S.D Tour & Travels

  • Home
  • S.D Tour & Travels

S.D Tour & Travels S.D Tours and Travels the reliable tour operator in Bangladesh.The company owns Vesper & Mangrove. Professional Tourist guide

Visit with us The world largest Mangrove forest Sundarban.Every week package going on : Contact for details pls. 0192601...
01/11/2023

Visit with us The world largest Mangrove forest Sundarban.
Every week package going on : Contact for details pls. 01926015015

Welcome to S.D Tour and Travels by our own cruise ship M.V The Vesper. Contact with us for sightseeing The world largest...
28/10/2023

Welcome to S.D Tour and Travels by our own cruise ship M.V The Vesper. Contact with us for sightseeing The world largest Mangrove Forest Sundarban for 3 days and 2 nights package.
Hotline : +8801926015015
Canal cruise Kochikhali, Sundarban.
21st October 2023

27/10/2023

Welcome to SD Tour and Travels by our own ship M.V The Vesper for sightseeing The World Largest Mangrove Forest Sundarban.
Please contact for booking : 01926015015

With our guest at Kochikhali,Sundarban. 21.10.2023.Please contact for 3 days and 2 nights package by our own ship M.V Th...
27/10/2023

With our guest at Kochikhali,Sundarban. 21.10.2023.
Please contact for 3 days and 2 nights package by our own ship M.V The Vesper. 01926015015

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু!! 🛳 'M.V The Vesper'-এ আপনাকে স্বাগত !! 🇧🇩 'বাংলাদেশ নদীমাতৃক, সুন্দরবন...
19/10/2023

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু!!

🛳 'M.V The Vesper'-এ আপনাকে স্বাগত !!

🇧🇩 'বাংলাদেশ নদীমাতৃক, সুন্দরবন তার চেয়েও বেশি। কোথাও ক্ষীণতন্বী নদীস্রোত যতো দক্ষিণ দিকে বঙ্গোপসাগর অভিমুখে অগ্রসর হচ্ছে, ততোই বিস্তৃত, ততোই প্রশান্ত, ততোই তরঙ্গবিক্ষুব্ধ ক্ষিপ্রগতি হয়ে উঠছে।
সুন্দরবন এক জাদুমাখা নাম। কোন আদিকালে গঙ্গা ও পদ্মার মোহনায় পৃথিবীর বৃহত্তম এই ব-দ্বীপ গড়ে উঠেছিল আর দ্বীপগুলোতে সৃষ্টি হয়েছিল গভীর অরণ্য তা লেখাজোখা নেই। বাঙ্গালী হিসেবে সুন্দরবনকে পেয়ে আমরা খুবই গর্ভিত।

💁‍♂শীতে এখন শান্ত সুন্দরবন। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ভ্রমণের এখনই উপযুক্ত সময়। সুতরাং, এখনি গুছিয়ে ফেলুন আপনাদের সামানা আর বেড়িয়ে পড়ুন সুন্দরবনের সৌন্দর্যকে উপলব্ধি করতে।'

👨‍👨‍👧‍👧আপনার সুন্দরবন পথের যাত্রাকে সহজ ও সফল করার জন্য 'M.V The Vesper' নিয়ে এলো ২ রাত ৩ দিনের প্যাকেজ।

❑ প্যাকেজের অন্তর্ভুক্ত:
• 'Cruise' শিপ অভিজ্ঞতা খুলনা-সুন্দরবন-খুলনা।
• প্রতিদিন তিন বেলা খাবার
• দিনে দুবার স্নাক্স/নাস্তা।
• জলখাবার
• চা-কফি
• বার-বি-কিউ পার্টি
• ভ্রমণ কর (বন রাজস্ব)
• স্পট ভ্রমণ
• স্পট এন্ট্রি ফি
• দক্ষ গাইড
• ক্যাটারিং সুবিধা

❑ ভ্রমণের গন্তব্য:
• হারবাড়িয়া ইকো-ট্যুরিজম
• জামতলা পয়েন্ট
• জামতলা সমুদ্র সৈকত
• কটকা ওয়াচ টাওয়ার
• আলোর কল/হিরন পয়েন্ট
• টাইগার টিলা
• করমজল (মিনি চিড়িয়াখানা এবং কুমির প্রজনন কেন্দ্র)

❑ ভ্রমণকালে সাথে যা যা বহন করবেন:
• কেডস।
• ব্রাশ,
• টুথপেস্ট,
• সানস্ক্রিন লশোন,
• ছাতা,
• টর্চ লাইট,
• প্রয়োজনীয় ওষুধ।

💁‍♀যেকোনো ডেটে কর্পোরেট এবং ফ্যামিলি গ্রুপের কাস্টমাইজ ট্যুর প্যাকেজ আয়োজন করা হয়।

👨‍💻আমাদের বকিং চলিতেছে। বুকিং সম্পর্কে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন:
☎ 01926 015 015. (Whatsapp)
☎ 01944 059 884.
☎ 01670 285 385. (Whatsapp)

31/01/2023

প্রথম প্রহরের কটকা,সুন্দরবন।

31/01/2023

খুলনা-সুন্দরবন -খুলনা,MV THE VESPER বিস্তারিত জানতে যোগাযোগ করুন।

23/01/2023

নতুন পর্যটন কেন্দ্র আন্দার মানিক।

18/01/2023

তিন দিনের ট্যুরের তিন বেলা খাবারের অল্প কিছু ছবি আপনাদের মাঝে তুলে ধরলাম

12/01/2023

গহীন বনে,সুন্দরবন।

WELCOME TO SD TOUR AND TRAVELSIt was a very difficult and hard tracking after canals cruising in the world's largest Man...
16/10/2022

WELCOME TO SD TOUR AND TRAVELS
It was a very difficult and hard tracking after canals cruising in the world's largest Mangrove Forest Sundarbans Tiger Tila.so stay with us for sight seeing and difficult tracking with adventure. Packages 3 days and 2 nights
Please contact for booking :
SALIM AHMED (COO - Chief Operating Officer)
SD TOUR AND TRAVELS
01926015015

Welcome to SD TOUR & TRAVELS by our cruise ship MV THE VESPER for sight seeing the World’s Largest Mangrove Forest Sunda...
15/10/2022

Welcome to SD TOUR & TRAVELS by our cruise ship MV THE VESPER for sight seeing the World’s Largest Mangrove Forest Sundarban.
We have started from 7th October 2022 for 3 days and 2 nights packages. Those who want to book for the upcoming mesmerising cruise trip.
Please contact for booking:
SALIM AHMED (COO - Chief Operating Officer)
01926015015
SD TOUR AND TRAVELS

চলো যাই সুন্দরবনচলো যাই সুন্দরী, কেওড়া ও গোলপাতার দেশ সুন্দরবনে। বাংলাদেশের আর কোথাও নৌযানে করে তিন দিন দুই রাত ভ্রমনের ...
05/10/2022

চলো যাই সুন্দরবন

চলো যাই সুন্দরী, কেওড়া ও গোলপাতার দেশ সুন্দরবনে। বাংলাদেশের আর কোথাও নৌযানে করে তিন দিন দুই রাত ভ্রমনের সুযোগ নাই একমাত্র সুন্দরবন ছাড়া!

আপনার হয়তো দেশ বিদেশের অনেক স্থানেই ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে কিন্তু সুন্দরবন ভ্রমণ আপনাকে দেবে ভ্রমণের ভিন্নতর রোমাঞ্চকর এক অভিজ্ঞতা। একটি ভ্রমনেই আপনি পাচ্ছেন সবুজ বন, বন্যপ্রাণী, নদী ও সমুদ্র দেখার সুযোগ। যা আপনার শহুরে একঘেয়ে জীবনের ক্লান্তি ভুলে নতুন করে কাজের উদ্দিপনা বাড়াবে।

সুন্দরবন ভ্রমণ অনেক কারণেই আকর্ষণীয়; তবে একটি কারণ হল, ট্যুর বুকিং দেওয়ার পর আপনি থাকতে পারেন হাত-পা ঝাড়া হয়ে। পুরো ভ্রমণে আর কোনো খরচ নেই। তিন-চার দিন সুন্দরবনের সৌন্দর্যে মোহিত হবেন, অথচ থাকা, খাওয়া ও ভ্রমণ নিয়ে ভাবনা থাকবে না।

>ভ্রমণঃ খুলনা-সুন্দরবন-খুলনা
>ভ্রমণের সময়ঃ ৩দিন ২রাত।
>ভ্রমণের তারিখ ৪,৫ ও ৬ নভেম্বর (শুক্র, শনি ও রবি)
>প্যাকেজ মূল্য: ৯৫০০/- প্রতিজন।
>ভ্রমণ জাহাজ: এম এল ম্যানগ্রোভ।

যেসকল স্থানে ভ্রমণ করব আমরাঃ
১। হারবাড়িয়া ২| করমজল
৩। কচিখালি ৪|ডিমের চর
৫। কটকা ৬| জামতলা সী বিচ



ভ্রমণ প্লানঃ
★★ ১ম দিন: ০৪ ই নভেম্বর

নির্ধারিত দিনে আপনাদের নিজস্ব খরচে ঢাকা থেকে খুলনা/মোংলাগামী বাসে/ট্রেনে করে খুলনা শহরের রয়েল মোর/রেলস্টেশন থেকে অটো করে ১০ মিনিটে সকাল ৬ টার মধ্যে জেলখানা ঘাট পৌঁছানো।

আপনাকে আমাদের ট্যুর গাইড রিসিভ করে ট্রলারে করে শীপে নিয়ে আসবে। তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। সকালে নাস্তা খেতে খেতে আমরা আমাদের যাত্রা শুরু করব।

জাহাজ মংলা পোর্টে পৌঁছানোর পূর্বে রুপসা ব্রীজ, খুলনা শীপ ইর্য়াড ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখা যাবে। দুপুর ১ টা থেকে ১:৩০ মিনিটের মধ্যে আমরা চাঁদপাই ফরেস্ট অফিস পৌছাবো। বনবিভাগের অনুমোদনপত্র ও গার্ড নিয়ে বিকাল ২:৩০-৩:০০ টার মধ্যে হাড়বাড়িয়ায় পৌছানো যেখানে বনবিভাগের ইকোট্যুরিজম স্পট দেখতে পাওয়া যাবে। এরপর বনের ভিতর দিয়ে ছোট ছোট ক্যানেল পার হয়ে কটকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১২ টায় পৌছানো এবং রাতে জাহাজে অবস্থান।

★★ ২য়দিন:০৫ ই নভেম্বর
ভোরে ট্রলারে করে কটকার আশে পাশে ক্যানেল ক্রুজিং । প্রাকৃতিক সৌন্দর্যকে গভীরভাবে উপলব্দি করার জন্যে ট্রলার বন্ধ করে বিভিন্ন প্রকার প্রানী যেমন মাছরাঙা, বানর, বনমোরগ, হরিণ, বন্যশূকর এবং বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলী উপভোগ করা হবে। ওয়াচটাওয়ার, কটকার অফিসপার, জামতলা সী বীচে নেমে ঘু্রাঘুরি করব এবং হেঁটে টাইগার টিলাতে যাব। টাইগারটিলাতে প্রচুর হরিণ দেখতে পাওয়া যাবে এবংভাগ্য সুপ্রসন্ন থাকলে বাঘ ও দেখা যেতে পারে। লাঞ্চ করার পর কচিখালি ও বিকাল ৪ টায় ডিমের চর ঘুরাঘুরি করে সন্ধ্যা নাগাদ ট্যুরিষ্ট শীপে চলে আসব। রাতে বার-বি-কিউ ডিনার করে জাহাজে রাত্রিযাপন।

★★ ৩য়দিন:০৬ ই নভেম্বর
সকালে ঢাংমারি ক্যানেল ক্রজিং ও সকালের নাস্তা খেয়ে করমজল ইকোট্যুরিজম স্পট পরিদর্শন। সকালে ১০ টায় করমজলে নেমে প্রচুর বানর, হরিন, কুমিরের প্রজনন কেন্দ্র দেখতে পাওয়া যাবে। দুপুরের দিকে খুলনার উদ্দেশ্যে রওনা। আনুমানিক সন্ধ্যা ৬/৭ টা নাগাদ খুলনা আসা এবং রাতের বাসে/ ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়া হবে।

বিঃ দ্রঃ জোয়ার ভাটা ও প্রাকৃতিক পরিবেশের কারনে ২/৩ ঘন্টা সময় ব্যবধান হতে পারে।


ভ্রমণে যেসকল সুবিধা ভোগ করবেনঃ

> বিলাসবহুল ভ্রমণ জাহাজে ভ্রমণ ও রাত্রি যাপন।
>সকাল, দুপুর, রাত্রে দেশী বিদেশি খাবার।
>বেলা ১১.০০ টা ও বিকেল ৫.০০ টায় হালকা নাস্তা।
>সার্বক্ষণিক চা/কফির ব্যবস্থা।
>রাতে BBQ পার্টি।
>অভিজ্ঞ গাইড সার্ভিস।
>নিরাপত্তার জন্য সশস্ত্র ফরেষ্ট গার্ড।
>ফরেষ্ট রেভিনিউ।

ভ্রমণে যা যা করবঃ
১। খুলনা থেকে সুন্দরবন ভ্রমণ জাহাজে করে আমাদের ভ্রমণ শুরু হবে। বনের ভিতরে জাহাজের ক্যাবিনে আমরা রাত্রিযাপন করব এবং জাহাজের ডায়েনিং এ সকাল, দুপুর ও রাত্রের খাবার পরিবেশন করা হবে।
২। জাহাজে করে বিভিন্ন ভ্রমণ স্পটে যাব এবং স্পটগুলোতে ভ্রমণ করব। এসময় আমরা গভীর বনে ট্যাকিং করব। ট্যাকিং এর সময় খুব কাছে থেকে বন্য হরিণ, বানর, শুকোর সহ অন্যান্য বন্যপ্রাণী দেখা যাবে। কপাল ভালো থাকলে এসময় বাঘ দেখারো সুযোগ হতে পারে।
৩। সুন্দরবনের গভীরে ছোট ছোট খালে নৌকা নিয়ে ভ্রমণ করব। এসময় নদীগুলোতে কুমির সহ নানা জলজ প্রাণী দেখা যাবে।
৪। খুব ভোরে আমরা গভীর বন পেড়িয়ে জামতলা সমুদ্র সৈকত ভ্রমন করব এতে সূর্য্যদয় দেখার সুযোগ থাকছে।
৫। ভ্রমণ কালে থাকছে প্রতিদিন সকাল, বিকাল ও রাত্রের খাবার। খাবার মেনুতে থাকছে সামুদ্রিক মাছ, মাংস, সবজি সহ দেশী বিদেশী খাবার। এছাড়াও বেলা ১১ টা ও বিকাল ৫টায় ফল/কেক/বিস্কিট/পাকোড়া/পুড়ি/ নুডুলস সহ বিভন্ন খাবার। সকাল ৮ টা থেকে রাত ১০টা পর্যন্ত চা/কফি তো থাকছেই।

ভ্রমণ পলিসি

★শিশু পলিসি :
০-২ বছরের বাচ্চাদের জন্য চার্জ প্রযোজ্য নয়, ৩-৬ বছরের বাচ্চার জন্য ৪৫০০/- প্রযোজ্য।
★ বিদেশীদের জন্যে অতিরিক্ত ১১০০০/- টাকা ফরেষ্ট এন্ট্রি ফি দিতে হবে।
★নিরাপত্তা: নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগ থেকে দুই জন সসস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে রেডিওর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।
প্যাকেজে যা থাকবে নাঃ
★ ব্যক্তিগত কোন ঔষধ।
★ সফট বা হার্ড ড্রিংস্।
★ ক্যামেরা বা ভিডিও ক্যামেরার এন্ট্রি ফি।
📶 সুন্দরবনে একমাত্র টেলিটক এর নেটওয়ার্ক কাজ করে।

বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতিঃ
★ বুকিং মানি ৫,০০০ টাকা (জনপ্রতি)
★ সরাসরি অফিসে এসে জমা দেওয়া যাবে।
★বিকাশের করা যাবে।
★ ব্যাংক ডিপোজিট করা যাবে।

ভ্রমণ বুকিং করতে কল করুনঃ
+8801760888992
+8801911038775

31/08/2022

নীলকমল হিরন পয়েন্ট।

31/08/2022

নীলকমল হিরন পয়েন্ট।

Address


Alerts

Be the first to know and let us send you an email when S.D Tour & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S.D Tour & Travels:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share