ইত্তেহাদ এয়ার ট্রাভেলস-Ettihad Air Travels

  • Home
  • ইত্তেহাদ এয়ার ট্রাভেলস-Ettihad Air Travels

ইত্তেহাদ এয়ার ট্রাভেলস-Ettihad Air Travels বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রাভেলস এজেন্সি হজ্ব-উমরা, ভিষা প্রসেসিং এয়ার টিকেট-এর বিশ্বস্ত প্রতিষ্ঠান

হজ উমরাহ প্যাকেজসহ সৌদি আরব, সিংগাপুর, চায়না, মালয়েশিয়া, থাইল্যান্ড, মিশর, দুবাই, ইন্ডিয়া, নেপাল, শ্রীলংকাসহ, বিভিন্ন দেশের প্যাকেজ ও ভিষা প্রসেসিং করা হয়। এছাড়া সৌদি আরবের বিজনেস মাল্টিপল ও ফ্যামিলি ভিজিট ভিসা প্রসেসিং করা হয়।

আলহামদুলিল্লাহ! কাতার সফর এবং পবিত্র উমরাহ পালন ও হজ্জ যাত্রীদের মক্কা ও মদীনায় যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে নিয়মিত অ...
29/04/2024

আলহামদুলিল্লাহ! কাতার সফর এবং পবিত্র উমরাহ পালন ও হজ্জ যাত্রীদের মক্কা ও মদীনায় যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে নিয়মিত অফিসে কর্মব্যস্ততায়...

Umrah Ziyarah Forum 2024King Salman International Convention Center, Al-Madinah Al-MunawwarahArrangement ByMinistry of H...
23/04/2024

Umrah Ziyarah Forum 2024

King Salman International Convention Center, Al-Madinah Al-Munawwarah

Arrangement By
Ministry of Hajj & Umrah

ঈদ বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ ও সমৃদ্ধি, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা ...
10/04/2024

ঈদ বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ ও সমৃদ্ধি, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
ঈদ মোবারক।

📣ইতিকাফ বিষয়ক তথ্য ও পরামর্শঃলিখেছেনঃ ইবনে সাইফই'তিকাফের গুরুত্ব ও ফযিলত আমরা সবাই জানি। অনেকেরই আল্লাহর ঘরে ই'তিকাফ করা...
14/03/2024

📣ইতিকাফ বিষয়ক তথ্য ও পরামর্শঃ
লিখেছেনঃ ইবনে সাইফ
ই'তিকাফের গুরুত্ব ও ফযিলত আমরা সবাই জানি। অনেকেরই আল্লাহর ঘরে ই'তিকাফ করার ইচ্ছা থাকে তবে সামর্থ্য থাকে না। অনেকের সামর্থ্য থাকে তবে তথ্যের অভাবে ই'তিকাফ করতে পারে না বা বসলেও খুবই কষ্টের মধ্যে থাকে। এছাড়া অনেকেই ই'তিকাফ সম্পর্কে বিভিন্ন পরামর্শ চান। এই সব কিছু চিন্তা করে নিজের গত বছরের অভিজ্ঞতার আলোকে কিছু লেখা লিখছি। এই লেখা থেকে কোন মুসলিম ভাই উপকার পেলে সেটাই আনন্দের হবে।
মক্কায় রামাদানের শেষ ১০ দিনে বিভিন্ন জায়গায় অনেক বেশি রেস্ট্রিকশন থাকে। চলাচলের জায়গা বন্ধ করে দেয়া হয়। আপনি এতে বিরক্ত হতে পারেন। তবে ২০-২৫ লাখের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেন্ট্রাল সিস্টেম থেকে প্রতিটা এলাকা আলাদা করে সাজানো হয়। এগুলোর এন্ট্রি ও এক্সিট মানুষের ফ্লো অনুযায়ী ব্যালেন্স করা হয়। এগুলো যদি উন্মুক্ত করে দিত তবে হাজারো লোক পদদলিত হয়ে মারা যেত।
এখানে গতবছর গড়ে প্রতিদিন দেড় হাজারের বেশি মানুষ ইমার্জেন্সি চিকিৎসা সেবা পেয়েছে। ইমার্জেন্সি সেবা নিশ্চিতের জন্যও বেশ কিছু জায়গা খালি রাখা হয়।
গতবার ২৬ এর রাতে তারাবীহের পর দারুত তাওহীদ থেকে সাফা টাওয়ার পর্যন্ত গিয়ে আবার ফেরত আসতে কিয়ামুল লাইল শুরু হয়ে দু'রাক'আত মিস করতে হয়েছে আমার।
শুধুমাত্র ভীড়ের জন্য।
আর দয়া করে রামাদানের শেষ দশকে উমরাহ ছাড়া অবৈধ উপায়ে মুহরিম না হয়ে ইহরাম পরে তাওয়াফ করতে যাবেন না। এইসব প্রতারণার মাধ্যমে মানুষকে দেয়া কষ্ট আপনার সিয়াম ও কিয়াম দুইটাই বরবাদ করে দিতে পারে। আল্লাহ বুঝ দিক আমাদের।
গত বছরের অভিজ্ঞতায়-
🔘 বাদশাহ আব্দুল্লাহ এক্সটেনশনে ই'তিকাফ করা সহজ এবং সুবিধাজনক।
🟢 সুবিধা বলার কারণ,
১। এটার বিল্ডিংয়ে ওযুর ব্যবস্থা রয়েছে।
২। ওয়াশরুম খুবই কাছে তুলনামূলকভাবে। সালাতের সময় ছাড়া ওয়াশরুম খালিই থাকে।
৩। সালাতের সময় ছাড়া চলাচল উন্মুক্ত রাখা হয়।
৪। উমরাহকারীদের ভীড় এদিকে নেই।
৫। হাসপাতাল কাছেই আছে। জরুরী প্রয়োজনে দ্রুত যাওয়া যায়।
৬। বিশাল কম্প্লেক্স। বড় কর্মকর্তারা পুরোটা ঘুরে না।
৭। ওয়াশরুমের জন্য বের হলে ভিতরে ঢুকা তুলনামূলকভাবে সহজ।
৮। বাহিরে বড় চত্ত্বরে খাবার খেতে পারবেন।
🔺 অসুবিধা,
১। বাঙালি খাবার স্থান দূরে।
২। ইবরাহীম খলিল রোডের হোটেল অনেক দূরে। আজয়াদেরগুলো কিছুটা কাছে। (জারওয়াল বা তাইসীরে রুম রাখতে হবে)
৩। বাথরুমে গোসলের জায়গা নেই। আলাদা ব্যবস্থাগুলো খুলেছে কিনা জানি না।
৪। খাবার পানি সবসময় ঠান্ডা থাকে। নরমাল পানি দেয় না।
৫। ভিতরের এসি অনেক বাড়ানো থাকে। শীতের কাপড় লাগে মাঝে মাঝে।
৬। কিছু কিছু জায়গায় গতবার ইফতার পৌছেনি। এবার এই সমস্যা থাকবে না। এরপরও বুঝে শুনে জায়গা নির্ধারণ করতে হবে।
৭। ই'তিকাফ অবস্থায় তাওয়াফ করতে গেলে আপনাকে বাদশাহ ফাহাদ এক্সটেনশনে যেতে হবে। এই দিক থেকে যাওয়ার পথ খোলা থাকে খুবই কম সময়। রামাদানে খোলার রাখার সম্ভাবনা নাই বলা চলে। তাওয়াফ করা যাবে নাকি যাবে না সেটা আলেমদের জিজ্ঞেস করে নিবেন।
🔘 বাদশাহ ফাহাদ এক্সটেনশনের সমস্যা,
১। ওযুর জন্যও বাহিরে যেতে হয়।
২। ওয়াশরুম দূরে এবং একই ওয়াশরুম অনেক মানুষ ২৪ ঘন্টা ব্যবহার করে। ফলে ভীড় ২৪ঘন্টা লেগে থাকে।
৩। উমরাহকারীদের ও বাহির থেকে আগত মুসল্লিদের ভীড় বেশি থাকে। ফলে চলাচলের অনেক জায়গায় নিরাপত্তার কারণে বিভিন্ন সময় বন্ধ করে দেয়া হয়।
৪। বিভিন্ন ভিআইপিদের যাতায়াত থাকে ফলে প্রোটকল জনিত সমস্যাও তৈরী হয়।
৫। একটু পর পর পুলিশরা এসে ঘুম থেকে উঠায় দিবে।
৬। ওয়াশরুমের জন্য বের হলে ভিতরে ঢুকা অনেক কঠিন।
🔺 সুবিধা,
১। বাঙালি খাবার হোটেল কাছে।
২। আজয়াদ ও ইবরাহীম খলিল রোড কাছে।
৩। সহজে তাওয়াফের জন্য যাওয়া যায়। (বৈধভাবে যাবেন গেলে)
৪। নরমাল পানি পাওয়া যায়।
৫। সালাতের সময় ভিতরে থেকে জায়গা বদলিয়ে কা'বা ভিউতে গিয়ে সালাত পড়া যেতে পারে সহজে।
✳️ যারা ই'তিকাফে বসবেন তাদের জন্য পরামর্শ,
১। শুকনা খাবার খাওয়ার মানসিক প্রস্তুতি নিতে হবে।
২। প্রস্রাব পায়খানার ক্ষেত্রে নিজের কন্ট্রোল থাকতে হবে। একটু পরপর প্রস্রাবের সমস্যা বা পায়খানার সমস্যা থাকলে আপনি হারামের হুদুদে অন্য কোথাও ই'তিকাফ করাই ভালো।
৩। খেজুর, টক দই, রুটি, পনির খাওয়ার অভ্যাস থাকতে হবে ১০ দিনের জন্য।
৪। প্রচুর হাটার অভ্যাস তৈরী করুন। দৈনিক ১০-১৫ কি.মি. 🙂
৫। বিভিন্ন সময় চলাচলের জায়গা নিরাপত্তার জন্য বন্ধ করা হবে। তখন ধৈর্যের দরকার হবে।
৬। মক্কার হারামের কোনদিকে কি আছে, কোন দিকে গেলে আপনার বসার স্থান, এগুলো সব চিনে রাখতে হবে। অধিকাংশ কর্তব্যরত পুলিশরা এগুলো চিনে না।
৭। কারো সাথে সাক্ষাতের জন্য মাসজিদের বাহিরে জায়গা নির্ধারণ করবেন। ভিতরে নির্ধারণ করলে আপনি কোন দিনও সেই জায়গা খুজে পাবেন না।
৮। প্রয়োজনীয় ওষুধ, কাগজ, কিছু টাকা, ভিসার কপি, পাসপোর্ট কপি, কলম, মিসওয়াক, ট্রাভেল সাবান, টিস্যু এগুলো ছোট্ট একটা হ্যান্ড ব্যাগে রাখবেন। পিঠের ব্যাগ না। সাথে একটা জায়নামাজও রাখতে পারেন। এওএবারে পাতলাগুলো।
৯। সিভিট জাতীয় ট্যাবলেট রাখবেন সাথে।
১০। পাওয়ার ব্যাংক ২০ হাজার এমএইচের রাখবেন সাথে অন্তত একটা। এই চিন্তা করবেন না যে আমি ফোন চালাব না তাই লাগবে না।
১১। সাউদিতে থ্রি পিনের সব চার্জিং পোর্ট। তাই থ্রী পিনের এডাপ্টার আনবেন অবশ্যই। ১০ রিয়ালের বাজে কনভার্টার দিয়ে বহুকাল লেগে যাবে চার্জ হতে।
১২। মোটা জায়নামাজ ও ইহরামের কাপড় নিয়ে ঢুকবেন। জায়নামাজ নিচে বিছিয়ে রাখবেন ও শুবেন এতে। ইহরাম গায়ে দিবেন। সালাতের জন্য পাতলা জায়নামাজকে মাথার বালিশ বানাবেন। পুরাই ভি আইপি ঘুম! 😊
১৩। কাপড়চোপড় ও ব্যাগ রাখার জন্য কয়েকজন মিলে একটা রুম ভাড়া নিয়ে রাখবেন।
১৪। ঈদের চাঁদ উঠলেই বের করে দিবে। দ্রুত বের হয়ে ঈদের সালাতের প্রস্তুতি কিভাবে নিবেন সেই পরিকল্পনা করবেন।
১৫। রেজিস্ট্রেশন না পেলে আপনাকে ১৯ বা ২০ তারিখ রাতেই জায়গা দখল করতে হবে।
১৬। ফজরের পর থেকে ৭টা পর্যন্ত এরপর ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এরপর যোহর পর্যন্ত ঘুমাতে পারবেন। এই রেজিস্ট্রেশন না থাকলে এই তিনবার ডেকে উঠায় দেয়া হবে। এরপর আপনি যোহরের পর বা আসরের পর বিশ্রাম নিতে পারবেন।
১৭। হালকা কাপড় রাখবেন। নরমাল স্যান্ডেল রাখবেন তবে মোজা পড়া যায় এমন।
১৮। স্পঞ্জের নরম স্যান্ডেল ব্যবহার করবেন। ভীড়ের হাটার মধ্যে কারো পায়ে চাপ পড়লেও যেন সে ব্যাথা কম পায়।
১৯। খাবার স্যালাইন রাখবেন।
রামাদানে ই'তিকাফ করার জন্য দরকার মানসিক শক্তি ও আল্লাহর তাওফিক। তাই আল্লাহর কাছে তাওফিক কামনা করুন।
আপডেট: বাদশাহ ফাহাদ এক্সটেনশনেও এখন নরমাল পানি পাওয়া যায় না। অর্থাৎ পুরো হারামে কোথাও নরমাল পানি নেই বলা যায়।
আপডেট: ১৭ মার্চ বা সাউদির ৭ রামাদান ১৪৪৫ এ নুসুক থেকে ই'তিকাফের রেজিস্ট্রেশন শুরু হবে ইনশাআল্লাহ।

তোহফায়ে রমজানুল মোবারক। ইত্তেহাদ এয়ার ট্রাভেলস-এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের হাদিয়া।
08/03/2024

তোহফায়ে রমজানুল মোবারক।
ইত্তেহাদ এয়ার ট্রাভেলস-এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের হাদিয়া।

আলহামদুলিল্লাহ!ইত্তেহাদ এয়ার ট্রাভেলস ৬০ জনের উমরাহ কাফেলা গত ১৭ ফেব্রুয়ারি ২০২৪ বায়তুল্লাহ শরীফের পৌঁছেছেন।প্যাকেজ প...
22/02/2024

আলহামদুলিল্লাহ!
ইত্তেহাদ এয়ার ট্রাভেলস ৬০ জনের উমরাহ কাফেলা গত ১৭ ফেব্রুয়ারি ২০২৪ বায়তুল্লাহ শরীফের পৌঁছেছেন।

প্যাকেজ পরিচালনায় ও খেদমতে আছেন ইত্তেহাদ এয়ার ট্রাভেলস এর সম্মানিত পরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী। তিনি নিরাপদ সফর কামনা ও সকল আল্লাহর মেহমানদের সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

প্রয়োজনে-
01716222384 (WhatsApp)
0567664317 (KSA)

-এডমিন

নতুন বছরের আগমন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন পরিকল্পনা।নতুন বছরে মহান আল্লাহ তাআলা আপনার সকল আশা, স্বপ্ন ও পরিকল্পন...
31/12/2023

নতুন বছরের আগমন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন পরিকল্পনা।

নতুন বছরে মহান আল্লাহ তাআলা আপনার সকল আশা, স্বপ্ন ও পরিকল্পনা পূরণ করুক। আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি বজায় থাকুক।

আপনাকে ও আপনার পরিবারকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।

শুভেচ্ছান্তে
নূরে আলম সিদ্দিকী
পরিচালক
ইত্তেহাদ এয়ার ট্রাভেলস

ইত্তেহাদ এয়ার ট্রাভেলস-এর পক্ষ থেকে নতুন বছরের হাদিয়া...…
23/12/2023

ইত্তেহাদ এয়ার ট্রাভেলস-এর পক্ষ থেকে নতুন বছরের হাদিয়া...…

আসসালামু আলাইকুম মহান বিজয় দিবস উপলক্ষে আপনাকে জানাই শুভেচ্ছা।১৯৭১ সালে যাদের মহান আত্নত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি ...
15/12/2023

আসসালামু আলাইকুম

মহান বিজয় দিবস উপলক্ষে আপনাকে জানাই শুভেচ্ছা।

১৯৭১ সালে যাদের মহান আত্নত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলা, তাদের রুহের প্রতি মাগফিরাত কামনা।

এবং জাতির সেসকল শ্রেষ্ঠ সন্তান এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও দুআ।

শুভেচ্ছান্তে,
মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী
ইত্তেহাদ এয়ার ট্রাভেলস

ফ্লাইট মিস করলে এবং বিদেশে গমনকালে যাত্রীর করনীয়:মজিদ চাচার ফ্লাইট সন্ধ্যা ৬টায়, সৌদি আরব যাবেন । তিনি বিমানববন্দরে ঢুকল...
13/12/2023

ফ্লাইট মিস করলে এবং বিদেশে গমনকালে যাত্রীর করনীয়:

মজিদ চাচার ফ্লাইট সন্ধ্যা ৬টায়, সৌদি আরব যাবেন । তিনি বিমানববন্দরে ঢুকলেন পৌনে ৬ টায়। তিনি ভেবেছেন বাসের কাউন্টারের মতো ১০/১৫ মিনিট আগে গেলেই বিমানে উঠে বসতে পারবেন। ‍কিন্তু তিনি তা পারলেন না। অনেক সময় নানান অনিবার্য কারণে ফ্লাইট মিস করে ফেলি আমরা। সেক্ষেত্রে কি করণীয়:

👉 বাড়ি থেকে আপনার পাসপোর্ট, টিকিটসহ ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস চেক করে নিন।

👉 যানজটের বিষয়টি মাথায় রেখে হাতে সময় নিয়ে যাত্রা করুন।

👉 ফ্লাইটের ৩ ঘন্টার আগে বিমানবন্দরে উপস্থিত হোন।

👉 চেক ইন কাউন্টার খুঁজে পেতে বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন।

👉 বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে আপনার নির্ধারিত এয়ারলাইনে চেক ইন সম্পন্ন করুন।

👉 ফ্লাইটের ১ ঘন্টা আগে এয়ারলাইনের বোর্ডিং কাউন্টার বন্ধ হয়ে যায়। এরপর আসলে আপনি আর চেক ইন করতে পারবেন না।

👉 চেক ইন করার সময় যে কয়টি লাগেজ জমা দিবেন, ততটি লাগেজ ট্যাগ বুঝে নিন।

👉 পাসপোর্ট, বোর্ডিং কার্ড, লাগেজ ট্যাগ বুঝে নিয়ে চেক ইন কাউন্টার ত্যাগ করুন।

👉 চেকইন সম্পন্ন করার পর অযথা ঘোরাফেরা না করে ইমিগ্রেশন সম্পন্ন করুন।

👉 ইমিগ্রেশন করা পর পুনরায় বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন। আপনার বোর্ডিং কার্ডে অথবা মনিটরে প্রদর্শিত গেট ব্যবহার করে উড়োজাহাজে উঠুন।

👉 আপনার বোর্ডিং কার্ডে লেখা নির্ধারিত সিটে বসুন। খালি থাকলেও অন্য সিটে বসবেন না।

সূত্র : বাংলা এভিয়েশন।

অস্বাভাবিক ও অন্যায্য খরচ বেড়ে যাওয়ায় বাংলাদেশ থেকে দিন দিন কমে যাচ্ছে হজযাত্রীর সংখ্যা। বাড়ছে ওমরাহযাত্রী। কারণ, এখনো ও...
10/12/2023

অস্বাভাবিক ও অন্যায্য খরচ বেড়ে যাওয়ায় বাংলাদেশ থেকে দিন দিন কমে যাচ্ছে হজযাত্রীর সংখ্যা। বাড়ছে ওমরাহযাত্রী। কারণ, এখনো ওমরার খরচটা সহনীয়।
আগামী বছরের হজের জন্য নিবন্ধনের নির্ধারিত সময় ছিল ১০ ডিসেম্বর পর্যন্ত। শেষ দিন পর্যন্ত নিবন্ধন করেছেন ছয় হাজারেরও কম। অথচ কোটা এক লাখ ২৭ হাজার। বাধ্য হয়ে সময় বাড়ানো হয়েছে ২১ দিন। বলা হয়েছে, এটাই চূড়ান্ত। আর বাড়ানো হবে না। সৌদি আরবের বাধ্যবাধকতা থাকায় এবার হয়ত আর বাড়ানো সম্ভবও হবে না।
গতবার ৯ দফা সময় বাড়িয়েও হজের কোটা পূরণ হয়নি। এবারও শেষমেষ কোটা অর্ধেকও পূরণ হয় কি না সন্দেহ আছে। গলাকাটা খরচ না কমালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের বেশির ভাগ নাগরিকের ভাগ্যে জুটবে না হজ।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দাদের সভাপতিত্বে সভায় হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলি...
06/08/2023

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দাদের সভাপতিত্বে সভায় হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম, সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী ও হাব মহাসচিব ফারুক আহমদ সরদার, বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সউদী আরবে নিযুক্ত বাংলাদেশের কাউন্সেলর-হজসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী বছর বাংলাদেশিদের জন্য হজের কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ অপরিবর্তিত রেখেছে সউদী সরকার। হজযাত্রী নিবন্ধন শুরু হবে...

হজ ২০২৪-এর ফাইনাল নিবন্ধন শুরু ১৬ সেপ্টেম্বর থেকে আগামী বছরের (২০২৪) জন্য হজযাত্রী নিবন্ধন ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে ব...
03/08/2023

হজ ২০২৪-এর ফাইনাল নিবন্ধন শুরু ১৬ সেপ্টেম্বর থেকে

আগামী বছরের (২০২৪) জন্য হজযাত্রী নিবন্ধন ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এছাড়াও ২০২৪ সালের হজযাত্রী নিবন্ধন ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ২০২৪ সালের ১ মার্চ থেকে শুরু হবে হজ ভিসা ইস্যুকরণ। সৌদি ই-হজ সিস্টেমে ২৯ এপ্রিল বন্ধ হবে এ প্রক্রিয়া। আর ৯ মে থেকে শুরু হবে হজ ফ্লাইট।

সৌদি সরকার ২০২৪ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনকে হজ পালনের জন্য কোটা অনুমোদন করেছেন বলে জানা গেছে।

✅ আপনার হজ্ব পালন নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন.

প্রয়োজনে।
ইত্তেহাদ এয়ার ট্রাভেলস
Hotline : 096383763868
+8801716222384 (WhatsApp)
+966 0568681647 (ksa)

১৪৪৫ হিজরী সনের বাংলাদেশের ওমরাহ ভিসার কার্যক্রম শুরু।প্রতি বছরের ন্যায় এবারও আপনার সুবিধা মত যে কোন হজ-উমরা প্যাকেজ বু...
19/07/2023

১৪৪৫ হিজরী সনের বাংলাদেশের ওমরাহ ভিসার কার্যক্রম শুরু।

প্রতি বছরের ন্যায় এবারও আপনার সুবিধা মত যে কোন হজ-উমরা প্যাকেজ বুকিং দিয়ে সুষ্ঠ ও সষ্ঠিকভাবে পবিত্র হজ্জ-ওমরাহ আদায়ের সুযোগ নিতে পারবেন ইনশাআল্লাহ।

দক্ষ ও অভিজ্ঞ উলামায়ে কেরামদের ত্বত্ত্বাবধানে আমরা সম্মানিত আল্লাহর মেহমানদের চাহিদা অনুযাই হজ-উমরার বিজনেস প্যাকেজ, ইকোনোমি প্যাকেজ এবং জেনারেল প্যাকেজ পরিচালনা করে আসছি।

হজ্জ পরবর্তী আমাদের ওমরার প্রথম ফ্লাইট ১০ই আগস্ট "২৩" হারামাইন শরীফাইনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশ করবে।

দ্রুত সময়ে গ্রুপ, ফ্যামিলি বা সিংগেল উমরা ভিসার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

মা-আসসালাম
আলহাজ্জ মুফতি নূরে আলম সিদ্দিকী
প্রোপ্রাইটর : ইত্তেহাদ এয়ার ট্রাভেলস
Hotline : 096383763868
+8801716222384 (Imo)
+966 0568681647 (ksa)
www.ettihadairtravels.com

13/07/2023

আলহামদুলিল্লাহ!
ইত্তেহাদ এয়ার ট্রাভেলস ও আম্মার এয়ার ট্রাভেলস এবং সৌদিয়া এয়ার ট্রাভেলস-এর ১১০ জন আল্লাহর মেহমান পবিত্র হজ্ব পালন শেষে মক্কায় অবস্থান করছেন। আল্লাহর মেহমানদের খেদমতে আমরা সর্বদা নিয়োজিত।

মহান আল্লাহ তায়ালা সবাইকে কবুল করুন।

ভিডিও ক্লিপ : মক্কায় হজ্জ যাত্রীদের খাবারের দৃশ্য।

25/06/2023

পবিত্র মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু।
হে আল্লাহ আমাদের সকলের হজ্ব কবুল করুন।

৭ জিলহজ্জ ১৪৪৪ হিজরী
২৫ জুন ২০২৩ ইংরেজী

বেসরকারি সংস্থা মুসাফির ট্রাভেলস লি.-এর উদ্যোগে পবিত্র হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ জুন ২০২৩ রাজধানীর...
12/06/2023

বেসরকারি সংস্থা মুসাফির ট্রাভেলস লি.-এর উদ্যোগে পবিত্র হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ জুন ২০২৩ রাজধানীর সাংগ্রীলা-ইন রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ কর্মশালায় চলতি বছর হজ পালনে আগ্রহী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

বেসরকারি সংস্থা মুসাফির ট্রাভেলস লি.-এর উদ্যোগে পবিত্র হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ জুন ২০২৩ ...

হজের পরিচয়‘হজ’ অর্থ কোনো মহৎ কাজের ইচ্ছা করা। হজের নিয়তসহ ইহরাম ধারণ করে নির্দিষ্ট দিনে আরাফার ময়দানে অবস্থান করা এবং কা...
26/05/2023

হজের পরিচয়

‘হজ’ অর্থ কোনো মহৎ কাজের ইচ্ছা করা। হজের নিয়তসহ ইহরাম ধারণ করে নির্দিষ্ট দিনে আরাফার ময়দানে অবস্থান করা এবং কাবা শরিফ তাওয়াফ করাকে হজ বলে। (ফাতাওয়া শামি : ২/৪৫৪)

‘ওমরাহ’ অর্থ পরিদর্শন করা। ওমরাহর নিয়তে ইহরাম ধারণ করে তাওয়াফ ও সায়ি করে মাথা কামিয়ে ইহরামমুক্ত হওয়াকে ওমরাহ বলে। (ফাতহুল বারি : ৩/৫৯৭)

হজের পরিচয় ‘হজ’ অর্থ কোনো মহৎ কাজের ইচ্ছা করা। হজের নিয়তসহ ইহরাম ধারণ করে নির্দিষ্ট দিনে আরাফার ময়দানে অবস্থান ক.....

সৌদি সরকার মাহরাম ছাড়াই নারীদের হজ্জ ও উমরাহ করার অনুমতি দিচ্ছে। অর্থাৎ এখন থেকে ভিসা নেবার সময় মাহরামের তথ্য দেবার প্রয়...
26/05/2023

সৌদি সরকার মাহরাম ছাড়াই নারীদের হজ্জ ও উমরাহ করার অনুমতি দিচ্ছে। অর্থাৎ এখন থেকে ভিসা নেবার সময় মাহরামের তথ্য দেবার প্রয়োজন নাই!

কিন্ত মাহরাম ছাড়া যেকোন সফরের ব্যাপারে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। সেই নিষেধ অমান্য করে সৌদি সরকারের অনুমতির ভিত্তিতে কেও যদি মাহরাম ছাড়া হজ্জ বা উমরাহ করেন তাহলে কি সেটা গ্রহণযোগ্য হবে?

সৌদি সরকার মাহরাম ছাড়াই নারীদের হজ্জ ও উমরাহ করার অনুমতি দিচ্ছে। অর্থাৎ এখন থেকে ভিসা নেবার সময় মাহরামের তথ্য দে.....

✅কাতার মাল্টিপল ট্যুরিস্ট ভিসা (হায়া কার্ড),এটি দিয়ে আপনি যতবার ইচ্ছা ততবার কাতার আসা- যাওয়া করতে পারবেন।প্রয়োজনেইত্ত...
15/05/2023

✅কাতার মাল্টিপল ট্যুরিস্ট ভিসা (হায়া কার্ড),
এটি দিয়ে আপনি যতবার ইচ্ছা ততবার কাতার আসা- যাওয়া করতে পারবেন।

প্রয়োজনে
ইত্তেহাদ এয়ার ট্রাভেলস
Hotline : 096383763868
+8801716222384 (WhatsApp)
+966 0568681647 (ksa)

Museum of Islamic Art In Doha Qatar
06/05/2023

Museum of Islamic Art In Doha Qatar

আলহামদুলিল্লাহ!ইত্তেহাদ এয়ার ট্রাভেলস ৩৫ জনের উমরাহ কাফেলা আজ ২৯ এপ্রিল ২০২৩ কাতার এয়ারে বায়তুল্লাহ শরীফের উদ্দেশ্য র...
29/04/2023

আলহামদুলিল্লাহ!
ইত্তেহাদ এয়ার ট্রাভেলস ৩৫ জনের উমরাহ কাফেলা আজ ২৯ এপ্রিল ২০২৩ কাতার এয়ারে বায়তুল্লাহ শরীফের উদ্দেশ্য রাউনা হয়েছেন।

প্যাকেজ পরিচালনায় ও খেদমতে আছেন ইত্তেহাদ এয়ার ট্রাভেলস এর সম্মানিত ফরিদপুর শাখা পরিচালক মাওলানা মুফতি মহিবুল্লাহ সাহেব। তারা নিরাপদ সফর কামনা ও সকল আল্লাহর মেহমানদের সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

প্রয়োজনে-
01716222384 (WhatsApp)
0567664317 (KSA)

-এডমিন

ভাঙা ভাঙা কাঁপাকাঁপা স্বরে হৃদয়ের সব আবেগ আর আকুতি জানিয়ে ২৭ তম রজনীর মোনাজাতে আমীন! আমিন! ধ্বনিতে মুখরিত কাবা প্রাঙ্গণ....
17/04/2023

ভাঙা ভাঙা কাঁপাকাঁপা স্বরে হৃদয়ের সব আবেগ আর আকুতি জানিয়ে ২৭ তম রজনীর মোনাজাতে আমীন! আমিন! ধ্বনিতে মুখরিত কাবা প্রাঙ্গণ....

রমদ্বান ২৭ তম রজনী।

পবিত্র উমরা পালনে সৌদি আরবের উদ্দেশ্যে রাওনা হয়েছেন ইত্তেহাদ এয়ার ট্রাভেলস এর পরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী।সাথে ...
14/04/2023

পবিত্র উমরা পালনে সৌদি আরবের উদ্দেশ্যে রাওনা হয়েছেন ইত্তেহাদ এয়ার ট্রাভেলস এর পরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী।

সাথে আছেন আটাব এর ঢাকা জোনাল ভাইস চেয়ারম্যান ও আল মক্কা ট্রাভেলস এর পরিচালক মুহাম্মদ খোরশেদ আলম। এবং আম্মার এয়ার ট্রাভেলস এর পরিচালক আবদুল্লাহ মীর।

তারা পবিত্র উমরাহ পালনের পাশাপাশি ২০২৩ সালের হজ্জ যাত্রীদের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

-এডমিন

বাংলাদেশি হজযাত্রীদের প্রত্যাশা ছিল, করোনা পরবর্তী বিমান ভাড়া কমতে পারে। বর্তমানে জেট ফুয়েলের মূল্য বৃদ্ধি পায়নি, সৌদ...
02/04/2023

বাংলাদেশি হজযাত্রীদের প্রত্যাশা ছিল, করোনা পরবর্তী বিমান ভাড়া কমতে পারে। বর্তমানে জেট ফুয়েলের মূল্য বৃদ্ধি পায়নি, সৌদি আরব কোনও নতুন চার্জ আরোপ করেনি, এবার বিমানের আসন খালি রেখে হজযাত্রী পরিবহন করতে হবে না। অথচ হজযাত্রীদের বিমান ভাড়া ৫৭ হাজার ৭৯৭ টাকা বৃদ্ধি করা হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ‘বৈশ্বিক পরিস্থিতিতে হজ প্যাকেজ মূল্য বেড়েছে। রিয়াল...

🕋ঈদ পরবর্তী উমরাহ গ্রুপে আমরা এখন থেকে নিয়মিত  বুকিং নিচ্ছি। 👉ঈদ পরবর্তী ওমরাহ গ্রুপের  ১৫ দিনের সম্পূর্ণ প্যাকেজ।🕋কি আছ...
28/03/2023

🕋ঈদ পরবর্তী উমরাহ গ্রুপে আমরা এখন থেকে নিয়মিত বুকিং নিচ্ছি।

👉ঈদ পরবর্তী ওমরাহ গ্রুপের
১৫ দিনের সম্পূর্ণ প্যাকেজ।

🕋কি আছে প্যাকেজে

*ভিসা
*রিটার্ন এয়ার টিকিট ২৯ এপ্রিল ঢাকা জেদ্দা,
১৩ মে মদিনা ঢাকা (কাতার এয়ার)
*৩স্টার মানের হোটেল
*ট্রান্সপোর্ট, জেদ্দা টু মক্কা টু মদিনা টু এয়ারপোর্ট।
*মক্কা ও মদিনার দর্শনীয় স্থান জিয়ারাহ‌।
*৩ বেলা সুস্বাদু বাংলা খাবার।
*বয়স্ক হাজিদের নিজস্ব তত্বাবধানে সেবা প্রদান।
*সার্বক্ষণিক অভিজ্ঞ মুয়াল্লিম।

🌹এখনেই বুকিং দিয়ে মক্কা ও মদিনার মুসাফির হিসেবে যাত্রা নিশ্চিত করুন।

আপনার বুকিং কনফার্ম করতে আজই যোগাযোগ করুন।

ইত্তেহাদ এয়ার ট্রাভেলস
01716222384 (WhatsApp)
0567664317 (KSA)

আলহামদুলিল্লাহ!ইত্তেহাদ এয়ার ট্রাভেলস ৩০ জনের উমরাহ কাফেলা গত ২১ মার্চ ২৩ বায়তুল্লাহ শরীফ পৌঁছেছেন। এবং আগামী ২৭ মার্চ...
23/03/2023

আলহামদুলিল্লাহ!
ইত্তেহাদ এয়ার ট্রাভেলস ৩০ জনের উমরাহ কাফেলা গত ২১ মার্চ ২৩ বায়তুল্লাহ শরীফ পৌঁছেছেন। এবং আগামী ২৭ মার্চ (৪ রমাজান) ৩০ জনের আরেকটি উমরাহ কাফেলা মক্কা শরীফ পৌঁছবেন ইনশাআল্লাহ।

প্যাকেজ পরিচালনায় ও খেদমতে আছেন ইত্তেহাদ এয়ার ট্রাভেলস এর রাজশাহী ও বরিশাল জেলার মুয়াল্লিম সাহেবগন। তারা নিরাপদ সফর কামনা ও সকল আল্লাহর মেহমানদের সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

প্রয়োজনে-
01716222384 (WhatsApp)
0567664317 (KSA)

-এডমিন

রমজান উমরা প্যাকেজ-২০২৩ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্!  আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, প্রতি বছরের ন্যায় এ ...
08/02/2023

রমজান উমরা প্যাকেজ-২০২৩

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্!
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, প্রতি বছরের ন্যায় এ বছরও আমাদের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে পবিত্র রমজান মাস জুড়ে উমরা প্যাকেজের কার্যক্রম আরম্ভ করেছি। আজই আপনার পছন্দের প্যাকেজটি বুুকিং দিয়ে আপনার উমরা যাত্রা নিশ্চিত করুন।

√রমজানের প্রথম ১০ দিনের প্যাকেজ

∆যাওয়া : ২১ মার্চ ঢাকা জেদ্দা
∆রিটান : ০৩ এপ্রিল (১২ রমজান) মদিনা ঢাকা
∆বিমান : এমিরাত এয়ারলাইন্স
∆ভিষা : উমরাহ
∆মক্কা হোটেল : Asalat Al Makka (৬০০মিটার)
∆মদিনা হোটেল : Taiba Hotel-1 Semelar (৪০০মিটার)
∆অবস্থান : মক্কা-৬ নাইট, মদিনা-৪ নাইট
∆খাবার : ২ বেলা দেশীয় মানসম্মত খাবার পরিবেশন
∆যিয়ারা : মক্কা ও মদিনার উল্লেখ যোগ্যস্থান পরিদর্শন
∆পরিবহন : জেদ্দা+মক্কা+মদিনা+জেদ্দা পরিবহন ব্যবস্থা

√রমজানের মাঝের ১৪ দিনের প্যাকেজ

∆যাওয়া : ০৩ এপ্রিল (১২ রমজান) ঢাকা জেদ্দা
∆রিটান : ১৬ এপ্রিল (২৫ রমজান) মদিনা ঢাকা
∆বিমান : কাতার এয়ারলাইন্স
∆ভিষা : উমরাহ
∆মক্কা হোটেল : Asalat Al Makka (৬০০মিটার)
∆মদিনা হোটেল : Taiba Hotel-1 Semelar (৪০০মিটার)
∆অবস্থান : মক্কা-৭ নাইট, মদিনা-৬ নাইট
∆খাবার : ২ বেলা দেশীয় মানসম্মত খাবার পরিবেশন
∆যিয়ারা : মক্কা ও মদিনার উল্লেখ যোগ্যস্থান পরিদর্শন
∆পরিবহন : জেদ্দা+মক্কা+মদিনা+জেদ্দা পরিবহন ব্যবস্থা

√রমজানের শেষ ১০ দিনের প্যাকেজ

∆যাওয়া : ০৯ এপ্রিল (১৮ রমজান) ঢাকা জেদ্দা
∆রিটান : ২৪ এপ্রিল জেদ্দা ঢাকা
∆বিমান : সৌদিয়া আরাবিয়া এয়ারলাইন্স
∆ভিষা : উমরাহ
∆মক্কা হোটেল : Nada Al Jawar (৭০০মিটার)
∆মদিনা হোটেল : Taiba Hotel-1 Semelar (৪০০মিটার)
অবস্থান : মক্কা-৬ নাইট, মদিনা-৪ নাইট
∆খাবার : ২ বেলা দেশীয় মানসম্মত খাবার পরিবেশন
∆যিয়ারা : মক্কা ও মদিনার উল্লেখ যোগ্যস্থান পরিদর্শন
∆পরিবহন : জেদ্দা+মক্কা+মদিনা+জেদ্দা পরিবহন ব্যবস্থা

√রমজানের ৩০ দিনের প্যাকেজ

∆যাওয়া : ২২ মার্চ (০১ রমজান) ঢাকা জেদ্দা
∆রিটান : ২৩ এপ্রিল (৩০ রমজান) জেদ্দা ঢাকা
∆বিমান : সৌদিয়া আরাবিয়া এয়ারলাইন্স
∆ভিষা : উমরাহ
∆মক্কা হোটেল : Nada Al Jawar (৭০০মিটার)
∆মদিনা হোটেল : Taiba Hotel-1 Semelar (৪০০মিটার)
∆অবস্থান : মক্কা-শুরু/শেষ ২০ নাইট, মদিনা-মাঝের ১০ নাইট
∆খাবার : ২ বেলা দেশীয় মানসম্মত খাবার পরিবেশন
∆যিয়ারা : মক্কা ও মদিনার উল্লেখ যোগ্যস্থান পরিদর্শন
∆পরিবহন : জেদ্দা+মক্কা+মদিনা+জেদ্দা পরিবহন ব্যবস্থা

বিস্তারিত জানতে কল করুন:
মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী
প্রোপ্রাইটর : ইত্তেহাদ এয়ার ট্রাভেলস
Hotline : 096383763868
+8801716222384 (WhatsApp)
+966 0568681647 (ksa)

চলতি বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে সর্বনিম্ন খরচ হবে ছয় লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। যা গত বছরের তুলনায় এক লাখ ৪৯ হাজার...
07/02/2023

চলতি বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে সর্বনিম্ন খরচ হবে ছয় লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। যা গত বছরের তুলনায় এক লাখ ৪৯ হাজার ৮৭৪ টাকা বেশি

প্যাকেজ ঘোষণায় নতুন নজির তৈরি করল বেসরকারি হজ এজেন্সিগুলো। চলতি বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে সর্বনিম্ন .....

Address


Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801915666841

Alerts

Be the first to know and let us send you an email when ইত্তেহাদ এয়ার ট্রাভেলস-Ettihad Air Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইত্তেহাদ এয়ার ট্রাভেলস-Ettihad Air Travels:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share