Ticket Expert BD

  • Home
  • Ticket Expert BD

Ticket Expert BD Ticketexpertbd.com is one-stop booking solution for all your travel needs.

𝗪𝗲 𝗮𝗿𝗲 𝗛𝗶𝗿𝗶𝗻𝗴!!𝑱𝑶𝑩 𝑹𝑬𝑺𝑷𝑶𝑵𝑺𝑰𝑩𝑰𝑳𝑰𝑻𝑰𝑬𝑺*Air Ticket reservation (Executive)*Visa Processing (Executive)*Package Tour (Executi...
24/01/2024

𝗪𝗲 𝗮𝗿𝗲 𝗛𝗶𝗿𝗶𝗻𝗴!!
𝑱𝑶𝑩 𝑹𝑬𝑺𝑷𝑶𝑵𝑺𝑰𝑩𝑰𝑳𝑰𝑻𝑰𝑬𝑺
*Air Ticket reservation (Executive)
*Visa Processing (Executive)
*Package Tour (Executive)
𝗥𝗲𝗾𝘂𝗶𝗿𝗲𝗺𝗲𝗻𝘁𝘀:
** Bachelor's degree in any discipline
** Minimum 2 Years of Experience in a related field
𝘼𝙋𝙋𝙇𝙔 𝙉𝙊𝙒:
Send Your CV & Resume to-
[email protected]
𝗢𝗳𝗳𝗶𝗰𝗲 𝗔𝗱𝗱𝗿𝗲𝘀𝘀:
Sector -6 Uttara , 𝗗𝗵𝗮𝗸𝗮 1230, 𝗕𝗮𝗻𝗴𝗹𝗮𝗱𝗲𝘀𝗵.
TicketExpertBD.com

আপনি যদি ভিজিট ভিসায় ❤️❤️কানাডায় যেতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য। কানাডায় ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিরা ভিসা অর্জন কর...
23/01/2024

আপনি যদি ভিজিট ভিসায় ❤️❤️কানাডায় যেতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য।

কানাডায় ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিরা ভিসা অর্জন করতে হতাশ হতে পারেন না, তবে এটি একটি ধীরগতির প্রক্রিয়া।

আবেদনের প্রক্রিয়া:
কানাডার ভিজিট ভিসা অর্জনের জন্য প্রথমে অনলাইনে আবেদন করতে হবে কানাডা ভিসা পোর্টালে। এটি একটি বিস্তারিত ফরম, আবেদন ফি, এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সহ প্রস্তুতি করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:
- ভ্রমণের উদ্দেশ্য সঠিকভাবে উল্লেখ করা।
- আর্থিক যথাযথ প্রমাণপত্র, যেমনঃ ব্যাংক স্টেটমেন্ট, আয় প্রমাণপত্র।
- বৈশিষ্ট্যবাদী ডকুমেন্টস, যেমনঃ কার্যস্থলের অনুমতি, চুক্তি বা প্রতিষ্ঠানের কাগজপত্র।

আবেদন ফি:
ভিসা আবেদন করতে হলে একটি নির্দিষ্ট আবেদন ফি প্রদান করতে হবে, যা অনলাইনে অথবা বিশেষজ্ঞদের মাধ্যমে প্রদান করা যায়।

পর্যায়ক্রম:
একবার আবেদন জমা করার পর, আবেদনকারীকে ভিসা ইন্টারভিউ হতে পারে, যা অনলাইন অথবা ফিজিক্যালি কানাডা হাই কমিশনের জন্য নিয়োজিত হতে পারে।

অনুমোদন এবং মেয়াদ:
আবেদন সঠিকভাবে প্রস্তুত হলে, কানাডা হাই কমিশন প্রয়োজনে অনুমোদন দেয় এবং ভিসা একটি নির্দিষ্ট মেয়াদের জন্য হয়।

পরিস্থিতি এবং সতর্কতা:
কানাডায় ভ্রমণ করতে গিয়ে আবেদনকারীকে সুরক্ষার জন্য সতর্ক হতে হবে এবং সঠিকভাবে সময়ে ভিসা অর্জন করতে হবে।

সমাপ্তি:
অনুমোদন প্রাপ্ত হলে, আপনি কানাডায় ভ্রমণ করতে পারবেন এবং সেই সময়ে স্মৃতির মৌল্যবান অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
TicketExpertBD.com

❤️❤️অভিবাসন প্রত্যাশীদের কাছে বিশ্বের পঞ্চম জনপ্রিয় ও নিরাপদ দেশ হচ্ছে জার্মানি। এর পেছনের কারণ হচ্ছে ইউরোপের এই দেশটির...
23/01/2024

❤️❤️অভিবাসন প্রত্যাশীদের কাছে বিশ্বের পঞ্চম জনপ্রিয় ও নিরাপদ দেশ হচ্ছে জার্মানি। এর পেছনের কারণ হচ্ছে ইউরোপের এই দেশটির শক্তিশালী অর্থনীতি, অভিবাসীদের জন্য উন্নত শিক্ষা ব্যবস্থা এবং চাকুরি ও কর্মসংস্থার ব্যাপক সুযোগ-সুবিধা। এজন্য বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের স্বপ্ন থাকে জার্মানিতে স্থায়ী বাসিন্দা হওয়ার। জেনে নেয়া যাক কী উপায়ে ঐতিহ্যবাহী জার্মানি যেতে হবে, ভিসার খরচ কেমন হবে এবং ভিসা পেতে কী কী কাগজ-পত্র (ডকুমেন্ট) লাগবে। সেই সঙ্গে দেশটির সাধারণ অভিবাসন নীতিমালা সম্পর্কেও জানা যাবে।

👍👍জার্মানির ভিসা আবেদনের নিয়মঃ

শিক্ষা-সংস্কৃতি ও ঐতিহ্যপূর্ণ এই দেশটিতে যেতে হলে অবশ্যই যৌক্তিক কারণ ও বৈধ ভিসা থাকতে হবে। বৈধ ভিসা ছাড়া কেউই জার্মানিতে যেতে পারবেন না। জার্মানি যাওয়ার কয়েক ধরনের ভিসা রয়েছে। এদের মধ্যে ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা ও ওয়ার্ক পারমিট ভিসা (কাজের ভিসা)। কর্মসংস্থানের সুযোগ, শিক্ষা, উদ্যোক্তা, পরিবারের সঙ্গে মিলিত হওয়া এবং বাসিন্দা হওয়া এসব কারণে মূলত দেশটিতে যেতে চায় অভিবাসন প্রত্যাশীরা। ভিসা প্রত্যাশীর অর্থনৈতিক সক্ষমতা, হেলথ ইন্সুরেন্স ও জার্মান ভাষায় ন্যূনতম দক্ষতা থাকতে হবে।
পাঁচ ধরনের ভিসার আবেদনের পদ্ধতি আলাদা। প্রথমত, আপনাকে নির্দিষ্ট করতে হবে ভিসার ধরণ, অর্থাৎ কোন ভিসার মাধ্যমে আপনি যেতে চান।

🥰🥰ওয়ার্ক পারমিট ভিসাঃ

আপনি যদি দক্ষ কর্মী হয়ে থাকেন তবে জার্মানির উদ্যোক্তা বা চাকরিদাতা আপনাকে স্পন্সরের মাধ্যমে স্বপ্নের দেশটিতে নিয়ে যেতে পারেন। এভাবে আপনি মর্যাদাকর ‘জার্মান ওয়ার্ক পারমিট ভিসা’র মাধ্যমে দেশটিতে যেতে পারবেন। জার্মানিতে ব্যবসা পরিচালনা করে এমন কোম্পানিতে কাজ করার সুযোগ পাবেন আপনি। এই ভিসার আওতায় সেই দেশটিতে থাকা ও কাজ করার অনুমতি পাবেন আপনি। এই ক্ষেত্রে ওই কোম্পানির দেয়া অফার লেটারটা সঙ্গে থাকা ভীষণ জরুরি। জার্মানিতে প্রায়ই দক্ষ অভিবাসী কর্মীর প্রয়োজন হয়৷ তাই জার্মান সরকার এই ওয়ার্ক পারমিট ভিসা চালু করে। বাংলাদেশ সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে বাংলাদেশি নাগরিক দেশটিতে ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে যেতে পারেন।
জার্মানিতে ভালো বেতনের পাশাপাশি ভালো চাকরি পাওয়া সম্ভব। ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার যোগ্যতা নিচে দেয়া হলো। জার্মানিতে ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার আগে নির্দিষ্ট কাজের ওপর দক্ষতা থাকতে হবে। জাতীয় পরিচয় পত্রের (এনআইডি কার্ড) ফটোকপি থাকতে হবে।

🤩🤩ইংরেজি ভাষায় দক্ষতা যাচাই পরীক্ষা আইএলটিএসে ভালো স্কোর থাকতে হবে। নির্দিষ্ট কাজের উপরে প্রশিক্ষণ সনদ থাকতে হবে।

বিভাগীয় চেয়ারম্যানের সাক্ষরিত সনদপত্র ও বাবা-মায়ের জাতীয় পরিচয় পত্রের (এনআইডি কার্ড) ফটোকপি লাগবে।
জার্মানিতে ওয়ার্ক পারমিট ভিসা পেতে এই সব ডকুমেন্ট/ নথিপত্র প্রয়োজন হয়। তাছাড়া, আপনি যদি জার্মানিতে ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক ভিসা পেতে চান তাহলে আপনাকে ন্যূনতম সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পাস হতে হবে। তাছাড়া জার্মান ভাষায় দক্ষতা অর্জনের পর জার্মানিতে যেতে হবে। এই সব যৌগ্যতার সমন্বয়ে আপনি হাতে পেয়ে যেতে পারবেন স্বপ্নের ওয়ার্ক পারমিট ভিসাটি।

🤔🤔চাকরিপ্রার্থী ভিসা (জব সিকার ভিসা)ঃ

চাকরিপ্রার্থী ভিসার (জব সিকার ভিসা) মাধ্যমে দক্ষতাসম্পন্ন ব্যক্তি জার্মানিতে এসে চাকরি/কাজ খোঁজার অনুমতি পেয়ে থাকে। এই বিশেষ ভিসার মেয়াদ ৬ মাস। এই নির্ধারিত সময়ের মধ্যে তিনি যদি চাকরি বা কর্মসংস্থান করে ফেলতে পারেন তবে তাহলে জব সিকার ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে ওয়ার্ক পারমিট ভিসায় উন্নীত হবে। অন্যদিকে, নির্ধারিত সময়ের মধ্যে যদি তিনি কর্মসংস্থান খুঁজে নিতে ব্যর্থ হন তাহলে তাকে নিজ দেশে ফিরে যেতে হবে।

স্টুডেন্ট ভিসাঃ

জার্মান সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা সুবিধা দিয়ে থাকে। কেউ যদি দেশটিতে পড়তে যেতে চান, তাহলে তারা সরাসরি জার্মানির স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারেন। স্টুডেন্ট ভিসায় গিয়ে সেখানে পড়াশোনার পাশাপাশি ভালো অর্থ আয় করা যায়।

স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করলে, ভিসা ২৫ থেকে ৩০ দিনের মধ্যে পাওয়া যেতে পারে। জার্মানির স্টুডেন্ট ভিসার মেয়াদ মাত্র তিন মাস। এর পর এটি বৈধতা হারাবে। তবে ওই শিক্ষার্থী জার্মানিতে আসার পর যদি আরও বেশি সময় তার শিক্ষা কার্যক্রম সেখানে চালিয়ে যেতে চায় তবে তাকে আলাদাভাবে রেসিডেন্স পারমিটের (বসবাসের অনুমতি) জন্য আবেদন করতে হবে। এর পর সেই নির্ধারিত কোর্সের (শিক্ষা কার্যক্রম) মেয়াদ শেষ হবার পর চাকরি খোঁজার জন্য রেসিডেন্স পারমিটে উল্লেখিত নির্দিষ্ট সময় জার্মানিতে অবস্থান করা যাবে। চাকরি পাওয়ার পর ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করা যাবে।

স্টুডেন্ট ভিসা পেতে হলে জার্মানির যে ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হয়েছেন তাদের দেয়া ‘অ্যাডমিশন লেটার’ হাতে থাকতে হবে। সেই সঙ্গে পড়াশোনা চালানোর মতো যথেষ্ট আর্থিক সামর্থ্যের প্রমাণপত্র থাকতে হবে।

উদ্যোক্তা হিসেবে অভিবাসন ভিসাঃ

আপনার যদি অভিনব ও দুর্দান্ত ব্যবসায়িক আইডিয়া/প্রস্তাব থাকে তবে আপনি এন্ট্রাপ্রেনিউর ভিসার জন্য আবেদন করতে পারেন। এ ক্ষেত্রে সেই ব্যবসাকে জার্মানিতে চালু করার মতো অর্থনৈতিক সামর্থ্য ও নগদ অর্থ থাকতে হবে। এর সর্বনিম্ন পরিমাণ হচ্ছে ১০ লাখ ইউরো। শুরুতে অন্তত ১০ জার্মান নাগরিককে আপনার নতুন প্রতিষ্ঠানে চাকরি দিতে হবে।


ফ্যামিলি স্পন্সরশিপ ভিসাঃ

আপনি যদি জার্মান বাসিন্দার পরিবারের সদস্য অথবা তার ওপর নির্ভরশীল (স্পাউজ বা সন্তান) হয়ে থাকেন তবে ফ্যামিলি স্পন্সরশিপ ভিসার জন্য আবেদন করতে পারবেন। জার্মানিতে বসবাসরত পরিবারের মূল সদস্যের সঙ্গে থাকার আবেদন করতে হলে সন্তানদের বয়স ১৬ বছরের নীচে হতে হবে। তবে এমন নির্ভরশীল সদস্যের বয়স ১৬ এর বেশি হলে তাকে জার্মান ভাষার ওপর দক্ষতা প্রমাণ করতে হবে।

ট্যুরিস্ট ভিসাঃ

যারা জার্মানি পর্যটক হিসেবে ভ্রমণ করতে চান তাদের অবশ্যই জার্মানির ট্যুরিস্ট ভিসা (পর্যটক) নিতে হবে। জার্মানির ট্যুরিস্ট ভিসাকে অনেকেই ভিজিট ভিসা বলে থাকেন। জার্মান ট্যুরিস্ট ভিসা পেতে প্রায় ১৫ দিন সময় লাগে৷ জার্মান দূতাবাস থেকে সরাসরি এই ভিসার জন্য আবেদন করা যেতে পারে।

কোন কাজে কত বেতনঃ

জার্মানিতে একজন কর্মীকে কত বেতন দেয়া হয়ে থাকে তা জানার আগ্রহ অনেকেরই আছে। জার্মানিতে একজন কর্মী মাসে সর্বনিম্ন দুই থেকে ৫ লাখ টাকার সমপরিমাণ বেতন পান। অর্থাৎ সেখানে ন্যূনতম মাসিক বেতন বাংলাদেশি মুদ্রায় দুই লাখ টাকা। জার্মানিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা খণ্ডকালীন কাজ (পার্টটাইম) করেও মাসে এক লাখ টাকার বেশি আয় করতে পারেন।
জার্মানিতে মোট কাজের সময় ৮ ঘণ্টা এবং অনেকেই এই সময়ে দুই থেকে তিন লাখ টাকা আয় করতে পারেন।

যেসব কাজের চাহিদা বেশিঃ

বর্তমানে অনেক বাংলাদেশি এই দেশটিতে কাজ করছেন। সেখানে দক্ষ শ্রমিক ও কর্মীর চাহিদা সবচেয়ে বেশি। বর্তমানে বেশি চাহিদা রয়েছে এমন কিছু উল্লেখযোগ্য চাকরি হলো সিকিউরিটি গার্ড, ফুড প্যাকেজিং, শপিং মল, ড্রাইভিং, মেকানিক্যাল, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, পরিচ্ছন্নতা কর্মী ও ক্লিনিং ম্যানের।
অন্যদিকে আপনি যদি জার্মানিতে যেয়ে থাকেন, আপনাকে প্রথমে এই সমস্ত কাজে প্রশিক্ষণ থাকা জরুরি। আপনি ভাল অর্থ উপার্জন করতে পারেন যদি আপনি নির্দিষ্ট কিছু চাকরি বা কর্মে প্রশিক্ষণপ্রাপ্ত হন।


জার্মানিতে কোন ভিসায় যাওয়া সহজঃ

অনেকেই জানতে চান কোন ভিসায় দ্রুততম সময়ে জার্মানিতে যাওয়া যায় এবং কোন ভিসা সহজে পাওয়া যায়। বর্তমানে, জার্মানিতে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া সময়ের সঙ্গে সঙ্গে খুব কঠিন হয়ে উঠেছে। তবে বাংলাদেশ থেকে সহজেই স্টুডেন্ট ভিসা বা জব সিকার ভিসার মাধ্যমে জার্মানিতে যেতে পারেন।

অনার্স বা মাস্টার্স শেষ করার পর আপনি সহজেই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করে জার্মানিতে যেতে পারেন। তবে জার্মানিতে যাওয়ার আগে আপনার ইংরেজি এবং জার্মান ভাষায় ভালো অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে সেখানে ভালো করতে পারবেন। শিক্ষার্থীরা চাইলে স্টুডেন্ট ভিসায় জার্মানিতে পার্ট-টাইম কাজ করে ভালো অর্থ উপার্জন করতে পারেন।

বাংলাদেশ থেকে জার্মানি যাওয়ার উপায়
বাংলাদেশ থেকে আগে জার্মানি যেতে হলে অনেক কষ্ট করতে হতো। কিন্তু এখন ট্যুরিস্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা ও স্টুডেন্ট ভিসায় যে কেউ সহজেই জার্মানিতে যেতে পারেন। তবে এর জন্য আপনাকে জার্মান দূতাবাসে কিছু ডকুমেন্ট জমা দিতে হবে এবং তারপর ভিসা পেতে পারেন।

আপনার পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক স্টেটমেন্টসহ সমস্ত তথ্য নিয়ে সরাসরি জার্মান দূতাবাসে যেতে হবে এবং আপনি যে ধরণের ভিসা চান সে সম্পর্কে তাদের জানাতে হবে। তারপর তাদের শর্তানুযায়ী সব কাজ শেষ করে কিছু দিনের মধ্যেই পেয়ে যেতে পারেন আপনার কাঙ্খিত জার্মান ভিসা। এতো ঝামেলার মধ্যে দিয়ে যেতে না চাইলে বাংলাদেশে অনেক ভিসা এজেন্সি আছে তাদের কাছে যেতে পারেন যারা গ্রাহকদের কোনো ঝামেলা ছাড়াই যেকোনো দেশের ভিসা দিয়ে থাকে।

আপনি সরাসরি এই সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করে জার্মানির ভিসা পেতে পারেন।

জার্মানির ভিসা পেতে লাগে যেসব প্রয়োজনীয় কাগজপত্র
জার্মানি ভিসার জন্য আবেদন করতে হলে অর্থাৎ জব ভিসার মাধ্যমে জার্মানি যেতে হলে কিছু কাগজপত্র জমা দিতে হবে।
এই কাগজপত্রগুলো জার্মান দূতাবাসে জমা দেওয়ার পরে তারা কোম্পানির কাছে পাঠাবে এবং সবকিছু যাচাই করার পরে কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিট ভিসার জন্য যোগ্য বিবেচনা করলে ভিসা ইস্যু করবে।

জার্মানি ভ্রমণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, নির্দিষ্ট কাজের উপর দক্ষতার সার্টিফিকেট, ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং চেয়ারম্যানের সত্যায়িত সনদ। জার্মান দূতাবাসে সত্যায়িত করা প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে।

সর্বনিম্ন ছয় মাস মেয়াদ রয়েছে এরকম একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে। নিজের এনআইডি কার্ডের ফটোকপি ছাড়াও বাবা-মার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। জার্মান দূতাবাস থেকে আবেদন ফরম সংগ্রহ করে সেটি পূরণ করতে হবে। উপরে উল্লিখিত সমস্ত কাগজপত্র সংগ্রহ করার পরে, জার্মান ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর কোন কিছুতে ভুল থাকলে তা সংশোধন করে নিতে হবে।

জার্মানির ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগেঃ

জার্মানির ভিসা প্রক্রিয়াকরণে সাধারণত ২৫ থেকে ৩০ দিন সময় লাগে। তবে কারো কারো জন্য সময় বেশি লেগে যেতে পারে।

জার্মানি যেতে কত টাকা লাগতে পারেঃ

জার্মানিতে যেতে কত খরচ হয় বা জার্মানিতে ভিসার জন্য বর্তমানে কত টাকা নেওয়া হচ্ছে সে সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকা জরুরি। যারা ওয়ার্ক ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে জার্মানি যেতে চান তাদের খরচ হবে ৮ থেকে ১২ লাখ টাকা। কেউ স্টুডেন্ট ভিসার মাধ্যমে জার্মানিতে যেতে চাইলে প্রায় ৫ লাখ টাকা খরচ হবে।

আপনি জার্মানিতে থাকার সময় প্রতি মাসে ৩০০ থেকে ৪০০ ইউরো অতিরিক্ত খরচ হবে৷ খাবার এবং বাসস্থানসহ মাসে খরচ হতে পারে সর্বোচ্চ ৪০০ ইউরো।

ঢাকার জার্মান সাংস্কৃতিক সেন্টার গ্যেটে ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটসহ বিভিন্ন সংস্থায় জার্মান ভাষা শেখার পর্যাপ্ত সুযোগ রয়েছে।


TicketExpertBD.com

Our partner :Ticketexpertbd.com
23/01/2024

Our partner :
Ticketexpertbd.com

দুবাই প্যাকেজ ট্যুরদুবাই সিটি (৪ দিন ৩ রাত)=২৩,৯০০টাকা দুবাই সিটি - ডেজার্ট সাফারি (৪ দিন ৩ রাত)=২৬,৯০০টাকা দুবাই সিটি -...
23/01/2024

দুবাই প্যাকেজ ট্যুর
দুবাই সিটি (৪ দিন ৩ রাত)=২৩,৯০০টাকা
দুবাই সিটি - ডেজার্ট সাফারি (৪ দিন ৩ রাত)=২৬,৯০০টাকা
দুবাই সিটি - ডেজার্ট সাফারি - ডিনার ক্রুজ (৫ দিন ৪ রাত)=৩৪,৯০০টাকা
দুবাই সিটি - ডেজার্ট সাফারি – আবুধাবি(৫ দিন ৪ রাত)=৩৭,৯০০টাকা
দুবাই সিটি - ডেজার্ট সাফারি - ডিনার ক্রুজ - বুর্জ খলিফা (৬ দিন ৫ রাত)=৪৯,৯০০টাকা
>>>> প্যাকেজের মূল্য জনপ্রতি এবং ন্যূনতম ২ জন হতে হবে >>> ভ্রমণের নিকটবর্তী তারিখ গুলোতে বিমান ভাড়া সব সময় বৃদ্ধি পেতে পারে বিধায় সর্বনিন্ম মূল্যে প্যাকেজ কিনতে ১ মাস বা তার অধিক সময় পূর্বে বুকিং করুন।
>>>>>> এই মূল্য ঈদ,বড়দিন,পূজা, ১৫ই ডিসেম্বর থেকে ১০ই জানুয়ারী, নববর্ষ অথবা যেকোনো বিশেষ ছুটির জন্য প্রযোজ্য নয়।
================================
Dhaka 𝑶𝒇𝒇𝒊𝒄𝒆:
(উত্তরা প্রধান অফিস সপ্তাহে সাত দিন খোলা)
Address: Uttara, sector 6,
, Dhaka Bangladesh
-------------------------------------------------

---------------------------------------------------
Visit to our Website:
www.ticketexpertbd.com(OTA)

আকর্ষণীয় মূল্যে গ্রুপ টিকেট করুন Ticketexpertbd.Com থেকে। এছাড়াও এয়ার টিকেটের দুর্দান্ত সব অফার তো থাকছেই। গ্যারান্টেড ল...
22/01/2024

আকর্ষণীয় মূল্যে গ্রুপ টিকেট করুন Ticketexpertbd.Com থেকে।
এছাড়াও এয়ার টিকেটের দুর্দান্ত সব অফার তো থাকছেই।

গ্যারান্টেড লোয়েস্ট ফেয়ার পেতে লগইন করুনঃ www.Ticketexpertbd.Com -এ।

যেকোনো প্রয়োজনে আমাদের সাপোর্ট টিম এর সাথে যোগাযোগ করুন নিচের দেওয়া নম্বর ও ই-মেইলের মাধ্যমেঃ
+8809696888666 (24/7 Support)
+8801318560394 (Hot Line)
★/+8801922656666 (WhatsApp)
[email protected](E-mail)

ফ্লাই ফার ইন্টারন্যাশনালের সাথে থাকার জন্য ধন্যবাদ!
Ticketexpertbd.Com

22/01/2024

★Fly Together★
★Save Together★

23/02/2022
Passengersapp.com offers multiple services like Bus,Air, Cruise, Hotels, Cars,Event  making it an ideal system for all y...
20/02/2022

Passengersapp.com offers multiple services like Bus,Air, Cruise, Hotels, Cars,Event making it an ideal system for all your booking requirements. Onlineticketsbd.com offers user friendly web system to book your travel or reservations.
passengersapp.com is your one-stop shop for all your travel needs. We, along with our global partners offer you the best solutions for Air,Bus,cruises, car rentals, hotel reservations and any other- destination and travel services you may be looking for.

We use eTravel's proprietary Internet Distribution and Booking Engine to provide you with uninterrupted real time options. We source from over 30 international airlines and over 122 hotels from different destinations worldwide. This ingenuous technology operates 24 hours a day, 7 days a week and 52 weeks a year.

Whether you are traveling with your family on vacation, a quick romantic weekend getaway, or important meeting to attend a browse Onlineticketsbd.com all possible options to for multiple services to meet your every travel needs. You can pick the deal that best suits you and relax. Whether you are price-conscious, or a normal mainstream traveler, or you are one with special niche needs, or you are a frequent business traveler or a globe trotter; OnlineTicketsbd.com will put together the perfect itinerary for you, and will have something to suit all your needs and preferences.

19/02/2022

Address

উত্তরা-ঢাকা

Alerts

Be the first to know and let us send you an email when Ticket Expert BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share