Rainbow Online Travel Agency

  • Home
  • Rainbow Online Travel Agency

Rainbow Online Travel Agency Online Air Ticketing Agent & we are 24 hours open. You can book your air ticket from any part of the
(1)

চায়না ভিসা ফি বৃদ্ধি যা পেয়েছে পহেলা জুন থেকে‌ কার্যকর।নিম্নে চায়না ভিসার ফির বিস্তারিত উল্লেখ্য করা হল:ফ্রেশ পাসপোর্ট...
03/06/2023

চায়না ভিসা ফি বৃদ্ধি যা পেয়েছে পহেলা জুন থেকে‌ কার্যকর।

নিম্নে চায়না ভিসার ফির বিস্তারিত উল্লেখ্য করা হল:

ফ্রেশ পাসপোর্ট-৩৪,৯৯৯/-

ভারত ভ্রমন থাকলে-২৪,৯৯৯/-
পূর্বে চায়না ভ্রমন থাকলে-৯,৪৯৯/-
থাইল্যান্ড,সিঙ্গাপুর,মালেশিয়ার মত ৩ দেশ ভ্রমন থাকলে-১০,৪৯৯/-
৬ মাসের ডাবল এন্ট্রী ভিসা )(পূর্বে ডাবল এন্ট্রী অথবা দুইবার সিঙ্গেল এন্ট্রি থাকতে হবে-১২,৯৯৯/-
১ বৎসর এর মাল্টীপল ভিসা )(পূর্বে ১ বৎসর এর মাল্টীপল থাকতে হবে অথবা দুবার ডাবল এন্ট্রি থাকতে হবে২০,৪৯৯ /-

#নরমাল ( ৭-১০ কর্ম দিবস)
#আর্জেন্ট (২-৩ কর্ম দিবস) ভিসা নিতে হলে অতিরিক্ত ২,৯৯৯/- দিতে হবে!

মার্চে আকাশে উড়বে এয়ার অ্যাস্ট্রা যাত্রীদের সাশ্রয়ী আকাশ যাত্রার অভিজ্ঞতা দিতে দেশের বিমান চলাচল খাতে যোগ হচ্ছে আরো একটি...
31/10/2022

মার্চে আকাশে উড়বে এয়ার অ্যাস্ট্রা

যাত্রীদের সাশ্রয়ী আকাশ যাত্রার অভিজ্ঞতা দিতে দেশের বিমান চলাচল খাতে যোগ হচ্ছে আরো একটি এয়ারলাইন্স। আগামী বছরের মার্চ মাসে আকাশে ডানা মেলতে পারে এয়ার অ্যাস্ট্রা নামের এই এয়ারলাইন্সটি। বাণিজ্যিকভাবে চলাচল শুরু করলে এটি হবে দেশের আকাশে চলাচলকারী তৃতীয় বেসরকারি এয়ারলাইন্স সংস্থা।

বেসরকারি খাতে বর্তমানে নভোএয়ার ও ইউএস-বাংলা এয়ারলাইন্স আকাশপথে ফ্লাইট পরিচালনা করছে।

গত নভেম্বরে এয়ার অ্যাস্ট্রা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে নো অবজেকশন সার্টিফিকেট (অনাপত্তি সনদ-এনওসি) পায়। এর আগে গত ২১ সেপ্টেম্বর বেবিচকের কাছে এয়ারলাইন্স হিসেবে তালিকাভুক্তি ও ফ্লাইট পরিচালনার আবেদন জমা দেয়। এরপর এয়ার অপারেটর সার্টিফিকেট (এওসি) এর জন্য আবেদন করবে এয়ার অ্যাস্ট্রা। সব অনুমোদন ও প্রক্রিয়া শেষ হলেই কেবল তারা আকাশে উড়ার অনুমতি পাবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এয়ারলাইন্সটি প্রাথমিকভাবে অভ্যন্তরীণ রুটে চারটি এটিআর ৭২-৬০০ মডেলের উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা পরিকল্পনা করছে।

IndiGo proudly announces the launching of 27 flights from Dhaka! IndiGo now offers direct connections to Mumbai, Chennai...
31/10/2022

IndiGo proudly announces the launching of 27 flights from Dhaka! IndiGo now offers direct connections to Mumbai, Chennai, Kolkata and Delhi. Fly on IndiGo to 74 destinations in India and 26 international destinations!

চেন্নাই ও মালেতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বৃদ্ধিবাংলাদেশের অন্যতম বেসরকারী বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগ...
10/03/2022

চেন্নাই ও মালেতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বৃদ্ধি

বাংলাদেশের অন্যতম বেসরকারী বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১৩ মার্চ থেকে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে প্রতিদিন ঢাকা থেকে ভারতের চেন্নাই ও আগামী ১৬ মার্চ থেকে মালদ্বীপের রাজধানী মালেতে সপ্তাহে তিনদিনের পরিবর্তে চারদিন ফ্লাইট পরিচালনার সিদ্বান্ত নিয়েছে।

বর্তমানে চেন্নাই ও মালেতে অতিরিক্ত যাত্রী চাহিদার কারনে ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

চেন্নাই ও মালেতে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে ৬টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৭টি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটসহ মোট ১৬টি এয়ারক্রাফট রয়েছে।

চেন্নাই ও মালে ছাড়াও আন্তর্জাতিক রুট কলকাতা, শারজাহ, দুবাই, মাস্কাট, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংজু-তে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। খুব শীঘ্রই কোভিডের কারনে স্থগিত গন্তব্য ব্যাংককে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।

নিকট ভবিষ্যতে কলম্বো, দিল্লী, আবুধাবী, জেদ্দা, রিয়াদ, দাম্মাম, মদিনায় ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।
এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ সকল গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যেকোনো গন্তব্যের টিকেট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন- 01676407613 (Whats App) অথবা 01678200291 নম্বরে অথবা ই-মেইল করুন [email protected]

উল্লেখ্য, আমরা ২৪ ঘন্টাই যে কোন রূটের টিকেট ইস্যু করি।

Rainbow Online Travel Agency

ভারতে ২৭ মার্চ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুকরোনা মহামারির কারণে প্রায় ২ বছর পর আগামী ২৭ মার্চ থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্...
10/03/2022

ভারতে ২৭ মার্চ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু

করোনা মহামারির কারণে প্রায় ২ বছর পর আগামী ২৭ মার্চ থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ভারত।

আজ মঙ্গলবার ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এক টুইটে বলেন,‘স্টেকহোল্ডারদের
সঙ্গে আলোচনা করে এবং #কোভিড১৯ শনাক্তের হার কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে, ২৭ মার্চ থেকে আমরা আন্তর্জাতিক ভ্রমণ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।’

দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ২০২০ সালের মার্চ মাসে ভারত সরকার সব ধরনের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করে।

যদিও ২০২০ সালের মে মাস থেকে ফের অভ্যন্তরীণ ফ্লাইটগুলো চালুর অনুমতি দেয়া হলেও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিধিনিষেধ অব্যাহত ছিল।

এয়ার বাবল ব্যবস্থার মাধ্যমে ওই বছরের অক্টোবর মাস থেকে বেশ কয়েকটি দেশের নাগরিকদের ভারতে প্রবেশের অনুমতি দেয়া হয়।

আজ ৬৬২ দিনের মধ্যে ভারতে দৈনিক কোভিড আক্রান্তে সংখ্যা ছিল সর্বনিম্ন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে, মোট শনাক্ত হয়েছে ৪ কোটি ২৯ লাখ ৭১ হাজার ৩০৮ জনের।

23/12/2021

সম্মানিত যাত্রীগণ,
অন-টাইম ফ্লাইট নিশ্চিত করনে আভ্যন্তরীণ রুটের সমস্ত ফ্লাইটের চেক ইন কাউন্টার ফ্লাইট ছেড়ে যাওয়ার ২০ মিনিট আগে বন্ধ হয়ে যাবে।

সম্মানিত যাত্রীগনকে ফ্লাইট টাইমের ২০ মিনিট আগেই চেক ইন সম্পন্ন করার অনুরোধ করা হল।

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোতে তিন গুণ ভাড়া বৃদ্ধি, বিপাকে শ্রমিকরামঙ্গলবার এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব...
08/12/2021

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোতে তিন গুণ ভাড়া বৃদ্ধি, বিপাকে শ্রমিকরা

মঙ্গলবার এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেছেন,মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সগুলোর সিন্ডিকেট করে অনৈতিকভাবে প্রতিযোগিতা মূলক ভাবে তিন গুণ ভাড়া বৃদ্ধি করছে।

রাজধানীর নয়া পল্টনস্থ একটি হোটেলে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে আটাব নেতৃবৃন্দ বলেন, অতিরিক্ত টাকা দিয়ে টিকিট কিনতে হিমসিম খাচ্ছে বিদেশগামী কর্মীরা।

ঢাকা থেকে একজন প্রবাসী শ্রমিককে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সৌদি আরব যেতে ৭৫ হাজার টাকার বেশি প্লেন ভাড়া দিতে হচ্ছে।

তাছাড়া ও কোনো ট্রাভেল এজেন্সিকে গ্রুপ ফেয়ার দিচ্ছে না বিমান।একই রুটে সৌদি এয়ারলাইন্সের একমুখী ভাড়াও ৭৪ থেকে ৭৫ হাজার টাকা।অথচ আগে এ ভাড়া ৪০ থেকে ৪৫ হাজার টাকা ছিল।মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এ বছরের নভেম্বর মাসেই একমুখী ভাড়া ছিল প্রায় ৪০ থেকে ৪৫ হাজার টাকা। অযৌক্তিক কারণে এয়ারলাইন্সগুলো এ ভাড়া বৃদ্ধি করেছে।

আগে দুবাইয়ের ভাড়া ছিল ৪০ হাজার টাকা, বর্তমানে এমিরেটসে দুবাই যেতে ৮৭ হাজার টাকা লাগে।

ওমানের মাস্কাটে আগে একমুখী ভাড়া ছিল ৩৫ হাজার টাকা, বর্তমানে সব এয়ারলাইন্স ৭২ হাজার টাকা নিচ্ছে।

সৌদির ভাড়া নভেম্বরে ছিল ৪২ হাজার, বর্তমানে ৭৪ হাজার থেকে ৭৫ হাজার টাকা।

 #ঢাকা_ব্যাংকক রুটে  #বিমানের ফ্লাইট  িসেম্বর থেকেআগামী ২ ডিসেম্বর থেকে ঢাকা-ব্যাংকক রুটে আবারও ফ্লাইট পরিচালনা শুরু করব...
24/11/2021

#ঢাকা_ব্যাংকক রুটে #বিমানের ফ্লাইট িসেম্বর থেকে

আগামী ২ ডিসেম্বর থেকে ঢাকা-ব্যাংকক রুটে আবারও ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ব্যাংকক থেকে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এবং রোববার স্থানীয় সময় বিকাল ৪টা ১৫ মিনিটে বিমানের ফ্লাইট ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

থাইল্যান্ড কর্তৃপক্ষ স্বীকৃত কোভিড-১৯ এর ‍টিকার পূর্ণ ডোজ গ্রহণের কমপক্ষে ১৪ দিন পর থেকে ব্যাংকক যাওয়া যাবে। https://tp.consular.go.th/ ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে 'থাইল্যান্ড পাস' নিতে হবে। যাত্রীদেরকে ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ সনদ থাকতে হবে।

থাইল্যান্ড পৌঁছানোর পর আবারও করোনা পরীক্ষা করাতে হবে। যাত্রীরা থাইল্যান্ড পৌঁছানোর পর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে নির্ধারিত পর্যটনকেন্দ্রে ঘুরে বেড়াতে পারবেন। হোটেল কোয়ারেন্টিনে থাকার প্রয়োজন না হলেও, তাদেরকে ৭ দিন থাইল্যান্ড কর্তৃপক্ষ নির্ধারিত 'স্যান্ডবক্স প্রোগ্রাম' এর আওতায় স্যান্ডবক্স এলাকার (নির্ধারিত পর্যটন কেন্দ্র) মধ্যে থাকতে হবে।

  and   for those who are planning to travel in  For further any query, feel free to contact with us @ 01678200291(Whats...
15/11/2021

and for those who are planning to travel in

For further any query, feel free to contact with us @ 01678200291(Whats App) and 01676407613 (Whats App)

Good Morning Planet Earthআগামীকাল মঙ্গলবার থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু- #টেকনাফ_সেন্টমার্টিন নৌপথে ফে...
15/11/2021

Good Morning Planet Earth

আগামীকাল মঙ্গলবার থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু-

#টেকনাফ_সেন্টমার্টিন নৌপথে ফের পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। আগামী মঙ্গলবার সকাল থেকে এ রুটে পর্যটকবাহী জাহাজ #কেয়ারি_ক্রুজ_অ্যান্ড_ডাইন চলবে। আর আগামী বৃহস্পতিবার থেকে #কেয়ারি_সিন্দাবাদ চলাচল শুরু হওয়ার কথা রয়েছে।

গতকাল বিকেলে পর্যটনের দায়িত্বপ্রাপ্ত (এডিএম) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পরীক্ষামূলকভাবে প্রথমে জাহাজদুটি চলাচল শুরু করবে। পর্যায়ক্রমে অবস্থা বুঝে আবেদনকৃত জাহাজকে অনুমতি দেয়া হবে।

#সেইন্ট_মার্টিন_ট্যুরের_ফুল_প্যাকেজ বা #জাহাজের_টিকেট বা #রিসোর্ট/ #হোটেল_বুকিং বা #বাসের_টিকেট বুকিং এর জন্য যোগাযোগ করুন আমাদের সাথে-

01678200291 (Whats App) অথা 01676407613 (Whats App)

ভ্রমণ পিপাসুদের জন্য সুখবরঃ  েম্বর চালু হচ্ছে  #ভারতীয়_ট্যুরিস্ট_ভিসাবাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দো...
10/11/2021

ভ্রমণ পিপাসুদের জন্য সুখবরঃ েম্বর চালু হচ্ছে #ভারতীয়_ট্যুরিস্ট_ভিসা

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, আগামী ১৫ নভেম্বর থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হবে।

১২০ দিনের জন্য ভিসা প্রদান করা হবে এবং ট্যুরিস্টরা ৩০ দিন ভারতে অবস্থান করতে পারবেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে স্ত্রীসহ ভারতে যাওয়ার আগে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মালয়েশিয়া প্রবেশে করোনা ইন্স্যুরেন্স ফি লাগবে নাদেশে ছুটিতে গিয়ে আটকেপড়া মালয়েশিয়া প্রবাসীদের দেশটিতে প্রবেশে লাগবে না ক...
09/11/2021

মালয়েশিয়া প্রবেশে করোনা ইন্স্যুরেন্স ফি লাগবে না

দেশে ছুটিতে গিয়ে আটকেপড়া মালয়েশিয়া প্রবাসীদের দেশটিতে প্রবেশে লাগবে না করোনা অপারেশন (ইন্স্যুরেন্স) ২৬০০ রিংগিত ফি।শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক নোটিশে এমনটি জানানো হয়েছে।

আগামী ১৫ নভেম্বর থেকে শুধুমাত্র ৭ দিনের হোটেল ভাড়া ১০৫০ রিংগিত এবং করোনার পিসিআর টেস্ট দুইবার ৫০০ রিংগিত খরচের সঙ্গে যুক্ত হবে এয়ার টিকিটের খরচ।

এর আগে, গত ২৮ অক্টোবর মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তি জানানো হয়েছিল ১ নভেম্বর থেকে ইমিগ্রেশনের পূর্বানুমতি বা মাই-ট্রাভেল পাস (এমটিপি) ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন প্রবাসীরা।

এক্ষেত্রে যাদের ভিসার মেয়াদ আছে তারা কিছু শর্ত মেনে অনুমতি ছাড়াই দেশটিতে সরাসরি প্রবেশ করতে পারবেন।
আর যাদের ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে তারা মাই-ট্রাভেল পাসের মাধ্যমে আবেদন করে দেশটিতে প্রবেশ করতে পারবেন।এক্ষেত্রে বিদেশিরা মালয়েশিয়ায় প্রবেশ করতে চাইলে দুই ডোজ টিকা সম্পন্নের প্রমাণপত্র, করোনা নেগেটিভ রিপোর্টসহ আসতে হবে।

এরপর বিমানবন্দরে স্থাপিত কোয়ারেন্টাইন সেন্টারে সাতদিন অবস্থান করতে হবে।এই সাতদিন কোয়ারেন্টাইন সেন্টারের খরচ অভিবাসীকর্মী অথবা তার নিয়োগকর্তাকে বহন করতে হবে এবং যেসব ক্যাটাগরির ভিসা বা পারমিটধারীদের প্রবেশের ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে- কূটনীতিক ভিসাধারী, পিআর পাস, পেরোল পাস, রেসিডেন্ট পাস, স্থায়ী বাসিন্দা ও তাদের পোষ্য, দীর্ঘমেয়াদি পাস (স্বামী/স্ত্রী/সন্তান), সিনিয়র সিটিজেন পাস, পাস বালু, শিক্ষার্থী ভিসা, মাই সেকেন্ড হোম, বিদেশি গৃহকর্মী, রেসিডেন্ট পাস, দীর্ঘমেয়াদি অস্থায়ী জব পাস (পিএলকেএস), গৃহপরিচারিকা ও ট্যুরিস্ট।

তবে এই প্রক্রিয়ায় প্রবাসীদের অনুমতি পাওয়া ছিল দুঃসাধ্য ব্যাপার।
এখন করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটির সরকার পর্যায়ক্রমে বিধিনিষেধ শিথিল করা শুরু করেছে।

পূর্ণ ডোজ টিকা নেওয়া বিদেশিদের জন্য সীমান্ত খুলল যুক্তরাষ্ট্রকরোনার পূর্ণ ডোজ টিকা নেওয়া বিদেশি ভ্রমণকারীদের জন্য স্থল ও...
08/11/2021

পূর্ণ ডোজ টিকা নেওয়া বিদেশিদের জন্য সীমান্ত খুলল যুক্তরাষ্ট্র

করোনার পূর্ণ ডোজ টিকা নেওয়া বিদেশি ভ্রমণকারীদের জন্য স্থল ও আকাশপথের সীমান্ত আজ সোমবার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বিদেশি ভ্রমণকারীদের ওপর প্রায় ২০ মাস ধরে বিধিনিষেধ জারি রাখার পর অবশেষে যুক্তরাষ্ট্র তার স্থল ও আকাশপথের সীমান্ত খুলে দিল।

করোনা মহামারির কারণে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বিদেশি ভ্রমণকারীদের ওপর বিধিনিষেধ আরোপ করেছিলেন।

২০২১ সালের ২০ জানুয়ারি জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন। তিনি ক্ষমতায় এসে তাঁর পূর্বসূরি ট্রাম্পের জারি করা ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ বহাল রাখেন।

যুক্তরাষ্ট্রের ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ বহাল থাকায় তা নিয়ে সমালোচনা হয়। বিশেষ করে ইউরোপ, প্রতিবেশী কানাডা ও মেক্সিকোতে যুক্তরাষ্ট্রের ভ্রমণসংক্রান্ত নিষেধাজ্ঞার বিষয়টি বেশ অজনপ্রিয় ছিল।

তথ্য সূত্রঃ প্রথম আলো

কুয়েতে ভিসার জন্য বিশেষ অনুমতি লাগবে বাংলাদেশিদেরকুয়েতে ভিসার জন্য বিশেষ অনুমতি লাগবে বাংলাদেশিদের। এছাড়া পাকিস্তান, ইরা...
08/11/2021

কুয়েতে ভিসার জন্য বিশেষ অনুমতি লাগবে বাংলাদেশিদের

কুয়েতে ভিসার জন্য বিশেষ অনুমতি লাগবে বাংলাদেশিদের। এছাড়া পাকিস্তান, ইরাক, ইয়েমেন, ইরান, সিরিয়া ও সুদান এ সাতটি দেশের নাগরিকদেরও বাণিজ্যিক, ফ্যামেলি, ভ্রমণ ভিসা নিতে লাগবে মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি। কুয়েত সরকার অনুমোদিত টিকা গ্রহণ করা ৫৩ দেশের প্রবাসীদের বাণিজ্যিক, ফ্যামিলি এবং ভ্রমণ ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে যাদের বিশ্ববিদ্যালয়ের কোনো ডিগ্রি নেই, ষাটোর্ধ প্রবাসীদের বছরে ৫০০ কুয়েতি দিনার ইন্স্যুরেন্স ফি দিয়ে আকামা নবায়নের অনুমতি দেওয়া হয়েছে।

দেশটিতে করোনা পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য পঞ্চম ধাপের পরিকল্পনা প্রবেশের সঙ্গে সঙ্গে এ উদ্যোগ নেওয়া হয়।

06/11/2021

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

পর্যটন শহর কক্সবাজারে দেশের বিভিন্ন জেলা হতে আগত যে সকল পর্যটকগণ বাস ধর্মঘটের কারণে নিজ গন্তব্যে ফিরে যেতে পারছেন না। তাদের জ্ঞাতার্থে জানানো যাইতেছে যে, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কক্সবাজার জেলা পুলিশের সহায়তায় নিজস্ব পরিবহনে কোন প্রকার ভাড়া ছাড়া চট্টগ্রাম জেলায় পৌঁছে দেওয়া হবে।

আপনাদের পরিচিত যে সমস্ত পর্যটকগণ কক্সবাজার-এ আটকে পড়েছেন তাদের কে পুলিশ লাইন্স, কক্সবাজার এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

অনুরোধক্রমে
পুলিশ সুপার
কক্সবাজার জেলা।

ই-পাসপোর্ট করার জন্য কিছু বেসিক গাইড লাইনঃ০১. ই পাসপোর্ট করতে কখনোই কোন অবস্থাতেই কোন দালালের সরনাপন্ন হবেন না। কেনোনা এ...
06/11/2021

ই-পাসপোর্ট করার জন্য কিছু বেসিক গাইড লাইনঃ

০১. ই পাসপোর্ট করতে কখনোই কোন অবস্থাতেই কোন দালালের সরনাপন্ন হবেন না। কেনোনা এই ডিজিটাল ব্যপারটায় দালালের কিছুই করার নেই। তাই নিজের টা নিজে করুন।

০২. আপনারা নিজের টা অবশ্যই নিজে পারবেন। আপনার পরিবারেরটাও আপনি পারবেন।

০৩. এম আর পি থেকে ই পাসপোর্ট করা আর নতুন ভাবে ই পাসপোর্ট করার ফর্মালিটি একই। এম আর পি পাসপোর্ট থাকলে শুধু এর ডাটা গুলো ভুল না করে সঠিক ভাবে নতুন আবেদনে উল্লেখ করুন।

০৪. একটা বিষয় মাথায় রাখবেন ই পাসপোর্ট করতে যে সাপোর্টিং পেপার লাগে তা অবশ্যই আবেদনের পূর্বেই নিজের কাছে সংগ্রহে রাখুন, জেনো কোন অবস্থাতেই আপনার আবেদিন টা পরিপূর্ণ করতে কোন রকম ঝামেলায় পড়তে না হয়।

★কি কি ডকুমেন্ট লাগবে?

(ক) আপনার বয়স যদি ১৮ থেকে ২০বছরের মাঝে হয়, তবে NID অথবা ১৭ ডিজিটের ভেরিফাইড Birth Certificate. আর ২০ বছরের উপর হলে অবশ্যই NID লাগবে।
(খ) পুরাতন পাসপোর্ট থাকলে তার যে পেইজে ডাটা রয়েছে সেই পাতাটির ফটোকপি।
(গ) যারা বিবাহিত তাদের কাবিন নামার কপি।
(ঘ) ১৮ বছরের নিচে হলে বাবা মা এর NID এর কপি।
(অ) ৬ বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে গ্রে বেকগ্রাউন্ডের উপর পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।
(আ) ১৫ বছরের নিচের বাচ্চাদের জন্য তাদের বাবা মা এর পাসপোর্ট সাইজের ছবি।
ই পাসপোর্টের জন্য এই সব কাগজের কোন কিছুই সত্যায়িত করার প্রয়োজন নেই।
তবে যেদিন এপয়েন্টমেন্ট তারিখে আপনারা পাসপোর্ট অফিসে যাবেন সেদিন এই সকল কপির মুল সেট টি অবশ্যই সাথে নিয়তে হবে।

★এবার আসি আবেদনের ব্যপারে।

০১. প্রথমেই একটি বৈধ ই মেইল আইডি থেকে epassport.gov.bd এই ঠিকানায় গিয়ে নির্দেশনা মোতাবেক আপনার একটা account খুলুন। একাউন্ট খুলতে আপনার একটা সচল বৈধ মোবাইল নাম্বার ব্যবহার করুন যা সব সময় আপনার নিজের কাছে থাকবে।account খোলার সময় একটা password use করতে হবে । তা যত্ন সহ সংরক্ষন করুন।

০২. আপনার একটা account থেকেই আপনি আপনার নিজের ও আপনার পরিবারের সদস্যদের জন্য আবেদন করতে পারবেন।

০৩. এবার আপনার আবেদন গুলো নির্ভয়ে আস্তে আস্তে সময় নিয়ে (প্রয়োজন হলে দুই তিন দিন ) পুরন করুন। এটা পুরন করতে গিয়ে প্রতিটা ষ্টেপে "Save and Continue" নির্ভয়ে চাপুন আর পরবর্তী ধাপে এগিয়ে যান। কেননা এখানে ভুল হলেও আপনি তা শুদ্ধ করার সুযোগ পাবেন। এভাবে একে একে আপনার সব গুলো আবেদন পত্র গুলো পুরন করুন। একটা বিষয় খেয়াল রাখবেন আবেদন পত্র পুরনের শেষ ধাপে "Confirm and Submit" অপশন আসবে। এই খানে ক্লিক করার আগে আপনি এতক্ষন যা পুরন করেছেন তা দারি কমা সহ পুঙ্খানুপুঙ্খ ভাবে চেক করে নিন। প্রয়োজন হলে এই ড্রাফটের একটা কপি প্রিন্ট করে নিয়ে ভালো ভাবে এর ইনফরমেশন গুলো যচাই করে নিন। আপনি এই অবস্থায় আপনার কম্পিউটার থেকে বেরিয়ে গেলেও অসুবিধা নেই । আপনার এতোক্ষন কাজের সব কিছুই সেইভ হয়ে থাকবে।

সব কিছু ঠিক থাকলে "Confirm and Submit" বাটনে ক্লিক করুন। ব্যাস আপনার আবেদন এর কাজ শেষ। এই পর্যায়ে আপনার কাছে আপনি কবে পাসপোর্ট অফিসে গিয়ে ছবি উঠাবন, আঙ্গুলের ছাপ দিবেন, চোখের আইরিশ ফিতে পারবেন তার এপয়েন্টমেন্ট এর শিডিউল চাইবে, তখন আপনি আপনার সুবিধামত এপয়েন্টম্যান্ট নিন। আর এই এপয়েন্টমেন্ট শিট এর একটি কপি প্রিন্ট করে নিন। এবার আপনার আবেদনের ৩ পাতার মুল কপিটি প্রিন্ট করে রাখুন।

নাম লেখার ব্যপারে অনেকেই একটা সমস্যায় ভুগেন যেমন কারো নাম যদি হয় A.Z.M. ZUBAIDUR RAHMAN হয় তবে তিনি Sure Name এর ক্ষেত্রে লিখবেন RAHMAN. আর Given Name এ লিখবেন AZM ZUBAIDUR . এখানে কোন Dot ba ফোটা ব্যবহার করা যাবেনা।

আর মনে রাখবেন আপনার শিক্ষা সার্টিফিকেটে আপনার নাম যেভাবেই লিখা থাকুক তাতে কিছুই আসে যায়না। আপনি আপনার আবেদনে নাম লিখবেন আপনার NID অনুযায়ী।

এবার আপনি নির্দিষ্ট ব্যাংক কে আপনার পাসপোর্ট এর ফী জমা দিন। মনে রাখবেন আপনার আবেদনে যেভাবে নাম লিখেছেন ব্যাংক এর জমার স্লিপ এর নামও ঠিক হুবুহু একই যেনো হয়। ব্যাংক এ টাকা জমা দেওয়ার পর ব্যাংক আপনাকে এটা স্লিপ দিবে, যেখানে একটা রেফারেন্স নাম্বার থাকবে। এই রেফারেন্স নাম্বার টা আপনার মুল আবেদনের ৩য় পাতায় নির্ধারিত জায়গায় যত্নি নিয়ে নিরভুল্ভাবে লিখুন। আর ৩য় পাতার নিচে আপনি সাক্ষর ও তারিখ দিন।

এবার পর্যায়ে ক্রমে উপর থেকে নিচের দিকে ব্যাংক জমার স্লিপ, এপয়েন্টমেন্ট লেটার, মুল আবেদন পত্র, নিজের NID এর কপি, পুরাতন পাসপোর্ট এর ফটোকপি, (যদি থাকে), স্ত্রী এর NID কপি, কাবিন নামার ফটোকপি একসাথে করে একটা সেট বানিয়ে স্টেপ্লার করে সংরক্ষন করুন আর নিশ্চিন্তে এপয়েন্টমেন্ট দিনের জন্য অপেক্ষা করুন।

#দ্বিতীয়_ধাপ: আগে থেকে নির্ধারণ করা তারিখে পাসপোর্ট অফিসে দেখা করবেন সেই প্রিন্ট করা পত্রগুলো ও ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ নিয়ে। পরে বিভিন্ন ভাবে আবেদন পত্রগুলো ও জাতীয় পরিচয়পত্র চেক করে পত্রগুলোর উপর ছিল মেরে দিয়ে একটি কক্ষে যেতে বলবে। সেখানে যাওয়ার পর ছবি তুলবে হাতের ফিঙ্গার প্রিন্ট ও চোখের লেন্স নেয়া হবে। পরে পাসপোর্ট ভেলিভারির একটি স্লিপ দেওয়া হবে। পরে বাড়িতে পুলিশ ভেরিফিকেশন হবে। ও ভেরিফিকেশন সম্পন্ন করা হবে।

ব্যাংক ফিঃ
ওয়ান ব্যাংক,প্রিমিয়ার ব্যাংক,সোনালী ব্যাংক,ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া,ঢাকা ব্যাংক

৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৪০২৫/- ২১ দিনে
৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৬৩২৫/- ৭/১০ দিনে জরুরি ডেলিভারিতে
৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৮৬২৫/- ২ দিনে
সুপার এক্সপ্রেস ডেলিভারিতে

৪৮ পেজ ১০ বছর মেয়াদে ৫৭৫০/- ২১ দিনে
৪৮ পেজ ১০ বছর মেয়াদে ৮০৫০/- ৭/১০ দিনে জরুরি ডেলিভারিতে
৪৮ পেজ ১০ বছর মেয়াদে ১০৩৫০/- ২ দিনে
সুপার এক্সপ্রেস ডেলিভারিতে

#তৃতীয়_ধাপ: পাসপোর্ট সংগ্রহ
পাসপোর্ট ভেলিভারি স্লিপের তারিখ অনুযায়ী আবার পাসপোর্ট অফিসে দেখা করবেন। ফিঙ্গারপ্রিন্ট চেক করে ই-পাসপোর্ট বুঝিয়ে দেয়া হবে।

বিশেষ দ্রষ্টব্য: ও লক্ষনীয় বিষয়
১: কোন ভূল ও মিথ্যা তথ্য দিবেন না।
২: ভূল বা মিথ্যা ঠিকানা ব্যবহার করবেন না।
৩: পাসপোর্ট সংক্রান্ত কোন সমস্যা হলে দ্রুত পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন
৪: পুলিশ ভেরিফিকেশনে ঘুষ চাইলে পাসপোর্ট তদন্ত কর্মকর্তাকে তাৎক্ষণিক জানান
৫: পাসপোর্ট অফিসে কোন সমস্যা হলে সেখানে দায়িত্বরত পুলিশ, আনসার, সেনাবাহিনী বা অন্য কর্মকর্তাদের জিজ্ঞাসীত করেন তারাই বলে দিবে আপনাকে কি করতে হবে কোন কক্ষে যেতে হবে। সুতরাং কারো সাথে অভদ্র আচরণ করবেন না।

ই-পাসপোর্ট আবেদনের জন্য যা প্রয়োজন:
১: আপনার বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি
২: আপনার জাতীয় পরিচয়পত্র

পুলিশ ভেরিফিকেশন যা দেখতে চাইতে পারে:
১: আপনার ও আপনার বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র
২: পাসপোর্ট আবেদনে যে পেশা দিয়েছেন তার প্রমাণ। যেমন স্টুডেন্ট দিলে স্টুডেন্ট আইডি কার্ড।
৩: বিদ্যুৎ বিলের ফটোকপি বা বিদ্যুৎ বিল কার্ডে রিচার্জ করলে কার্ডের ফটোকপি।

অনুমোদন পেল বেসরকারি এয়ারলাইন্স   আরও একটি বেসরকারি এয়ারলাইন্স বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছ ...
04/11/2021

অনুমোদন পেল বেসরকারি এয়ারলাইন্স

আরও একটি বেসরকারি এয়ারলাইন্স বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (অনাপত্তি সনদ-এনওসি) পেয়েছ।

নতুন এই বেসরকারি উড়োজাহাজ সংস্থার নাম ‘এয়ার অ্যাস্ট্রা’। আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) এনওসি পেয়েছে সংস্থাটি।

সব অনুমোদন ও প্রক্রিয়া শেষ হলে ালের_ফেব্রুয়ারিতে অপারেশন শুরু করবে #এয়ার_অ্যাস্ট্রা।

02/11/2021

টিকেট বুকিং সংক্রান্ত যেকোন গ্রাহকসেবা পেতে ফোন করুনঃ
+8801676407613 (Whats App) Or +8801766111288
Email: [email protected]









*প্রস্তাবিত বিমান ভাড়া, ভ্রমণ তারিখ, শ্রেণী ও সময়কাল ভেদে বিমানের নীতিমালা অনুযায়ী পরিবর্তন সাপেক্ষ এবং শর্ত প্রযোজ্য।

Address


Telephone

+8801676407613

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rainbow Online Travel Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rainbow Online Travel Agency:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share