Firefly Tours & Travels

  • Home
  • Firefly Tours & Travels

Firefly Tours & Travels Firefly Tours & Travels is working with maximum efficiency to make everyone travel all around the wo
(4)

আপনি টাকা দিয়ে টিকিট কাটেন, আর এয়ারলাইনের টাকার বিনিময়ে ফ্লাইটে যাত্রী বহন করে।  বিমানবন্দরে এসে আপনি সেই এয়ারলাইনের কাউ...
02/11/2024

আপনি টাকা দিয়ে টিকিট কাটেন, আর এয়ারলাইনের টাকার বিনিময়ে ফ্লাইটে যাত্রী বহন করে। বিমানবন্দরে এসে আপনি সেই এয়ারলাইনের কাউন্টারে চেক-ইন করেন, লাগেজ জমা দেন। সেই লাগেজ এয়ারলাইন তাদের উড়োজাহাজে বহন করে।
অর্থাৎ চেক ইন কাউন্টারে আপনার লাগেজ জমা নিয়ে গন্তব্যে পৌছিয়ে আপনার লাগেজ ঠিকঠাক বুঝিয়ে দেয়া এয়ারলাইনের দায়িত্ব। এটা বিশ্বের যে এয়ারলাইনই হোক না কেনো। যে দেশে হোক, যে বিমানবন্দর হোক।
এখন লাগেজে বেল্টে গিয়ে যদি দেখেন আপনার লাগেজ ক্ষতিগ্রস্থ হয়েছে তাহলে কী করবেন ?
একদম সোজা সাপ্টা উত্তর, আপনার লাগেজ ক্ষতিগ্রস্থ হবার দায় এয়ারলাইন্সের। আর এজন্য তারা ক্ষতিপূরণ দিবে।
ক্ষতিপূরণ পেতে হলে, আপনাকে বিমানবন্দরে থাকা অবস্থায় ঠিকঠাক মতো লাগেজ চেক করে নিতে হবে। লাগেজ ক্ষতিগ্রস্থ হলে বিমানবন্দরে অবস্থান করেই ক্ষতিপূরণ পেতে অভিযোগ জানাতে হবে।
সাধারণত সারা বিশ্বে সকল বিমানবন্দরে লস্ট অ্যান্ড ফাউন্ড আছে। সেখানে গিয়ে ক্ষতিপূরণ দাবি করতে হয়। মুখে মুখে অভিযোগ দিয়ে আসলে আপনি ক্ষতিপূরণ পাবেন না। বাড়িতে গিয়ে তারপর ক্ষতিপূরণ দাবি করলেও ক্ষতিপূরণ পাবেন না।
ক্ষতিপূরণ পেতে হলে বিমানবন্দরে অবস্থান করে নির্ধারিত ফরম/পদ্ধতিতে অভিযোগ জানাতে হবে। অর্থাৎ অভিযোগ জানানোর পর, এয়ারলাইনের কাছ থেকে ডকুমেন্টস বুঝে নিবেন।
বিশ্বের যে বিমানবন্দরেই হোক না কেন, আপনি এয়ারলাইনের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করবেন।

Credit: Bangla Aviation

https://www.facebook.com/share/3pGuT5NZAPWpmUbX/?mibextid=xfxF2i
05/08/2024

https://www.facebook.com/share/3pGuT5NZAPWpmUbX/?mibextid=xfxF2i

শেখ হাসিনা সরকারের পতনের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার বিকেল পৌনে ৫টা .....

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশের সকল বিমানবন্দরের কার্যক্রম চলমান আছে। কোন ফ্লাইট বাতিল হয়নি। ফ্লাইট সংক্রান্ত ...
18/07/2024

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশের সকল বিমানবন্দরের কার্যক্রম চলমান আছে। কোন ফ্লাইট বাতিল হয়নি। ফ্লাইট সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আপনি যে এয়ারলাইনের টিকিট কেটেছেন, সেই এয়ারলাইনের সাথে যোগাযোগ করুন।
রাস্তার পরিস্থিতি বিবেচনা করে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব থেকে সতর্ক থাকুন।

16/07/2024

🚫বিদেশগামী যাত্রীদের জন্য বিশেষ সতর্ক বার্তা🚫

ঢাকার প্রবেশপথ গুলো প্রায় ব্যারিকেড দেয়া। রেলযোগাযোগ ও বিছিন্ন। যাদের সাম্প্রতিক সময়ে ফ্লাইট আছে। তারা গভীর রাতের দিকে এয়ারপোর্টের আশেপাশে থাকার ব্যবস্থা করে নিরাপদ প্রবাস যাত্রায় যাওয়ার জন্য অনুরোধ করছি।

16/07/2024

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গুজব প্রচার করা হচ্ছে দেশের সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে ৭২ ঘন্টার জন্য।

কোন ফ্লাইট বাতিল হয়নি। যথা নিয়মে নির্ধারিত সময়েই ফ্লাইট চলাচল বিদ্যমান আছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব থেকে সতর্ক থাকুন।

বিদেশ থেকে অলংকারের নামে কাচা সোনা/ ২৪ ক্যারেট সোনা আনার দিন শেষঘোষিত বাজেট অনুযায়ী ব্যাগেজ রুলস পরিবর্তন হয়েছে।একজন যাত...
29/06/2024

বিদেশ থেকে অলংকারের নামে কাচা সোনা/ ২৪ ক্যারেট সোনা আনার দিন শেষ

ঘোষিত বাজেট অনুযায়ী ব্যাগেজ রুলস পরিবর্তন হয়েছে।

একজন যাত্রী সর্বমোট ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার (২২ ক্যারেট বা তার নিচের) আনতে পারবেন শুল্ক ছাড়া।২৪ ক্যারেটের অলংকার শুল্ক মুক্ত না।

২০০ গ্রাম ওজনের রৌপ্যের অলংকার আনতে পারবেন শুল্ক ছাড়া।

তবে কোন অবস্থায় একই প্রকার অলংকার ১২(বার)টি অধিক নয় হওয়া যাবে না।

১২ বছরের কম বয়সী কোন যাত্রী এ সুবিধা পাবেন না।

প্রবাসী, রেমিটেন্স যোদ্ধা, দেশী ও বিদেশী পর্যটকদের জন্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সার্ভিস।প্রবাসী, রেমি...
26/06/2024

প্রবাসী, রেমিটেন্স যোদ্ধা, দেশী ও বিদেশী পর্যটকদের জন্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সার্ভিস।

প্রবাসী, রেমিটেন্স যোদ্ধা, দেশী ও বিদেশী পর্যটক সাধারণ যাত্রীদের বিমানবন্দরের যাতায়াত ও লাগেজ সামগ্রী পরিবহনের সুবিধার্থে বিআরটিসি চালু করতে যাচ্ছে বিমানবন্দর সাটল বাস সার্ভিস। এই পরিষেবার মাধ্যমে বিমানবন্দরের যাত্রীরা স্বাচ্ছন্দে নিরাপদে তাদের গন্তব্য স্থলে পৌঁছাতে পারবে। বিআরটিসি'র কারিগরি দক্ষতায় তৈরি বিশেষ এই বাসটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, যাত্রীদের জন্য পর্যাপ্ত লাগেজ পরিবহন সুবিধা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, ফ্রি Wi-Fi এবং প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বাসে ওঠা নামার বিশেষ ব্যবস্থা। গাজীপুরস্থ সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানায় বিআরটিসি নিজস্ব কারিগরি দক্ষতায় প্রাথমিক ২টি বিশেষ শাটল বাস প্রস্তুতির কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

বিমানবন্দর টার্মিনাল ২ - বিমানবন্দর গোলচত্বর - উত্তরা জসীমউদ্দিন রোড - বিমানবন্দর রেলওয়ে স্টেশন - বিমানবন্দর টার্মিনাল থ্রি - বিমানবন্দর গোলচত্বর - বিমানবন্দর টার্মিনাল ২

Eid al-Adha Mubarak! May the spirit of sacrifice fill your heart with compassion and your life with blessings.
16/06/2024

Eid al-Adha Mubarak!

May the spirit of sacrifice fill your heart with compassion and your life with blessings.

ধরুন আপনি একসাথে সিঙ্গাপুর, মালয়েশিয়া থাইল্যান্ড ঘুরতে চান। প্রতি দেশে গিয়ে প্রথম যে টেনশনটা মাথায় আসে তা হলো এয়ারপোর্ট ...
10/06/2024

ধরুন আপনি একসাথে সিঙ্গাপুর, মালয়েশিয়া থাইল্যান্ড ঘুরতে চান। প্রতি দেশে গিয়ে প্রথম যে টেনশনটা মাথায় আসে তা হলো এয়ারপোর্ট থেকে চড়াদামে সিম কিনে ইন্টারনেটে কানেক্ট হওয়া। এক্ষেত্রে নানা সিম কোম্পানির বুথের সামনে দাড়িয়ে পাকেজ কম্পেয়ার করতে করতে চলে যায় বেশ অনেকটা সময়। কিন্তু কেমন হয় যদি এই তিনটা দেশ ঘুরতে যাবার আগেই সাশ্রয়ী মুল্যে আপনি এমন একটা ডাটা সিম নিলেন যার মাধ্যমে আপনি তিনটা দেশেই এয়ারপোর্টে নামার সাথে সাথে এয়ারক্রাফট থেকে বের হবার আগেই ইন্টারনেটে কানেক্টেড থাকতে পারেন?
আমি এবারই প্রথম আমেরিকা ও তুরস্কে ই সিম ব্যবহার করি এবং এত অসাধারণ সার্ভিস পাই যে এটা নিয়ে আমাকে লিখতেই হচ্ছে।
Maya Mobile.............নামটা শুনে আপনার মত আমারো একটু কনফিউশন ক্রিয়েট হচ্ছিল, পরে আমার এক ছোট ভাইয়ের নিজের এক্সপেরিয়েন্স আর ইন্টারনেটে রিভিউ দেখে নিয়ে নিলাম। এই সিমটি মূলত ডাটা সিম, মানে এটা দিয়ে আপনি কল বা এসএমএস করতে পারবেন না। আমরা ফেইসবুক ম্যাসেঞ্জার আর হুয়াটসএপ এর কল্যানে দেশের বাইরে গেলে কল করার প্রয়োজনও পড়ে না খুব একটা। দেশের সিম রোমিং করে ডাকাতির খরচে নানা কন্ডিশন মেনে (১/২জিবি ইউজ করার পর স্পিড কমিয়ে দিবে) ইন্টারনেট ব্যাবহারের খরচের চেয়ে বা এয়ারপোর্ট থেকে কেনা সিমের ডাটা প্যাকের চেয়ে এই সিমের ইন্টারনেট বান্ডেল অনেক সাশ্রয়ী। এই ইসিমের সুবিধা হলো আপনি এটা দিয়ে যেমন সিঙ্গেল কান্ট্রির জন্য ৫/১০/১৫/৩০ দিনের জন্য সাশ্রয়ী ডাটা কিনতে পারবেন তেমনি ইউরোপ, এশিয়া, আমেরিকা, মিডল ইস্ট এরকম রিজিওন ধরে পুরো রিজিয়নের জন্য পাকেজ কিনতে পারবেন। এতে আপনি একটা রিজিওনের একাধিক দেশে গেলে আপনার একাধিক সিম কেনার ঝামেলা আর খরচ থেকে মুক্তি পাবেন। বিশ্বের প্রায় ২০০ ডেস্টিনেশনে এই সিমের 5G/4G ডাটা কানেকশন পেয়ে যাবেন। মায়া ইসিমের মত আরও অনেকগুলো ইসিম সার্ভিস প্রভাইডার আছে। আমি মায়া ইউজ করে আরাম পেয়েছি বলে পার্টিকুলারলি এটা নিয়ে আলোচনা করলাম। তবে হ্যা, আপনার যদি বিদেশ ভ্রমনকালে ব্যাংকের ওটিপি সহ যেকোন ওটিপির এসএমএস পেতে হয়ে তবে আপনি অবশ্যই মনে করে আপনার লোকাল সিমের শুধু এসএমএস রোমিংটা মনে করে ওপেন করে যাবেন।

Post Credit : Get A Life

ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এয়ার টিকেট পাবেন ঘরে বসেই ✈️✈️বিস্তারিত জানার জন্য আমাদের পেইজে ইনবক্স করুন অথবা কল করুন,📞 ...
09/06/2024

ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এয়ার টিকেট পাবেন ঘরে বসেই ✈️✈️

বিস্তারিত জানার জন্য আমাদের পেইজে ইনবক্স করুন অথবা কল করুন,
📞 01711086519
📞 01711086468

ধন্যবাদ 🙂

Hazrat Shahjalal International Airport এ লাগেজ সংক্রান্ত বিষয়ে এয়ারলাইন্সের সাথে যোগাযোগ এর জন্য হট লাইন নাম্বার।
09/06/2024

Hazrat Shahjalal International Airport এ লাগেজ সংক্রান্ত বিষয়ে এয়ারলাইন্সের সাথে যোগাযোগ এর জন্য হট লাইন নাম্বার।

১৯৭৭ সালের এক দম্পত্তির কক্সবাজারে হানিমুনের হোটেল খরচের ইনভয়েস।
08/06/2024

১৯৭৭ সালের এক দম্পত্তির কক্সবাজারে হানিমুনের হোটেল খরচের ইনভয়েস।

𝐍𝐄𝐖 𝐑𝐄𝐆𝐔𝐋𝐀𝐓𝐈𝐎𝐍𝐒 𝐅𝐎𝐑 𝐔𝐀𝐄 𝐓𝐑𝐀𝐕𝐄𝐋𝐄𝐑𝐒𝐄𝐟𝐟𝐞𝐜𝐭𝐢𝐯𝐞 𝐈𝐦𝐦𝐞𝐝𝐢𝐚𝐭𝐞𝐥𝐲 𝐟𝐨𝐫 𝐀𝐥𝐥 𝐔𝐀𝐄 𝐀𝐢𝐫𝐩𝐨𝐫𝐭𝐬:𝐑𝐞𝐭𝐮𝐫𝐧 𝐓𝐢𝐜𝐤𝐞𝐭 𝐑𝐞𝐪𝐮𝐢𝐫𝐞𝐝:Travelers on Visit/To...
03/06/2024

𝐍𝐄𝐖 𝐑𝐄𝐆𝐔𝐋𝐀𝐓𝐈𝐎𝐍𝐒 𝐅𝐎𝐑 𝐔𝐀𝐄 𝐓𝐑𝐀𝐕𝐄𝐋𝐄𝐑𝐒
𝐄𝐟𝐟𝐞𝐜𝐭𝐢𝐯𝐞 𝐈𝐦𝐦𝐞𝐝𝐢𝐚𝐭𝐞𝐥𝐲 𝐟𝐨𝐫 𝐀𝐥𝐥 𝐔𝐀𝐄 𝐀𝐢𝐫𝐩𝐨𝐫𝐭𝐬:

𝐑𝐞𝐭𝐮𝐫𝐧 𝐓𝐢𝐜𝐤𝐞𝐭 𝐑𝐞𝐪𝐮𝐢𝐫𝐞𝐝:
Travelers on Visit/Tourist Visas must have a valid return ticket to the origin airport (e.g., DAC to DXB, return ticket must be to DAC).

𝐏𝐫𝐨𝐨𝐟 𝐨𝐟 𝐀𝐜𝐜𝐨𝐦𝐦𝐨𝐝𝐚𝐭𝐢𝐨𝐧:
Travelers must provide a valid address in the UAE, such as a hotel booking or the home address of a relative or friend.

𝐏𝐫𝐨𝐨𝐟 𝐨𝐟 𝐅𝐮𝐧𝐝𝐬:
Travelers must carry an amount equivalent to AED 3,000.00 in cash or on a credit card to cover expenses during their stay in the UAE.

ইন্ডিয়ান ভিসা রিজেক্ট এর সম্ভাব্য কারণ সমূহ: ১)"লস্ট পাসপোর্ট" , সবথেকে বেশি সমস্যা।  ২)NID/ পাসপোর্ট নাম আলাদা বা বানা...
02/06/2024

ইন্ডিয়ান ভিসা রিজেক্ট এর সম্ভাব্য কারণ সমূহ:

১)"লস্ট পাসপোর্ট" , সবথেকে বেশি সমস্যা।
২)NID/ পাসপোর্ট নাম আলাদা বা বানান ভুল।
৩)সিঙ্গেল নামের পাসপোর্ট ।
৪)অন্য দেশ থেকে ডিপর্ট স্ট্যাম্প ।
৫)পূর্বে ভারতে গিয়ে "ওভার স্টে" করা।
৬)এমন কোনো তথ্য যেটা ধারণার উপর দেওয়া ।
৭)এছাড়াও কোন ডিপার্টমেন্ট জব , সেই ডিপার্টমেন্ট ছাড়পত্র দিচ্ছে কিনা।
৮)পুলিশ / আর্মি / জার্নালিস্ট প্রফেশন।
৯) এজেন্ট ব্যাংক স্টেটমেন্ট।
১০ ) অরিজিনাল প্রেসক্রিপশন ও ডাক্তারের রেকোমেন্ডেশন লেটার না দেওয়া ( মেডিক্যাল ভিসা তে প্রয়োজন হয়। )
১১) ডবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে , VFS Global Appointment ছাড়া সাবমিট করা।
১২) ট্রানজিট ভিসার ক্ষেত্রে হোটেল বুকিং/ অন্য কান্ট্রি কনফার্ম ভিসা / ফ্লাইট টিকিট না দেওয়া।
১৩) মেডিক্যাল ভিসায় রেস্ট্রিকশন আছে এমন স্টেট এন্ট্রি নেওয়া। ( সিকিম / অরুণাচল প্রদেশ, লাদাখ)
১৪) পুরানো ছবি দিলে ও 2 x 2 মাপের ছবি ব্যবহার না করলে।
১৫ ) সব পুরানো পাসপোর্ট ( অ্যানালগ, MRP, E-passport যুক্ত না করলে।
১৬ ) কোনো ধরনের ফেক ডকুমেন্ট ব্যবহার করলে।
১৭) বাংলাদেশের কোর্টে , ক্রিমিনাল মামলা থাকলে।
১৮ ) যে হসপিটালের নাম মেডিক্যাল ভিসায় উল্লেখ আছে FRRO চেঞ্জ অফ্ হসপিটাল না করে অন্য হসপিটালে ট্রিটমেন্ট নিলে, পাসপোর্ট ব্ল্যাক লিস্ট হবে।

02/06/2024
সতর্কীকরণ পোষ্টঃগতকাল থেকে VFS ডেলটা টাওয়ারে আর সুইডেন, অস্ট্রিয়া, ডেনমার্ক আর জার্মানির ভিসা আবেদন নিচ্ছে না। স্থান পরি...
27/05/2024

সতর্কীকরণ পোষ্টঃ

গতকাল থেকে VFS ডেলটা টাওয়ারে আর সুইডেন, অস্ট্রিয়া, ডেনমার্ক আর জার্মানির ভিসা আবেদন নিচ্ছে না। স্থান পরিবর্তন করে বনানী বাজারের বোরাক মেহনুর টাওয়ারে জমা নিচ্ছে। (ডাচ বাংলা এবং ব্রাক ব্যাংক যে বিল্ডিং এ)

সময়: ৯ থেকে ২টা পর্যন্ত শুধু মাত্র জার্মানি জন্য ২:৩০ পর্যন্ত জমা নিবে।

প্রকৃত ভ্রমণকারীদের জন্য আরেকটা দুঃসংবাদ!ওমান এয়ার এর মাধ্যমে জানা গেছে দুবাইতে ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসাতে এন্ট্রি ন...
26/05/2024

প্রকৃত ভ্রমণকারীদের জন্য আরেকটা দুঃসংবাদ!
ওমান এয়ার এর মাধ্যমে জানা গেছে দুবাইতে ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসাতে এন্ট্রি নিতে হলে এখন থেকে সেইম এয়ারলাইন্স এ রাউন্ড ট্রিপ টিকেট এবং অতি অবশ্যই যে এয়ারপোর্ট থেকে ফ্লাই করা হয়েছে সেই এয়ারপোর্ট ব্যাক করতে হবে। দুটো ভিন্ন এয়ারলাইন্স বা ওয়ান ওয়ে টিকেট করে তৃতীয় কোন দেশে যাওয়ার চেষ্টাকে এয়ারপোর্ট বোর্ডিং গ্রহণ করবে না। জানিনা নিয়মটা সবার জন্যই কিনা, অবশ্যই সবার জন্য না আমার সাধারণ জ্ঞান যা বলে। ভদ্র মানসম্মত দেশের জন্য এই নিয়ম অবশ্যই কার্যকর না। তবে এই নিয়মের কারণে আমাদের অনেকের ঝামেলা হয়ে গেলো! যারা সোনার বাংলা থেকে ফ্লাই করার বাড়তি খরচ সম্পর্কে জানেন তারা অনেকেই dubai থেকে ইউরোপের নানা ডেস্টিনেশনে কম খরচে যেতে পারতেন।

Post Credit : Get A Life

Address


Telephone

+8801711086519

Website

Alerts

Be the first to know and let us send you an email when Firefly Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Firefly Tours & Travels:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share