06/12/2022
যুক্তরাজ্যে কারিগরি চাকরির মাধ্যমে নাগরিকত্ব।
★ ৫ বছরব্যাপী স্বাস্থ্যসেবা খাতে চাকরিসহ আবাসন অনুমতি ।
★ ৫ বছর পর নিশ্চিত যুক্তরাজ্য পাসপোর্ট ও নাগরিকত্ব।
★ বাৎসরিক ন্যূনতম গড়ে ২২,০০০ পাউন্ড ঘন্টাভিত্তিক বেতন এবং অতিরিক্ত সময় কাজের সুজোগ রয়েছে, যা থেকে ৬০,০০০ পাউন্ড পর্যন্ত আয় করা সম্ভব।
★ অন্যান্য চাকরির সুযোগও রয়েছে।
★ উত্তর আয়ারল্যান্ডে (বেলফাস্ট) থাকতে হবে। যুক্তরাজ্যের অন্যান্য স্থানের তুলনায় এখানে আবাসন খরচ অনেক কম।
★ সংরক্ষিত খাতে ভিসা (মাত্র ৬টি আসন বাকি)
★ একমাত্র স্পন্সরশিপ যেখানে বাংলাদেশ থেকে সরাসরি আবেদন করা যাবে।
★ যোগ্যতাঃ IELTS-এ ন্যূনতম ৪
★ অন্যান্য সকল কাগজপত্র, সার্টিফিকেট এবং আবেদনপত্র আমরা প্রস্তুত করে দেব।
★ ভিসার মেয়াদকালীন সকল মাসিক কর প্রদানের ফাইল প্রসেসের কাজ পেশাদার কর্মীর মাধ্যমে সম্পন্ন করা হবে।
★ ডিপেন্ডেন্ট ভিসায় আবেদনের মাধ্যমে স্বামী/স্ত্রী-ও আবেদন করতে পারবে (ভিসা ফি ও অন্যান্য খরচ রি অফারের অন্তর্ভুক্ত নয়)
★ স্বামী/স্ত্রী সাথে গেলে, তারাও ফুলটাইম চাকরি বা ব্যবসা করতে পারবে কোনরকম প্রতিবন্ধকতা ছাড়াই।
★ যুক্তরাজ্য ভিসা প্রসেসিং ফি, NHS স্বাস্থ্য চার্জ, এম্ব্যাসি ফি এবং যাত্রা/আবাসিক খরচ অন্তর্ভুক্ত নয়।
***বিস্তারিত জানতে কল করুন +880 1919-969703 নাম্বারে***