18/03/2024
কেন কেবিন ক্রু হবেন?
কেবিন ক্রু বা এয়ার হোস্টেস তরুণ প্রজন্মের কাছে স্বপ্নময় এক পেশা। এ পেশায় উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে হালের ক্যারিয়ার ওরিয়েন্টেড তরুণরা প্রতিশ্রুতিবদ্ধ। হবেনই-বা না কেন! শুধু আর্থিকভাবেই মর্যাদার নয়, বরং ভিন্ন রকম অ্যাডভেঞ্চারের স্বাদও মেলে এই পেশায়। পাখির মতো ‘উড়াল দেয়া যায় আকাশে’।
বিমানে করে দেশে দেশে ঘুরে বেড়ানো যায়। এ পেশাটায় নিজেকে যুক্ত করতে চাইলে গ্ল্যামার থাকা চাই। তবে শুধু গ্ল্যামারই এখানে গুরুত্বপূর্ণ নয়।
ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস, আর ঝুঁকি নেয়ার মানসিকতাও সমান প্রয়োজনীয়। স্মার্টনেস, যোগাযোগ দক্ষতা, ভাষাজ্ঞান সর্বপরি মনের ভেতরে একটা সৌন্দর্যবোধ থাকা চাই এ পেশায় আসতে চাইলে। উদ্যামীদের ঝোক বাড়তে থাকায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই পেশা। আর স্বভাবতই, এখানে বাড়ছে প্রতিযোগিতাও।
এই প্রতিযোগিতায় নিজেকে সমবেত করার জন্য যে সুদীর্ঘ প্রস্তুতি অনিবার্য- তাও নয়। বরং কিছু প্রশিক্ষণ কোর্স করেও বাংলাদেশ বিমান ও বেসরকারি দেশী-বিদেশী এয়ারলাইনগুলোতে চাকরির সুযোগ পেতে পারেন আপনি। এটি এমনই এক আন্তর্জাতিক কর্মক্ষেত্র, যার ফলে শুধু বাংলাদেশ নয়; বিশ্বের অন্যান্য দেশের এয়ারলাইন্সগুলোতেও সফল ক্যারিয়ার গড়ার সম্ভাবনা রয়েছে।
এয়ারলাইন্সে কাজ করা যেমন মর্যাদার তেমনি অ্যাডভাঞ্চারাস। এখানে রয়েছে গ্লোবাল ক্যারিয়ার। আপনি এ কাজের যোগ্যতা অর্জন করতে পারলে গোটা বিশ্ব হবে আপনার কর্মক্ষেত্র। সেই সঙ্গে রয়েছে একাধিক সুযোগ-সুবিধা যেমন উচ্চ বেতন কাঠামো, চিকিৎসা ভাতা, ফ্রি থাকা-খাওয়া, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘোরাঘুরি এসব সুযোগ রয়েছে |
আপনার স্বপ্ন যদি হয়ে থাকে এয়ার হোস্টেজ বা কেবিন ক্রু হয়ে আকাশে এবং দেশ-বিদেশ ভ্রমন করার তাইলে আর দেরি কেন?
আপনার সেই স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করবে ঢাকার প্রাণকেন্দ্র হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
তাই নিজেকে একজন এভিয়েশন সেক্টরের গর্বিত সদস্য করতে , সায়েন্স এন্ড ম্যানেজমেন্টI
স্বল্প শিক্ষাগত যোগ্যতা কে পুঁজি করে আন্তর্জাতিক মানের একটি ক্যারিয়ার গড়ার জন্য চমৎকার একটি প্লাটফর্ম হচ্ছে এয়ার হোস্টেস/ কেবিন ক্রু জব।
প্রবল ইচ্ছাশক্তি ও লেগে থাকার মাধ্যমেই ক্যাবিন ক্রু হয়ে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে জীবন গড়া যায়।
ফরম নেওয়ার জন্য যোগাযোগ করুন