29/12/2023
কম টাকায় হজ্জ ও উমরাহর প্যাকেজ
গুরুত্বপূর্ণ কিছু কথা
লিখেছেন মুহতারাম হাফেজ মুফতী ইউসুফ আহমাদ দা. বা.
এ নিয়ে কিছু কথা বলতেই হয়।
আমাদের দেশের হাজী সাহেব বা তাদের অভিভাবকরা উমরাহ বা হজ্জে যাওয়ার আগে সর্বপ্রথম খোঁজ নেয়, কোন্ এজেন্সি কত কমে প্যাকেজ করে। অর্থাৎ কম টাকায় কীভাবে উমরাহ বা হজ্জ করা যায়। অথচ, বিষয়টা হওয়ার দরকার ছিল এমন-
কোন্ এজেন্সি কত ভালো সার্ভিস দেয়।
তারো আগে যেটা বেশী প্রয়োজন ছিল 'কোন এজেন্সি আলেমদের মাধ্যমে হজ্জ ও উমরাহর কার্যক্রম পরিচালনা করে, এই খোঁজটা নেওয়া।
কারণ, অধিকাংশ মুআল্লিম যারা হজ্জ ও উমরাহর কাজ পরিচালনা করেন, অধিকাংশেরই হজ্জের মাসআলা জানা নেই। হজ্জের মাসায়েল না জানা থাকলে কীভাবে বুঝবেন, আপনার হজ্জ ও উমরাহ সঠিকভাবে হলো কিনা। মুআল্লিমের নিজের হজ্জের খবর নেই, তবে অন্যদেরকে কীভাবে সঠিক পদ্ধতিতে হজ্জ পালন করাবে??
এবার আসি কম রেটের বিষয়ে। হজ্জ ও উমরাহর টোটাল সার্ভিসটা টাকার উপর নির্ভরশীল। সব সেবা টাকার বিনিময়েই নিতে হয়। এখানে। মুখরোচক কথার কোনো বিনিময় নেই। টাকা খরচ করলেই সার্ভিস মিলবে। তুলনামূলক যারা কম টাকা নেওয়ার কথা বলে, তারা বিভিন্ন উপায় অবলম্বন করে।
১) আগে কম টাকার কথা বলে, পরবর্তীতে কায়দায় ফেলে টাকা আদায় করে।
২) অথবা আপনাকে বড় কোনো গ্রুপের সাথে মিলিয়ে দিবে, ফাঁকে নিজে কমিশন খাবে।
৩) থার্ট ক্লাসের বিমানে নিবে, যেগুলোর সার্ভিস একেবারেই নিম্নমানের। এসব বিমানের টিকিট প্রথম সারির বিমানগুলোর টিকেট এর তুলনায় কম। এদিক থেকে টাকা বাঁচিয়ে আপনাকে কম টাকার কথা বলবে।
৪) মক্কা-মদীনার হোটেল। নিম্নমানের আছে, মিডিয়াম ও উচ্চ মানের আছে। কাছের আছে, দূরের আছে। এভাবে হোটেলের ভাড়া অনেক প্রার্থক্য হয়ে যায়। যিনি কম ভাড়ায় নিম্নমানের হোটেলে রাখবে, তার মতো কম রেটের প্যাকেজ আপনাকে দিতে পারবে না, যিনি ভালো মানের হোটেলে কিছু টাকা বেশি খরচ করে আপনাকে রাখবে।
৫) মুআল্লিম সাথে না দিয়ে অন্য গ্রুপের সাথে আপনাকে মিলিয়ে দিয়ে মুআল্লিম-খরচ বাঁচিয়ে আপনাকে কম টাকার প্যাকেজ দিতে পারবে।
অথবা নিজের বাপের জমি বিক্রি করে কম টাকার প্যাকেজ দিতে পারবে। সর্বোপরি আপনাকে ঠকিয়ে অথবা কোনো অবলম্বন করেই আপনাকে কম টাকায় প্যাকেজ দিবে। এখন সিদ্ধান্ত আপনার। অল্প কিছু টাকা বাড়িয়ে দিয়ে গ্রহণযোগ্য মুআল্লিমের তত্ত্বাবধানে, ভালো সেবা পেয়ে সঠিক পদ্ধতিতে হজ্জ ও উমরাহ পালন করবেন, নাকি অল্প কিছু টাকা বাঁচাতে গিয়ে বিরম্বনার স্বীকার হবেন?