Paragon Trip

Paragon Trip Welcome to ParagonTrip official page We look forward to reading about your memorable travel
(2)

নিউজিল্যান্ডের শীর্ষ পাঁচ নিয়োগ এজেন্সি যা বিদেশি কর্মী নিয়োগ দেয়।নিউজিল্যান্ডের দৃঢ় অর্থনীতি এবং উচ্চ জীবন মানের কারণে...
27/03/2024

নিউজিল্যান্ডের শীর্ষ পাঁচ নিয়োগ এজেন্সি যা বিদেশি কর্মী নিয়োগ দেয়।

নিউজিল্যান্ডের দৃঢ় অর্থনীতি এবং উচ্চ জীবন মানের কারণে এটি পৃথিবীর বিভিন্ন দেশের চাকরিপ্রার্থীদের জন্য আকর্ষণীয় একটি গন্তব্য। তবে, বিদেশী হিসেবে চাকরি পাওয়া অনেক চ্যালেঞ্জিং । এই কঠিন কাজকে সহজ করে দেয় এমন ৫ নিয়োগ এজেন্সি নিয়ে আজকের প্রতিবেদন। এই এজেন্সিগুলোর মাধ্যমে বিশ্বের যেকোনো দেশ থেকে চাকরির অফার নিয়ে নিউজিল্যান্ডে যেতে পারবেন।

১। র‌্যান্ডস্ট্যাড নিউজিল্যান্ড: বিশ্বের ৩৮ টি দেশে এই এজেন্সি কাজ করে থাকে। নিউজিল্যান্ডের বড় কোম্পানিতে তারা জনবল নিয়োগ প্রক্রিয়ায় সহায়তা করে। আপনি এই এজেন্সির ওয়েব সাইটে আপনার সিভি সাবমিট করে রাখতে পারেন। এখান থেকে নিউজিল্যান্ডে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।


২। মাইকেল পেজ নিউজিল্যান্ড: মাইকেল পেজকে দক্ষ, অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেয় এই এজেন্সি। নিউজিল্যান্ডের বিভিন্ন সেক্টরে কাজে সঠিক কর্মী নিয়োগ প্রক্রিয়ায় এরা সহায়তা করে।

৩। হেয়স নিয়োগ নিউজিল্যান্ড: সারা বিশ্বের যতগুলো আন্তর্জাতিক নিয়োগ এজেন্সি রয়েছে তার মধ্যে "হায়েস " অন্যতম। এই এজেন্সি ইউরোপ ও অস্ট্রেলিয়া মহাদেশের প্রায় সকল দেশেই কাজ করে থাকে। দক্ষ অদক্ষ বা বিশেষজ্ঞ সব ধরনের জনবল নিয়েই এই এজেন্সি কাজ করে থাকে। এদের অফিসিয়াল ওয়েব সাইটে একাউন্ট খুলে সুন্দর ভাবে প্রোফাইল সাজিয়ে বিভিন্ন কোম্পানিতে চাকরির আবেদন করতে পারেন।

৪। রবার্ট ওয়াল্টার্স নিউজিল্যান্ড:
রবার্ট ওয়াল্টার্স বিভিন্ন খাতে পেশাদারদের জন্য পেশাদারদের জন্য বিশেষজ্ঞ নিয়োগ সেবা সরবরাহ করে। তাদের অভিজ্ঞ পরামর্শকারী দল প্রতিটি পদজুড়ের জন্য ব্যক্তিগত সমর্থন সরবরাহ করে, তাদের কাছে উপস্থাপিত হয়ে গেলে সঠিক চাকরি সুযোগ নিয়ে তাদের সাথে নিযুক্তির প্রক্রিয়ায় সহযোগিতা প্রদান করে। নিউজিল্যান্ডের প্রধান শহরের অফিসে তাদের উপস্থিতি রয়েছে, যা বিদেশী চাকরিচাহিদাদের সুযোগ প্রদান করে।

৫। ইমার্জেন্ট নিউজিল্যান্ড:
ইমার্জেন্ট একটি বুটিক নিয়োগ সংস্থা, যা তথ্যপ্রযুক্তি, প্রকৌশল এবং নির্মাণ শ্রেণীগুলিতে দক্ষ পেশাদারদের বিনিয়োগ করে। তাদের আমন্ত্রিত পরামর্শকারী দলের অভিজ্ঞতা বিশ্বব্যাপী নিয়োগ সেবা গভীরভাবে সহায়তা করে, বিদেশী প্রার্থীদের নিউজিল্যান্ডের উন্নত শিল্পে মেধাবী কর্মসংস্থান অফার করে।

নিউজিল্যান্ডের চাকরিপ্রাপ্তি বাজারে বিদেশী হিসেবে নিয়োগ পাওয়া সহজ কাজ নয়, কিন্ত সঠিক এজেন্সির মাধ্যমে চেষ্টা করলে তা সম্ভব।
contact number : 01306-258763
Gmail : [email protected]
website: https://paragontrip.com/

Face book : https://www.facebook.com/paragontrip?mibextid=ZbWKwL

Youtabe: https://www.youtube.com/

Tiktok: https://www.tiktok.com/.trip?_t=8kaKy3ANxpp&_r=1

Twitter : https://x.com/ParagonTrip?t=hd9FNg_84qEBZwzM5lsuig&s=09

LinkedIn : https://www.linkedin.com/in/paragon-trip-3a3b742b2?utm_source=share&utm_campaign=share_via&utm_content=profile&utm_medium=android_app

L

২০২৪ সালে অস্ট্রেলিয়ার কাজের ভিসায় কত টাকা লাগে। বর্তমানে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার কাজের ভিসায় বাংলাদেশ থেকে দক্ষ ও অদ...
27/03/2024

২০২৪ সালে অস্ট্রেলিয়ার কাজের ভিসায় কত টাকা লাগে। বর্তমানে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার কাজের ভিসায় বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ শ্রমিক নেওয়া চালু রয়েছে। অনেকেই জানেন না কাজের ভিসা নিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য কত টাকা খরচ হয়। আর এই সুযোগে বিভিন্ন মানুষ ও এজেন্সি বিভিন্ন ভাবে অস্ট্রেলিয়ায় যারা যেতে ইচ্ছুক তাদের সাথে প্রতারণা করে যাচ্ছে। আজকের এই পোস্টে ২০২৪ সালে অস্ট্রেলিয়ায় কাজের ভিসায় যাওয়ার জন্য কত খরচ হয় তা নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

বাংলাদেশের বেশিরভাগ মানুষই কাজের উদ্দেশ্যে প্রবাস জীবন বেঁছে নেই। বাংলাদেশ থেকে অনেকেই কাজের উদ্দেশ্যে বিভিন্ন দেশে যায়। বিভিন্ন দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ হল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া কাজের চাহিদা অনেক বেশি। যার কারণে বাংলাদেশ থেকে অনেক প্রবাসী ভাইদের ইচ্ছা থাকে অস্ট্রেলিয়া যাওয়ার। অস্ট্রেলিয়া কাজের ভিসায় আপনি যেরকম কাজ পেতে পারেন তাহল,ক্লিনার, গবাদি পশু পালন,
কৃষিকাজ, হোটেল, ড্রাইভার,মেকানিক্যাল
লেবার, কনস্ট্রাকশন, ইলেকট্রনিক্স
এবং ফুড প্যাকেজিং।

বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য কাজের ভিসার খরচ ২ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে।
আর দালালের মাধ্যমে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য কাজের ভিসার খরচ ৬ লক্ষ টাকার উপরেও পড়তে পারে।
আর যদি এজেন্সির মাধ্যমে যান তাহলে অস্ট্রেলিয়া কাজের ভিসার খরচ ৩ থেকে ৫ লক্ষ টাকা মধ্যেই হয়ে যাওয়ার কথা। কিন্তু এজেন্সিগুলো এই খরচ ১০ থেকে ১২ লক্ষ টাকার মতো নিয়ে থাকে।

অস্ট্রেলিয়ায় কাজের ভিসা আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম ও পদক্ষেপ অনুসরণ করতে হয়। এই ধরনের ভিসা আবেদনের জন্য আপনাকে অস্ট্রেলিয়ার আপেক্ষিক কাজের বিষয়ে সঠিক তথ্য সরবরাহ করতে হবে। অনলাইনে অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন করার জন্য আপনি নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন:

ভিসা ধরণ নির্বাচন করুন: প্রথমে আপনাকে একটি কাজের ভিসা ধরণ নির্বাচন করতে হবে। এটি আপনার কাজের অবস্থার উপর নির্ভর করে।
অনলাইনে আবেদন করুন: অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন ও কিয়ার গেটস কমিশন (Department of Home Affairs) এর ওয়েবসাইটে অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন করতে হয়। এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন ফরম পূরণ করতে হবে।
আবেদন ফরম পূরণ করুন: অ্যাপ্লিকেশন ফরম পূরণের সময় আপনার সঠিক তথ্য সরবরাহ করতে হবে। এটি আপনার ব্যক্তিগত ও পেশাদার তথ্য, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি অধিকরণ করে।
আবেদন ফি পরিশোধ করুন: ভিসা আবেদন করার জন্য অস্ট্রেলিয়া সরকার থেকে আবেদন ফি প্রদান করতে হতে পারে। এই ফি অনলাইনে অথবা অন্যান্য প্রযোজ্য পদ্ধতিতে প্রদান করা যেতে পারে।
সাপোর্টিং ডকুমেন্টস সংগ্রহ করুন: আবেদনের সাথে আপনার পাসপোর্ট, পেশাদার সাক্ষাতকারের তথ্য, অভিজ্ঞতা সার্টিফিকেট, স্বাক্ষরিত অধিসূচনা পত্র ইত্যাদির মতো সমস্ত প্রমাণপত্র সংগ্রহ করা জরুরি।

এই পদক্ষেপগুলি অনুসরণ করে, আপনি অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন করতে পারেন। তবে, মনে রাখবেন যে আবেদনের প্রক্রিয়া পরিবর্তনশীল হতে পারে, তাই আপনার অবস্থার অনুসারে প্রাসঙ্গিক পরামর্শ ও সহায়তা নিতে কাউকে অনুরোধ করতে পারেন।

ডকুমেন্টস কি কি লাগবে:
বৈধ পাসপোর্ট।
কাজের অফার
জাতীয় পরিচয়পত্রের কপি।
সর্বনিম্ন বয়স ১৮ হতে হবে।
সর্বোচ্চ বয়স ৪৫ বছর মধ্যে থাকতে হবে।
ইংরেজি ভাষার দক্ষতার সার্টিফিকেট।
সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যার ব্যাকগ্রাউন্ড সাদা।
স্বাস্থ্য বীমা।
টিকা কার্ড।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
মেডিকেল রিপোর্ট।
IELTS স্কোর কমপক্ষে ৬ থাকতে হবে।

অঅস্ট্রেলিয়া থেকে কাজের অফার পাওয়ার জন্য আপনার পরিচিত কেউ যদি অস্ট্রেলিয়া থাকে তাহলে তার সাথে যোগাযোগ করুন। অথবা অস্ট্রেলিয়ার জব সাইটে ভালো করে সিভি ও কাভার লেটার তৈরি করে আবেদন করুন। জব অফার পাওয়ার পরে যেতে পারবেন। জব অফার না পেলে যাওয়া যায় না।

এই বিষয় গুলো সব সময় পরিবর্তনশীল। তাই যারা কাজের ভিসা নিয়ে অস্ট্রেলিয়া যেতে চান তারা নিকস্থ অস্ট্রেলিয়ার হাই কমিশনের ওয়েব সাইটে ভিজিট করুন।
যোগাযোগ : 01306-258763
Gmail : [email protected]
website: https://paragontrip.com/

Face book : https://www.facebook.com/paragontrip?mibextid=ZbWKwL

Youtabe: https://www.youtube.com/

Tiktok: https://www.tiktok.com/.trip?_t=8kaKy3ANxpp&_r=1

Twitter : https://x.com/ParagonTrip?t=hd9FNg_84qEBZwzM5lsuig&s=09

LinkedIn : https://www.linkedin.com/in/paragon-trip-3a3b742b2?utm_source=share&utm_campaign=share_via&utm_content=profile&utm_medium=android_app

L

বুলগেরিয়ায় ওয়ার্ক পারমিট ভিসাবুলগেরিয়া একটি উন্নত বাজার যেখানে বিভিন্ন পেশাদার ব্যক্তিদের জন্য চাকরি সুযোগ রয়েছে। এ...
27/03/2024

বুলগেরিয়ায় ওয়ার্ক পারমিট ভিসা

বুলগেরিয়া একটি উন্নত বাজার যেখানে বিভিন্ন পেশাদার ব্যক্তিদের জন্য চাকরি সুযোগ রয়েছে। একজন বিদেশি জনগণ যখন বুলগেরিয়াতে চাকরি করতে চান, তাদের প্রথমে একটি ওয়ার্ক পারমিট ভিসা অনুমোদন করতে হয়। এই প্রস্তুতি ও অনুমোদনের প্রক্রিয়াটি সহজ নয়, কিন্তু সঠিক পদক্ষেপ অনুসরণ করলে এটি সম্পন্ন হয়ে যায়।

১. বুলগেরিয়াতে চাকরি প্রাপ্তির জন্য প্রথমে বিদেশি ব্যক্তির কাছে চাকরির অফার পেতে হবে।
২. ভিসা আবেদন: প্রস্তাবিত চাকরিতে আবেদনকারীরা অফিসিয়াল ভিসা আবেদন পত্র জমা দিতে হবে।
৩. ব্যাকগ্রাউন্ড চেক: কিছু পরিস্থিতির জন্য ব্যাকগ্রাউন্ড চেক প্রয়োজন হতে পারে, যেমন কর্মস্থলে যাওয়ার আগে অভিজ্ঞতা প্রমাণ।
৪. প্রয়োজনীয় দলিল সংগ্রহ: নথিগুলি, যেমন শিক্ষাগত সনদ, পাসপোর্ট, ভাষার দক্ষতা প্রমাণ, স্বাস্থ্য প্রমাণপত্র ইত্যাদি সম্পূর্ণ ও সঠিক হতে হবে।

প্রসেস:
১.অনলাইন আবেদন: ভিসা আবেদনকারীরা অনলাইনে একটি আবেদন ফর্ম পূরণ করে জমা দিতে হবেন।
২. নথি সংগ্রহ: সঠিক নথি সম্প্রদানের জন্য আবেদনকারীদের সঠিক প্রয়োজনীয় দলিল সংগ্রহ করতে হবে।
৩. ভিসা অনুমোদন: অনুমোদিত হওয়ার পর, ভিসা অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
৪. চাকরিতে সক্রিয়তা: ভিসা অনুমোদন প্রাপ্তির পর, আবেদনকারী বুলগেরিয়ায় চাকরি শুরু করতে পারেন। প্রয়োজনে, অফিসিয়াল নথি প্রমাণের জন্য স্থানীয় সরকারের অফিসে সাক্ষাত্কারের সময়ে উপস্থিত হতে হবে।

সহায়তা এবং সুবিধা:
বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসা প্রাপ্তির জন্য উপযুক্ত নথি সংগ্রহ ও সঠিক প্রসেস অনুসরণ করতে হবে ।
যোগাযোগ : 01306-258763

আপনার যদি দুবাইয়ের দুই বছরের রেসিডেন্স পারমিট থাকে এবং আপনার ব্যাংকে যদি ৫ লাখ টাকা দেখাতে পারেন তাহলে এই ভিসার জন্য আবে...
27/03/2024

আপনার যদি দুবাইয়ের দুই বছরের রেসিডেন্স পারমিট থাকে এবং আপনার ব্যাংকে যদি ৫ লাখ টাকা দেখাতে পারেন তাহলে এই ভিসার জন্য আবেদন করতে পারেন। অস্ট্রিয়ায় পয়েন্ট বেসড পদ্ধতিতে ভিসা দিয়ে থাকে। সাধারণত ৭০ পয়েন্ট পেলে ভিসা পাওয়া যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে ৫৫ পয়েন্ট থাকলেও ভিসা পাওয়া যাবে। এই ভিসায় অস্ট্রিয়া যেয়ে চাকরি খূঁজে নিতে পারবেন। নিজে নিজে অনলাইনে আবেদন করে যেতে পারলে এই ভিসার জন্য খরচ ৩/৪ লাখ টাকার বেশি হবে না।
যোগাযোগ : 01306-258763

Awesome 🇺🇸🫡❤️✈️
27/03/2024

Awesome 🇺🇸🫡❤️✈️







Dubai
27/03/2024

Dubai

Ho Chi Minh City, Vietnam🥰🤩Ho Chi Minh City, formerly known as Saigon, is a bustling metropolis in southern Vietnam know...
27/03/2024

Ho Chi Minh City, Vietnam🥰🤩

Ho Chi Minh City, formerly known as Saigon, is a bustling metropolis in southern Vietnam known for its dynamic energy and rich history.

Miami City, USA🥰🤩Miami City, located in the southeastern United States, is renowned for its vibrant culture, beautiful b...
26/03/2024

Miami City, USA🥰🤩

Miami City, located in the southeastern United States, is renowned for its vibrant culture, beautiful beaches, and bustling nightlife. With its iconic Art Deco architecture in the South Beach neighborhood, Miami offers a unique blend of historic charm and modern luxury.

Mexico City View🥰🥰Call For your Mexico tourist visa  01306-258763 Mexico City, the vibrant capital of Mexico, offers a c...
26/03/2024

Mexico City View🥰🥰
Call For your Mexico tourist visa 01306-258763
Mexico City, the vibrant capital of Mexico, offers a captivating view with its blend of historic architecture, modern skyscrapers, and lush greenery. From iconic landmarks like the Metropolitan Cathedral and the National Palace in the historic center to the bustling streets of neighborhoods like Condesa and Roma, the cityscape is rich in diversity and culture.

What is this line of 38 lakh crore rupees? Saudi Arabia is building a 170 km long line through the desert at a cost of a...
26/03/2024

What is this line of 38 lakh crore rupees?

Saudi Arabia is building a 170 km long line through the desert at a cost of around Rs 38 lakh crore in Indian currency. You will be surprised to know that it is actually being built like a long line of state-of-the-art city named Neom. This city will have no roads, no cars, no pollution. The city of 10 lakh people will be driven by state-of-the-art vehicles powered by 100% clean energy. This artificial intelligence-controlled city is targeted to be built by 2030. A total of 3,80,000 people will be provided employment in Niyama City. World and space

Singapore 💚💚💚💚
26/03/2024

Singapore 💚💚💚💚

Toronto ❤️🇨🇦Cr unknown
26/03/2024

Toronto ❤️🇨🇦

Cr unknown

Booking Your Airtecket call 01306-258763   ❤✈                                         =
26/03/2024

Booking Your Airtecket call 01306-258763 ❤✈
=

The Sydney Opera House, Australia🥰🤩The Sydney Opera House, located in Sydney, Australia, is an architectural marvel and ...
26/03/2024

The Sydney Opera House, Australia🥰🤩

The Sydney Opera House, located in Sydney, Australia, is an architectural marvel and an iconic symbol of the city. Designed by Danish architect Jørn Utzon and opened in 1973, its distinctive sail-like roof structure graces the shores of Sydney Harbour, making it one of the most recognizable buildings in the world.

The Tower Bridge, London City, UK, England😎🤩The Tower Bridge, situated in London City, United Kingdom, is an iconic symb...
26/03/2024

The Tower Bridge, London City, UK, England😎🤩

The Tower Bridge, situated in London City, United Kingdom, is an iconic symbol of the city's rich history and architectural splendor.

নিউজিল্যান্ডে ওয়ার্ক ভিসা প্রসেসিং  2024। নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য আপনাকে যা করতে হবে তার স্টেপ বা...
26/03/2024

নিউজিল্যান্ডে ওয়ার্ক ভিসা প্রসেসিং 2024। নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য আপনাকে যা করতে হবে তার স্টেপ বাই স্টেপ গাইড দেওয়া হল। পোস্টটি আপনার কোন উপকারে আসলে শেয়ার করতে ভুলবেন না।

ভিসা বিভাগ নির্ধারণ করুন:
আপনার পরিস্থিতি অনুযায়ী কোন ধরনের ওয়ার্ক ভিসা প্রয়োজন তা নির্ধারণ করুন, যেমনঃ আপনি কি নিউজিল্যান্ডে অফার করা চাকরি রয়েছে কিনা, আপনার দক্ষতা, যোগ্যতা, এবং আপনি নিউজিল্যান্ডে কতকাল সাথে থাকতে চান।

যোগ্যতা পরীক্ষা করুন:
আপনি আবেদন করতে যে নিউজিল্যান্ড ওয়ার্ক ভিসা বিভাগের জন্য যোগ্যতা প্রয়োজন তা নিশ্চিত করুন। এটি আপনার বয়স, স্বাস্থ্য, চরিত্র, দক্ষতা এবং ইংরেজি ভাষা দক্ষতা সহ অন্যান্য পরিস্থিতি সম্পর্কে হতে পারে।

চাকরি খুঁজুন (যদি প্রয়োজন হয়):
আপনি যদি ওয়ার্ক ভিসা জন্য চাকরি অফার করা প্রয়োজন হয়, তবে নিউজিল্যান্ডে চাকরির সুযোগ খুঁজতে শুরু করুন। আপনার ভিসা আবেদন প্রয়োজন হতে প্রথমে নিউজিল্যান্ডের একটি প্রায় প্রতিষ্ঠান থেকে চাকরি অফার সুরক্ষিত করতে পারেন।

প্রয়োজনীয় নিয়ম পালন করুন:
আপনার ভিসা আবেদনের সকল প্রয়োজনীয় নিয়ম পালন করুন। সাধারণত নিয়মগুলি নিম্নলিখিত হতে পারে:
- আপনার পাসপোর্ট
- সম্পূর্ণ ভিসা আবেদন ফর্ম
- চাকরি অফার বা কর্মী চুক্তির প্রমাণ
- যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার প্রমাণ
- পুলিশ ক্লিয়ারেন্স
- মেডিকেল পরীক্ষার রিপোর্ট
- নিউজিল্যান্ডে থাকার সময়ে আপনার নিজের সাপোর্ট করার যথেষ্ট অর্থের প্রমাণ
- ইংরেজি ভাষা দক্ষতা প্রমাণ (যদি প্রয়োজন হয়)

অনলাইনে আবেদন সম্পূর্ণ করুন:
নিউজিল্যান্ড ইমিগ্রেশনের অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং অনলাইন ভিসা আবেদন ফর্ম পূরণ করুন। প্রয়োজনীয় তথ্য সরবরাহ করুন এবং নির্দেশিকা অনুযায়ী সমস্ত প্রয়োজনীয় নিম্নলিখিত করুন।

আবেদন ফি পরিশোধ করুন:
নিউজিল্যান্ড ইমিগ্রেশন দ্বারা গ্রহণযোগ্য পেমেন্ট মেথড ব্যবহার করে অনলাইনে প্রয়োজনীয় ভিসা আবেদন ফি পরিশোধ করুন। ভিসা আবেদন ফির পরিমাণ প্রয়োজন হলে তা ভিসা ধরনের উপর ভিত্তি করে পরিবর্তন করতে পারে।

আবেদন জমা দিন:
অনলাইন আবেদন ফর্ম পূরণ এবং ফি পরিশোধের পর, আপনার আবেদনটি ইমিগ্রেশন নিউজিল্যান্ডের ওয়েবসাইট মাধ্যমে ইলেক্ট্রনিকভাবে জমা দিন।

প্রসেসিং জন্য অপেক্ষা করুন:
আপনার ভিসা আবেদনটি ইমিগ্রেশন নিউজিল্যান্ড দ্বারা প্রসেস করার জন্য অপেক্ষা করুন। এই প্রসেসিং সময় আপনার ভিসা প্রকার এবং গ্রহণযোগ্য আবেদনের পরিমাণের উপর ভিত্তি করে ভিন্ন হতে পারে।

অপেক্ষা করুন:
আপনি ওয়ার্ক ভিসা পাওয়ার যোগ্য হলে, সাধারণভাবে ইমেল বা মেলে আপনার ভিসা প্রেরণ করা হবে।

নিউজিল্যান্ডে ভ্রমণ করুন:
আপনার ভিসা অনুমোদন পাওয়ার পরে, নিউজিল্যান্ডে ভ্রমণের ব্যবস্থা নিন।

কাজ শুরু করুন:
আপনার ভিসা প্রদানকৃত শর্তাবলী অনুসারে বিশ্বাস করুন এবং নিউজিল্যান্ডের ইমিগ্রেশন আইন এবং বিধিমালা মেনে চলুন।

এই ধাপগুলি অনুসরণ করে এবং সমস্ত প্রয়োজনীয় শর্তাবলী মেনে চলে নিউজিল্যান্ডে ওয়ার্ক ভিসা প্রাপ্তির সম্ভাবনা বাড়াতে পারেন। যদি আপনার কোন প্রশ্ন থাকে বা অন্যান্য সাহায্যের প্রয়োজন হয়, নিউজিল্যান্ড ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করতে ভুলবেন না।
যোগাযোগ 01306-258763
GMAIL: [email protected]

26/03/2024

Top 100 Places To Visit On Earth With Paragon Trip

I think it's easy to forget how truly incredible our world is. Enjoy this travel guide featuring the top 100 places to visit on Earth. From the wonders of Africa, to the endless history of Europe, there's something worth discovering in every corner of our world. This is one of my favorite videos I've made and I can't wait to share it with you.

স্বাধীন পরিচয়ে সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে লক্ষ লক্ষ বাংলাদেশি। এই পরিচয় আমাদের গর্ব, আমাদের অহংকার।মহান স্বাধীনতা দিব...
26/03/2024

স্বাধীন পরিচয়ে সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে লক্ষ লক্ষ বাংলাদেশি। এই পরিচয় আমাদের গর্ব, আমাদের অহংকার।
মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

paragon Trip Funs club

Varenna, Lake Como 💕
25/03/2024

Varenna, Lake Como 💕

Best Cities In Asia 2024Via: seasia.stats Paragon Trip
25/03/2024

Best Cities In Asia 2024

Via: seasia.stats Paragon Trip

Top 10 Tallest Buildings in Southeast Asia©️ Paragon Trip
25/03/2024

Top 10 Tallest Buildings in Southeast Asia

©️ Paragon Trip

The Petronas Twin Tower, Kuala Lumpur, Malaysia🤩😍The Petronas Twin Towers, located in Kuala Lumpur, Malaysia, are an ico...
25/03/2024

The Petronas Twin Tower, Kuala Lumpur, Malaysia🤩😍

The Petronas Twin Towers, located in Kuala Lumpur, Malaysia, are an iconic symbol of the city's modernity and prosperity. Standing at 451.9 meters tall, these twin skyscrapers held the title of the world's tallest buildings from 1998 to 2004.

the beautiful Milan Italy✨
25/03/2024

the beautiful Milan Italy✨

Bangkok City, Thailand😍Bangkok City, the vibrant capital of Thailand, is a bustling metropolis known for its rich cultur...
25/03/2024

Bangkok City, Thailand😍

Bangkok City, the vibrant capital of Thailand, is a bustling metropolis known for its rich cultural heritage, ornate temples, and lively street life.

প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত ভিয়েতনামের ভিসা মাত্র ৪,৫০০/- টাকা । কম সময়ে স্বচ্ছ ও নির্ভুল ভাবে ভিসা প্রসেসিং করে ...
25/03/2024

প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত ভিয়েতনামের ভিসা মাত্র ৪,৫০০/- টাকা । কম সময়ে স্বচ্ছ ও নির্ভুল ভাবে ভিসা প্রসেসিং করে আপনার বিদেশ ভ্রমণ করুন সহজ ও আনন্দময়। ভিসা প্রসেসিং এর সঠিক দিক-নির্দেশনা পেতে যোগাযোগ করুন:-
ঠিকানাঃ Paragon Trip
মোবাইল - 01306-258763

হিমালয়কন্যার দেশ নেপাল ভিজিট ভিসা মাত্র ৩,৫০০/- টাকায়। জীবনকে উপভোগ করতে হলে মাঝে মাঝে ভ্রমণ করাটা জরুরি। না হলে জীবনের...
25/03/2024

হিমালয়কন্যার দেশ নেপাল ভিজিট ভিসা মাত্র ৩,৫০০/- টাকায়। জীবনকে উপভোগ করতে হলে মাঝে মাঝে ভ্রমণ করাটা জরুরি। না হলে জীবনের মানেই হারিয়ে যাবে। আপনার ভ্রমণকে সুন্দর করতে Paragon Trip রয়েছে আপনার পাশে। তাই দেরি না করে নির্ভুলভাবে ভিসা প্রসেসিংয়ের জন্য চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে।
ঠিকানাঃ Paragon Trip
মোবাইল - 01306-258763

গত জানুয়ারি মাসে এই ভাই বারবার এম্বেসিতে ইমেইল করার কারণে তার ভিসা দেখেন কি অবস্থা, হওয়া ভিসা রিজেক্ট করে দিছে বুলগেরিয...
25/03/2024

গত জানুয়ারি মাসে এই ভাই বারবার এম্বেসিতে ইমেইল করার কারণে তার ভিসা দেখেন কি অবস্থা, হওয়া ভিসা রিজেক্ট করে দিছে বুলগেরিয়া এম্বাসি!
হায়রে বাঙালি ধৈর্য নাই!

এম্বাসিতে এত গুতাগুতির প্রয়োজন নাই, তাদেরকে নিজেদের মতো কাজ করার মত একটা পর্যাপ্ত সময় দিন "
অতিরিক্ত সময় চলে গেলে হয়তো আপনি একটি বা দুইটি মেইল করতে পারেন "

বুলগেরিয়ার ভিসা রেশিও মোটামুটি ৮০% পার্সেন্ট আছে স্টুডেন্ট এবং ওয়ার্ক পারমিট!

সবার জন্য শুভ কামনা রইলো! 🇪🇺😍
রোমানিয়া এবং ইউরোপের আপডেট তথ্য পেতে ফলো করুন আমাদের পেজ এবং গ্রুপ : Paragon Trip

Paragon Trip Travel Information for Go Abroad 🇪🇺🇷🇴✈️

#বাংলা_প্রবাস

নরওয়ে প্রবাসী আব্দুল মজিদ  । তিনি Paragon Trip  সাথে যোগাযোগ করলেন। আর জানতে চাইলেন আকাশপথে একজন যাত্রী বিনা শুল্কে (ট্য...
25/03/2024

নরওয়ে প্রবাসী আব্দুল মজিদ । তিনি Paragon Trip সাথে যোগাযোগ করলেন। আর জানতে চাইলেন আকাশপথে একজন যাত্রী বিনা শুল্কে (ট্যাক্স) কি কি পণ্য সাথে আনতে পারবেন?

প্রবাসী আব্দুল মজিদ চাচার মতো আপনিও সচেতন হোন। যে দেশে যাবেন, যাবার আগে জেনে নিন সেই দেশের কাস্টমস রুলস।

বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের ব্যাগেজ পলিসি (অপর্যটক) অনুযায়ী আকাশপথে একজন যাত্রী বিনা শুল্কে (ট্যাক্স) কি কি পণ্য সাথে আনতে পারবেন তার তালিকা নিচে দেয়া হলো।

বিদেশ থেকে ব্যাগেজ সুবিধায় একজন যাত্রী নিম্নে বর্ণিত ১টি করে পণ্য বিনা শুল্কে (ট্যাক্স) সাথে আনতে পারবেন।

** ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার ও ২০০ গ্রাম ওজনের রৌপ্য অলংকার (এক প্রকার অলংকার ১২ টির অধিক হবে না)

** ২টি মোবাইল ফোন
** ২৯ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন
** ক্যাসেট প্লেয়ার/টু-ইন-ওয়ান
** সিডি প্লেয়ার
** ডিস্কম্যান/ওয়াকম্যান (অডিও)
** ডেস্কটপ/ল্যাপটপ কম্পিউটার (একটি UPS সহ)
** কম্পিউটার স্ক্যানার
** সাধারণ ও বৈদ্যুতিক টাইপরাইটার
** প্রিন্টার, ফ্যাক্স মেশিন, টেলিফোন সেট
** ভিডিও ক্যামেরা (Hd Cam, DV Cam, BETA Cam যেমন পেশাদারি কাজে ব্যবহৃত হয় এরূপ ক্যামেরা ব্যতীত)
** স্টিল ক্যামেরা/ডিজিটাল ক্যামেরা
** ওভেন রাইস কুকার
** প্রেসারকুকার/গ্যাস ওভেন (বার্নারসহ)
* টোস্টার/স্যান্ডউইচ মেকার
** ব্লেন্ডার/জুসার
** কফি মেকার
** ফুড প্রসেসর
** গৃহস্থালি সেলাই মেশিন
** টেবিল/প্যাডেস্টাল ফ্যান/গৃহস্থালি সিলিং ফ্যান
** স্পোর্টস সরঞ্জাম (ব্যক্তিগত ব্যবহারের জন্য)

#বাংলা_এভিয়েশন #বাংলা_প্রবাস

Inside Emirates A380 Economy Class | AIRBUSBooking your air Tecket call 01306-258763                                    ...
25/03/2024

Inside Emirates A380 Economy Class | AIRBUS
Booking your air Tecket call 01306-258763

Address


Alerts

Be the first to know and let us send you an email when Paragon Trip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Paragon Trip:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share