05/04/2024
এই ঈদ কে আনন্দ ময় করে তোলতে চলে আসুন বন জঙ্গল ঘেরা সুন্দরবনের কলহের পরিবেশে❤️😘
মোংলা হইতে -সুন্দরবন মনোরম পরিবেশে র সৌন্দর্য তে যাওয়া- আবার ও ফিরে আসা মোংলা তে❤️😘
সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারী, ফেব্রুয়ারী মাসের বুকিং চলছে।।
Booking Hotline 01909-390-294
আমরা oronnobiesture&tarveles - অরন্যবিলাসট্যুরসএন্ড ট্রাভেলস আপনার মনের প্রশান্তির বা সুখের জন্য আয়োজন করে থাকি পৃথিবীর বিখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনে ৩ দিন ২ রাতের
SundarbanTours
oronnobiesture&tarveles - অরন্যবিলাসট্যুরসএন্ড ট্রাভেলস রয়েছে
এসি/নন এসি,ভিভিআইপি, ভিআইপি ও প্রিমিয়াম কোয়ালিটির ভ্যাসেল যার বেড ক্যাপাসিটি ৯-৭৫ জন পর্যন্ত। গ্রুপ বা কর্পোরেট ট্যুরের জন্য আপনাদের চাহিদা অনুযায়ী বুকিং করে রাখতে পারেন। যারা ফ্যামিলি বা ফ্রেন্ডস মিলে প্রাইভেট ট্যুর করতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে প্রাইভেট ও প্রিমিয়াম ভ্যাসেল।
ভ্রমনের স্থানঃ
(১) হাড়বাড়িয়া / আন্ধারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্র (২) জামতলা সী বীচ (৩) কটকা অভয়ারণ্য (৪) কচিখালি/হিরোন পয়েন্ট (৫) ডিমের চর/ দুবলার চর ( ৬) করমজল (৭) ক্যানেল ক্রূজিং।
বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে;অনেকগুলো সমুদ্র সৈকত,নৌ ভ্রমন,দক্ষ গাইড,ফরেস্ট গার্ড উইথ আর্মস,অভিজ্ঞ সেফ,তিন বেলা সুস্বাদু স্বাস্থ সম্মত খাবার,বিশুদ্ধ খাবার পানি,জাহাজের ক্যাবিনে রাত্রি যাপন, ওয়াইল্ড লাইফ, ফরেস্ট ট্রেকিং, বনে খালে মাছ ধরা,বিচে খেলাধুলা, রাতে বারবিকিউ নাইট,ক্যানেল ক্রুজিং।
ট্যুর প্লান
√-১ম দিন) :
মোংলা বাস স্ট্যান্ড থেকে আমাদের ট্যুর গাইড আপনাদের রিসিভ করে ট্রলারে করে শীপে নিয়ে আসবে। তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা ও দুপুর ১ টায় বন বিভাগের পারমিশন ও গার্ড নিয়ে বিকাল ৩- ৪ টার মধ্যে হাড়বাড়িয়ায় পৌছানো যেখানে বন বিভাগের ইকো ট্যুরিজম স্পট দেখতে পাওয়া যাবে। এরপর বনের ভিতর দিয়ে ছোট বড় ক্যানেল পার হয়ে কটকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১ টায় পৌছানো এবং রাতে শিপের ক্যাবিনে রাত্রি যাপন ।
√-২য় দিন :
খুব ভোরে ট্রলারে করে কটকার জঙ্গলের ভিতরে ট্রেকিং করে জামতলা সি বীচ। সেখানে হরিন,বানর, মাছরাঙ্গা,বনমোরগ,বন্য শূকর এবং বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলী উপভোগ করা হবে।এর পর যাবো ওয়াচ টাওয়ারে,সেখান থেকে সুন্দরবন এর বিশাল এরিয়া দেখা যাবে। এরপর কটকার অফিস পার নামবো ভাগ্য সুপ্রসন্ন হলে সেখানে প্রচুর হরিন দেখা পেতে পারে, সেখান থেকে ঘুরে আমরা ফিরবো।
এরপর সকালের নাস্তা চলতে চলতে আমরা কচিখালীর / হিরন পয়েন্ট এর দিকে রওনা করবো পূর্বে ডিমের চর / দুবলার চর যাব ( যদি আবওহা অনুকূল থাকে ডিমের চরে যাবো) ও বিকাল ৪ টায় ভয়ংকর কিন্তু সুন্দর কচিখালীতে/ দুবলার চরে ঘুরাঘুরি করে বিকাল নাগাদ শীপে চলে আসব। রাতে বার-বি-কিউ ডিনার করে জাহাজে রাত্রি যাপন।
√-৩য় দিন :
সকালের নাস্তা খেয়ে করমজল ইকো ট্যুরিজম স্পট পরিদর্শন। সকালে ১০ টায় করমজলে নেমে প্রচুর বানর, হরিন, কুমিরের প্রজননকেন্দ্র দেখতে পাওয়া যাবে। দুপুরের দিকে মোংলায় ফিরে আসা, সন্ধ্যার আগে আমরা ঘাটে থাকব,এবং রাতের বাসে করে যার যার গন্তব্যে রওনা দেয়া হবে।
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোষ নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগ থেকে সশস্ত্র নিরাপত্তা কর্মী।
মোংলা অফিস:
২নং পাকা জেটি চৌরঙ্গী হোটেলের নিচ তালায়,মোংলা পোট পৌরসভার
ব্যবস্থাপনা পরিচালক: বি এম ফয়সাল ইসলাম 01909-390-294 WhatsApp
অফিস:+8801909-390-294
oronnobiesture&tarveles - অরন্যবিলাসট্যুরসএন্ড ট্রাভেলস