Qazi Air BD

Qazi Air BD Tours & Travels
All kinds of Domestic & International Ticket sales,Visa Consultancy,Tour Packages an

26/12/2024
16/11/2024

আসন্ন ডিসেম্বর মাসে প্রায় ২০ হাজার ওমরাযাত্রী সউদী গমনে অনিশ্চয়তার মুখে পড়েছেন। কোনো প্রকাশ কারণ ছাড়াই হঠাৎ প্র....

30/09/2024

*রানওয়ে মেরামতের কাজের জন্য আগামী ০১লা অক্টোবর হতে ১৪ই অক্টোবর পর্যন্ত দৈনিক রাত ১ টা হতে ভোর ৪ টা ৩০ মি: পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সকল ফ্লাইট উঠানামা বন্ধ থাকিবে।*

*যাদের রাতের ফ্লাইট এ টিকেট করা আছে তারা অবশ্যই শিডিউল এবং ফ্লাইট এর সময় ঠিক আছে কিনা যেনে ভ্রমনের প্রস্তুতি নিবেন। অবশ্যই ভ্রমনের ৪৮ ঘন্টা পূর্বে অনলাইন থেকে অথবা আপনার ক্রয়কৃত টিকেট এর এজেন্সি হতে সকল তথ্য জেনে নিবেন।*

Special Group Fare is running........
28/09/2024

Special Group Fare is running........

Special Fare Available !!!! CGP-DXB & DAC-DXB
17/07/2024

Special Fare Available !!!!
CGP-DXB & DAC-DXB

শুভ বাংলা নববর্ষ।
14/04/2024

শুভ বাংলা নববর্ষ।

Get the Best Deal at Qazi Air BD
25/03/2024

Get the Best Deal at Qazi Air BD

27/11/2023

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরের কর্মচারীদের নতুন আমলনামা তৈরি করেছে বেসামরিক বিমান চ.....

সৌদি ওয়ার্কার ভিসার জন্য........ #কাজী ইয়ার বিডি, ট্যুরস এন্ড ট্র্যাভেলস
24/10/2023

সৌদি ওয়ার্কার ভিসার জন্য........ #কাজী ইয়ার বিডি, ট্যুরস এন্ড ট্র্যাভেলস

সংযুক্ত আরব আমিরাতের যাত্রীদের জন্য সর্তকতাএয়ার অ্যারাবিয়া ও ব্মিান বাংলাদেশ এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতের যাত্রীদের জ...
23/07/2023

সংযুক্ত আরব আমিরাতের যাত্রীদের জন্য সর্তকতা

এয়ার অ্যারাবিয়া ও ব্মিান বাংলাদেশ এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতের যাত্রীদের জন্য লাগেজ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

১ আগস্ট থেকে পোটলা, গাইট, গাট্টি, কার্টনের মালামাল গ্রহন করবে না এয়ার অ্যারাবিয়া ও ব্মিান বাংলাদেশ এয়ারলাইন্স। চেক-ইন ব্যাগেজের হতে হবে সর্বোচ্চ ১৫৮ সেন্টিমিটার বা ৬২ ইঞ্চির মধ্যে। লাগেজ বা ব্যাগের অন্তত একটি সমতল পৃষ্ঠ থাকতে হবে। হাত ব্যাগেজের ওজন ৭ কেজির বেশি কোন অবস্থায় গ্রহণ করা হবে না।
#বাংলা_এভিয়েশন

Qazi Air BD

Be careful of this type of Cheaters...
25/06/2023

Be careful of this type of Cheaters...

ইন্ডিয়ান_টুরিস্ট_ভিসা_করতে_কি_কি_ডকুমেন্টস প্রয়োজন :১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি২। এপ্লিকেশন ফর্ম৩। এন আই ডি / স্মার্ট কার্ড...
15/06/2023

ইন্ডিয়ান_টুরিস্ট_ভিসা_করতে_কি_কি_ডকুমেন্টস প্রয়োজন :

১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি
২। এপ্লিকেশন ফর্ম
৩। এন আই ডি / স্মার্ট কার্ড / জন্ম নিবন্ধন কপি
৪। বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি বিলের কপি।
৫। লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ব্যালেন্স ২০০০০৳) / ডলার এনডোর্সমেন্ট।
৬। পেশাগত প্রমাণপত্র (NOC/ট্রেড লাইসেন্স ইত্যাদি)
৭। লাস্ট ভিসা কপি (যদি থাকে)।
৮। পাসপোর্ট কপি
৯। নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন)
১০। ৮৪০৳ ফি (UPAY)

কাগজ গুলো উপরের সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দিবেন।

দেখে নিন আপনি কোথায় যেতে চাইলে কোন পোর্ট দিয়ে ভিসা করবেন??

সিক্কিম/দার্জিলিং/শিলিগুড়ি/ডুয়ার্স/সান্দাকফু/গোচেলা ট্রেক ইত্যাদি যেতে চাইলেঃ
চ্যাংড়াবান্ধা অথবা ফুলবাড়ি দিতে হবে। ফুলবাড়ি দিলে আপনি খুব সহজেই শিলিগুড়ি পৌঁছে যাবেন। তবে এই পোর্টে সুযোগ সুবিধা কম থাকায় বেশির ভাগ ট্যুরিস্ট চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করে। চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করলে আপনাকে ২ ঘণ্টার মত জার্নি করে শিলিগুড়ি যেতে হবে।

মেঘালয়/নাগাল্যান্ড/অরুণাচল প্রদেশ যেতে চাইলেঃ
আপনাকে ডাউকি পোর্ট দিয়ে ভিসা করতে হবে। যা আমাদের সিলেটের তামাবিল দিয়ে প্রবেশ করতে হয়।

ত্রিপুরা যেতে চাইলেঃ
আপনাকে আগরতলা পোর্ট দিয়ে ভিসা করতে হবে।
আগের নিয়মে উপরের যে কোন পোর্ট নিলে এডিশোনাল পোর্ট হিসেবে (বেনাপোল+গেদে+ট্রেন+এয়ার) পাওয়া যায় বিধায় আলাদা করে শুধু বেনাপোল পোর্ট নেওয়া লস।

বিঃদ্রঃ এছাড়া আপনি ভিসা করার পর মাত্র ৩০০ টাকা দিয়ে আরও ২টি পোর্ট সংযুক্ত করতে পারবেন ৭ দিন সময় এর মধ্যে।

Address


Telephone

+8801818156457

Website

Alerts

Be the first to know and let us send you an email when Qazi Air BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share