04/06/2022
***ইটনা-মিঠামইন অষ্ট্রগ্রাম রোডে যারা ট্যুর প্ল্যান করছেন তাদের জন্য কিছু টিপস:
*প্রথমত আপনি মিঠামইন যেতে হলে ভৈরব এর পরে বাজিতপুর এর রুট প্ল্যান করলে অনেকটা রাস্তা কমে যায়,
*এছাড়া বাজিতপুর থেকে নিকলী ও অনেক কাছে হয়।।।
বাজিতপুর পাঠুলি ঘাট থেকে দিনে দুইবার লঞ্চ যায়, আর সেই সাথে স্পিড বোডও আছে।
প্রথম লঞ্চ টা সকাল ৯ টায় ও পরের টা দুপুর ২ টায়,,এছাড়া ও বিভিন্ন ছোট -বড় নৌকা যায়, যা অষ্ট্রগ্রাম পর্যন্ত।।
পাঠুলী ঘাট থেকে এখন সরাসরি অষ্ট্রগ্রাম পর্যন্ত যেতে হয়,,
**আর শুকনো মৌসুমে পাঠুলী ঘাট থেকে যাস্ট নদী টা পার হতে হয়, ৩০ টাকা ভাড়া পরে প্রতিজন বাইক সহ,
এর পর সাবমারসিবল রোড দিয়ে সরাসরি হুমাইপুর হয়ে অষ্টগ্রাম, এর পর মিঠামইন যাওয়া যায়।
যেহেতু এখন বর্ষাকাল তাই সাবমারসিবল রোড ঢুবে গিয়েছে তাই নৌকা অথবা লঞ্চ ছাড়া অষ্টগ্রাম যাওয়ার বিকল্প নাই।।।
*যদিও বিকল্প রাস্তা প্রক্রিয়াদিন।
এখন নৌকা ভাড়ার ক্ষেত্রে বিভিন্ন বিষয় হয়,
যেমন-আপনি সিরিয়াল টাইম অনুযায়ী লিমিটেড কয়েকটা বাইক সহ সকল যাত্রীর সাথে যেতে পারেন এতে ভাড়া অনেক কম হয় আর টাইম অনুযায়ী যেতে হয়,,
দিতীয়ত যদি পারসোনালি নৌকা ভাড়া করে যেতে চান এক্ষেত্রে দরদাম করে ১৫০০-২০০০ এর ভিতর একটা বড়-ছোট নৌকা ভাড়া করে অষ্টগ্রাম পর্যন্ত যেতে পারেন।।
যাওয়ার সময় হাওরের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন
আর শুকনা মৌসুমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।।
স্বাগতম আপনাদের হাওড়ে
কিশোরগঞ্জ আমাদের গর্ব।
#বাজিতপুর
#নিকলী
#অষ্ট্রগ্রাম
#মিঠামইন
#ইটনা
Muhammad jakaria
পাটুলী-বাজিতপুর কিশোরগঞ্জ 👈
Copy post