Trekzo

Trekzo It’s a self travel site. Everybody can shear their travel experience and also make a travel with trekzo

শুভ বিজয়া দশমী-বিজয়া দশমীর এই শুভ মুহূর্তে Trekzo  এর পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা❤️🙏
13/10/2024

শুভ বিজয়া দশমী-
বিজয়া দশমীর এই শুভ মুহূর্তে Trekzo এর পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা❤️🙏

Trekzo এর পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা❤️🙏
09/10/2024

Trekzo এর পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা❤️🙏

সকলকে ঈদের শুভেচ্ছা!! শুভ হোক মঙ্গল হোক সকলের🙂
17/06/2024

সকলকে ঈদের শুভেচ্ছা!!
শুভ হোক মঙ্গল হোক সকলের🙂

উষ্ণ পৃথিবীর তৃষ্ণা জুড়াতে মানুষের সম্মিলিত বোধের উন্মেষ হোককল্যান হোক সবার❤️🙏শুভ নববর্ষ 🌺🌸
14/04/2024

উষ্ণ পৃথিবীর তৃষ্ণা জুড়াতে
মানুষের সম্মিলিত বোধের উন্মেষ হোক
কল্যান হোক সবার❤️🙏
শুভ নববর্ষ 🌺🌸

সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ আর সমৃদ্ধি।খুশির এই দিনে সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা। ট্যুর পাগল সকল বন্ধুদের জানাই - “...
11/04/2024

সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ আর সমৃদ্ধি।
খুশির এই দিনে সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা। ট্যুর পাগল সকল বন্ধুদের জানাই -
“ঈদ মোবারাক” ❤️🙏

27/03/2024

Munna On The Roll .... LIFE is very short... in this short life I want to visit every country alt-least once.this journey will never stop. every time it's wi...

যে আলো ছিনিয়ে আনতে চেয়েছে মুক্তিকামী মুখ, সে আলো এখনো অধরাই রয়ে ক্ষয় ধরিয়ে দিচ্ছে বাতাসে, সে আলোয় তোমাকে আবার আনতে...
26/03/2024

যে আলো ছিনিয়ে আনতে চেয়েছে মুক্তিকামী মুখ, সে আলো এখনো অধরাই রয়ে ক্ষয় ধরিয়ে দিচ্ছে বাতাসে, সে আলোয় তোমাকে আবার আনতেই হবে - হে স্বাধীনতা!!

৫তারিখ সারাদিন মনে রাখুন ‘খনার’ দিনখনা নাটক আপনার আমার নাটকতাই আসুন দেখতে খনা নাটকআপনার টিকেট আপনি কিনবেন যে সারির টিকেট...
03/01/2024

৫তারিখ সারাদিন
মনে রাখুন ‘খনার’ দিন
খনা নাটক আপনার আমার নাটক
তাই আসুন দেখতে খনা নাটক
আপনার টিকেট আপনি কিনবেন যে সারির টিকেট কাটতে মন চায়, সেই সারির কাটবেন।
আপনি নাটক নিজে দেখবেন, যাকে খুশি তাকে নিয়ে দেখবেন। ৫তারিখের আওয়াজ শিল্পকলায় খনা নাটক দেখতে যাবার আওয়াজ!!
৫তারিখ সারাদিন খনা নাটক রিমাইন্ডার দিন।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

কক্সবাজার আগমন ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ ।১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গ...
24/12/2023

কক্সবাজার আগমন ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ ।

১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন। (আমরা সুনির্দিষ্ট ভাড়া নির্ধারণ করার উদ্যোগ নিয়েছি)
২. সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। নিজেরা যাচাই করে, রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন
৩. হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।
৪. বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম
৫. কিটকটে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মিকে সরিয়ে দিতে বলবেন অথবা ট্যুরিস্ট পুলিশকে জানাবেন। ( ম্যাসেজের আড়ালে তারা আপনার মোবাইল, মানিব্যাগ নিয়ে যেতে পারে), ট্যুরিস্ট পুলিশ ম্যাসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।
৬. কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ দেখলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন
৭. বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনার ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন
৮. ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবে এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।
৯. বিচবাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।
১০. পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন।
১১. কোন ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিবেন।
১২. হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নিবেন।
১৩. স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।
১৪. কক্সবাজার বিচ এলাকা ও এর আশপাশ নিরাপদ তবে সন্ধ্যার পর ঝাউবন ও অন্ধকারাচ্ছন্ন এলাকা এভয়েড করাই উত্তম।
১৫. যে কোন আইনী সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন ডিউটি অফিসার ০১৩২০১৫৯০৮৭, এএসপি ০১৩২০১৫৯২০৯, অতিরিক্ত পুলিশ সুপার ০১৩২০১৫৯০৩৫
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন ২৪/৭ পর্যটকদের নিরাপত্তা ও সেবায় কাজ করে যাচ্ছে। আপনাদের সবার সহযোগিতায় একান্তই কাম্য।

জনস্বার্থে : হোটেলিয়র সাঈদ চৌধুরী হিরো — at HotelieR SaieD ChowdhurY HerO.

16/12/2023

সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা❤️❤️❤️
জয় বাংলা🇧🇩

14/12/2023

"বিজয়ের আনন্দ ও উল্লাসের মধ্যে শ্যামলী চৌধুরী খোঁজেন তাঁর প্রিয় মুখ ডাঃ আলিম চৌধুরীকে। দুদিন আগে সেই যে একটা মাটি লেপা মাইক্রোবাস তাকে নিয়ে গেছে, আর ফিরিয়ে দিয়ে যায় নি। ডাঃ আলিমকে অচিরেই পাওয়া যাবে হাত, চোখ বাঁধা অবস্থায় রায়ের বাজার বধ্যভূমির কাদায় গুলিবিদ্ধ পড়ে আছেন আরো অগণিত শিক্ষক, সাংবাদিক, পেশাজীবীদের লাশের পাশে......
একেকটি নাম একেকটি স্তম্ভ, সব ভেঙে দেওয়া হলো"
--ক্রাচের কর্নেল

জাতীয় মুক্তির পথ বন্ধের ষড়যন্ত্রে হারানো স্তম্ভদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
শহীদ বুদ্ধিজীবী দিবস, ২০২৩

ক‌পি: Nazifa Tasnim Khanam Tisha
গ্রা‌ফিক্স : Mahbub Masum

শুভ দীপাবলি❤️
12/11/2023

শুভ দীপাবলি❤️

শুভ বিজয়া... 🙏🙏সামনের বছর আবার হবেপৃথিবীতে মানবতার জয় হোক..❤️❤️❤️
24/10/2023

শুভ বিজয়া... 🙏🙏
সামনের বছর আবার হবে
পৃথিবীতে মানবতার জয় হোক..❤️❤️❤️

যারা ভারতের ভিসার দীর্ঘসূত্রতার জন্যে সমস্যায় ছিলেন , ভারতের ভিসার আবেদন করে পাসপোর্ট অন্য কাজে ব্যবহার করতে চাইতেন , ত...
10/07/2023

যারা ভারতের ভিসার দীর্ঘসূত্রতার জন্যে সমস্যায় ছিলেন , ভারতের ভিসার আবেদন করে পাসপোর্ট অন্য কাজে ব্যবহার করতে চাইতেন , তাদের জন্যে IVAC এর সুখবর। নতুন নিয়ম ফলো করুন।
আর সেই সঙ্গে যুক্ত হলো ভিসা প্রসেসিং ফি প্রদান করার সময় নিজের পছন্দ মত টাইম স্লট বেছে নেওয়ার সুযোগ।

১৪ বছর পর সাফের সেমিফাইনালে বাংলাদেশ ♥️💙 ট্রেকজু এর সকল শুভানুধ্যায়ীদের ঈদের শুভেচ্ছা……ঈদ মোবারক🙏
29/06/2023

১৪ বছর পর সাফের সেমিফাইনালে বাংলাদেশ ♥️💙
ট্রেকজু এর সকল শুভানুধ্যায়ীদের ঈদের শুভেচ্ছা……ঈদ মোবারক🙏

27/06/2023
ভেবে দেখেছো কী ?তারারাও যত আলোকবর্ষ দূরেতারো দূরেতুমি আর আমি যাই ক্রমে সরে সরে…….বিদায় বাপি দা!!! আমাদের দিনগুলোর আলোময় ...
27/06/2023

ভেবে দেখেছো কী ?

তারারাও যত আলোকবর্ষ দূরে

তারো দূরে

তুমি আর আমি যাই ক্রমে সরে সরে…….

বিদায় বাপি দা!!!

আমাদের দিনগুলোর আলোময় আবেগ তোমাদের সুরেই মেতেছে😢

"জীবন হিমালয়ের চেয়ে অনেক বড়। সেখান থেকে যেটা খুঁজে নিতে চাইবি সেটা খুজবি আন্তরিকভাবে। কারো সঙ্গে আপোষ করবি না।"~ সমরেশ ম...
08/05/2023

"জীবন হিমালয়ের চেয়ে অনেক বড়। সেখান থেকে যেটা খুঁজে নিতে চাইবি সেটা খুজবি আন্তরিকভাবে। কারো সঙ্গে আপোষ করবি না।"
~ সমরেশ মজুমদার (সাতকাহন)
তবে তোমাতে তা সহ্য করার ক্ষত তৈরী করতে হবে নি:শব্দে আর চোখ বুজে মৃত চোখের শুকিয়ে যাওয়া জ্বল অনুভব করবে যখন-

“অপমান সহ্য করতে করতে একসময় মনটা পাথর হয়ে যায়।”��~ সমরেশ মজুমদার (হিরে বসানো সোনার ফুল)

তারপর আর কখনো আসেনি ফিরে দেখা অতীত, কেননা বর্তমান - যে কর্মে বহু গুনে মেলেছে তুমি আজ তা কদরে রাখি নাই ছুঁড়ে মারি গহীনে কেননা তোমার প্রয়োজন এখন তো আর মনে করিনা

“মাথার ওপর আগুন , পায়ের তলা পুড়ছে । যেদিকে তাকাই খাঁ খাঁ শূন্যতা । সবুজের চিহ্ন নেই । প্রকৃতি যে কত রুক্ষ হতে পারে তার একটা ধারনা হয়েছিল তখন । তোমায় দেখে আজ সেই ছবিটা মনে এল । তুমি এত নিরাসক্ত হয়ে গেলে কি করে? “��— সমরেশ মজুমদার ( কুসুম আমি জানি তুমি ভালো নেই)

অতপর একদিন আবার দেখা মানুষ বয়সকালে হীড়ে বসানো অতীত নিয়ে দেখে এসে বলে…..

“কোনো এক মুহূর্ত অথবা কিছুদিনের বুকে খুশির সূচিকর্ম সারাজীবন টাঙিয়ে রাখার নাম জীবন।"
~ সমরেশ মজুমদার (সাতকাহন)

Address


Alerts

Be the first to know and let us send you an email when Trekzo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Trekzo:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share