22/08/2024
সবার কাছে জরুরী সহায়তা কামনা করছি।
দয়া করে নিচে দেওয়া মহিলা মাদ্রাসাটির জন্য কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা সবাই একটু দেখুন। মহিলা মাদ্রাসাটিতে প্রায় ৪০০ শো এর উপরে মহিলা ছাত্রী-শিক্ষিকা রয়েছে। সবাই পানি-বন্দি। পর্দানশীন এই মা-বোনরা খুব কঠিন পরিস্থিতিতে আছেন। কারেন্ট নেই। বাহির থেকে কোনো কিছু আনার মতো পরিস্থিতিও নেই। প্রচুর খাদ্য সংকট; বিশেষ করে শুকনো খাবার আর মোমবাতি ইত্যাদি।
নিচে পরিচালকের মোবাইল নাম্বার দিয়েছি, এখন পর্যন্ত মোবাইলে তাঁকে পাবেন। তবে মোবাইলের চার্জ শেষ হলে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন।
মাদ্রাসার নাম: জামেয়া আমেনা মহিলা মাদ্রাসা,
ফেনী মহিপাল, হোসাইনিয়া মাদ্রাসা রোড।
মাদ্রাসার পরিচালকের মোবাইল নাম্বার: 01818400512
আরো কিছু তাকাজা এসেছে যা নিম্নরূপঃ
রাতের মধ্যে উদ্ধার করতে না পারলে মারা যাবে একটি পরিবার ঠিকানা: ফাজিলপুর, কাদরী হাই স্কুলের পর আব্দুল মুন্সী ঘাটের আগে, শাহ আলমের নতুন বাড়ি, দোতলা বাড়ি। ফেনী, সদর। (ফেনী থেকে চিটাগং এর দিকে মেইন রোডে ফাজিলপুর)।
Contact : 01676509058
ফেনী,ভালুকিয়া গ্রাম পুরো ডুবে আছে। সবাই ছাদে আশ্রয় নিয়েছে। পানি বেড়ে বাড়ির ছাদেও অতিক্রম করে ফেলতেছে। আজকে রাতের মধ্যে উদ্ধার করা না গেলে সবাইকে লাশ হয়েই দেখতে হবে। আমার পরিবার এবং আশেপাশের প্রতিবেশী, যে যেভাবে পারেন সাহায্য করেন, স্বেচ্ছাসেবী টিমের দৃষ্টি আকর্ষণ করছি। ফেনী,কালিদহ ইউনিয়ন ৪নং ওয়ার্ড ভালুকিয়া, ভূইয়া বাড়ি, স্বপ্ন সেতু।
০১৮২৪১৭৯৩২১, ০১৬২৪০১৭৬৭০, ০১৮৪১৫১২১৮৩
ভাই কেউ আমার ফ্যামিলি টারে বাঁ'চান। মাত্র কথা বলছি খাট পর্যন্ত পানি উঠে গেছে আমার ছোট্ট একটা মেয়ে আছে কোথাও যাওয়ার রাস্তা নাই। কেউ সেচ্চাসেবী কোনো কর্মীর নাম্বার থাকলে দেন একটা আমায়। দ্রুত ওদের নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে প্লিজ কেউ হেল্প করেন আমায় স্থান :- ছাগলনাইয়া উপজেলা ১০নং ঘোপাল ইউনিয়ন ৪নং ওয়ার্ড দক্ষিণ পূর্ব ঘোপাল রাস্তার মাথায় বাড়ি।
যোগাযোগ: 01616967466