Makka Madina Hajj Kafela

  • Home
  • Makka Madina Hajj Kafela

Makka Madina Hajj Kafela The trusted agent for Hajj & Umrah service.

11/08/2021

জান্নাতিদের প্রথম খাবার কি হবে?
১\ "রাসূলুল্লাহ সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেন, “মাছের কলিজা”।
ইহুদী জিজ্ঞেস করল, “এর পর কী পরিবেশন করা হবে?”
২\ রাসূলুল্লাহ সল্লল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেন, “এরপর জান্নাতীদের জন্য জান্নাতে পালিত গরুর গোশত পরিবেশন করা হবে”।
এরপর ইহুদী জিজ্ঞেস করল, “খাওয়ার পর পানীয় কী কী পরিবেশন করা হবে?”
৩\ রাসূলুল্লাহ সল্লল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেন,
সালসাবীল নামক ঝর্ণার পানি”। ইহুদী পাদ্রী বলল, “তুমি সত্য বলেছ…
(সহীহ মুসলিম- কিতাবুল হায়েজ)
,,,,,,
জান্নাতীদের খাবার ও পানীয় বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন,
‘সকাল সন্ধ্যায় তাদের জন্য রিজিকের ব্যবস্থা থাকবে।
[সুরা মারইয়াম : ৬২] ।
;,,,,,
জান্নাতের শরাব পান করার পর কোনো প্রকার মাতলামি ভাব দেখা দিবে না।
[সুরা আস্‌-সাফফাত : ৪১-৪৭]
,,,,,
জান্নাতীদেরকে এমন শরাব পান করানো হবে যার মধ্যে আদার স্বাদ থাকবে।
[সুরা আদ‌-দাহর : ১৫-১৮]
,,,,,
জান্নাতীদের পানের জন্য সুস্বাদু পানি, সুমিষ্ট দুধ, সুস্বাদু শরাব, পরিষ্কার স্বচ্ছ মধুর নদীও জান্নাতে বিদ্যমান থাকবে।
[সুরা মুহাম্মদ : ১৫]
,,,,,,
অন্য হাদিসে হজরত আবু সাঈদ খুদরি রা. রাসুল সা. থেকে বর্ণনা করে বলেন::
,,,,,,,,
কিয়ামতের দিন এ পৃথিবী একটি রুটির ন্যায় হবে। আল্লাহ্‌ স্বীয় হস্তে তা এমনভাবে উলট-পালট করবেন যেমন তোমাদের কেউ সফররত অবস্থায় তার রুটিকে উলট পালট কর। আর ওই রুটি দিয়ে জান্নাতিদেরকে মেহমানদারী করা হবে। (সুবাহ আল্লাহ)
[মুসলিম]।
,,,,,,,,,,,,
🤲 হে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নিয়েন। 🤲

27/07/2021

টানা ১৭ মাস পর পুনরায় বাংলাদেশিরা পবিত্র ওমরাহ হজ পালনের সুযোগ পেতে যাচ্ছেন। আগামী ১ মহরম থেকে (১০ আগস্ট) থেকে করোনাভাইরাসের টিকা নেওয়া বিদেশিরা সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করতে পারবেন।

গতকাল সোমবার দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় কয়েকটি শর্তপূরণ সাপেক্ষ বাংলাদেশি ওমরাহ প্রত্যাশীদের প্রেরণের জন্য হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (হাব) চিঠি পাঠিয়েছে।

হাব সভাপতি আলহাজ এম শাহাদাত হোসাইন তসলিম জানান, সৌদি আরবে হজ ও ওমরা মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর তারা ওমরাহ যাত্রীদের প্রেরণের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। চিঠিতে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। শর্তের মধ্যে রয়েছে: সৌদি সরকারের অনুমোদিত প্রতিটি ওমরাহ এজেন্সিকে ২ লাখ সৌদি রিয়ালের ( ৪৫ লাখ ২৪ হাজার টাকা) ব্যাংক গ্যারান্টি দিতে হবে।
হজযাত্রীদের প্রত্যেককে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যেতে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা বা জনসন অ্যান্ড জনসনের টিকার পূর্ণ ডোজ সম্পন্ন করতে হবে।
১৮ বছর বা তার বেশি বয়সীরাই ওমরাহ পালনের জন্য সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন। যারা টিকা নেননি বা উল্লেখিত চারটি টিকার বাইরে অন্য কোনো টিকা নিয়েছেন তাদের কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক ও সৌদি আরব পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া ভিসার জন্য মক্কা-মদিনায় হোটেলের অগ্রিম রুম ভাড়া পরিশোধের রশিদ জমা দিতে হবে।

“বিসমিল্লাহির রাহমানির রাহিম”পবিত্র উমরাহ কাফেলাস্ট্যান্ডার্ড প্যাকেজ (১৩ রাত ১৪ দিন)জন প্রতি ৯৫,০০০.০০ টাকা🕋 ইনশাআল্লাহ...
12/10/2019

“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
পবিত্র উমরাহ কাফেলা
স্ট্যান্ডার্ড প্যাকেজ (১৩ রাত ১৪ দিন)
জন প্রতি ৯৫,০০০.০০ টাকা

🕋 ইনশাআল্লাহ্ প্যাকেজে যা যা থাকছেঃ
১. উমরাহ ভিসা।
২. জন প্রতি ছোট একটি ব্যাগ, মহিলাদের জন্য একটি নির্দিষ্ট কালারের হিজাব, একটি হজ্জ গাইড বই ও একটি মেছওয়াক।
৩. উমরাহ পালনের নিয়ম কানুন ও মাসলা মাসায়েল বিষয়ে প্রশিক্ষণ প্রদান।
৪. অভিজ্ঞ ও দায়িত্ববান মোয়াল্লেম দ্বারা গাইড সার্ভিস। ইনশাআল্লাহ্ প্রত্যেকটি নির্দিষ্ট আমলগুলোর ব্যাপারে তথ্য প্রদান ও আদায়ের জন্য তাগিদ করা হবে।
৫. ঢাকা-জেদ্দা, মদিনা-ঢাকা ইকোনোমি ক্লাস এয়ার টিকেট।
৬. জেদ্দা এয়ারপোর্ট-মক্কা হোটেল, মক্কা ও মদিনা জিয়ারা, মক্কা-মদিনা ও মদিনা হোটেল-মদিনা এয়ারপোর্ট ট্রান্সপোর্ট সুবিধা।
৭. মক্কায় জিয়ারার স্থান সমূহঃ
জাবালে নূর (হেরা গুহা),
জাবালে সুর (হিজরতের সময় আত্মগোপন),
জাবালে রহমত (হযরত আদম আঃ এর দোয়া কবুল এর স্থান),
আরাফা,
মীনা,
মুজদালিফা,
জামারা (শয়তানকে পাথর নিক্ষেপ করার স্থান),
জান্নাতুল মোয়াল্লা (মা খাদিজার কবর),
জীন মসজিদ,
হযরত মোহাম্মদ (সাঃ) এর বাড়ী এবং তিনি চাঁদকে দ্বি-খণ্ডিত করে ছিলেন যেই স্থানে দাঁড়িয়ে সেই স্থান
ও আবু জেহেলের বাড়ী।
৮. মদিনায় জিয়ারার স্থান সমূহঃ
মসজিদে কু’বা,
মসজিদে জুমা,
মসজিদে বেলাল,
মসজিদে কেবলাতাইন,
মসজিদে ফজর,
ওহুদের ময়দান,
হযরত আমীর হামজা (রাঃ) এর কবর,
হযরত ওসমান (রাঃ) এর খেজুরের বাগান
ও জান্নাতুল বা’কী।
৯. মক্কা/মদিনা হেরাম শরীফের নিকটবর্তী তিন তারকা বা তার সমমানের হোটেলে ৪/৫ বেড শেয়ার রুম বুকিং।

🕋 মক্কায় কবুতর মাঠের সাথে হোটেল সমূহঃ
বুরজ আল সুলতান হোটেল
মোহাম্মেদ আব্দুল্লাহ আল ঘামাস হোটেল
হোটেল সাদ সেলিম
হোটেল বকর
বা সমমানের হোটেল সমূহ।

মক্কার মতোই সম দূরত্বে, মদিনায় হোটেল সমূহঃ
মানার আল মদিনা সেন্টার
করিম তৈয়বা
জিয়া হোটেল
বা সমমানের হোটেল সমূহঃ

🕋 প্যাকেজের অন্তর্ভুক্ত নয়ঃ
সকল প্রকার খাবার খরচ।
ব্যাক্তিগত খরচ।
চিকিৎসা ও ঔষধ খরচ।
এবং প্যাকেজে উল্লেখ নেই এমন যে কোন খরচ।

🕋 বিঃদ্রঃ ভ্রমন করা সুন্নত আর সুন্নত আমলের নিয়তে ইসলামিক ঐতিহাসিক স্থানে ভ্রমন করা নেক আমলের সামিল। আগ্রহী হাজীদের জন্য আলোচনা সাপেক্ষে স্বল্প খরচে ইসলামিক ঐতিহাসিক স্থান সমূহ যেমন-
তায়েফ,
বুড়ির বাড়ী,
বদর প্রান্তর,
খন্দক এর প্রান্তর,
জীন পাহাড়,
জেদ্দা সমুদ্র সৈকত সহ ভিবিন্ন ঐতিহাসিক স্থানে ভ্রমনের ব্যাবস্থা করা যাবে।

🕋 নভেম্বর, ডিসেম্বর ২০১৯ ও জানুয়ারী ২০২০ এর স্ট্যান্ডার্ড প্যাকেজে আগে আসলে আগে পাবেন নিয়মে বুকিং চলছে। ইনশাআল্লাহ্ আমরা প্রতি মাসে দুইটি করে উমরাহ প্যাকেজ আয়োজন করে থাকি।

🕋 পবিত্র উমরাহর বুকিং করতে যা যা লাগবেঃ
পাসপোর্ট বই
মোবাইল নম্বর
দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
বুকিং মানি ১৫,০০০/- (পনের হাজার) টাকা।

✈ Mokka Modina Hajj Kafela
(এক্সপ্রেস ট্যুর এন্ড ট্রাভেল এর হজ্জ ও উমরাহ সেবা প্রদানের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান)
যোগাযোগঃ
০১৭৪৪ ৯৯৩ ৩৩২
০১৮৪৫ ৩০০ ৩৫৩

🕋 ২০২০ ও ২০২১ সালে পবিত্র হজ্জে গমন ইচ্ছুক সম্মানিত ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ!!

যারা ২০২০ ও ২০২১ সালে পবিত্র হজ্জ পালনের জন্য নিয়ত করেছেন কিন্তু এখনো প্রাক-নিবন্ধন সম্পন্ন করেন নি, তারা আমাদের কাফেলায় কিছু সংরক্ষিত কোঠায় আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রাক-নিবন্ধন করতে পারবেন। জাযাকাল্লাহ খাইরান।

🕋 পবিত্র হজ্জের বুকিং করতে যা যা লাগবেঃ
মোবাইল নম্বর
NID ফটোকপি
বুকিং মানি ৩০,৭৫২/- (ত্রিশ হাজার সাতশত বায়ান্ন) টাকা।

🕋 যারা হজ্জ ও উমরাহ পালন করার নিয়ত করেছি দোয়া করি মহান রাব্বুল আ’লামীন আপনাদেরকে এবং সাথে আমাদেরকেও হজ্জ ও উমরাহ পালন করার তৌফিক দান করুন, আমীন।

লাব্বাইক আল্লা-হুম্মা লাব্বাইক। লাব্বাইক লা-শারীকা লাকা লাব্বাইক। ইন্নাল হামদা। ওয়ান নে’মাতা লাকা ওয়াল মুলক। লা-শারীকা ল...
23/09/2019

লাব্বাইক আল্লা-হুম্মা লাব্বাইক। লাব্বাইক লা-শারীকা লাকা লাব্বাইক। ইন্নাল হামদা। ওয়ান নে’মাতা লাকা ওয়াল মুলক। লা-শারীকা লাক।

হজ্জ ইসলামের পাঁচটি আরকান বা স্তম্ভের পঞ্চমটি।
হজ্জের আভিধানিক অর্থ ‘কোথাও যাওয়ার ইচ্ছা করা’, ‘সংকল্প করা’ বা ‘চক্রাকারে প্রদক্ষিণ করা’। শরিয়তের পরিভাষায় নির্দিষ্ট মাসের নির্দিষ্ট সময়কালে কা’বা ঘর প্রদক্ষিণ, সাফা ও মারওয়ার মধ্যবর্তী স্থানে গমনাগমন, আরাফাত ময়দানে অবস্থান, মিনায় অবস্থান প্রভৃতি কার্য হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রক্রিয়ায় সম্পাদন করার নামই হজ্জ।

Address


Telephone

+8801744993332

Website

Alerts

Be the first to know and let us send you an email when Makka Madina Hajj Kafela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share