বাংলাদেশ

  • Home
  • বাংলাদেশ

বাংলাদেশ Bangla Holydays

জি পি  ফাইভ এর কেরামতি,,,,, স্টুডেন্টরা কেন্দ্রে আসলো এস এস সি পরীক্ষা  দিতে,,,,,,,,, এসে দেখলো,,,  এম এস সি পরীক্ষা   ক...
15/09/2022

জি পি ফাইভ এর কেরামতি,,,,, স্টুডেন্টরা কেন্দ্রে আসলো এস এস সি পরীক্ষা দিতে,,,,,,,,, এসে দেখলো,,, এম এস সি পরীক্ষা কেন্দ্র --- -----।

15/09/2022

[গল্পটি সংগৃহীত]
গল্পের কোনো চরিত্রের সাথে কারো চরিত্রের মিল খুঁজে পেলে পোস্ট দাতা দায়ী নয়.......

বাড়িতে চোর ঢুকেছে!
গাধা ও কুকুর পাশাপাশি বসে আছে।
গাধা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
কিন্তু, না। কুকুর চুপচাপ বসে আছে।
কুকুরের নীরবতায় গাধার মনে সন্দেহ দেখা দিলো।
সে কুকুরের কাছে এসে বললো ভাই, একটাকিছু করো,
চোর তো গুদাম ঘরের তালা ভাঙ্গা শুরু করে দিয়েছে।
গাধার কথায় কুকুর কর্ণপাত না করে বসে রইলো।
হঠাৎ গাধা চেয়ে দেখলো কুকুরের সামনে হাড্ডি।
হাড্ডির সাথে মাংসও আছে।
গাধা নিজের চোখকে বিশ্বাস করতে পারছেনা।
এ কি দেখছে সে ?
বাড়ির একমাত্র পাহারাদার তার প্রিয় কুকুর ভাই কি শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে ?
তাও আবার চোরের মত বেইমান, বিশ্বাসঘাতক, নিকৃষ্ট প্রাণীর কাছ থেকে ? ছিঃ! ছিঃ! ছিঃ!
এদিকে চোরেরা তালা ভেঙ্গে ঘরের ভেতরে ঢুকে পড়েছে।
গাধা আর চুপ থাকতে পারলোনা,
সে গগনবিদারী চেঁচামেচি শুরু করে দিলো।
তার চিৎকারে বাড়ির মালিকের ঘুম ভেঙ্গে গেলো।
মালিক খুব বিরক্ত হলো। সে ঘর থেকে বের হয়ে
দেখলো কুকুর নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর গাধা
লাফাচ্ছে। মালিক ভাবলো হয়তো গাধাকে জ্বিনে
ধরেছে অথবা পাগল হয়ে গেছে । তাই সে রাগান্বিত হয়ে লাঠি দিয়ে গাধার পিঠে বেশকয়েকটা
আঘাত করল। এতে গাধা খুবই ব্যথিত হলো ।
এখন গাধা কোথায় যাবে? মালিকের সম্পদ রক্ষা
করতে গিয়ে উল্টো মার খেতে হলো। অবশ্য চোর
ধরা যার দায়ীত্ব ছিলো, সে ঘুষ খেয়ে চুপ থেকেছে।
আর গাধা অন্যের দায়ীত্ব মাথায় নিয়ে অপরাধী
হয়েছে।
অগত্যা গাধা মনে মনে ভাবছে- দায়ীত্বশীলরা নষ্ট হয়ে
গেলে করার কিছুই থাকেনা। এ সময় কিছু করতে
যাওয়া বোকামী ছাড়া আর কিছুনা।
গল্পটা এখানেই শেষ।
কিন্তু আমার ভাবনা এখান থেকেই শুরু।
আমরা যারা চোরদের বিরুদ্ধে লেখালেখি করছি,
তাদের অবস্থাও ঐ গাধার মত।কথা বলে অপরাধী হচ্ছি।
আর কুকুররা টোপ গিলছে এবং শত কোটি টাকা নিয়ে লাপাত্তা হচ্ছে।
তাই চোর ও কুকুরের গলাগলি যতদিন থাকবে-
ততদিন আমাদের মত গাধাদের চোখ বুজে সহ্য করা ছাড়া
আর কোন উপায় নাই ।

তবে একথা সত্য যে, চোরের দশদিন সাধুর একদিন ।

কামরুপ কামাখ্যা! সেই ছোটবেলা থেকে কতসব ভয়ঙ্কর ভয়ঙ্কর সব গল্প শোনে আসছি। কামরূপ কামাখ্যাকে বলা হয় জাদুটোনা, তন্ত্র-মন্ত্...
01/09/2022

কামরুপ কামাখ্যা!

সেই ছোটবেলা থেকে কতসব ভয়ঙ্কর ভয়ঙ্কর সব গল্প শোনে আসছি। কামরূপ কামাখ্যাকে বলা হয় জাদুটোনা, তন্ত্র-মন্ত্রের দেশ। এখানে গেলে কেউ ফিরে আসে না। দুনিার সব বড় বড় যাদুর কারখানা এখানেই।

বাস্তবে কি তাই? উত্তর খুজতে সরাসরি গিয়ে হাজির আমরা। হিন্দু ধর্মের একটা উপাসনালয়কে যারা যাদুবিদ্যার কারখানা হিসেবে পরিচিত করে তুলল, তারা মোটেও ভাল কাজ করে নি।

গাড়িতে করে পাহাড়চূড়ায় যাওয়ার সময় ড্রাইভারকে জিজ্ঞেস করলাম ছোটবেলার সেই মুখে মুখে শোনা কিংবদন্তির কথা। ড্রাইভার জানালেন, এই জাদুর রাজ্য এখানে নয়, সে অন্য অঞ্চল। তবে এখানেও নাকি বহু আগে মহাশক্তিধর তান্ত্রিক ছিলেন। তাঁরা যা ইচ্ছা তাই করতে পারতেন। এখন আর নেই।

ভারতের গোয়াহাটি শহর ঘেঁষা কামরূপ কামাখ্যাতে প্রবেশের সাথে সাথেই আমাদের নিয়ে শুরু হয় টানাটানি। আমরা যে পুঁজো দিতে যাই নি, এটা বলারই সুযোগ মেলে নি। পরে যখন বললাম আমরা দেখতে এসেছি, পুঁজো দিতে নয়; আর কাউকে খুঁজে পেলাম না। তারা মন্দিরের 'পাণ্ডা' বলে পরিচিত। দীর্ঘ সময় ধরে মন্দির ঘুরে মনে হলো, এই পাণ্ডাদের কাছে পুঁজোর চে কাস্টমরা পঠানোই বড়।

কামাখ্যা মন্দির নিয়ে আছে নিজের দেখা অনেক অনেক রোমাঞ্চকর গল্প। তা পরে কোনো এক বেলা তুলে ধরবো কাগজে কলমে।কপি

আপনার সন্তানকে "অভাব"শেখান॥আপনার প্রচুর সামর্থ্য থাকলেও আপনার সন্তানকে  "অভাব" শেখান..যা চাইবে তাই যদি হাজির করেন,আপনার ...
15/08/2022

আপনার সন্তানকে "অভাব"শেখান॥

আপনার প্রচুর সামর্থ্য থাকলেও
আপনার সন্তানকে "অভাব" শেখান..

যা চাইবে তাই যদি হাজির করেন,
আপনার বাচ্চার "মানুষ" হওয়ার সম্ভাবনা খুবই কম।

ক্ষুধা নিবারন করার জন্য মানুষকে যে পরিমাণ ব্রেইন ব্যবহার করতে হয়,তাতেই একজন মানুষ যা অর্জন করে এটা দিয়ে সে জীবন পার করে দিতে পারবে।

সন্তানকে এমনভাবে প্রস্তুত করেন
যে আপনি না থাকলে সে কিভাবে চলবে তার ট্রেইনিংটা সে পায়।

তাকে কোন কিছু করতে না দিয়ে ঢেকি বানালে,
সে আপনার অবর্তমানে কষ্টতো পাবেই,
আপনাকেই সবচেয়ে বেশি দোষারোপ করবে।

অনেকেই একটা আলাপ করেন পরে এমনিতেই সব শিখে যাবে।

একটা মানুষ হঠাৎ করেই মানুষ হয় না,আস্তে আস্তে মানুষ হয়!

কারন আপনি যখন থাকবেন না
দুনিয়ার কঠিন পথ তাকে একা চলতে হবে।
সেই একা চলার ট্রেইনিংটা তাকে শক্ত করবে,আপনিও দেখবেন হাল্কা ফিল করবেন!আপনার সন্তানকে শেখান চাইলেই সব কিছু পাওয়া যায় না।

সব কিছু পাওয়ার দরকারও নাই...
কষ্টের মাধ্যমে অর্জিত জিনিসের মূল্য বোঝান...
তাকে বোঝান সবকিছু ছাড়াও জীবন চলে ,দৌড়ায় ,উড়ে।

07/08/2022

নিজস্ব প্রতিবেদক ঃ প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের কানাইঘাট গাছবাড়ী বাজার শাখার শুভ উদ্বোধন করা ...

18/06/2022

সিলেট ও সুনামগঞ্জে উদ্ধার কাজে নিয়োজিত সেনা কর্মকর্তাদের জরুরি ফোন নাম্বার।

মেজর আশিক, দিরাই-জামালগঞ্জ, সুনামগঞ্জ। মোবাইল নাম্বারঃ ০১৭৬৯০০৮৭৩৬।

মেজর আশাবুর, ছাতক-দোয়ারাবাজার, সুনামগঞ্জ। মোবাইল নাম্বারঃ ০১৭৬৯১৭২৪৫৪।

মেজর মোক্তাদির, কুমারগাঁও পাওয়ার স্টেশন, সিলেট। মোবাইল নাম্বারঃ ০১৭৬৯১১২৫৫৬।

ক্যাপ্টেন মারুফ, কোম্পানীগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বারঃ ০১৭৬৯০০৯৩৮২।

ক্যাপ্টেন আশরাফ, গোয়াইনঘাট, সিলেট। মোবাইল নাম্বারঃ ০১৭৬৯১৭২৫৬৪।

ক্যাপ্টেন ফয়সাল, সিলেট সদর উপজেলা। মোবাইল নাম্বারঃ ০১৬২৬২৯১৫৭৭।

যেকোনো প্রয়োজনে উল্লেখিত নির্দিষ্ট নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
সুত্র- (সিলেট প্রতিদিন২৪.কম)

Address


Website

http://www.banglabusiness24.com/; http://www.banglaoverseascareers.com/

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share