
27/05/2025
আপনি কেন বাংলাদেশ ছাড়বেন? না ভাই, প্রশ্নটাই ভুল।
প্রশ্ন হওয়া উচিত: আপনি এখনো বাংলাদেশেই আছেন কেন?
এই পোস্ট তাদের জন্য না, যারা ছোট্ট গণ্ডির ভেতরে সুখ খোঁজে। এই পোস্ট তাদের জন্য, যারা জীবনে কিছু করতে চায়, যারা শুধু বাঁচতে না —নিজেকে প্রমাণ করতে চায়।
১. দিনটা যেদিন দেশ ছাড়বেন, সেদিনই আপনি বদলে যাবেন।
সত্যি বলছি ভাই, আপনি আর আগের মতো থাকবেন না।
চেহারায় একই থাকবেন, কিন্তু চিন্তায়, কাজের ধরণে, আত্মবিশ্বাসে—একদম লেভেল আপ।
আপনার সময়ের মূল্য বোঝাবোঝি শুরু হবে, আর তখন আপনি বুঝবেন, Procrastination is poverty.
২. ডিসিপ্লিন মানে “বাঁধাধরা জীবন” না, এটা একটা “অবচেতন প্রোডাক্টিভ মেশিন।”
ঘুম, খাওয়া, কাজ, সব একটা নির্দিষ্ট রুটিনে চলবে।
কাজ করার পরেও মনে হবে “আরও কিছু করলে নিজেকে আরও উন্নত করা যেতো।”
বাংলাদেশে আপনি যেটাকে luxury ভাবতেন, বিদেশে সেটা হবে আপনার new normal।
৩. আপনি কাজের প্রতি শ্রদ্ধা করতে শিখবেন।
বাংলাদেশে মোবাইল মেকানিক, বাবুর্চি, নাপিত, এদের নিয়ে কটুক্তি করা হয়।
প্রবাসে এসেই দেখবেন এই স্কিলগুলোই সবচেয়ে বড় সম্পদ।
যাদের আপনি ছোট করে দেখতেন, তারা এখানে নিজের ফ্যামিলি চালায়, গাড়ি চালায়, ফ্ল্যাট কিনে ফেলে।
আর তখন আপনার নিজের কথাই মনে হবে “ইশ! আগে জানলে আমি বাবুর্চি হতে চাইতাম!”
৪. আপনার মেন্টালিটি বদলে যাবে, একদম রুট লেভেল থেকে।
বাংলাদেশে আমরা যেকোনো কিছু নিয়ে ঝগড়া করতে ভালোবাসি।
নামাজে হাত বাঁধা, রাজনৈতিক পছন্দ, কার মাথায় কি টুপি, সব কিছুই আমাদের কাছে জাতীয় ইস্যু।
প্রবাসে এসে দেখবেন, মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত।
নিজের উন্নতি নিয়ে ভাবে, অন্যকে ছোট করা নিয়ে না।
এই জায়গা থেকেই আপনি আস্তে আস্তে একজন পরিপক্ব মানুষ হয়ে উঠবেন।
৫. আপনি হবেন নিজের জীবনের “রিয়েল হিরো”।
খাবার রান্না, বাজার করা, বাসন ধোয়া, রুম পরিষ্কার, সব নিজেই করবেন। অসুস্থ হলেও হাসপাতালে নিজে যাবেন। এই জীবন আপনাকে শুধু ইনডিপেনডেন্ট না, আত্মবিশ্বাসে ঠাসা যোদ্ধা বানাবে।
৬. একদিন আপনি নিজেই বদলে দেবেন পরিবার, সমাজ, ভবিষ্যৎ।
আপনার টাকা নয়, আপনার মাইন্ডসেট, আপনার শৃঙ্খলা, আপনার সংগ্রাম, সব কিছু দেখেই আপনার পরিবার আপনাকে আইকন হিসেবে দেখবে।
তারা বুঝবে। বিদেশ মানে শুধু টাকা না, এটা একটা নতুন জীবন।
তাহলে প্রশ্ন করো, এখনো কেন বাংলাদেশেই পড়ে আছেন?
একটা দেশে থেকে যদি স্বপ্নের সীমানা সংকুচিত হয়, সেখানে থাকতে না চাওয়াটাই তো স্বাভাবিক। যেখানে রাজনীতি মানে ক্ষমতার লড়াই, শিক্ষা মানে গাইড বই মুখস্থ, আর ক্যারিয়ার মানে পরিচিতি খোঁজা — সেই দেশে থেকে কিছু করতে পারা এখন অলৌকিক ঘটনা।
তাই সিদ্ধান্ত নিন—
নিজের জন্য, ভবিষ্যতের জন্য, নিজের সম্মানের জন্য দেশ ছাড়তে হবে। দেশ পালাতে না, নিজেকে গড়তে হবে।
⸻
পরবর্তী পোস্টে আসছে:
“স্টুডেন্ট ভিসায় কোন দেশে গেলে সবচেয়ে লাভবান হবেন?” তাই চোখ রাখুন আইডিতে!
© collected