13/12/2023
অনেক মজা হলো.. আর নয়
আমার ক্রিকেট কেন্দ্রীক পোস্ট গুলো , বাংলাদেশের অনেক ছোটভাই, বড়োভাই, আপা, বোন, বন্ধু দের অনুভূতিতে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিলো..
অনেকেই বিনোদন হিসেবে নিয়েছেন, আবার অনেকেই সেগুলো কে নেগেটিভ ভাবে নিয়ে নানা কথা শুনিয়েছেন.. আবার কিছু মানুষ হয়তো দুঃখ পেয়ে চুপ থেকেছেন ।
কেউ কেউ গালি দিয়ে আনফ্রেন্ড অথবা ব্লক করে দিয়েছেন।
আমার কথা বলি.. আমি খুবই পরিস্কার মনের মানুষ.. যা মনে আসে দুমদাম বলে ফেলি।
ভদ্র ছেলেদের মতো মন ভরা হাগা নিয়ে পারফিউম স্প্রে করে তা ঢাকার চেষ্টা করিনা..
আমাকেও অনেকেই অনেক কটু কথা শুনিয়েছেন.. আমি সবকিছুই মজা হিসেবেই নিয়েছি.. যতদূর মনে পড়ছে.. সবাইকে সংযত ভাবে জবাব দেবার সর্বোচ্চ চেষ্টা করে গেছি..দুদ্দাড় ব্যাক্তিগত আক্রমণ করে কথা বলা আমার অভ্যাসে নেই।
বাংলাদেশি ভায়েরা.. যারা আমাকে সঠিকভাবে চিনতে পেরেছেন তাদের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
পাশাপাশি,
আমাকে যারা পছন্দ করেন না, এড়িয়ে চলেন, ঘৃনা করেন.. আমার লেখা বা পোস্ট পছন্দ করেন না .. তাদের প্রতিও অকৃত্রিম ভালোবাসা ❤❤
যাক গে
রাত গেয়ি , বাত গেয়ি।
আসল কথায় আসা যাক.. আপনাদের সাথে আমার সম্পর্ক প্রানের.. (মানলে মানুন , না মানলে নো প্রবলেম) কারন আমি একজন কৃষক.. আপনাদের থেকে অনেক শিখেছি, স্নেহ ভালবাসা শ্রদ্ধা সব পেয়েছি .. এটা অস্বীকার করার মতো অকৃতজ্ঞ আমি নই..সত্যি বলতে অস্বীকার করার সাহস এবং স্পর্ধা , ইচ্ছে কোনোটাই নাই।
দুনিয়ার কৃষক-শ্রমিকদের মধ্যে ভেদাভেদ থাকার কথা নয়।
তো সেই কৃষক হবার অধিকারেই আজ কয়েক কথা বলে যাচ্ছি..
১.হুজুগ বস্তু টা বর্জন করুন.. এটা আপনাদের উপর মারাত্মক আকারে হবি হয়ে পড়ে। যেকোনো ছোটখাটো ঘটনায়।এর ফল হয় মারাত্মক। স্মার্ট এবং প্র্যাকটিক্যাল হতে হবে ভাই ।অবশ্যই সব গুন আপনাদের আছে.. তবে প্রফেশনাল হতে হবে আরো দৃঢ় ভাবে।
২. যে ফসল বা খাদ্য শষ্য , পন্যের ঘাটতি হয় প্রতি বছর সেগুলো অল্প অল্প করে প্রতি মরশুমে চাষ করতে চেষ্টা করুন ( খুব বেশি নাহলেও অন্তত নিজেদের পরিবারের চাহিদা মেটাতে) ব্যার্থতা আসবে, তারপরও ভুল গুলো শুধরে নিয়ে আবারো চেষ্টা করুন.. একদিন সফল হবেন.. নিশ্চিত।
৩. বাগানে, ছাদ বাগানে, বাসা/বাড়ির আঙ্গিনায় / যে যেখানে পারেন কাচা শাক সবজি আনাজপাতির চাষ করুন।
৪.প্রতি বছর কোন সময়ে, কোন খাদ্য পন্যের ঘাটতি চরমে ওঠে সেই সময় টা চিহ্নিত করে টার্গেট করে ঐ খাদ্যপণ্যের উৎপাদন করতে চেষ্টা করুন ।
৫.সামান্য পরিশ্রম আর চেষ্টা দিয়েই এগুলো সহজেই করা যায়.. দরকার শুধুমাত্র উন্নত মানসিকতার। আশা সেটারও কমতি নেই আপনাদের মধ্যে।
৬. কৃষকদের বলবো.. একচেটিয়া এক ফসল না ফলিয়ে চাষে বিভিন্নতা আনতে চেষ্টা করুন।
৭. কয়েকটা দেশ বাদে, কোনো দেশের কোনো সরকার কৃষি বান্ধব ছিলো না, না এখন আছে, না আগামি তে থাকবে.. কাজেই নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে.. সুতরাং নেতাদের পোঁদে ঘুরে সময় নষ্ট করবেন না। দেশ ও দশের কথা ভেবেই কৃষি পরিকল্পনা সঠিকভাবে গড়ে তুলে.. সমন্বিত কৃষিতে নিজেদের কর্নভাট করুন।
৮.কৃষির পাশাপাশি সুযোগ থাকলে অবশ্যই কয়েকটা দেশি হাসমুরগি, ছাগল, গরু পালন করুন এবং এদের ওয়েস্টেজ গুলোর সদগতি করে চাষের খরচ কমিয়ে নিতে সচেষ্ট হোন।
বোকার মতো পেয়াজ কে না বলুন,
পেয়াজ খাবেন না, এই করুন, সেই করুন, এটা করবেন না, সেটা করবেন না.. এসব ফাঁকা বুলি ফেইসবুকে ঝেড়ে লাভ নেই ভাই.. কারন চাষবাস টা এখানে হয়না.. ওটা করতে কাদামাটি মেখে মাঠেই নামতে হয়।
বাংলাদেশের মানুষ যদি এভাবেই একটু চাষ পদ্ধতি পাল্টে নিতো.. সিন্ডিকেট গুলো মাঠে মারা যেতো।
আপনাদের জ্ঞ্যান দেবার মতো যোগ্যতা আমার নেই আর হবেও না.. আপনারা বিচক্ষণ, সিদ্ধান্ত শুধু মাত্র আপনাদেরই হাতে।
পৃথিবীর বাসিন্দা হিসেবে... সহবাসিন্দা দের জন্য বিচলিত হওয়া টা দোষের কিছু নয় বোধকরি।
লেখাটা সহজভাবে নিলে নিন.. না নিতে পারলে এড়িয়ে যাবেন, অসহ্যকর বা বিরক্তিকর মনে হলে আনফ্রেন্ড অথবা ব্লক সাচ্ছন্দে করতে পারেন.. একটাই অনুরোধ হেগে দুর্গন্ধ ছড়াবেন না.. (আহবান টা দুই দেশের সবার জন্য)
আপনাদের নিয়ে মজা করি যেই অধিকার থেকে, ঠিক সেই অধিকার থেকেই আজকের পোস্ট টাও করেছি.. নিজের চরকায় তেল দেবার কথা বলবেন না, কারন আপনারা আমার নিজেরই লোক ❤❤