝐭𝐨 𝐩𝐚𝐲 𝐚𝐝𝐝𝐢𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐭𝐫𝐚𝐯𝐞𝐥 𝐭𝐚𝐱𝐞𝐬. 𝐓𝐡𝐢𝐬 𝐩𝐨𝐥𝐢𝐜𝐲 𝐢𝐬 𝐞𝐟𝐟𝐞𝐜𝐭𝐢𝐯𝐞 𝐟𝐨𝐫 𝐭𝐢𝐜𝐤𝐞𝐭𝐬 𝐢𝐬𝐬𝐮𝐞𝐝 𝐨𝐧/𝐚𝐟𝐭𝐞𝐫 𝟐𝟒 𝐉𝐮𝐧𝐞 𝟐𝟎𝟐𝟑 𝐚𝐧𝐝 𝐟𝐨𝐫 𝐭𝐫𝐚𝐯𝐞𝐥 𝐨𝐧/𝐚𝐟𝐭𝐞𝐫 𝟎𝟏 𝐉𝐮𝐥𝐲 𝟐𝟎𝟐𝟑.

𝐓𝐡𝐞 𝐚𝐦𝐞𝐧𝐝𝐞𝐝 𝐩𝐨𝐥𝐢𝐜𝐲 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐝𝐨𝐦𝐞𝐬𝐭𝐢𝐜 𝐚𝐧𝐝 𝐢𝐧𝐭𝐞𝐫𝐧𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐅𝐨𝐫𝐞𝐢𝐠𝐧 𝐀𝐢𝐫 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥 𝐓𝐚𝐱𝐞𝐬 (𝐔𝐓) 𝐢𝐬 𝐚𝐬 𝐟𝐨𝐥𝐥𝐨𝐰𝐬:

𝐃𝐨𝐦𝐞𝐬𝐭𝐢𝐜 𝐝𝐞𝐩𝐚𝐫𝐭𝐮𝐫𝐞𝐬: 𝐁𝐃𝐓 𝟐𝟎𝟎

𝐈𝐧𝐭𝐞𝐫𝐧𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐝𝐞𝐩𝐚𝐫𝐭𝐮𝐫𝐞𝐬:

SAARC countries (India, Pakistan, Nepal, Maldives, Bhutan, Sri Lanka, Afghanistan): BDT 2,000
North and South America, Europe, Africa, Australia, New Zealand, China, Japan, Hong Kong, North Korea, Vietnam, Laos, Cambodia, Taiwan: BDT 6,000
Other countries: BDT 4,000

𝐍𝐨𝐭𝐞:

The Domestic Travel Tax (UT) previously withdrawn on 10 June 2015 is now reinstated.
Children (passengers 5 to 11 years of age) continue to pay 50% of UT rate. Infants (under 5 years of age) continue to be exempt.
All other conditions remain unchanged.

𝐏𝐥𝐞𝐚𝐬𝐞 𝐧𝐨𝐭𝐞 𝐭𝐡𝐚𝐭 𝐭𝐡𝐨𝐬𝐞 𝐰𝐡𝐨 𝐡𝐚𝐯𝐞𝐧’𝐭 𝐛𝐞𝐞𝐧 𝐜𝐡𝐚𝐫𝐠𝐞𝐝 𝐝𝐮𝐫𝐢𝐧𝐠 𝐭𝐡𝐞𝐢𝐫 𝐚𝐢𝐫 𝐭𝐢𝐜𝐤𝐞𝐭 𝐛𝐨𝐨𝐤𝐢𝐧𝐠 𝐦𝐚𝐲 𝐡𝐚𝐯𝐞 𝐭𝐨 𝐩𝐚𝐲 𝐭𝐡𝐞 𝐚𝐝𝐝𝐢𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐭𝐚𝐱 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐚𝐢𝐫𝐩𝐨𝐫𝐭.

Please inbox us for your tickets.
24/05/2023

Please inbox us for your tickets.

More details in the comment section.

১৪ মে থেকে সৈয়দপুরে ডানা মিলবে এয়ার অ্যাস্ট্রা।আগামী ১৪ মে থেকে সৈয়দপুরে আকাশে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছ...
09/05/2023

১৪ মে থেকে সৈয়দপুরে ডানা মিলবে এয়ার অ্যাস্ট্রা।

আগামী ১৪ মে থেকে সৈয়দপুরে আকাশে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে দেশের নতুন বেসরকারি এয়ারলাইন্স ‘এয়ার অ্যাস্ট্রা’।এদিন দুপুরে ঢাকা-সৈয়দপুরে রুটের ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনায় যাত্রা শুরু করবে এয়ারলাইন্সটি। দেখে নিন সময়সূচি↓↓

ঢাকা-সৈয়দপুর দুপুর ২টা ১০মিনিট
ঢাকা-সৈয়দপুর রাত ৮.০০টায়।

সৈয়দপুর-ঢাকা দুপুর ৩টা ৪০ মিনিট
সৈয়দপুর-ঢাকা রাত ৯টা ৩০ মিনিট।

টিকিট 01711-086519

🌙তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ"মাল (আল্লাহ আপনাদের ও আমাদের নেক গুলো কবুল করুন আমিন🤲🤲 🌍সমস্ত মুসলিম উম্ম...
22/04/2023

🌙তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ"মাল (আল্লাহ আপনাদের ও আমাদের নেক গুলো কবুল করুন আমিন🤲🤲

🌍সমস্ত মুসলিম উম্মাহকে ঈদুল ফিতরের🌙 আন্তরিক শুভেচ্ছা🌺 ও অভিনন্দন❣

Eid Mubarak to Everyone from Firefly Tours & Travels Group

13/03/2023

বিমান যাত্রীদের ১টি বা ২ টি দরজার মাধ্যমে প্রবেশ করানো হলেও বিমানে আরও কিছু দরজা থাকে। এরমধ্যে বিমানের মাঝামাঝি স্থানে থাকে ইমার্জেন্সি দরজা থাকে; যা জরুরি প্রয়োজনে ব্যবহার করা হয়।

বিমানে ইমার্জেন্সি দরজার পাশে বসলে কখনই দরজায় হাত দেয়া বা আশে পাশের কোন কিছুতে হাত দেবেন না।

#বাংলা_এভিয়েশন #বাংলা_প্রবাস

পাসপোর্টে ডলার এনডোর্সমেন্টে সতর্কতা জারি:বিদেশ ভ্রমণে এক পাসপোর্টের বিপরীতে অধিক ডলার নেওয়ার সুবিধা বন্ধ করতে উদ্যোগ নি...
08/02/2023

পাসপোর্টে ডলার এনডোর্সমেন্টে সতর্কতা জারি:

বিদেশ ভ্রমণে এক পাসপোর্টের বিপরীতে অধিক ডলার নেওয়ার সুবিধা বন্ধ করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টের পূর্বের পাতায় কোন ব্যাংক থেকে কত ডলার এনডোর্সমেন্ট করা হয়েছে তা বাংলাদেশ ব্যাংকের অনলাইন সিস্টেমে এন্ট্রি দিতে হবে।

একই ব্যক্তি যাতে নির্ধারিত পরিমাণের বেশি ডলার এনডোর্সমেন্ট করার সুযোগ না পান এবং বেশি ডলার বিদেশে না নিয়ে যেতে পারেন সেজন্য নগদ, কার্ড বা অনলাইনে যাচাই করা হবে কোন সময়ে কত ডলার খরচ করেছেন ওই ব্যক্তি।

সার্কুলারে বলা হয়েছে, পাসপোর্টের পাতায় পূর্ববর্তী এনডোর্সমেন্ট অবশ্যিকভাবে যাচাইয়ের পাশাপাশি ওই পাসপোর্টের বিপরীতে গ্রাহকের ব্যয় করা বৈদেশিক মুদ্রার পরিমাণ বাংলাদেশ ব্যাংকের অনলাইন টিএম ফর্ম মানিটারি সিস্টেম বা ইন্টারন্যাশনাল কার্ড মানিটারি সিস্টেম বা অনলাইন মানি চেঞ্জার মানিটারি সিসটেমে যাচাই করে বৈদেশিক মুদ্রার এনডোর্সমেন্ট করবে। যাতে পূর্ববর্তী পাসপোর্ট নম্বরের বিপরীতে একই পঞ্জিকা বর্ষে ব্যয়কৃত মুদ্রার পরিমাণ যাচাই করা যায়।

এই নির্দেশনা শিগগিরই কার্যকর হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

সূত্রঃ বাংলানিউজ২৪

সৌদি আরবের ন্যাশনাল ক্যরিয়ার সৌদিয়া এবং ফ্লায়ান্স এয়ারলাইন্স এ ভ্রমণ করে কোন দেশে যাবার সময় সৌদিতে যাদের স্টপওভার থাকবে ...
02/02/2023

সৌদি আরবের ন্যাশনাল ক্যরিয়ার সৌদিয়া এবং ফ্লায়ান্স এয়ারলাইন্স এ ভ্রমণ করে কোন দেশে যাবার সময় সৌদিতে যাদের স্টপওভার থাকবে তারা সকলেই বিনামূল্যে ভ্রমণ, বিজনেস বা ওমরা পালন করার জন্য সর্বোচ্চ ৯৬ ঘন্টা বা চারদিনের স্টপওভার ই ভিসা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। তবে ওমরাহ করতে চাইলে অবশ্যই নুসুক প্ল্যাটফর্মে রেজিস্টার করতে হবে।

২ মাস প্রতিদিন ৫ ঘণ্টা করে বন্ধ থাকবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্ল...
01/02/2023

২ মাস প্রতিদিন ৫ ঘণ্টা করে বন্ধ থাকবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি এবং যাত্রীসেবা মানোন্নয়নে আরও রানওয়ের সেন্ট্রাল লাইনের লাইট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এজন্য ০২ ফেব্রুয়ারি থেকে ০৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিমানবন্দরে এ রানওয়েটি রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে।
এই বিষয়ে বিমানবন্দরের এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট (এটিএম) বিভাগ থেকে নোটিস জারি করা হয়েছে।
লাইট প্রতিস্থাপনকালীন সময়ের আগে ও পরে অর্থাৎ সকাল ৭টা থেকে সাড়ে ১১টা এবং রাত ১০টা থেকে ২টা পর্যন্ত ফ্লাইটের আধিক্য দেখা যেতে পারে।
এ কারনে ফ্লাইটের শিডিউলে অবশ্যই কিছুটা পরিবর্তন হতে পারে। তাই যাদের ফ্লাইট রাতের বেলা কনফার্ম ছিল তারা নিজেদের ইমেইলে বা এজেন্সি থেকে ফ্লাইটের শিডিউল ঠিক আছে কিনা একটু জেনে নিতে পারেন!
মুল তথ্যঃ বাংলানিউজ ২৪
ফটোঃ বাংলা ট্রিবিউন

সিলেট-জেদ্দা-সিলেট রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই রুটে বিমানের প্রথম ফ্লাইট সোমবার সন্ধ্যা ...
25/10/2022

সিলেট-জেদ্দা-সিলেট রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই রুটে বিমানের প্রথম ফ্লাইট সোমবার সন্ধ্যা সোয়া ৭ টায় জেদ্দার উদ্দেশ্যে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সিলেট-জেদ্দা রুটে সোমবার ও জেদ্দা-সিলেট রুটে মঙ্গলবার এই রুটে বিমান ফ্লাইট চালাবে।
সোমবার 🛩 বিজি২৩৫🛫 সিলেট ১৮.৩০ 🛬 জেদ্দা ২২.১০
মঙ্গলবার 🛩 বিজি২৩৬🛫 জেদ্দা ০০.১০ 🛬 সিলেট ০৯.৪৫

বাংলাদেশের দিকে এগিয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’।  ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। ইতোমধ্য...
24/10/2022

বাংলাদেশের দিকে এগিয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। ইতোমধ্যে মঙ্গলবার ২৪ অক্টোবর বিকাল ৩টা হতে ২৫ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩টি বিমানবন্দর বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
বিমানবন্দরগুলো হচ্ছে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার বিমানবন্দর ও বরিশাল বিমানবন্দর।

ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে রাজধানী ঢাকায় ঝড়ো হাওয়া, বৃষ্টি হলেও বিমান চলাচলে উপযোগ পরিস্থিতি আছে। এ কারণে এখন পর্যন্ত ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ হয়নি। হুট করে খুব বেশি খারাপ পরিস্থিতি না হলে বন্ধ করার সিদ্ধান্ত নেবে না বিমানবন্দর কর্তৃপক্ষ।

এ সময়ে আপনার ফ্লাইট সংক্রান্ত তথ্য জানতে এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করুন। অথবা আপনি যে এজেন্সি থেকে টিকিটে কেটেছেন তাদের সাথে যোগাযোগ করুন।

হাতে সময় নিয়ে বিমানবন্দরে যাত্রা করুন, যাতে ফ্লাইটের নির্ধারিত সময়ে বিমানবন্দরে আসতে পারেন।

আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় এ সময়ে বিদেশ থেকে আসা কোন কোন ফ্লাইটের ক্ষেত্রে লাগেজ ডেলিভারিতে অতিরিক্ত সময় লাগতে পারে।

In 875 CE, at the age of 65, 'Abbās ibn Firnās tried to fly. Using a hang-glider made of feathers and wood that he built...
04/10/2022

In 875 CE, at the age of 65, 'Abbās ibn Firnās tried to fly. Using a hang-glider made of feathers and wood that he built after hours of observing birds in flight, he leapt off the roof of the Rusāfa palace in Cordoba. By all accounts, he flew for several minutes, gliding on the air currents like a raptor!

He is known as "the first man to ever fly", but other than that, he also designed a water clock. He devised means of manufacturing glass, and he developed a chain of rings that could be used to display the motions of the planets and stars. He also devoloped a process for cutting rock crystal. Thereafter, Spain no longer needed to export quarts to Egypt, but could finish it at home.

'Abbās Ibn Firnās was an Andalusi polymath, an inventor, astronomer, physician, chemist, engineer and an Arabic-language poet. You probably may have heard about the Wright brothers inventing the first motorized flying plane but truth is that centuries before them, this Muslim individual man invented it.

না, এটা মালদ্বীপ না! এটা আমাদের সেন্টমার্টিন দ্বীপ। ভৌগোলিক কারণে যত চেষ্টাই করা হোকনা কেন মালদ্বীপের সাথে সেন্টমার্টিনে...
03/10/2022

না, এটা মালদ্বীপ না! এটা আমাদের সেন্টমার্টিন দ্বীপ। ভৌগোলিক কারণে যত চেষ্টাই করা হোকনা কেন মালদ্বীপের সাথে সেন্টমার্টিনের সৌন্দর্যের তুলনাই হয়না। সেন্টমার্টিন তার নিজের মত সুন্দর, বেশ সুন্দর। কিন্তু সুন্দর না আমরা পর্যটকেরা, আমাদের সিস্টেম। এখানে এসে যেখানে সেখানে বিরানির প্যাকেট, চিপসের প্যাকেট ফেলা, পানির বোতল ফেলা যে অপরাধ সেটা বোঝার ক্ষমতা মাথায় কাজ করে না। কারণ ছোটবেলা থেকেই আমরা দেখে আসছি বিস্কুট খেয়ে প্যাকেটটা আসলে পাশে ছুড়ে ফেলে দেয়ারই জিনিস, এটা কোন অপরাধ না। এটাই আমাদের কালচার। মালদ্বীপে ৫ স্টার হোটেলের মালিকও প্রতিদিন সকালে ঝাড়ু হাতে নিয়ে নিজের ও প্রতিবেশীর হোটেলের সামনের জায়গাটা পরিষ্কার করে ফেলে। এখানে আমরা আমাদের বাউন্ডারির ময়লা পাশের বাউন্ডারিতে ফেলতে অভ্যস্ত। আর আমাদের পর্যটক কতটা 'ম্যানারলেস' একটা সুন্দর জায়গা জনসাধারণের জন্য খুলে দিলেই পরদিনই সেটা বুঝতে পারা যায়। পাহাড়ে, ঝর্ণায় সর্বত্র তাদের ফুটপ্রিন্ট রেখে আসে তারা। কঠোর আইন এবং তার পূর্ণ বাস্তবায়ন ছাড়া আমাদের লাইনে আনা কোনভাবেই সম্ভব না। সাধারণ রাস্তায় এই বাস ওই বাসকে মেরে ঠেলে হর্ন দিয়ে কান ফাটিয়ে যে বাস রাস্তায় চলে সে কেন ক্যান্টনম্যান্টের রাস্তায় ঢুকলে সোজা হয়ে যায়? হাতের বোতলটা ক্যান্টনম্যান্টের রাস্তায় ফেলতে কেন একবার হলেও কলিজা কাপে? কারণ এটাই আমরা, আইন করে আমাদের বাঁধা যাবে না, সেটা এমনভাবে প্রয়োগ করতে হবে যেন আমাদের শাস্তিটা সারা জীবন মনে থাকে। এমন কোন আইন করে কঠোরভাবে সেটা বাস্তবায়ন ও শাস্তির ব্যাবস্থা করতে হবে যেন পর্যটকদের সেন্টমার্টিনের মাটি ময়লা করতেও বুক কাপে। হতে পারে কেউ নোংরা করতে গিয়ে ধরা পড়লে তাকে সেই পয়েন্টের আশেপাশের ৩০০০-৪০০০ স্কয়ারফিট জায়গার ময়লা পরিষ্কার করতে হবে, এটাই তার শাস্তি। এক্ষেত্রে জরিমানা নিলে শাস্তিটা মনে থাকবে না, পরিষ্কার করালে সারা জীবন মনে থাকবে। সেখানকার রিসোর্ট মালিকদেরও উচিত শুধু তাদের রিসোর্টের ভেতর না, রিসোর্টের সামনের জায়গা আর বিচটারও যত্ন নেয়া। মালদ্বীপের মত না হলেও সেন্টমার্টিন যেন তার নিজের মতোই সুন্দর থাকে সবসময় এটাই চাওয়া

Post Credit : GET A LIFE

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থেকে ট্রলি নিয়ে বিমানবন্দরের উত্তর পাশের বহুতল  পার্কিং ভবনে প্রবেশ করা...
04/09/2022

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থেকে ট্রলি নিয়ে বিমানবন্দরের উত্তর পাশের বহুতল পার্কিং ভবনে প্রবেশ করা যায়।
যাদের সঙ্গে ভারি মালামাল থাকবে তারা বহুতল কার পাকিং ভবন ব্যবহার করুন। আপনাকে রিসিভ করতে আসা গাড়ি টার্মিনালের সামনে খোলা আকাশের নিচে পার্কিং না করে বহুতল কার পার্কিং ভবনে রাখতে বলুন আপনার স্বজনদের।বিমানবন্দরের টার্মিনাল থেকে বের হবার সময় বহুতল কার পার্কিং ভবনের যাবার এমন নির্দেশনা অনুসরণ করুন।
এছাড়া, বহুতল কার পার্কিং এ না যেয়ে ক্যানোপি থেকেও গাড়িতে উঠতে পারবেন। তবে ভারি মালামাল থাকলে এবং ক্যানোপিতে অপেক্ষা করতে না চাইলে বহুতল কার পার্কিং ব্যবহার করুন।
#বাংলা_এভিয়েশন #বাংলা_প্রবাস

অনেকেই আগে কখনো বিমান ভ্রমণ করেননি। আবার অনেকেরই সচরাচর বিমান ভ্রমণ করা হয় না। তাই বিমান ভ্রমণের সঠিক নিয়ম-কানুন জানা নে...
26/08/2022

অনেকেই আগে কখনো বিমান ভ্রমণ করেননি। আবার অনেকেরই সচরাচর বিমান ভ্রমণ করা হয় না। তাই বিমান ভ্রমণের সঠিক নিয়ম-কানুন জানা নেই।
বিমান ভ্রমণের টিপস জানার আগে জানা উচিত বিমান ভ্রমণে কি ধাপ বা পর্যায় রয়েছে। আপনি যদি এই ছয়টি ধাপ স্মরণ রাখেন বা জানা থাকে তবে আপনার বিমানে চড়ার অভিজ্ঞতা হয়ে যেতে পারে আরও বেশি সুন্দর ও আনন্দময়।
১. বিমানের টিকেট বুকিং দিন
পরিবহনে যাতায়াতের জন্য যেভাবে টিকেট প্রয়োজন হয় তেমনি আপনার ডমেস্টিক কিংবা ইন্টারন্যাশনাল বিমান ভ্রমণের জন্য টিকিট প্রয়োজন। তাই বিমান ভ্রমণের দিনের এবং সময়ের সঙ্গে প্লেনের শিডিউল মিলিয়ে আপনার জন্য বিমান টিকেট বুকিং দিতে ট্রাভেলস এজেন্সির সঙ্গে যোগাযোগ করুন।
ঢাকার লোকাল-বাসের মতো বিমানে যেহেতু দাড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই। সেহেতু বিমানের সিট খালি না থাকলে আপনি সেদিন আপনার কাঙ্ক্ষিত ভ্রমণটি করতে পারবেন না। তাই আপনার বিমান ভ্রমণের দিনের টিকেট কাটার জন্য বেশ কয়েক দিন আগেই টিকেট বুকিং দিন।
২. বিমান ফ্লাইটের জন্য প্রস্তুতি নিন
বিমানের টিকেট কাটার ঝামেলা শেষ হওয়ার কাজ শেষ হলে আপনার প্রয়োজনীয় কাগজপত্র যেমন-ভিসা, পাসপোর্ট, ভ্রমণ রিলেটেড পেপারস।
উল্লেখ্য, দেশের বাহিরে ভ্রমণে জন্য আপনার ভিসা ও পাসপোর্ট প্রয়োজন হবে। তবে দেশের মধ্য বিমান ভ্রমণের জন্য আপনার এতো কাগজপত্র লাগবে না। টিকেট ও কেবল মাত্র আপ্নার কোন একটি আইডি কার্ড এর কপি হলেই চলবে।
দেশের বাহিরে ভ্রমণের জন্য অন্তত তিন ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছান। আর অভ্যন্তরীণ রুটে বিমান ভ্রমণ করতে চাইলে এক ঘণ্টা আগে বিমানে ভ্রমণ করলেই যথেষ্ট।
এয়ারলাইন্স ভেদে আলাদা আলাদা ওজন বহনের অনুমতি থাকে। অর্থাৎ আপনি যদি কোন লাগেজ কিংবা ব্যাগ বহন করতে চান তাহলে অবশ্যই জেনে নিন আপনি সর্বোচ্চ কত কেজি ওজনের জিনিসপত্র বহন করতে পারবেন।
৩. চেক ইন করুন
অনেকেই হয়তো জানেন এয়ারপোর্টে ঢোকার পর সর্বপ্রথম আপনাকে চেক ইন করতে হবে। অর্থাৎ আপনার ফ্লাইট খুলে দেওয়ার পর আপনি চেক ইন করতে পারবেন। চেক ইন করার পর বিমান বন্দর টার্মিনালে থাকা মনিটর এর দিকে খেয়াল রাখুন।
বিমানবন্দরে থাকা নির্দিষ্ট কর্মকর্তাদের আপনার টিকেট, ভ্রমণ সংক্রান্ত পেপারস ও পরিচয়পত্র দেখাতে হবে। সব ঠিকঠাক থাকলে আপনার সঙ্গে থাকা লাগেজ জমা দিতে হবে। সেখানে আপনাকে বোর্ডিং পাস এবং লাগেজের ডকুমেন্টস হিসেবে একি কার্ড দেওয়া হবে। অবশ্যই কার্ডটি আপনার সঙ্গেই রাখুন।
৪. বোর্ডিং
এ পর্যায়ে আপনার গন্তব্য ডিপার্চার লাউঞ্জ। এখানে আপনার শরীর থেকে শুরু করে যাবতীয় সবকিছু চেক করা হবে। সব কিছু ঠিক থাকলে আপনার হ্যান্ড ব্যাগ ও বোর্ডিং পাসে স্ট্যাম্প দেবে। একটি কথা মনে রাখবেন, আপনি যদি বিদেশ ভ্রমণ করে থাকেন তবে আপনার ইমিগ্রেশন চেক করা হবে। সব কিছু ঠিক থাকলে আপনাকে ফ্লাইটের জন্য অপেক্ষা করতে হবে।
৫. ফ্লাইটের মধ্যে যা যা করা হবে
আপনাকে ফ্লাইটে প্রবেশ করতে দেওয়া হলে আপনার সিটে বসুন। বোর্ডিং এর পাশেই আপনার সিট নম্বর দেখতে পাবেন। সব যাত্রী প্রবেশ করার পর প্লেনের দরজা বন্ধ করে দেওয়া হবে।
বিমানে থাকা বিশেষ দায়িত্বরত কর্মকর্তা যাত্রীদের উদ্দেশ্যে বিশেষ কিছু সতর্কতামুলক কথা বলবেন। সিটবেল্ট সিগন্যাল দিলে উঠে দাঁড়াবেন না। নির্দিষ্ট উচ্চতায় ওঠার পর এই সিগন্যাল অফ হয়ে যাবে। আপনি চাইলে তখন খাবার খেতে পারবেন কিংবা উঠে দাড়াতে পারবেন।
৬. বিমান ল্যান্ড করার সময়
বিমান মাটিতে নেমে আসাই হচ্ছে বিমান ল্যান্ডিং। ল্যান্ড করার সময় ধীরে ধীরে মাটির দিকে নেমে আসবে। মনে রাখবেন বিমান থামার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ানো যাবে না। সিট বেল্ট খুলতে বলার আগে সিট বেল্ট খুলবেন না। আপনার ব্যাগ মালামাল বুঝে নিন। এবং ধীরে ধীরে টার্মিনাল ত্যাগ করুন। বিদেশ ভ্রমণের সময় আপনাকে ইমিগ্রেশন অফিসারকে আপনার পাসপোর্ট দেখাতে হবে।

১ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম-কলকাতা রুটে  ফ্লাইট চালু করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সপ্তাহে প্রতিদিন সকাল ১১.১০ টায় চট্টগ্র...
19/08/2022

১ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট চালু করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সপ্তাহে প্রতিদিন সকাল ১১.১০ টায় চট্টগ্রাম ত্যাগ করে স্থানীয় সময় দুপুর ১১.৪০ টায় কলকাতায় পৌঁছবে ইউএস-বাংলার ফ্লাইট। কলকাতা থেকে স্থানীয় সময় দুপুর ১২.৪০ টায় ফিরতি ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশ্যে কলকাতা ত্যাগ করবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থেকে ট্রলি নিয়ে বিমানবন্দরের উত্তর পাশের বহুতল( ৩ তলা) পার্কিং ভবনে প্র...
17/08/2022

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থেকে ট্রলি নিয়ে বিমানবন্দরের উত্তর পাশের বহুতল( ৩ তলা) পার্কিং ভবনে প্রবেশ করা যায়।
ফলে আপনাকে রিসিভ করতে আসা গাড়ি টার্মিনালের সামনে খোলা আকাশের নিচে পার্কিং না করে বহুতল কার পার্কিং ভবনে রাখতে বলুন আপনার স্বজনদের। আপনার সঙ্গে ভারি লাগেজ থাকলে ট্রলিতে নিয়ে ২ নাম্বার গেট দিয়ে বের হয়ে সহজে বহুতল কার পার্কিং ভবনে যেতে পারবেন।
টার্মিনাল থেকে বের হবার সময় বহুতল কার পার্কিং ভবনের যাবার এমন নির্দেশনা অনুসরণ করুন।

চীন-বাংলাদেশ বিমান চলাচল শুরু বৃহস্পতিবার আগামী ১৮ আগস্ট, বৃহস্পতিবার থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে চীনের গুয়াংজু পর...
17/08/2022

চীন-বাংলাদেশ বিমান চলাচল শুরু বৃহস্পতিবার

আগামী ১৮ আগস্ট, বৃহস্পতিবার থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে চীনের গুয়াংজু পর্যন্ত ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ কথা জানান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, শুরুতে চীনের গুয়াংজু রুটে যাত্রী পরিবহন শুরু হচ্ছে। ১৮ই আগস্ট বাংলাদেশ সময় সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিমানের ফ্লাইট বিজি-৩৬৬। এটি চীনের স্থানীয় সময় বিকেল পৌনে ৫টায় গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ফিরতি ফ্লাইট ঐদিন গুয়াংজু বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৮টায়।

বিমান জানায়, মঙ্গলবার ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং এর সঙ্গে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও যাহিদ হোসেনের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিমান আরো জানায়, খুব শিগগিরই শুরু হবে ঢাকা-কুনমিং রুটে ফ্লাইট চলাচল। বৈঠকে দুই দেশের মধ্যে বিমানের ফ্লাইট বৃদ্ধির বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন চীনা রাষ্ট্রদূত।

© Source:- CMGbangla

অভ্যন্তরীণ রুটের পাশাপাশি আন্তর্জাতিক রুটে বিমানের ওয়েব চেক-ইন শুরু।সম্মানিত যাত্রীগণের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলা...
03/08/2022

অভ্যন্তরীণ রুটের পাশাপাশি আন্তর্জাতিক রুটে বিমানের ওয়েব চেক-ইন শুরু।

সম্মানিত যাত্রীগণের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ০১ আগস্ট ২০২২ তারিখ থেকে আন্তর্জাতিক রুটের যাত্রীদের জন্য ওয়েব চেক-ইন সেবা চালু করেছে। এর মাধ্যমে সম্মানিত যাত্রীবৃন্দ নিজেরাই নিজেদের পছন্দ অনুযায়ী আসন নির্বাচন করতে পারবেন এবং ডিজিটাল বোর্ডিং পাশ/কার্ড বের করতে পারবেন। ফলে বিমানবন্দরে বোর্ডিং পাশ সংগ্রহের জন্য যাত্রীদের অপেক্ষার সময় কমে আসবে। উল্লেখ্য, বিমান গত ০১ জুন ২০২২ তারিখে প্রথম অভ্যন্তরীণ রুটে ওয়েব চেক-ইন সেবা চালু করে।

বিমানের ওয়েবসাইটে প্রবেশ করে ওয়েব চেক-ইন এর জন্য নির্ধারিত অপশন থেকে ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী ২৪ ঘন্টা থেকে ফ্লাইট ছাড়ার ৪ ঘন্টা পূর্ব পর্যন্ত ওয়েব চেক-ইন করা যাবে। অভ্যন্তরীণ রুটে ফ্লাইট ছাড়ার ৩ ঘন্টা পূর্ব পর্যন্ত ওয়েব চেক-ইন করা যাবে। তবে যদি কোন যাত্রী ২৪ ঘন্টার মধ্যে রিটার্ন ফ্লাইটে ভ্রমণ করেন সেক্ষেত্রে প্রথম যাত্রা সমাপ্তির পর রিটার্ন যাত্রার জন্য পুনরায় ওয়েব চেক-ইন করতে হবে। ওয়েবসাইট থেকে ওয়েব চেক-ইন সম্পন্নের পর প্রাপ্ত ডিজিটাল বোর্ডিং পাশ/কার্ড বিমানবন্দরের ওয়েব চেক-ইন কাউন্টারে দেখিয়ে অথবা প্রিন্ট করে জমা দিয়ে বোর্ডিং কার্ডের হার্ডকপি সংগ্রহ করতে হবে।

উল্লেখ্য, ওয়েব চেক-ইন এর পাশাপাশি সাধারণ চেক-ইন ব্যবস্থাও চালু থাকবে।

বিস্তারিত তথ্যের জন্য ও টিকিটের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদেরকে ইনবক্সে অথবা -0167-0426013নাম্বারে যোগাযোগ করুন।

https://www.tbsnews.net/bangla/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6/news-details-102...
22/07/2022

https://www.tbsnews.net/bangla/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6/news-details-102898?fbclid=IwAR3ZEgbRu3ncelDZi0yfcmzaczoyCyc8kNWJAXvyiBAN8UH7m27V3_O3E4Y

এই প্যাকেজ ট্যুর বাংলাদেশ পর্যটন করপোরেশনের নিজস্ব এসি-মাইক্রোবাস যোগে আগারগাঁওস্থ পর্যটন ভবন থেকে শুরু হয়ে শ্.....

ভারতীয় ভিসা প্রত্যাখানের সম্ভবত কারণ সমূহঃ
21/07/2022

ভারতীয় ভিসা প্রত্যাখানের সম্ভবত কারণ সমূহঃ

𝗣𝗿𝗼𝗺𝗼𝗱𝗶𝗻𝗶 𝗕𝗼𝗮𝘁 – 𝗟𝗶𝘃𝗶𝗻𝗴 𝗢𝗻 𝗔 𝗪𝗮𝘁𝗲𝗿 (𝟮 𝗗𝗮𝘆𝘀 𝟭 𝗡𝗶𝗴𝗵𝘁)রাঙ্গামাটিতে প্রথমবারের মতো অনন্য-সুন্দর কাপ্তাই হ্রদে আপনাকে বিলাসবহ...
15/07/2022

𝗣𝗿𝗼𝗺𝗼𝗱𝗶𝗻𝗶 𝗕𝗼𝗮𝘁 – 𝗟𝗶𝘃𝗶𝗻𝗴 𝗢𝗻 𝗔 𝗪𝗮𝘁𝗲𝗿 (𝟮 𝗗𝗮𝘆𝘀 𝟭 𝗡𝗶𝗴𝗵𝘁)
রাঙ্গামাটিতে প্রথমবারের মতো অনন্য-সুন্দর কাপ্তাই হ্রদে আপনাকে বিলাসবহুল ব্যাক্তিগত হাউজবোটে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা দিতে কাজ করছে “প্রমোদিনী বোট লাইফ”।

আমাদের বিলাসবহুল হাউজবোটটিতে যা যা রয়েছে:
– AC/শীতাতপনিয়ন্ত্রণ সুবিধা
– টয়লেট-গোসলখানা
– ৩ টি ডাবল বেড
– একটি লাউঞ্জ।
৪-৬ জনের গ্রুপের জন্য রয়েছে আমাদের বিলাসবহুল আর প্রিমিয়াম প্যাকেজ এবং সুখী দম্পতিদের জন্য রয়েছে আনন্দদায়ক আর এক্সক্লুসিভ হানিমুন প্যাকেজ।

রাংগামাটি কাপ্তাই লেকে প্রথম বিলাসবহুল হাউস বোট যেটির মাধ্যমে দিনভর ভ্রমণের পাশাপাশি রাত্রীযাপন ও করা যাবে। প্রমোদিনী হাউস বোটের প্যাকেজ মূলত গ্রুপ ট্যুর প্যাকেজ। ৬ থেকে ১০ জনের জন্য প্রতি জন ৬০০০টাকা টাকা , ৫ জনের জন হলে প্রতি জন ৬৮০০ টাকা ৪ জন হলে প্রতি জন ৮২৫০ টাকা , ৩ জন হলে প্রতি জন ১০৬৬৭ টাকা এবং ২ জন হলে প্রতি জন ১৫০০০ টাকা ।

𝗣𝗿𝗼𝗺𝗼𝗱𝗶𝗻𝗶 𝗕𝗼𝗮𝘁 – 𝗟𝗶𝘃𝗶𝗻𝗴 𝗢𝗻 𝗔 𝗪𝗮𝘁𝗲𝗿 (𝟮 𝗗𝗮𝘆𝘀 𝟭 𝗡𝗶𝗴𝗵𝘁)

𝗗𝗮𝘆 -𝟭
সকাল ১০ঃ০০ টায় আসাববস্তী সংলগ্ন ব্রীজের কাছে আমাদের প্রতিনিধি আপনাকে স্বাগতম জানাবে। তারপর স্পীড বোটের মাধ্যমে প্রমোদিনী বোটের উদ্দেশ্যে যাত্রা, সময় লাগবে ৫ মিনিট। পৌছেই প্রমোদিনী বোটে চেক ইন।
১০ঃ ৩০ এ ”ডিভাইন লেইক আইল্যান্ড” এ সকালের নাস্তা, তারপর কাপ্তাই হ্রদে ”প্রমোদিনী হাউজবোট” ভ্রমণ শুরু- আয়োজনের মধ্যে থাকবে
– দিনভর কায়াকিং
– লেকের পানিতে সাঁতার/গোসল
– ”বেরাইন্না লেকশোর ক্যাফে” তে দুপুরের খাবার
– কাপ্তাই হ্রদ থেকে পার্বত্য অঞ্চল
– কাপ্তাই হ্রদে সুন্দর সূর্যাস্ত উপভোগ
– সন্ধ্যার নাস্তা
– লাইভ মিউজিক আর আড্ডা
– পলওয়েল পার্ক এন্ড কটেজ”/”ডিভাইন লেইক আইল্যান্ড” রেস্তোঁরায় রাতের খাবার
– হাউজবোটের ছাদে খোলা আকাশের নিচে মনোরম পরিবেশে রাত কাটানো
”প্রমোদিনী হাউজবোট” এ যাত্রীদের নিয়ে আমরা রাঙ্গামাটির ”পলওয়েল পার্ক এন্ড কটেজ”/আসাম বস্তি ব্রীজ থেকে যাত্রা শুরু করব। সবাই ফ্রেস হওয়ার পর সকালের নাস্তা পরিবেশন করা হবে। কাপ্তাই লেকের শান্তিপূর্ণ জলে আমাদের মন্ত্রমুগ্ধকর হাউজবোটটি রাঙ্গামাটি থেকে যাত্রা শুরু করে ”বেরাইন্না লেকশোর ক্যাফে” তে যাবে যেখানে আমরা দিনভর কায়াকিং উপভোগ করব এবং অসাধারণ সব ঐতিহ্যবাহী খাবার দিয়ে দুপুরের খাওয়া-দাওয়া সেরে নিব।
দুপুরের খাবারের তালিকা –
– বেম্বু চিকেন
– কেচকি মাছের সালাদ
– পাহাড়ী ধাঁচের ঐতিহ্যবাহী আলুর ভর্তা
– পাহাড়ী ধাঁচের সবুজ সালাদ
– পাহাড়ী ধাঁচের ঘন ডাল
– সাদা ভাত
দুপুরের খাবারের পর আমরা আশেপাশের পার্বত্য অঞ্চলগুলোর সৌন্দর্য উপভোগ করব এবং কাপ্তাই হ্রদে সুন্দর সূর্যাস্ত উপভোগ করার পর আমরা ”পলওয়েল পার্ক এন্ড কটেজ”/”ডিভাইন লেইক আইল্যান্ড” এ আমাদের ডকিং স্টেশনের দিকে ফিরে যাব।
সন্ধ্যায় হাউজবোটে নাস্তা পরিবেশনের সাথে সাথে লাইভ মিউজিক শো এর আয়োজন করা হবে। রাতের খাবার ”পলওয়েল পার্ক এন্ড কটেজ”/”ডিভাইন লেইক আইল্যান্ড” রেস্তোঁরায় পরিবেশন করা হবে। অতিথিরা হাউজবোটের ছাদে খোলা আকাশের নিচে তারা দেখতে দেখতে মনোরম পরিবেশে রাত কাটানোর সুযোগ পাবে।

𝐃𝐚𝐲 -𝟐

হাউজবোটে সকালের নাস্তা
– স্পিডবোটে করে শুভলং ছোট ও বড় জলপ্রপাত
– কাপ্তাই হ্রদে অবস্থিত দ্বীপের চাং পাং রেস্তোঁরাায় দুপুরের খাবার
– লেকের পানিতে সাঁতার/গোসল
– রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ ভ্রমণ
– পলওয়েল পার্কে/ডিভাইন লেইক আইল্যান্ডে সূর্যাস্ত উপভোগ
দ্বিতীয় দিনটি আমরা শুরু করবো হাউজবোটে সকালের নাস্তা করে, পাশাপাশি হ্রদের নরম স্রোত এবং আমাদের চারপাশে শান্ত প্রকৃতি উপভোগ করব। এরপর আমরা স্পিডবোটে করে শুভলং জলপ্রপাতের দিকে যাত্রা শুরু করব। তারপর কাপ্তাই হ্রদের মাঝে অবস্থিত দ্বীপের চাং পাং রেস্তোঁরাায় দুপুরের খাবার খেয়ে নিব।
দুপুরের খাবারের তালিকা –
– ঐতিহ্যবাহী বেম্বু ফিশ
– বাশ-কোরল ভাজি
– ভর্তা
– মিক্সড সবজী
– সালাদ
– ঘন ডাল
– সাদা ভাত
দুপুরের খাবারে শেষে আমরা রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজের দিকে যাত্রা শুরু করব এবং পলওয়েল পার্কে/ডিভাইন লেইক আইল্যান্ডে সূর্যাস্ত উপভোগ করব। এরপর আমরা স্বর্গীয় সুন্দর কাপ্তাই হ্রদে কিছু সময় কাটিয়ে ”পলওয়েল পার্ক এন্ড কটেজ”/আসাম বস্তি ব্রীজে ফিরে যাব। সেখান থেকে অতিথিদের বিদায় দেয়া হবে।
আর এভাবে আমরা আমাদের ২ দিন এবং ১ রাতের ”প্রমোদিনী বোট লাইফ” – এর অভিজ্ঞতাটি শেষ করবো।

বিস্তারিত জানার জন্য আমাদের পেইজে ইনবক্স করুন অথবা কল করুন,
📞 01670426013
📞 01711093941
📞 01711086468
📧 [email protected]
ধন্যবাদ 🙂

ভারতীয় ভিসা প্রত্যাখান এর সম্ভবত কারন সমূহ জানুন...জীবনের প্রয়োজনে আমরা এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার পরিকল্পনা করে থাকি।...
20/06/2022

ভারতীয় ভিসা প্রত্যাখান এর সম্ভবত কারন সমূহ জানুন...
জীবনের প্রয়োজনে আমরা এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার পরিকল্পনা করে থাকি।
আর এ জন্যই প্রয়োজন হয় ভিসা ও এনডোর্সমেন্ট,এই ভিসা প্রসেসিং করতে গিয়ে ডকুমেন্টস জটিলতাই আমাদের বড় সমস্যা।

এই সব ভিসা আবেদন করার সময়ই যত ঝামেলা পোহাতে হয়,ও ঠিকঠাক মতো ডকুমেন্টস জমা না করলে বা ফাইলটি অসম্পন্ন জমা দিলে রিফিউজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে.....
ভারতীয় ভিসা প্রত্যাখান এর সম্ভবত কারন সমূহ
আবেদনকারীর ফর্মে কোন ভূল তথ্য পুরন করলে।
কোন ডকুমেন্টস জাল/নকল সংযুক্ত করলে।
পাসপোর্ট এবং ভোটার আইডি বা জন্ম নিবন্ধনের সাথে গড়মিল থাকলে।
ভিসা সেন্টারে আপনার ডকুমেন্টস জমা দেয়ার পরদিন যদি হাই কমিশন থেকে ফোন দেয়? আর আপনি যদি সঠিক তথ্য দিতে না পারেন তাহলে আপনার ভিসাটি রিফিউজ হয়ে যাবে।
ভ্রমন ভিসা বা অন্য কোন ভিসা নিয়ে গিয়ে Over Stay করে ইলিগ্যাল ভাবে ফিরে আসলে।
আবেদন পত্র এবং বিদুৎ বিলের ঠিকানা গড়মিল থাকলে।
পুরোনো ছবি দিয়ে অথবা ২"× ২" ছবি ছাড়া আবেদন করলে।
পাসপোর্টে ENTRY REFUSED/OFFLOAD সিল রিমুভ না করে আবেদন পত্র জমা করে দেয়া।
পাসপোর্ট এর সাথে মিল না রেখে আবেদন পত্রে স্বাক্ষর করে দেয়া।
প্রফেশন প্রুফ NOC এবং ডলার এন্ড্রোসমেন্ট নকল দিলে।
পাসপোর্ট এর ৪৩ নাম্বার পৃষ্ঠায় Applied সিল থাকা অবস্থায় আবেদন পত্র জমা করে দেয়া।
পেশাগত তথ্য ভূল দিলে বা মনগড়া মতো ডকুমেন্টস দিলে।
ব্যাংক স্টেটমেন্ট গত ৬ মাসের না দেয়া বা
ব্যাংকে এন্ডিং ব্যালেন্স মিনিমাম ২০ হাজার টাকার কম দেখানো।
পাসপোর্টে অন্তত: দু’টি সাদা পাতা না থাকা।
আপনার পাসপোর্ট ৬ মাসের কম মেয়াদ থাকা অবস্থায় ভিসার জন্য আবেদন পত্র জমা করে দেয়া।
পুরোনো সকল পাসপোর্ট সংযুক্ত না করলে অথবা হারানো পাসপোর্ট এর লিগ্যাল ডকুমেন্টস জমা না দিলে। ইত্যাদি
Noted With Thanks
আপনি কোথায় যাবেন তার উপর নির্ভর করবে আপনি কোন পোর্ট দিয়ে যাবেন।
ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশনে আপনি যে পোর্ট ই পছন্দ করেন না কেন? আপনি চাইলে
বাংলাদেশের অংশে বেনাপোল আর ভারতের অংশে পেট্রাপোল দিয়ে আসতে যেতে পারবেন।
তাছাড়া বাংলাদেশী ভিসা আবেদনকারীদের জন্য ভারত সরকার এই ৩ টি পোর্ট ঊন্মক্ত করে দিয়েছেন ।
বাই বাস বেনাপোল-পেট্রাপোল
বাই রেল গেদে
বাই এয়ার।
আপনি আপনার ভিসাতে দেয়া পোর্ট এর বাহিরে আপনি এই ৩ টা পোর্ট আপনি বোনাস হিসেবে ব্যাবহার করতে পারবেন।
এই পোর্ট গুলো সকল ভিসা ক্যাটাগরি ট্রাভেলারদের জন্য এন্ট্রি-এক্সিট ঊন্মক্ত।
মনে রাখবেন আপনার আবেদনপত্র অবশ্যই ৭ দিনের মধ্যে জমা দিতে হবে। অন্যথায় আপনার আবেদন পত্রটি ৭ দিন পর আইভেক এর সার্ভার থেকে স্বয়ংক্রিয় ভাবে মুছে যাবে,
আর হ্যাঁ অবশই ভিসা ফি পেমেন্ট করার আগে বার বার আবেদনপত্রটি পাসপোর্ট এর সাথে মিল রেখে চেক করে নিতে ভুলবেন না।
পরিশেষে একটি রিকোয়েস্ট রইলো
আপনার পাসপোর্ট একান্তই আপনার নাহ এটি একটি দেশ ও জাতির সন্মান বহন করে।
আপনি যখন বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যান, তখন আপনার মাধ্যমেই বাংলাদেশকে চিনে অন্য দেশের মানুষজন।
নিজেকে, নিজের দেশকে সুন্দর ভাবে উপস্থাপন করুন। তাতে আপনার মর্যাদা বাড়বে, দেশের মর্যাদা বাড়বে। ধন্যবাদ
Thank u please stay safe,stay with us...

Türkiye’s President Erdogan has said that the country’s national carrier will use the name ‘Türk Hava Yolları’ instead o...
15/06/2022

Türkiye’s President Erdogan has said that the country’s national carrier will use the name ‘Türk Hava Yolları’ instead of Turkish Airlines on its planes from now on.

“We’ve officially changed the name of our country, which used to be ‘Turkey,’ to Türkiye. Now our national airline will make its international flights under the name ‘Türk Hava Yolları,’ not Turkish Airlines.”

সম্মানীত ভারত গমনেচ্ছু যাত্রী দের সুবিধার্থে জানানো যাইতেছে যে, দীর্ঘ দিন বন্ধ থাকার পর আগামী ২৯/০৫/২০২২ ইং তারিখ হইতে ঢ...
27/05/2022

সম্মানীত ভারত গমনেচ্ছু যাত্রী দের সুবিধার্থে জানানো যাইতেছে যে, দীর্ঘ দিন বন্ধ থাকার পর আগামী ২৯/০৫/২০২২ ইং তারিখ হইতে ঢাকা ক্যান্টমেন্ট স্টেশন থেকে কলকাতা গামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন আবার চালু হবে। যাদের ভিসায় শুধুমাত্র বাই রেল (রুট) লিখা আছে তারা মৈত্রী এক্সপ্রেস ট্রেন এর টিকেট ক্রয় করে ভারত গমণ করিতে পারিবেন।

24/05/2022

Biman Bangladesh Airlines is set to launch an online check-in service for domestic flights for the convenience of its passengers.

The new feature, which will start from June 1, would allow travellers to select their preferred seats on the planes, said a press release on Monday.

The national flag carrier is planning to introduce the newly launched service for international routes as well from July 1.

The initiative would allow passengers to get their digital boarding passes easily from Biman’s official website. So they can save their time at the airport while travelling.

11/05/2022

সরকারি ব্যবস্থাপনায় এ বছর হজ পালনের ক্ষেত্রে দুইটি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। পাশাপাশি বেসরকারি ব.....

📒 ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে যে সকল ডকুমেন্টস প্রয়োজনঃ১। ২x২ ল্যাব প্রিন্ট ছবি২। এপ্লিকেশন ফর্ম৩। এন আই ডি / স্মার্ট কার...
09/05/2022

📒 ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে যে সকল ডকুমেন্টস প্রয়োজনঃ
১। ২x২ ল্যাব প্রিন্ট ছবি
২। এপ্লিকেশন ফর্ম
৩। এন আই ডি / স্মার্ট কার্ড / জন্ম নিবন্ধন কপি
৪। বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি বিলের কপি।
৫। বিগত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ব্যালেন্স ২০০০০৳) অথবা 150 ডলার এনডোর্সমেন্ট।
৬। পেশাগত প্রমাণপত্র :
- চাকুরি হলে প্রতিষ্ঠান থেকে ছুটি -NOC
- ব্যাবসায়ী হলে ট্রেড লাইসেন্স
- শিক্ষার্থী হলে শিক্ষা-প্রতিষ্ঠানের ছুটি ও আইডি কার্ড কপি।
৭। লাস্ট ভিসা কপি (যদি থাকে)।
৮। পাসপোর্ট কপি
৯। নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন)

তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তা’আলা আমাদের এবং আপনাদের ভাল কাজগুলো কবুল করুন। ঈদ মুবারাক।
03/05/2022

তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম।
আল্লাহ তা’আলা আমাদের এবং আপনাদের ভাল কাজগুলো কবুল করুন।
ঈদ মুবারাক।

আগামী ৩১ মে হজ ফ্লাইট শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করে ১ লাখ ৪০ হাজার টাকা ভাড়া নির্ধারণ করেছে সরকার। মোট হজ যাত্রীর অর...
27/04/2022

আগামী ৩১ মে হজ ফ্লাইট শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করে ১ লাখ ৪০ হাজার টাকা ভাড়া নির্ধারণ করেছে সরকার। মোট হজ যাত্রীর অর্ধেক পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান মোট ৭৫টি হজ ফ্লাইট পরিচালনা করবে।

🔰 ২৫ এপ্রিল থেকে  দেশে আসতে অনলাইনে পূরণ করতে হবে হেলথ ডিক্লারেশন ফরম 🔰 এখন থেকে বাংলাদেশ আসতে অনলাইনে পূরণ করতে হবে হেল...
25/04/2022

🔰 ২৫ এপ্রিল থেকে দেশে আসতে অনলাইনে পূরণ করতে হবে হেলথ ডিক্লারেশন ফরম 🔰

এখন থেকে বাংলাদেশ আসতে অনলাইনে পূরণ করতে হবে হেলথ ডিক্লারেশন ফরম । ২০ এপ্রিল এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে বেবিচক। পরবর্তী নির্দেশনা জারি না করা পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

বাংলাদেশে এতো দিন বিদেশ থেকে দেশে আসার সময় হাতে লিখে যাত্রীদের পূরণ করতে হতো হেলথ ডিক্লারেশন ফরম। এতে বিমানবন্দরে এসে যাত্রীদের ফরম পূরণ করে জমা দিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এই জটিলতা দূর করতে দেশে আসার ৩ দিনের মধ্যে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করার নিয়ম চালু করতে স্বাস্থ্য অধিদফতর ৭ এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে চিঠি দেয়।

২০ এপ্রিল বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস বিভাগের সদস্য চৌধুরী এম জিয়াউল কবির স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে,

✅যাত্রীদের দেশে আসার আগে হেলথ ডিক্লারেশন ফরমপূরণ করতে হবে। ফ্লাইটের ৩দিনের বেশি আগে এই ফরম পূরণ করা যাবে না।

https://healthdeclaration.dghs.gov.bd/ এ ওয়েব সাইটে গিয়ে অনলাইনে ফরম পূরণ করতে হবে। ফরমটি পূরণ করার পর কিউ আর কোড যুক্ত হেলথ কার্ড আসবে, সেটি প্রিন্ট করে কিংবা মোবাইলে সফট কপি নিজের কাছে রাখতে হবে।

✅কোন যাত্রী ট্রানজিট হয়ে আসার পথে যদি ৩য় কোন দেশে প্রবেশ করে, তবে তাকে পুনারায় হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে। তবে সেই দেশে প্রবেশ না করে শুধু বিমানবন্দরে ট্রানজিট হয়ে আসলে নতুন আবারও হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে না।

✅ বোডিং এর সময় এয়ারলাইন যাত্রীর হেলথ কার্ড আছে কি না যাচাই করবে।

✅দেশে আসার পর বিমানবন্দরে কিউআর কোড যুক্ত হেলথ কার্ড দেখাতে হবে যাত্রীকে।

✅ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যে কোন টিকার র্পূণ ডোজ যারা নিয়েছেন তাদের বাংলাদেশ আসতে করনো পরীক্ষা করতে হবে না।

✅ যাত্রীদের ভ্যাকসিন গ্রহনের প্রমাণ সঙ্গে রাখতে হবে।

✅ যেসব যাত্রী এক ডোজ কিংবা কোন ভ্যাকসিন নেননি, তাদের বাংলাদেশ আসতে হলে ৭২ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।

✅১২ বছরের নিচে শিশুদের কোন করোনা টেস্ট করাতে হবে না। তবে তাদের স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য নির্দেশনাগুলো মানতে হবে।

✅বাংলাদেশ থেকে বিদেশে যেতে করোনা পরীক্ষারও বাধ্যবাধকতা থাকছে না। যাত্রীরা যে দেশে যাবেন, সেদেশের নির্দেশনা অনুসরণ করবেন।

✅ টিকা নেয়া বা না নেয়া কোন যাত্রীর মধ্যে করোনার লক্ষণ বা উপসর্গ দেখা যায় তাহলে বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ যাত্রীর করোনা টেস্ট করাবে। টেস্টে তার রিপোর্ট করোনা পজেটিভ আসলে তাকে নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলের সাতদিন আইসোলেশনে থাকতে হবে। এরপর পুনরায় ৭দিন পর আবারও করোনা পরীক্ষা করা হবে।

✅ ফ্লাইটে যাত্রী বহনের সংখ্যার ওপর বিধি নিষেধ শিথিল করেছে বেবিচক। নির্দেশনায় এয়ারলাইনগুলোকে বলা হয়েছে, ফ্লাইটে করোনা আক্রান্ত যাত্রী ধরা পড়লে আলাদা বসার জন্য ছোট আকারের উড়োজাহাজে শেষের রো-এর সব সিট খালি রাখতে হবে।

✅ আগে ৩০০ জন যাত্রী ধারণে সক্ষম উড়োজাহাজে ৯৫ শতাংশের বেশি যাত্রী না নেওয়ার বিধান ছিলো। এখন বড় উড়োজাহাজেও ইকোনমেকি ক্লাসের শেষের রো-এর সব সিট খালি রাখতে হবে। বিজনেস ক্লাসে ১টি সিট খালি রাখতে হবে।

বিদেশ থেকে বাংলাদেশে আগমনের ক্ষেত্রে বিদ্যমান নিয়ম সামান্য পরিবর্তন করা হয়েছে যা আগামী ২৫/০৪/২০২২ তারিখ হতে কার্যকর হবে।...
21/04/2022

বিদেশ থেকে বাংলাদেশে আগমনের ক্ষেত্রে বিদ্যমান নিয়ম সামান্য পরিবর্তন করা হয়েছে যা আগামী ২৫/০৪/২০২২ তারিখ হতে কার্যকর হবে।
>বিদেশ থেকে দেশে আসার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত ভ্যাক্সিন ডোজ কমপ্লিট করে ভ্যাক্সিন সার্টিফিকেট নিয়ে আসতে হবে৷ ডোজ কমপ্লিট করা না থাকলে বা একেবারেই ভ্যাক্সিন দেয়া না থাকলে যাত্রা শুরুর ৭২ ঘন্টা বা তারও কম সময় বাকি থাকতে আরটি পিসিআর টেস্ট করে নেগেটিভ রিপোর্ট সাথে নিয়ে আসতে হবে। যাত্রীর বয়স ১২ বছরের কম হলে আরটি পিসিআর টেস্ট করা লাগবে না।
>বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করার তিন দিন বা তারও কম সময় বাকি থাকতে সকল যাত্রীকে https://t.ly/4Tqa লিঙ্কে গিয়ে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে৷ বাংলাদেশে অবতরণের পর এ ফরমের সফট অথবা হার্ড কপি ইমিগ্রেশনে দেখাতে হবে।

ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এয়ার টিকেট পাবেন ঘরে বসেই ✈️✈️আমরাই নিশ্চিত করতে পারবো আপনার বেস্ট রুট এর বেস্ট এয়ার ফেয়ার।...
11/04/2022

ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এয়ার টিকেট পাবেন ঘরে বসেই ✈️✈️
আমরাই নিশ্চিত করতে পারবো আপনার বেস্ট রুট এর বেস্ট এয়ার ফেয়ার। দেরি না করে এখনি আপনার পছন্দের এয়ারলাইন্স এ সব থেকে কম মূল্যে এয়ার টিকেট করুন।
আর পরিশোধ করুন কোন ঝামেলা ছাড়াই যে কোনো বিকাশ/রকেট/নগদ, ডেবিট /ক্রেডিট, ভিসা/মাস্টার কার্ডের মাধ্যমে ও অনলাইন ব্যাঙ্কিং এর মাধ্যমে।
বিস্তারিত জানার জন্য আমাদের পেইজে ইনবক্স করুন অথবা কল করুন,
📞 01711086519
📞 01711093941
📞 01711086468
📧 [email protected]
ধন্যবাদ 🙂

দেখে নিন ভারতীয় টুরিস্ট ভিসা করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন ⤵️ ট্যুরিস্ট ভিসা করতে যা যা প্রয়োজনঃ১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি২...
29/03/2022

দেখে নিন ভারতীয় টুরিস্ট ভিসা করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন ⤵️

ট্যুরিস্ট ভিসা করতে যা যা প্রয়োজনঃ
১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি
২। এপ্লিকেশন ফর্ম
৩। এন আই ডি / স্মার্ট কার্ড / জন্ম নিবন্ধন কপি
৪। বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি বিলের কপি।
৫। লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ব্যালেন্স ২০০০০৳) / ডলার এনডোর্সমেন্ট।
৬। পেশাগত প্রমাণপত্র (NOC/ট্রেড লাইসেন্স ইত্যাদি)
৭। লাস্ট ভিসা কপি (যদি থাকে)।
৮। পাসপোর্ট কপি
৯। নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন)
১০। ৮৪০৳ ফি (UPAY)

*** কাগজ গুলো উপরের সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দিবেন।

দেখে নিন আপনি কোথায় যেতে চাইলে কোন পোর্ট দিয়ে ভিসা করবেন??
সিক্কিম/দার্জিলিং/শিলিগুড়ি/ডুয়ার্স/সান্দাকফু/গোচেলা ট্রেক ইত্যাদি যেতে চাইলেঃ
চ্যাংড়াবান্ধা অথবা ফুলবাড়ি দিতে হবে। ফুলবাড়ি দিলে আপনি খুব সহজেই শিলিগুড়ি পৌঁছে যাবেন। তবে এই পোর্টে সুযোগ সুবিধা কম থাকায় বেশির ভাগ ট্যুরিস্ট চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করে। চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করলে আপনাকে ২ ঘণ্টার মত জার্নি করে শিলিগুড়ি যেতে হবে।
মেঘালয়/নাগাল্যান্ড/অরুণাচল প্রদেশ যেতে চাইলেঃ
আপনাকে ডাউকি পোর্ট দিয়ে ভিসা করতে হবে। যা আমাদের সিলেটের তামাবিল দিয়ে প্রবেশ করতে হয়।
ত্রিপুরা যেতে চাইলেঃ
আপনাকে আগরতলা পোর্ট দিয়ে ভিসা করতে হবে।
আগের নিয়মে উপরের যে কোন পোর্ট নিলে এডিশোনাল পোর্ট হিসেবে (বেনাপোল+গেদে+ট্রেন+এয়ার) পাওয়া যায় বিধায় আলাদা করে শুধু বেনাপোল পোর্ট নেওয়া লস।
বিঃদ্রঃ এছাড়া আপনি ভিসা করার পর মাত্র ৩০০ টাকা দিয়ে আরও ২টি পোর্ট সংযুক্ত করতে পারবেন ৭ দিন সময় এর মধ্যে।

Address


Telephone

+8801711086519

Website

Alerts

Be the first to know and let us send you an email when Firefly Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Firefly Tours & Travels:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share