আলহামদুলিল্লাহ!
ইত্তেহাদ এয়ার ট্রাভেলস ও আম্মার এয়ার ট্রাভেলস এবং সৌদিয়া এয়ার ট্রাভেলস-এর ১১০ জন আল্লাহর মেহমান পবিত্র হজ্ব পালন শেষে মক্কায় অবস্থান করছেন। আল্লাহর মেহমানদের খেদমতে আমরা সর্বদা নিয়োজিত।
মহান আল্লাহ তায়ালা সবাইকে কবুল করুন।
ভিডিও ক্লিপ : মক্কায় হজ্জ যাত্রীদের খাবারের দৃশ্য।
পবিত্র মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু।
হে আল্লাহ আমাদের সকলের হজ্ব কবুল করুন।
৭ জিলহজ্জ ১৪৪৪ হিজরী
২৫ জুন ২০২৩ ইংরেজী
সালাতুত তারাবিহ
শায়খ ইয়াসির আদ দাওসারি হাফিজাহুল্লাহ'
১ম রমদ্বান
আলহামদুলিল্লাহ!
ইত্তেহাদ এয়ার ট্রাভেলস উমরা কাফেলা গত ২০ ফেব্রুয়ারি ৩০ জন ও ২৩ ফেব্রুয়ারি ৩৫ জন বায়তুল্লাহ শরীফ পৌঁছেছেন। এবং আগামী ২৭ ফেব্রুয়ারি ৪০ জনের উমরাহ কাফেলা মক্কা শরীফ পৌঁছবেন ইনশাআল্লাহ।
প্যাকেজ পরিচালনায় ও খেদমতে আছেন ইত্তেহাদ এয়ার ট্রাভেলস এর পরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী। তিনি নিরাপদ সফর কামনা ও সকল আল্লাহর মেহমানদের সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।
প্রয়োজনে-
01716222384 (WhatsApp)
0567664317 (KSA)
-এডমিন
পবিত্র হজ্ব পালন করতে পারবেন দশলক্ষ হজযাত্রী
ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দাহিলান বলেছেন, প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকা বিমানবন্দরে হাজীদের যেসব প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, তা হল-
•হাতের ১০ আঙুলের ছাপ গ্রহণ।
•পাসপোর্ট স্ক্যান।
•ছবি তোলা।
•লাগেজে নির্দিষ্ট রঙের স্টিকার লাগানো।
•ঢাকা হজ ক্যাম্পে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণকারী হজ যাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন করা।
•বিমান বন্দরের মূল টার্মিনালে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সে ভ্রমণকারী হজ যাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন করা।
•সর্বশেষ বিমানবন্দরের ১১ নম্বর গেটে স্থাপিত সৌদি আরবের প্রি-অ্যারাইভ্যাল ইমিগ্রেশন কাউন্টারে সৌদি ইমিগ্রেশন সম্পন্ন করা।
এসব কাজ সম্পন্ন করতে হজ যাত্রীদের ফ্লাইটের ৮ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হওয়ার আহ্বান জান