Biman Bangladesh Airlines

  • Home
  • Biman Bangladesh Airlines

Biman Bangladesh Airlines Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Biman Bangladesh Airlines, Travel Company, .

18/03/2024

Fahim./আফিফ
Biman Bangladesh Airlines
✈️ বিমান বন্দরে নিয়োগ বিজ্ঞপ্তি।
চলছে আবেদন করতে পারবে।

পদবি সমূহঃ-
ট্রামিনাল চেকপোস্ট
#বেতন স্কেলঃ-১৭০০০-১৯০০০ টাকা
ট্রলি ম্যান
#বেতন স্কেলঃ- ১৬০০০-১৭,৫০০টাকা।
গ্রাউন্ড ক্লিনার :১৪০০০-১৫০০০ টাকা
আবেদন করতে আপনার ছবি,সার্টিফিকেট,এনআইডি কার্ড অথবা জন্ম সনদ এর ছবি তুলে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এপাঠান:01795822524(সকাল ৯ টা থেকে রাত ৮ টা পযন্ত)।

★শিক্ষাগত যোগ্যতা :- জেএসসি/এসএসসি/এইচএসসি
★ডিউটি টাইমঃ- ৮ ঘন্টা।
★বয়সঃ- ১৭ থেকে ৩৫ বছর।
🚟🚟কর্মস্থলঃ-
ঢাকা=শাহজালাল আন্তর্জাতিক
✈️ বিমানবন্দর ৩য় ট্রামিনাল
বাংলাদেশ এয়ারলাইনসের নিয়োগ অফিস কুর্মিটোলা বলাকা থেকে জয়েনিং লেটার সংগ্রহ করে এয়ারপোর্টে যোগদান করবেন। ধন্যবাদ।
বি.দ্রঃ এস এম এস দিয়ে দিয়ে কথা বলা যাবেনা, আদেশক্রমে বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ধন্যবাদ।

18/03/2024

কেন কেবিন ক্রু হবেন?

কেবিন ক্রু বা এয়ার হোস্টেস তরুণ প্রজন্মের কাছে স্বপ্নময় এক পেশা। এ পেশায় উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে হালের ক্যারিয়ার ওরিয়েন্টেড তরুণরা প্রতিশ্রুতিবদ্ধ। হবেনই-বা না কেন! শুধু আর্থিকভাবেই মর্যাদার নয়, বরং ভিন্ন রকম অ্যাডভেঞ্চারের স্বাদও মেলে এই পেশায়। পাখির মতো ‘উড়াল দেয়া যায় আকাশে’।

বিমানে করে দেশে দেশে ঘুরে বেড়ানো যায়। এ পেশাটায় নিজেকে যুক্ত করতে চাইলে গ্ল্যামার থাকা চাই। তবে শুধু গ্ল্যামারই এখানে গুরুত্বপূর্ণ নয়।
ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস, আর ঝুঁকি নেয়ার মানসিকতাও সমান প্রয়োজনীয়। স্মার্টনেস, যোগাযোগ দক্ষতা, ভাষাজ্ঞান সর্বপরি মনের ভেতরে একটা সৌন্দর্যবোধ থাকা চাই এ পেশায় আসতে চাইলে। উদ্যামীদের ঝোক বাড়তে থাকায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই পেশা। আর স্বভাবতই, এখানে বাড়ছে প্রতিযোগিতাও।

এই প্রতিযোগিতায় নিজেকে সমবেত করার জন্য যে সুদীর্ঘ প্রস্তুতি অনিবার্য- তাও নয়। বরং কিছু প্রশিক্ষণ কোর্স করেও বাংলাদেশ বিমান ও বেসরকারি দেশী-বিদেশী এয়ারলাইনগুলোতে চাকরির সুযোগ পেতে পারেন আপনি। এটি এমনই এক আন্তর্জাতিক কর্মক্ষেত্র, যার ফলে শুধু বাংলাদেশ নয়; বিশ্বের অন্যান্য দেশের এয়ারলাইন্সগুলোতেও সফল ক্যারিয়ার গড়ার সম্ভাবনা রয়েছে।

এয়ারলাইন্সে কাজ করা যেমন মর্যাদার তেমনি অ্যাডভাঞ্চারাস। এখানে রয়েছে গ্লোবাল ক্যারিয়ার। আপনি এ কাজের যোগ্যতা অর্জন করতে পারলে গোটা বিশ্ব হবে আপনার কর্মক্ষেত্র। সেই সঙ্গে রয়েছে একাধিক সুযোগ-সুবিধা যেমন উচ্চ বেতন কাঠামো, চিকিৎসা ভাতা, ফ্রি থাকা-খাওয়া, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘোরাঘুরি এসব সুযোগ রয়েছে |

আপনার স্বপ্ন যদি হয়ে থাকে এয়ার হোস্টেজ বা কেবিন ক্রু হয়ে আকাশে এবং দেশ-বিদেশ ভ্রমন করার তাইলে আর দেরি কেন?

আপনার সেই স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করবে ঢাকার প্রাণকেন্দ্র হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।

তাই নিজেকে একজন এভিয়েশন সেক্টরের গর্বিত সদস্য করতে , সায়েন্স এন্ড ম্যানেজমেন্টI
স্বল্প শিক্ষাগত যোগ্যতা কে পুঁজি করে আন্তর্জাতিক মানের একটি ক্যারিয়ার গড়ার জন্য চমৎকার একটি প্লাটফর্ম হচ্ছে এয়ার হোস্টেস/ কেবিন ক্রু জব।
প্রবল ইচ্ছাশক্তি ও লেগে থাকার মাধ্যমেই ক্যাবিন ক্রু হয়ে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে জীবন গড়া যায়।
ফরম নেওয়ার জন্য যোগাযোগ করুন

18/03/2024

প্রিয় প্রার্থী!

আন্তর্জাতিক বিমানবন্দরে যদি আবেদন করতে ইচ্ছুক হোন তাহলে আপনার মূল্যবান কাগজপএের ছবি তুলে এখানে সাবমিট করে আবেদনটি সম্পূর্ণ করতে আমাদের সহযোগিতা করুন।
১.র্সাটিফিকেট অথবা মার্কশিটের ছবি।
২.জন্ম সনদ অথবা NID কার্ডের ছবি।
৩.পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।
✔️অফিস থেকে ভেরিফাই করার পরে আপনি সিলেক্টেড হলে আপনাকে ৬ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে জানিয়ে দেওয়া হবে।

15/03/2024

✈️ Biman Bangladesh Airlines ✈️
আন্তর্জাতিক" বিমানবন্দরে #নিয়োগ #বিজ্ঞপ্তি #চলছে!
#বেতনস্কেলঃ- ১৮,০০০/- থেকে ৩০,০০০/- টাকা পর্যন্ত!
জেএসসি/এস'এসসি/এইচ~এসসি/অনার্স পাশেই!
📲যোগাযোগ:-+8801795822524~~(WhatsApp)
১ #পাসপোর্ট চেকার (১৮) জন/
২ #ট্রলি মেন( ২০)/
৩ #সেফটি সুপারভাইজার (২৫) জন/
৪ #রিসিপশন ( মেয়ে ) (১৭) জন/
✔ #আবেদন করতে চাইলে আপনার CV পাঠিয়ে দেন।
✔ বাংলাদেশ #এয়ারলাইনস। ( ঢাকা~সিলেট~চট্টগ্রাম )
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ অফিস কুর্মিটোলা বলাকা থেকে জয়েনিং লেটার সংগ্রহ করে এয়ারপোর্টে যোগদান করবেন। ধন্যবাদ।
বি.দ্রঃ এস এম এস দিয়ে দিয়ে কথা বলা যাবেনা, আদেশক্রমে বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ধন্যবাদ।
যে কোন তথ্য জানতে কল করুন,
Hotline:- +88001795822524

Address


Telephone

+8809638679114

Website

Alerts

Be the first to know and let us send you an email when Biman Bangladesh Airlines posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Biman Bangladesh Airlines:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share