07/10/2023
কানাডার টুরিস্ট/ভিজিট ভিসার না জানা কিছু তথ্য। কানাডার ভিসা এখন পেপার বেইস অনলাইন আবেদন হওয়ায় আগের যে কোনো সময়ের তুলনায় ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেইজন্য আপনার আবেদনটি নির্ভুল ও সঠিকভাবে করতে হবে। মনে রাখবেন আপনার নির্ভুল আবেদন এর উপরই আপনার ভিসা নির্ভর করবে। আসুন এর মধ্যে ভিসা প্রসেসিং এর গুরুত্বপূর্ণ কয়েকটা কাজ জেনে নিই।
∆∆ প্রথমত আপনার আবেদন ফরমে উল্লেখিত তথ্য সমূহ হতে হবে নির্ভুল অর্থাৎ আবেদন পত্রে যা উল্লেখ করবেন, সেই অনুপাতে আপনার কাগজ বা ডকুমেন্টস থাকতে হবে ।
∆∆ দ্বিতীয়ত, আপনি কেন ভিজিটে কানাডা যেতে চান, সেই কারন এবং আপনার যাবতীয় ব্যবসা/জবের বিবরন, আয়ের বিবরন, প্রপার্টি, ব্যাংক বিবরনি, সঞ্চয় প্রভৃতি উল্লেখ করে ভিসা অফিসারকে একটি চিঠি লিখবেন। এটিকে আপনি SOP/ভিসা লেটার যাই বলেন না কেন, এটি আপনার ভিসা প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনেকেই হয়তো জানেন কানাডার টুরিস্ট ভিসা হলো ডকুমেন্টস নির্ভর ভিসা। আপনার ডকুমেন্টস অনেক স্ট্রং তবে আপনি যদি এই লেটারে নিজের ঘুরতে যাওয়ার উদ্দেশ্যকে সঠিক ভাবে উপস্থাপন করতে না পারেন তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। এই লেটারে আপনি যা উল্লেখ করবেন তা অবশ্যই আপনার প্রোফাইলের সাথে সামঞ্জস্যপুর্ণ হওয়াটা জরুরি। তাই একজন প্রফেশনাল এক্সপার্ট দ্বারা এই SOP/ভিসা লেটার লিখাটা বেশ গুরুত্বপূর্ণ।
∆∆ তৃতীয়ত, কানাডার ভিসা পাওয়ার ক্ষেত্রে যে বিষয়টি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তা হলো আপনার আর্থিক বিবরণী বা ব্যাংক স্টেইটমেন্ট। আপনি ব্যবসা বা চাকরি যেটাই করেন না কেনো, আপনার মাসিক আয় যা বলবেন তা আপনার ব্যাংক বিবরনি তে প্রকাশ করতে হবে। যেমন, আপনি বললেন আপনার মাসিক আয় ৬০,০০০/টাকা তাইলে সেই টাকা আপনার ব্যাংকের স্টেইটমেন্টে প্রকাশ করতে হবে। মনে রাখবেন ভিসার জন্য লক্ষ লক্ষ টাকা দেখানোর দরকার নেই। শুধুমাত্র কানাডা ঘুরে আসার জন্য যতোটুকু টাকা দেখানো প্রয়োজন অতটুকু টাকা ব্যাংকে থাকলেই যথেষ্ট।
∆∆ চতুর্থত, ট্রাভেল হিস্ট্রি বা পুর্বে অন্যান্য দেশে ট্রাভেল করার অভিজ্ঞতা থাকলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বাড়ে। কানাডার মতো দেশে ট্রাভেল করার জন্য আপনার অবশ্যই দুই/তিনটি দেশ ট্রাভেল থাকাটা ভালো, তবে ব্যাপারটি এমন নয় যে আপনি অনেকগুলো দেশ ভিজিট করলেই সহজে কানাডার ভিসা পেয়ে যাবেন। পূর্ববর্তী ট্রাভেল হিস্ট্রি কেবল একটি সহায়ক ভুমিকা পালন করে মাত্র। ট্রাভেল হিস্ট্রির পাশাপাশি আপনাকে সঠিক নিয়মে ডকুমেন্টস উপস্থাপন করতে হবে ।
∆∆ পঞ্চমত, কানাডা গিয়ে কোথায় থাকবেন তার প্রমানপত্র যেমন - ইনভাইটেশন লেটার অথবা হোটেল বুকিং। আত্মীয় স্বজন থাকলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বৃদ্ধি পায়। আপনার যদি কানাডাতে কেউ না থাকে সেক্ষেত্রে আপনি হোটেল এর নাম ঠিকানা ব্যবহার করতে পারেন।
∆∆ সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কান্ট্রি টাই প্রমাণ করা৷ আপনি যে কানাডা থেকে ফেরত আসবেন সেটা প্রমাণ করাটা গুরুত্বপূর্ণ এবং এটা প্রমাণ করা কঠিন কিছু নয়।
∆∆ কানাডার ভিজিট ভিসার জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন তা সহজে আপনাদের জন্য উল্লেখ করার চেষ্টা করছিঃ
১. আপনার পাসপোর্ট।
২. আপনার পরিবার ও সন্তানদের পাসপোর্ট (যদি সবাই একসাথে আবেদন করেন)।
৩. শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য যেমন- ইউনিভার্সিটির নাম, পাসের সন এবং সার্টিফিকেট।
৪. বিগত ৪ মাসের ব্যাংক স্টেইটমেন্ট এবং সলভেন্সি সনদ, এফডিআর /সঞ্চয়পত্র থাকলে দিতে পারেন সনদ সহ।
৫. আপনার কাজের বিস্তারিত বিবরণ। প্রয়োজনীয় সনদ সহ।
৬. অ্যাসেট ভাল্যুয়েশন (এটা সিএ ফার্ম/ইন্জিনিয়ার/নোটারি পাবলিক দ্বারা করে দিতে পারেন।
৭. বাবা মা, স্ত্রী , সন্তানের জন্ম তারিখ, মৃত্যু হলে মৃত্যুর তারিখ দিতে হবে।
৮. বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে।
৯. এনআইডি, বার্থ সার্টিফিকেট দিতে হবে।
১০. বাচ্চাদের ৩৫x৪৫ সাইজ এর ছবি দিতে হবে।
আপনি যদি মনে করেন উপরের সমস্ত যোগ্যতা ও কাগজপত্র আপনার আছে, তাহলে স্বল্প খরচে আমাদের সেবা নিয়ে দেখতে পারেন। ধন্যবাদ।
Oasis Global Chowdhury Sultana Plaza, 2nd Floor, Lamabazar, Sylhet, Cell: 01329183527