M R Tours & Travels

  • Home
  • M R Tours & Travels

M R Tours & Travels We work for all kind of visa processing including Canada TRV, Student visa, Canada Immigration, USA
(1)

Lake Louise on October 19, 2024 ❄️❄️
24/10/2024

Lake Louise on October 19, 2024 ❄️❄️

Banff 🇨🇦❤️
23/10/2024

Banff 🇨🇦❤️

British Columbia, Canada ,🇨🇦
23/10/2024

British Columbia, Canada ,🇨🇦

আফ্রিকা ভ্রমনের জন্য রেডি হন!আগামী ২ নভেম্বর ঢাকা থেকে চালু হচ্ছে ইথিওপিয়ান এয়ারলাইনসের ফ্লাইট। ঢাকা ও ইথিওপিয়ার রাজধানী...
02/10/2024

আফ্রিকা ভ্রমনের জন্য রেডি হন!

আগামী ২ নভেম্বর ঢাকা থেকে চালু হচ্ছে ইথিওপিয়ান এয়ারলাইনসের ফ্লাইট। ঢাকা ও ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার মধ্যে যাত্রী পরিবহনের মধ্য দিয়ে শুরু হবে এই ফ্লাইট। প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে পাঁচটি ফ্লাইট চলবে।

ইথিওপিয়ান এয়ারলাইনস চালু হলে দক্ষিণ আফ্রিকাসহ ইউরোপ এবং উত্তর আমেরিকার বিভিন্ন গন্তব্যে আকাশপথে বাংলাদেশিদের যাতায়াত আরও সহজ হবে। আদ্দিস আবাবায় ট্রানজিট দিয়ে দক্ষিণ আফ্রিকার ৬২টি এবং ইউরোপ, আমেরিকার আরও শতাধিক গন্তব্যে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশের যাত্রীরা।

আগে ঢাকা থেকে আফ্রিকার দেশগুলোতে সরাসরি কোনো ফ্লাইট ছিল না। এখন অত্যাধুনিক বোয়িং বি৭৮৭ ড্রিমলাইনার দিয়ে সরাসরি ইথিওপিয়া যাওয়া যাবে।

বাহামাস ভ্রমণ 🇧🇸বাহামাসের বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের Visa-free 90 days.ভ্রমণ অভিজ্ঞতা প্রথমত দেশটির ভ্রমণ করার জন্য স...
25/09/2024

বাহামাস ভ্রমণ 🇧🇸

বাহামাসের বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের
Visa-free 90 days.

ভ্রমণ অভিজ্ঞতা

প্রথমত দেশটির ভ্রমণ করার জন্য সম্পূর্ণ নিরাপদ।
তবে ব্যয়বহুল।আমার সাথে যাদেরই দেখা হয়েছিল
বেশিরভাগই আমেরিকা এবং কানাডার মধ্যে তাদের খুব ভালো অবস্থান ছিল।ক্যারিবিয়ান দেশ তাই আমার কাছে আফ্রিকার মত একটু ভয়ে মনে হয়েছিল প্রথম দিক দিয়ে।কিন্তু তারা আফ্রিকান হলেও সম্পূর্ণ সংস্কৃতি আমেরিকার ফলো করে।

এবং প্রত্যেকটা টুরিস্ট স্পটে পুলিশ ক্যাম্প এবং টুরিস্ট পুলিশ ক্যাম্প এছাড়া ২৪ ঘন্টা টল দিয়ে থাকে।যেকোনো সময় আপনি হেল্প পাবেন।এবং দেশগুলার মানুষও অনেক হেল্পফুল।ভাষা ইংরেজি হওয়ার কারণে ভাষাগত কোন সমস্যা হয়নি।

Halal food And masjid

দেশটিতে একটি মাত্র মসজিদ আছে।Jamaa' Ahlus-Sunnah Bahamas.ইসলামিক কমিউনিটি খুবই ছোট।হালাল ফুটের দোকান খুব কম।এমনিতে
Sea food others available.

Transportation

বেশিরভাগ মানুষ পার্সোনাল গাড়ি ব্যবহার করেন।
Texi available.আমি প্রথম দিক দিয়ে বুঝতে পারিনি।প্রতিটি রুটে বাস চলে
২ ডলার দিয়ে অনেক দূরে যাওয়া যায়।texi solo traveler হিসেবে অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে।

Communication

17 USD দিয়ে এক সপ্তাহের আনলিমিটেড নিয়েছিলাম।

বাংলাদেশ থেকে কেমন করে বাহামাস ভ্রমণ করব?

বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট অথবা কানেক্টিং ফ্লাইট নেই।তবে সৌদি থেকে British airways
flight available।Note UK transit visa or visitor
Visa required.এছাড়া আমেরিকা এবং কানাডা
থেকে সরাসরি ফ্লাইট আছে।

Immigration experience

বোর্ডিং পাস নেওয়ার সময়।আমাকে বলতেছে বাহামাসের ভিসা আছে কিনা?আমি ভদ্র মহিলাকে বললাম visa fee উনি আমাকে লাইন এর বাহিরে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য বলল।এবং ৭ মিনিট পর ডাক দিল।রিটার্ন টিকেট হোটেল রিজার্ভেশন
দেখতে চাইলেও এবং কেন যাব জিজ্ঞাসা করল
তারপর বোর্ডিং পাস দিল।

Airport immigration

প্রথমে arrival card ফিলাপ করে ইমিগ্রেশনে চলে যাই।রিটার্ন টিকেট এবং হোটেল রিজার্ভেশন দেখতে চায়।এবং সাথে সাথে চেক করে দেখলো ভেলিড কিনা।তারপর সিল দিয়ে দিল।

Note

Only entry seal.বের হওয়ার সময় USA border
Control ছিল।এখানে আমি কয়েকটা বিষয় অস্পষ্ট
আমেরিকা সাতবার entry নিয়েছি।বিভিন্ন পোর্ট দিয়ে।এর মাঝে চারবার Only Immigration entry 6 months date দিয়েছিল।
কানাডাও সেইম তিনবার entry নিয়েছি only 1
Immigration seal দিয়েছিল।
এমনিতে CBP ONE record আছে।

তবে আমার মনে হয় New York and Toronto তে সিল দিয়ে থাকে।বাকি পোর্ট গুলাতে অনলাইন।

দেশটি এমনিতে অনেক সুন্দর আমার কাছে
ইস্ক্যান্ডিভিয়ান দেশের মতো মনে হয়েছিল
যদিও দ্বীপ।এছাড়া ব্যবসার প্রচুর সুযোগ রয়েছে।
ওদের গভর্নমেন্ট ব্যবসায়ীদের প্রচুর সুযোগ সুবিধা
Provide করেন।কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা হয়েছিল যদিও তারা ইন্ডিয়ান একজন বাংলাদেশীও ছিল তবে উনি জব করেন।

এবার ক্যারিবিয়ান চারটি দেশ ভ্রমণ করেছি।
In Sha Allah সবগুলো দেশের তথ্য আপনাদের মাঝে শেয়ার করব।

যেভাবে ফিলিপাইনের ভিসা করবেন - স্টেপ বাই স্টেপ গাইডলাইন  :-১ - ট্যুরিস্ট ভিসায় আপনার আগ্রহ প্রকাশ করে ফিলিপাইন দূতাবাসে...
21/09/2024

যেভাবে ফিলিপাইনের ভিসা করবেন - স্টেপ বাই স্টেপ গাইডলাইন :-
১ - ট্যুরিস্ট ভিসায় আপনার আগ্রহ প্রকাশ করে ফিলিপাইন দূতাবাসে একটি ইমেল পাঠাবেন - ([email protected])
২ - ফিডব্যাক মেইলে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম সহ যে সকল ডকুমেন্টস লাগবে তার একটি চেকলিস্ট পাবেন। এবং তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার জন্য একটি লিংক দিবে‌। ওই লিংকে গিয়ে আপনার বেসিক ইনফরমেশন গুলো দিবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে ওখানে সাবমিট করবেন।
৩ - এখন আসি আপনার যে সকল ডকুমেন্টস লাগবে -
#️⃣ #️⃣➡️‌ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম নির্ভুলভাবে পূরণ করবেন
➡️২*২" সাইজের ছবি; অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে।
➡️ ভিসা রিকোয়েস্ট লেটার - আপনি কে, কি করেন, কেন যেতে চান, কত দিন থাকবেন, কোন শহরগুলিতে যাবেন, আপনার সাথে পরিবারের কে কে যাচ্ছে - এসব লিখবেন, আপনার পূর্বের ট্রাভেল হিস্টোরি উল্লেখ করবেন।
➡️ ব্যাংক স্টেটমেন্ট : এক জনের জন্য মিনিমাম ২ লক্ষ টাকা ব্যালেন্স সহ লাস্ট ছয় মাসের স্টেটমেন্ট দেখাতে হবে। অবশ্যই প্রতিমাসে ৫/১০ টা লেনদেন থাকতে হবে।
যদি ৩ জন ফ্যামিলি মেম্বার আবেদন করেন তাহলে একজনের স্টেটমেন্ট দেখালেই হবে এবং কমপক্ষে ৬ লক্ষ প্লাস ব্যালেন্স দেখাতে হবে। যদি সল্ভেন্সি সার্টিফিকেট থাকে তাহলে সেটাও দিবেন।
➡️ ফ্লাইট বুকিং: শেয়ারট্রিপ অথবা গো জায়ান থেকে নন পেইড টিকেট বুক করবেন আর পেমেন্ট মেথড দিবেন ক্যাশ অন ডেলিভারি। এটা প্রিন্ট করে নিলেই হবে।
➡️ হোটেল বুকিং: বুকিং ডট কম অথবা অ্যাগোডা থেকে একটা ননপেইড বুকিং দিবেন; ফিল্টার থেকে বুক উইদআউট ক্রেডিট কার্ড সিলেক্ট করে।
➡️ ট্রাভেল আইটেনারি : যেহেতু আপনাকে ম্যানিলাতেই ল্যান্ড করতে হবে আপনি সহজে ভিসা পাওয়ার জন্য শুধু মাত্র ম্যানিলারই ৪/৫ দিনের ট্রাভেল আইটেনারি দিবেন। ধরেন আপনার অন্য সিটিতে যাওয়ার প্লান আছে, আপনি ট্রাভেল আইটেনারিতে উল্লেখ করলেন কিন্তু ওই সিটিতে যাওয়ার এয়ার টিকেট/বাস টিকেট দিলেন না, এ কারনেই আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। আপনি ভিসা পাওয়ার পর যেখানে মন চায় যান সমস্যা নেই।
➡️ পেশাগত প্রমান : আপনি জব হোল্ডার হলে অবশ্যই এনওসি, অফিস আইডি কার্ডের ফটোকপি লাগবে।
আর বিজনেস করলে ট্রেড লাইসেন্স এর নোটারাইজড কপি এবং ভিজিটিং কার্ড লাগবে।
➡️ সঙ্গে বাচ্চা থাকলে অবশ্যই বাচ্চার বার্থ সার্টিফিকেট লাগবে এবং পাসপোর্ট ইনফরমেশন পেজ ফটোকপি।
➡️স্পাউস সঙ্গে থাকলে স্পাউসের নাম যদি পাসপোর্টে মেনশন না থাকে তাহলে ম্যারেজ সার্টিফিকেট নোটারাইজড কপি লাগবে।
৪- সকল ডকুমেন্টস রেডি হলে ফিলিপাইন দূতাবাসের মেইলের রিপ্লাই করবেন ডকুমেন্টস গুলো অ্যাটাচ করে এবং অ্যাপয়েন্টমেন্ট চাইবেন। ওরা ৭/১০ দিনের মধ্যেই আপনাকে মেইল করবে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে।
৫- ফ্যামিলি হলে যে কোন একজন গিয়ে সকলের পাসপোর্ট এবং ডকুমেন্টস জমা দিয়ে আসতে পারবেন।
৬- ভিসা ফি: আগে ৪৬০০ ছিলো রিসেন্টলি ৫০০০ হয়েছে ।

কোন হেল্প প্রয়োজন হলে পোষ্টে কমেন্ট করবেন।

🇨🇦❤️
31/08/2024

🇨🇦❤️

26/08/2024

Thai E-Visa 🇹🇭

নিচের দেশগুলোর রেসিডেন্ট পারমিট থাকলে
বাংলাদেশী নাগরিকরাও থাই ই-ভিসা ইলিজেবল হবে।

European Union All European Union member states
Albania
Algeria
Andorra
Antigua and Barbuda
Argentina
Bahamas
Bahrain
Barbados
Bosnia and Herzegovina
Brazil
Canada
Chile
China
Congo
Costa Rica
Dominica
Dominican Republic
El Salvador
Fiji
Grenada
Guam
Hong Kong
Iceland
Jamaica
Kazakhstan
Kiribati
Kosovo
Kyrgyzstan
Lebanon
Libya
Liechtenstein
MacaoE
Marshall Islands
Micronesia
Monaco
Mongolia
Montenegro
Nauru
North Korea
Norway
Panama
Papua New Guinea
Paraguay
Puerto Rico
QatarE
Saint Kitts and Nevis
Saint Lucia
Saint Vincent and the Grenadines
Samoa
San Marino
Saudi Arabia
Serbia
Solomon Islands
South Korea
Switzerland
Tajikistan
Tonga
Trinidad and Tobago
Tuvalu
Ukraine
United Kingdom
United States
Uruguay
Vanuatu
Vatican City

সবার জানার ক্ষেত্রে এটা,
অনেকেই ইতিমধ্যে এটি নিয়ছেন ও 🙏
ট্রাভেলার দের জন্যই পৃথিবী ✈️😊🇧🇩

পাকিস্তান ট্যুরের নিয়মাবলী:🇧🇩✈️🇵🇰 ভিসা আবেদন:প্রথম ধাপেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। সহজেই ঘরে বসে বা কাছের...
23/08/2024

পাকিস্তান ট্যুরের নিয়মাবলী:

🇧🇩✈️🇵🇰 ভিসা আবেদন:

প্রথম ধাপেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। সহজেই ঘরে বসে বা কাছের কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করা যাবে। বর্তমানে ভিসা ফ্রি হওয়ায় কোন টাকা পয়সার প্রয়োজন নেই। আবেদন সম্পন্ন করার পর আপনি ই-ভিসা পেয়ে যাবেন।

★টিকেট বুকিং:

ভিসা পাওয়ার পরেই টিকেট কনফার্ম করতে হবে। উত্তরাঞ্চল ঘুরতে চাইলে লাহোরকে বেছে নিন, কারণ ইসলামাবাদ বা করাচীর তুলনায় লাহোরের টিকেটের দাম তুলনামূলক কম। ঢাকা থেকে লাহোর রাউন্ড ট্রিপের টিকেটের দাম ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ওঠানামা করতে পারে। তাই নিজের সুবিধা অনুযায়ী কম খরচের একটি এয়ারলাইন্সের টিকেট বুক করুন।

★লাহোর থেকে ইসলামাবাদ:

লাহোর এয়ারপোর্টে পৌঁছে সিটি বাস স্টেশনে যেতে হবে। এখান থেকে কোনো একটি বাসে উঠে ৫ ঘণ্টার জার্নি শেষে পৌঁছাবেন ইসলামাবাদে। বাস ভাড়া প্রায় ১ হাজার টাকা।

★ইসলামাবাদে থাকা:

ইসলামাবাদে বিভিন্ন ক্যাটাগরির হোটেল রয়েছে, আপনার বাজেট অনুযায়ী একটি হোটেল বেছে নিন। ইসলামাবাদকে বিশ্বের অন্যতম সুন্দরতম রাজধানী হিসেবে বিবেচনা করা হয়, তাই এখানে কিছুদিন অবস্থান করে শহরটি ঘুরে দেখা দারুণ অভিজ্ঞতা হতে পারে।

★কারেন্সি চেঞ্জিং:

লাহোরে পৌঁছানোর পর প্রথম কাজ হবে বাংলাদেশি টাকাকে রুপিতে কনভার্ট করা। ১০০ টাকা সাধারণত ১৯০ রুপি সমান, তবে কনভার্টের সময় কিছুটা কম পাওয়া যেতে পারে।

★প্রাথমিক থাকা/হোটেল বুকিং:

পাকিস্তানে যাওয়ার আগে বা পৌঁছে প্রথমে ১-২ দিন লাহোর বা ইসলামাবাদে থাকতে হবে। আপনি চাইলে আগেই অনলাইনে হোটেল বুক করতে পারেন, তবে অনলাইন বুকিং করা হোটেলগুলো সাধারণত ব্যয়বহুল হয়। পরিবারের সাথে থাকলে আগে থেকে হোটেল বুকিং করে রাখুন।

★মূল ট্যুর:

ইসলামাবাদ থেকে শুরু হবে আপনার মূল ট্যুর। খাইবার পাখতুনখা, গিলগিট-বাল্টিস্তান এবং আজাদ কাশ্মীরের যেকোনো অঞ্চল থেকে ঘুরতে পারবেন।

★ট্যুরের পদ্ধতি:

1. স্বাধীনভাবে: নিজের ইচ্ছামতো ট্যুর করতে পারেন, তবে খরচ কম হবে।
2. ট্রাভেল এজেন্সি: একাধিক এজেন্সি আপনার জন্য গাইডসহ জিপ গাড়ির ব্যবস্থা করে দেবে। এতে খরচ কিছুটা বেশি হলেও সুবিধা বেশি।

খরচ বিবরণ:

পাকিস্তানে থাকা-খাওয়া ও অভ্যন্তরীণ যাতায়াত খরচ বাংলাদেশের মতো বা তার চেয়ে কম হতে পারে। তবে মূল খরচ হবে বিমান ভাড়া। অনুমান করা খরচ:

• ভিসা: ফ্রি
• ঢাকা-লাহোর বিমান ভাড়া: ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা
• লাহোর-ইসলামাবাদ বাস ভাড়া: প্রায় ২/৩ হাজার টাকা
• ১৫-২০ দিন অবস্থানের জন্য আনুমানিক খরচ: ১৫-২৫ হাজার টাকা (হোটেল, খাবার, যাতায়াত ও ঘোরাঘুরি)

ভ্রমণস্থল:

নর্থ পাকিস্তানে পর্যটন স্থানের অভাব নেই। কয়েকটি আকর্ষণীয় স্থানের মধ্যে:

1. সোয়াত: কামরাট ভ্যালি, কালাম ভ্যালি, মহোদন্ড লেক
2. হুনজা: হুনজা ভ্যালি, আতাবাদ লেক, বালতিত ফোর্ট
3. স্কার্দু: সার্ফারাঙ্গা কোল্ড ডেজার্ট, কাচুরা লেক
4. আজাদ কাশ্মীর: মুজাফফরাবাদ সিটি, নীলাম ভ্যালী

★থাকা/হোটেল:

সব প্রধান পর্যটন অঞ্চলে আবাসিক হোটেল আছে, বিশেষ করে হুনজা এবং সোয়াতে হোটেলের পরিমাণ বেশি। স্কার্দুতে হোটেল কম। বড় হোটেলের লোকেশন অনলাইনেই পাওয়া যায়। আপনি চাইলে পোর্টেবল তাবু নিয়ে নিরিবিলি স্থানে থাকতে পারেন।

★অতিরিক্ত অভিজ্ঞতা:

• কারাকোরাম হাইওয়ে: পৃথিবীর সবচেয়ে সুন্দর সড়কগুলোর মধ্যে অন্যতম।
• বাবুসর পাস: বিশ্বের সবচেয়ে উঁচু সড়ক, যেখানে মেঘও আপনার নিচে দিয়ে বইবে।

সুইজারল্যান্ডের মতো জায়গা ঘোরার খরচের তুলনায় পাকিস্তান ট্যুর অনেক সস্তা।

ধন্যবাদ সবাইকে, আশাকরি এই নির্দেশনা আপনার ট্যুরকে আরো সহজ ও আনন্দময় করে তুলবে।

Highway 401 in Ontario 🇨🇦❤️
21/08/2024

Highway 401 in Ontario 🇨🇦❤️

83 days to go Canada 🇨🇦
10/08/2024

83 days to go Canada 🇨🇦

Machu Pichu,Peru 🇵🇪পেরু ভ্রমণ ভিসাবাংলাদেশে পেরুর কোন দূতাবাস নেই।ভারত থেকে পেরুর ভিসা গ্রহণ করতে হবে।তবে আবেদন করার পূর...
10/08/2024

Machu Pichu,Peru 🇵🇪

পেরু ভ্রমণ ভিসা

বাংলাদেশে পেরুর কোন দূতাবাস নেই।ভারত থেকে পেরুর ভিসা গ্রহণ করতে হবে।তবে আবেদন করার পূর্বে আপনার জন্য সাজেস্ট থাকবে।আপনার যদি ভাল প্রোফাইল না হয়ে থাকে।তাহলে আপনাকে ভিসা দিবে না।

Note 1
USA,Canada, Australia,New Zealand Schengen,Ireland,Japan,Korea.
ভেলিড ভিসা অথবা যদি ভিজিট থাকে।সে ক্ষেত্রে
ভিসা হওয়ার সম্ভাবনা বেশি।

Note 2
কারো যদি Invitation or Sponsorship তাহলে ভিসা হওয়ার সম্ভাবনা শতভাগ ধরা চলে।
কারণ বাংলাদেশ থেকে পেরুর সরাসরি ফ্লাইট নেই
আমেরিকার ট্রানজিট ভিসা প্রয়োজন C1.তাই পেরু রিয়েল ট্রাভেলার অথবা স্পেসিফিক ভ্রমণের উদ্দেশ্য না থাকলে ভিসা ইস্যু করে না।

জাপান এম্বাসির মতো পেরুর ভিসা রিজেক্ট হলে
Reject seal দিবে।
If visa approved
Normally,1 year multiple entry.

About airport immigration
তেমন কোন প্রশ্ন করে না।তবে পাসপোর্টে Immigration entry exit stamps and landing permission perper কোন কিছুই করে না।

Documents required Peru tourist visa

1) Appointment confirm mail.
2)Visa Application from with photo.
Two (DGC 005) forms duly typed or handwritten, in block letters.
3) Passport copy

4)Cover letter duly signed by the applicant.
5) Certificate of employment,NOC for Job holder.If student certificate of enrollment and Student I'd card.If business. Business license, ect.

6)Round-trip flight itinerary to Peru.
7)Day-by-day detailed activities while in Peru.
8)Hotel reservation(s) in Peru.
9)Bank statement and solvency last 4 months.
10)Tax certificate and return last 1 year English.

11)If invitation or Sponsorship
Sponsor details passport copy.

13) Police clearance certificate.

Visa application fees

2550 Indian rupees (INR) in cash

আল্লাহর সৃষ্টি কত সুন্দর।মাচু পিচু দেখার জন্য সাজেস্ট রইল।ট্রাভেল প্লান।10 days plus
Lima থেকে বেশ দূর।তাই একটু লম্বা সময় নিয়ে যাওয়াই ভালো।শুভ হোক আপনার ভ্রমণ।

Gatineau National Park In Quebec, Canada❤️🇨🇦🍁
05/08/2024

Gatineau National Park In Quebec, Canada❤️🇨🇦🍁

Lake Agnes in the Banff National Park of Alberta, Canada 🇨🇦❤️🍁
04/08/2024

Lake Agnes in the Banff National Park of Alberta, Canada 🇨🇦❤️🍁

Dinosaur Provincial Park, AB🇨🇦❤️
03/08/2024

Dinosaur Provincial Park, AB🇨🇦❤️

Sunwapta Falls In Canada❤️🇨🇦
03/08/2024

Sunwapta Falls In Canada❤️🇨🇦

Paris🗼🇫🇷 Olympics 2024
27/07/2024

Paris🗼🇫🇷 Olympics 2024

50 years of progress...Toronto Ontario Canada 🇨🇦
11/07/2024

50 years of progress...

Toronto Ontario Canada 🇨🇦

Address


Telephone

+8801717358242

Website

Alerts

Be the first to know and let us send you an email when M R Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M R Tours & Travels:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share