20/02/2023
সাজেক-খাগড়াছড়ি ভ্রমণ...৩ রাত, ২ দিন
💢 জনপ্রতি: ৫৫০০/- থেকে ৭৯৫০/- পর্যন্ত।
❐ প্রতি শুক্রবার মানেই সাজেকে বেষ্ট রিসোর্ট ‘সাজেক ক্ল্যাসিক’ আর শনিবার মানেই আরেক বেষ্ট কটেজ, মনোআভা রিসোর্ট , নীল পাহাড়ী ইকো রিসোর্ট ও টংথক রিসোর্ট ,‘মেঘলা আকাশ,
❐ নারী ও শিশুবান্ধব ট্যুর ❐ কোন হিডেন চার্জ বা ডিসকাউন্ট নেই।
ফোন: 01918-097852
💢 ভ্রমণের তারিখ: 02, 09, 16, 23 February 2023
এছাড়াও থাকছে নিয়মিত ট্যুর।
উল্লেখিত তারিখ রাতে অর্থাৎ ঢাকা থেকে রওনা।
💢 প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত থেকে নিয়মিত ট্যুর। আর গ্রুপ হলে যে কোন দিন ট্যুর। সকল ছুটির দিনসহ আমাদের রয়েছে নিয়মিত প্যাকেজ।
💢 কুমিল্লা, সিলেট, খুলনা ও চট্রগ্রাম থেকেও জয়েন করতে পারবেন।
💢 প্যাকেজ প্রাইস: i
💢 ২ টি প্যাকেজ থেকে বেছে নিতে পারেন আপনার জন্য কোনটি।
💜 প্যাকেজ 0১: (রবি থেকে বৃহস্পতিবার)
এক রুমে ৪ জন হলে: জনপ্রতি ৫৫০০/=সকল খরচসহ।
এক রুমে ৩ জন হলে: জনপ্রতি: ৬০০০/= সকল খরচসহ।
এক রুমে ২ জন হলে: জনপ্রতি: ৬,৫০০/= সকল খরচসহ।
রিসোর্ট: নীল পাহাড়ী ইকো রিসোর্ট, টংথক রিসোর্ট জুমঘর ইকো রিসোর্ট/গসপেল রিসোর্ট/অবক/ সাজেক ক্ল্যাসিক/ছায়ানীড়/প্যারাডাইস সাজেক/দার্জিলিং /মেঘলা আকাশ
❐ এই প্যাকেজে নন এসি বাস। এসি বাস হলে ১ হাজার টাকা বাড়বে।
❐ কমপক্ষে ৮ জনের গ্রুপ হতে হবে।
💜 প্যাকেজ ০২: (শুক্র শনিবার ও ছুটির দিন)
এক রুমে ৪ জন হলে: জনপ্রতি: ৫,৮৫০/= সকল খরচসহ।
এক রুমে ৩ জন হলে: জনপ্রতি: ৬,২০০/= সকল খরচসহ।
এক রুমে ২ জন হলে: জনপ্রতি: ৬,৯০০/= সকল খরচসহ।
রিসোর্ট: জুমঘর ইকো রিসোর্ট/গসপেল রিসোর্ট/অবকাশ/ সাজেক ক্ল্যাসিক/ছায়ানীড়/প্যারাডাইস সাজেক/দার্জিলিং/মেঘলা আকাশ,
💜 এই প্যাকেজে নন এসি বাস। এসি বাস হলে ১ হাজার টাকা বাড়বে।
💜 বিসনেস ক্লাসের হুন্দাই বাস হলে ১৬০০/= বাড়বে।
💢 চট্রগ্রাম, সিলেট, কুমিল্লা, রংপুর, খুলনাসহ যে কোন স্থান থেকে সরাসরি নিজ দায়িত্বে খাগড়াছড়ি এসে আমাদের সাথে ট্যুরে জয়েন করলে উল্লেখিত প্রাইস থেকে ঢাকা খাগড়াছড়ি ঢাকা বাসভাড়া বাবদ ১২০০/টাকা বাদ যাবে। অর্থাৎ তখন প্রাইস হবে প্যাকেজ ০২: (শুক্র শনিবার ও ছুটির দিন) এক রুমে ৪ জন হলে: জনপ্রতি: ৪,৫১০/-। খাগড়াছড়ি থেকে জয়েন করে ৬ বেলা খাবারসহ সাজেক+খাগড়াছড়ি ঘোরার সকল খরচসহ।
💜 শিশু পলিসি:
❐ শিশু (৩-৫ বছর) বেসিক প্রাইস: ৩৯৬০/-(বাস টিকেট বাদে)
❐ এন্ট্রি টিকেট, জীপ গাড়িতে সীট, সকল খাবার থাকবে। শুধুমাত্র বাবা মায়ের রুম শেয়ার করবেন)
❐ শিশু (১ থেকে ২ বছর ১১ মাস) ফ্রি, যদি খাবার না লাগে।
💢 এই টাকার ভিতরে থাকছে 💢
❐ আপডাউন বাস টিকেট।
❐ ২ দিনে ৬ বেলা খাবার
(১ বার বারবিকিউ ও ১ বার ব্যাম্বোচিকেনসহ)
❐ ভ্রমণে দুই দিনের জন্য রিজার্ভ মাহেন্দ্র জীপ।
❐ জীপের ড্রাইভার ও হেলপারের যাবতীয় খরচ।
❐ সকল পার্কিং খরচ।
❐ রিসোর্টে থাকার খরচ।
❐ প্রত্যেকের জন্য শ্যাম্পু ও সাবান।
❐ প্রত্যেক রুমে ২ লিটার করে মিনারেল ওয়াটার।
❐ সকল পয়েন্টের এন্ট্রি টিকেট।
❐ লুসাই হেরিটেজ পার্কের এন্ট্রি টিকেট (স্থানীয়ভাবে খোলা থাকা সাপেক্ষে) ।
❐ সকল টিপস।
❐ সাজেক ও খাগড়াছড়িতে সার্বক্ষণিক অভিজ্ঞ গাইড।
💢 ইকোনমি প্যাকেজ বাদে।
💢 বুঝতে অসুবিধা হলে অনুগ্রহ করে
❐ 01886 400 478ফোন করুন।
💢 রিসোর্টের নাম:
❐ জুমঘর ❐ প্যারাডাইস সাজেক ❐ ক্ল্যাসিক ❐ অবকাশ ❐ ছায়ানীড় ❐ দার্জিলিং রিসোর্ট
❐ মেঘলা আকাশ ❐ নীল পাহাড়ী ইকো রিসোর্ট ও টংথক
❐ প্রশস্ত ওপেন ষ্পেস, প্রতি রুমে মডার্ণ ফিটিংস এ্যাটাচ্ট বাথ, কমোড/প্যান, বেসিন, শাওয়ার। সার্বক্ষণিক পানি ও নিয়মিত সময়ে বিদ্যুৎ।
❐ পরিচ্ছন্ন প্রসস্ত রুম।
❐ কেবলমাত্র এক পরিবারের সদস্য হলে বেড শেয়ার করা যাবে। অন্যথায় নয়।
❐ স্বাস্থ্য বিধি মেনে ভ্রমণ করুন, নিরাপদে থাকুন।
❐ ডেবিট/ক্রেডিট কার্ডের মাধমেও পেমেন্ট করা যাবে।
💢 আমাদের ভ্রমণে সম্পূর্ণ পারিবারিক আমেজ ও পূর্ণ সামাজিক নিরাপত্তা বিদ্যমান।
💢 (সাজেক ও খাগড়াছড়ি ভ্রমণ বিস্তারিত)
❐ যাত্রা শুরু: রাত ১০টা, ঢাকায় আপনার জন্য নির্ধারিত বাস পয়েন্ট থেকে।
❐ রিটার্ন: রাত ৯টা (খাগড়াছড়ি থেকে), পরদিন ভোর ৪-৬ টায় ঢাকায় ফিরবো ইনশাআল্লাহ।
💢 সাইটসিইন…💢
❐ রুইলুই পাড়া
❐ ষ্টোন গার্ডেন
❐ লুসাই হেরিটেজ পার্ক
❐ হেলিপ্যাড
❐ কংলাক পাহাড়, সাজেকের সর্বোচ্চ চূঁড়া
❐ রিছাং ঝর্ণা
❐ হাজাছড়া ঝর্ণা (যদি খোলা থাকে)
❐ আলুটিলা গুহা
❐ ঝুলন্ত ব্রীজ
❐ তারেং।
💜 ফুড মেনু ….
💜 ১ম দিনের খাবার---
❐ খাগড়াছড়িতে সকালের নাস্তা: পরাটা/রুটি, সবজি, ডিম অমলেট, মিনারেল ওয়াটার,
❐ দুপুরের খাবার: সাদা জুম চালের ভাত, চিকেন, সবজি, ডাল, ভর্ত্তা, আচার, মিনারেল ওয়াটার।
❐ সাজেকে বিকালের নাস্তা: বিস্কিট, ব্যাম্বো টি/কফি।
❐ সাজেকে রাতের খাবার: চিকেন বার-বি-কিউ / ব্যাম্ব চিকেন, পরটা, পাহাড়ী সবজি, কোক/স্প্রাইট, মিনারেল ওয়াটার।
💜 ২য় দিনের খাবার:
❐ সকালের নাস্তা: ভূনা খীচুড়ি, ডিম ভূনা, সবজি, মিনারেল ওয়াটার, (চা- যদি সময় থাকে)
❐ দুপুর ও রাতের খাবার: খাগড়াছড়িতে: সাদা জুম চালের ভাত, হাঁসের কালো ভুনা অথবা দেশি মুরগির মাংশ অথবা ব্যাম্বো ফিশ, লাউ চিংড়ি/সবজি, ডাল, ভর্ত্তা, পাহাড়ি ফল (স্থানীয়ভাবে প্রাপ্তী সাপেক্ষে) ।
❐ প্রথম দিন সকালের নাস্তা: শাহ মোহছেন টুরিষ্ট রেষ্টুরেন্ট, খাগড়াছড়ি ও পরের দিন লাঞ্চ এবং ডিনার: মনটানা রেষ্টুরেন্ট, খাগড়াছড়ি। চিলেকোঠা এক্সক্লুসিভ, সাজেক।
❐ চাঁদের গাড়ি নয় -রিজার্ভড মাহিন্দ্র জীপ গাড়ি, সবসময়।
❐ আমাদের ট্যুরে কোথাও কোন অতিরিক্ত খরচ নেই। ঢাকা থেকে শুরু করে আবার ঢাকা ফিরে আসা পর্যন্ত সকল খরচ উক্ত টাকার মধ্যেই।
❐ বাস সার্ভিসের দায় দায়িত্ব সম্পূর্ণ বাস কর্তৃপক্ষের। কোন পর্যটন সংস্থাই বাস পরিচালনা করেনা, তাই বাসের দায়িত্ব বা ভালো খারাপ সার্ভিস অথবা রাস্তার জ্যামের ব্যাপারে আয়োজক কর্তৃপক্ষের কিছু বলার নেই
❐ ফুডকোর্টের খাবার ও ব্যক্তিগত খরচ প্যাকেজ প্রাইসের অন্তর্ভূক্ত নয়।
💢 প্রসঙ্গত:
❐ এটি অন্য প্যাকেজসমূহের বিবেচনায় কিছুটা ভিন্ন। বুকিং এর আগে ফোন করে বিস্তারিত জেনে নিবেন অনুগ্রহ করে।
💢 অন্যান্য প্যাকেজের ক্ষেত্রে বুকিং মানি জমা দেবার আগে আপনার জন্য নির্ধারিত রিসোর্ট, বাস, বাসের সীট কোনটি সে বিষয়ে নিশ্চিত হোন, ছবিসহ তথ্য সংগ্রহ করুন অত:পর টাকা জমা দিন ও আপনার বুকিং পিএনআর নম্বর সংগ্রহ করুন।
💢 আমাদের আয়োজনে কোন কিছুই হিডেন নেই। কোন খরচ হিডেন রাখলে প্রাথমিকভাবে আপনার কাছে প্যাকেজ প্রাইজ কম মনে হতে পারে। কিন্তু আমরা সেটি করিনা। যা বলার একবারেই বলেছি। প্যাকেজের নির্ধারিত প্রাইসের বাইরে এক টাকাও অতিরিক্ত কোন খরচ বা কোন এন্ট্রি টিকেট আপনাকে কিনতে হবেনা।
💢 এই ট্যুরে প্রফিট মার্জিন অতি সামান্য। অনেক হিসাব করে প্রাইস নির্ধারণ করা হয়েছে। সুতরাং, কোনরকম ডিসকাউন্টের কথা বললে তা আমাদের জন্য বিব্রতকর হবে। প্রাইস সবার জন্যই সমান। অনেক ভাবেই টাকা কমানো যায় কিন্তু আমরা সেটি পারবোনা। কারন, খরচ বাঁচাতে গিয়ে ট্যুরের মান খারাপ হলে আপনাদের কষ্ট হবে আর বদনামটা আমাদেরই হবে। আমাদের কাছে সকল অতিথির মর্যাদাই সমান। বিবেচনায় রাখতে হবে যে, এটি একটি ছোট প্রজেক্ট। এই টাকার মধ্যেই সকল খরচ রয়েছে। এখান থেকে কতটুকুইবা প্রফিট করা সম্ভব...।
💢 আমরা পূর্ণ আন্তরিকতা দিয়ে অতিথিদের সেবা করতে চেষ্টা করি এবং কথা রাখতেও আমরা চেষ্টা করি সুনামের জন্য। বুকিং ফরমে উল্লেখিত বিষয়গুলির সাথে বাস্তবের মিল পেলে আপনিই হতে পারেন আমাদের প্রচার বন্ধু। যা আমরা সবসময় বিবেচনায় রাখি। আয়োজকদের সাথে অতিথির ভালো ব্যবহার একান্তভাবে প্রত্যাশিত।
💢 বুকিং যেভাবে দিবেন 💢
❐ ফোনে/অনলাইনে বুকিং করার আগে আমাদের সম্পর্কে ভালোভাবে খোঁজ নিয়ে যদি আস্থা ও বিশ্বাস অর্জিত হয় তবেই বুকিং কনফার্ম করুন। কোনরকম অবিশ্বাস থাকলে বুকিং না করাই ভালো।
💢 বুকিং মানি ৫০%। বাকি টাকা সকালে খাগড়াছড়ি পৌঁছে দিতে হবে। বুকিং এর সময় ট্যুরের বিস্তারিত কোম্পানীর পক্ষ থেকে আপনাকে লিখিতভাবে দেয়া হবে এবং এর একটি কপি আমাদের কাছেও থাকবে।
❐ অফিসে আসতে না পারলে ফোন করে বিস্তারিত জানতে পারেন। তবে বিস্তারিত না জেনে, বুঝে বুকিং না করার জন্য অনুরোধ।
💢 অতিথিদের যৌক্তিক যে কোন প্রশ্নের উত্তর দিতে আমরা সাধ্যমত চেষ্টা করবো। ভালো লাগলে বুকিং কনফার্ম করুন। সেক্ষেত্রে কোম্পানীর ব্যাংক একাউন্ট অথবা রকেট একাউন্টে টাকা জমা দিয়ে আমাদেরকে ফোনে জানিয়ে দিলেই হবে। আমরা আপনার বুকিং ফরম তৈরি করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেব।
❐ ব্যাংক একাউন্ট, রকেট বা নগদ টাকা পাঠালে টাকা পাঠানো মাত্রই ফোন করে জেনে নিন ও ম্যাসেজের মাধ্যমে জমা নিশ্চিত হয়ে তথ্য সংরক্ষণ করুন।
💢 ব্যাংকিং মাধ্যমে টাকা পাঠিয়ে বুকিং করলে ব্যাংক স্লিপ জমা দিতে হবে এবং টাকা পাঠানোর সময়েই ফোন করে বুকিং কনফার্মেশন ‘পিএনআর’ নম্বর সংগ্রহ করে নিতে হবে। ❐ উল্লেখিত মাধ্যমসমূহ ছাড়া আর কোন মাধ্যমে আমরা টাকা নেই না।
❐ বুকিং ফরমে বিস্তারিত পড়ে সম্মত হলে ফিরতি ই-মেইলে আপনার সম্মতি লিখে পাঠাতে হবে।
💢ইষ্টার্ণ ব্যাংক , ডাচ বাংলা ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক-এ আমাদের একাউন্ট রয়েছে। আপনার জন্য সুবিধাজনক ব্যাংকের একাউন্ট নাম্বার কল করে জেনে নিতে পারেন। এ ছাড়াও রকেট একাউন্ট রয়েছে। তবে আমরা অনুরোধ করবো– সবকিছু বুঝে, ট্যুরের বিস্তারিত এবং উল্লেখিত টাকার মধ্যে কী কী রয়েছে তা লিখিতভাবে নিয়ে তারপর বুকিং চূড়ান্ত করতে। যাতে কারো মধ্যেই কোন গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে আপনার ভ্রমণের আনন্দ এবং আমাদের সুনাম দুটিই নষ্ট হতে পারে। যা আমরা কেউই চাইনা। কারণ অতিথির কোন অভিযোগ শোনা ভীষন কষ্টকর, সেটি যাতে না হয়। অনেক কষ্ট করে আপনি ট্যুর করছেন আর অনেক কষ্ট করে আমরাও একটি প্রতিষ্ঠান গড়ে তুলছি- সেটিই যেন উভয়ের বিবেচনায় থাকে। নিজের দেশ ভ্রমণে আমন্ত্রণ সকলকে।