
26/05/2025
Amer Al Mahdi Mansour Al Gaddafi, লিবিয়ার একজন হাজী। হজে যাওয়ার ইচ্ছা ছিল। তিনি বিমানবন্দরে পৌঁছেছিলেন, কিন্তু প্রক্রিয়ার মাঝখানে একটি সমস্যার সম্মুখীন হন—তার নাম সংক্রান্ত একটি জটিলতা। তাকে জানানো হয়, এই সমস্যার কারণে তিনি বিমানে উঠতে পারবেন না।
তারা বলল, “আমরা সমস্যার সমাধানের চেষ্টা করছি, একটু অপেক্ষা করতে হবে।” বাকি হাজীরা তাদের সব প্রক্রিয়া শেষ করে বিমানে উঠলেন, দরজা বন্ধ হলো। সমস্যার সমাধান হলেও, পাইলট তখন দরজা খুলতে অস্বীকৃতি জানালেন এবং বিমানটি ছেড়ে দিল।
বিমানবন্দরের নিরাপত্তা অফিসার বললেন, “আল্লাহর হুকুমই সর্বোচ্চ। হজ আপনার কপালে ছিল না।” কিন্তু আমের বিমানবন্দর ছেড়ে যেতে রাজি হলেন না।
হঠাৎ তারা জানতে পারল যে বিমানে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে, তাই সেটি আবার ফিরে আসছে। বিমানটি ফিরে এলো, মেরামত হলো, কিন্তু তবুও পাইলট দরজা খুললেন না। অফিসার আবার বললেন, “আপনার জন্য হজ লেখা নেই।” কিন্তু আমের নিশ্চিতভাবে বললেন,
“আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবো।”
এরপর আবার বিমানটি যাত্রা করলো, কিন্তু কিছুক্ষণ পর আবার একটি রিপোর্ট এলো যে একই সমস্যা দেখা দিয়েছে, এবং বিমানটি আবার ফিরে এলো। তখন পাইলট নিজেই ঘোষণা দিলেন:
“আমি তখনই উড়বো, যদি আমের বিমানে উঠে।”
পরিশেষে, আমের সৌদি বিমানবন্দর থেকে একটি ভিডিও করলেন, হাস্যোজ্জ্বল মুখে।
সুবহানআল্লাহ!
"তাঁর হুকুম কেবল এতটুকুই—যখন তিনি কোনো কিছু ইচ্ছা করেন, তিনি বলেন ‘হও’, আর তা হয়ে যায়।”
(সূরা ইয়াসীন: ৮২)