05/01/2024
আপনি যদি 🇨🇦 কানাডা যেতে আগ্রহী হোন তাহলে এই পোস্টটি কেবলই আপনার জন্য। কানাডা অনেকেরই স্বপ্নের দেশ। আমরা অনেকেই মনে করি কানাডার টুরিস্ট ভিসা পাওয়া বেশ কষ্ট সাধ্য। তবে বাস্তবতা হলো যদি আপনার ডকুমেন্টস সঠিক থাকে এবং শক্তিশালী হয়ে থাকে তাহলে অন্যান্য দেশের তুলনায় কানাডার ভিসা পাওয়া আরও সহজ। সঠিক উপায়ে ফাইল প্রসেস হয়ে থাকলে ভিসা পাওয়ার সফলতা ইনশাআল্লাহ আসবেই।
🔷 ভিসা প্রসেস সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করার প্রথমে আপনাদের কানাডা দেশটি সম্পর্কে একটু ধারনা দেয়ার চেষ্টা করছি।
কানাডা নর্থ আমেরিকার বিশাল এক দেশ। কানাডার আয়তন ৬৭ টি বাংলাদেশ এর সমান। ২২ লক্ষ লেক রয়েছে কানাডায়। কানাডার মোট জনসংখ্যা তিন কোটি পচাত্তর লক্ষ। কানাডা পৃথিবীর দ্বিতীয় তম শান্তির দেশ।
কানাডার টুরিস্ট ভিসায় সফলতা পাওয়ার জন্য কিছু ধাপ আছে যেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ।
🔶 প্রথমত যেই ধাপটি কানাডার ভিজিট ভিসা পাওয়ার জন্য বেশ গুরুত্বপূর্ণ সেটি হলো VISA APPLICATION LETTER অথবা SOP (Statement of Purpose). অনেকেই হয়ত জানেন কানাডার টুরিস্ট ভিসা হলো ডকুমেন্টস নির্ভর ভিসা তবে ডকুমেন্টস থেকেও অনেক গুরুত্বপূর্ণ হলো এই VISA APPLICATION LETTER. আপনার ডকুমেন্টস অনেক স্ট্রং তবে আপনি যদি এই লেটারে নিজের ঘুরতে যাওয়ার উদ্দেশ্যকে সঠিক ভাবে উপস্থাপন করতে না পারেন তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কম। সুন্দর এবং সুমধুর একটি VISA APPLICATION LETTER এর মাধ্যমে আপনার ভিসা পাওয়ার যোগ্যতা এবং প্রয়োজনীয়তা গুলো উল্লেখ করা লাগবে। এই লেটারে আপনি যা উল্লেখ করবেন তা অবশ্যই আপনার প্রোফাইলের সাথে সামঞ্জস্যপুর্ণ হওয়াটা জরুরি। তাই একজন প্রফেশনাল এক্সপার্ট কাওকে দ্বারা এই VISA APPLICATION LETTER লিখাটা বেশ গুরুত্বপূর্ণ। আমাদের কয়েক বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি এই VISA APPLICATION LETTER লিখার ক্ষেত্রে আপনি আমাদের উপর পুর্ন আস্থা রাখতে পারেন।
🔶 দ্বিতীয়ত কানাডার ভিসা পাওয়ার ক্ষেত্রে যেই বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো অর্থনৈতিক অবস্থা প্রমান করা অথবা Proof of income. আপনি ব্যবসা বা চাকরি যেটাই করেন না কেনো, আপনার মাসিক আয় যে ভালো সেটা প্রমান করাটা জরুরি। তবে এর মানে এই নয় যে আপনার ব্যাংকে অনেক অনেক পরিমাণ টাকা থাকা লাগবে। শুধুমাত্র কানাডা ঘুরে আসার জন্য যতোটুকু টাকা প্রয়োজন অতটুকু টাকা ব্যাংকে থাকাটাই যথেষ্ট। এর পরও যদি আপনার ব্যাংক স্ট্যাটমেন্ট অনেক দুর্বল হয়ে থাকে অথবা আপনার ব্যাংক ব্যালেন্স অনেক কম হয়ে থাকে তাহলে এই সমস্যা অভারকাম করার সঠিক গাইডলাইন আমরা আপনাকে দিবো। অনেক দুর্বল ব্যাংক স্ট্যাটমেন্ট দেখিয়েও আপনি কানাডার ভিসা পেতে পারেন যদি কিনা আপনি VISA APPLICATION LETTER এ সুন্দর মতো নিজের প্রোফাইল ব্যাখ্যা করতে পারেন।
🔶 তৃতীয় যেই জিনিষটি কানাডার ভিসার জন্য গুরুত্বপূর্ণ সেটি হলো ট্রাভেল হিস্ট্রি বা পুর্বে অন্যান্য দেশে ট্রাভেল করার অভিজ্ঞতা থাকা। কানাডার মতো দেশে ট্রাভেল করার জন্য আপনার অবশ্যই দুই একটি দেশ ট্রাভেল থাকাটা জরুরী তবে ব্যাপারটি এমন নয় যে আপনি অনেকগুলো দেশ ভিজিট করলেই সহজে কানাডার ভিসা পেয়ে যাবেন। পূর্ববর্তী ট্রাভেল হিস্ট্রি কেবল একটি সহায়ক ভুমিকা পালন করে মাত্র। ট্রাভেল হিস্ট্রি এর পাশাপাশি আপনাকে সঠিক নিয়মে ডকুমেন্টস গুছাতে হবে এবং VISA APPLICATION LETTER লিখতে হবে।
🔶 চতুর্থ গুরুত্বপূর্ণ জিনিষ হলো ইনভাইটেশন। আপনার পরিচিত কেও কানাডাতে থাকলে তার থেকে ইনভাইটেশন নিয়ে আসতে পারেন। ইনভাইটেশন এর ফরমেট আমরাই আপনাকে দিয়ে দিবো। ইনভাইটেশন একটি সহায়ক ভুমিকা পালন করে অবশ্যই তবে এটি বাধ্যতামুলক নয়। আপনার যদি কানাডাতে কেও না থেকে থাকে সেক্ষেত্রে আপনি ইনভাইটেশন ছাড়া হোটেল এড্রেস ব্যবহার করতে পারেন।
🔶 পঞ্চম এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনার কান্ট্রি টাই প্রমান করা৷ আপনার যে নিজ দেশের প্রতি টান আছে এবং আপনি যে কানাডা থেকে ফেরত আসবেন সেটা প্রমান করাটা গুরুত্বপূর্ণ এবং এটি প্রমান করার পথ হলো VISA APPLICATION LETTER এর মাধ্যমে নিজের দেশে যে আপনার শক্ত একটি অবস্থান আছে সেটা উল্লেখ করা।
🔷 কানাডার ভিজিট ভিসার জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন তা সহজে আপনাদের জন্য উল্লেখ করার চেষ্টা করছিঃ
১. বর্তমান পাসপোর্ট এর স্ক্যানড কপি (ইনফরমেশন পেজ অর্থাৎ যেখানে আপনার তথ্য রয়েছে সেই পেজ) অবশ্যই পিডিএফ ফরমেটে হতে হবে।
২. পুরাতন পাসপোর্ট এর স্ক্যানড কপি (যেখানে বিগত ১০ বছরের এন্ট্রি এবং এক্সিস্ট সিল রয়েছে অর্থাৎ শুধু ভিসা ও সিল রয়েছে সেই পেজ গুলা লাগবে) অবশ্যই একটা পিডিএফ ফরমেটে হতে হবে।
৩. শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য যেমন ইউনিভার্সিটির নাম, পোস্ট গ্রাডুয়েশন এর পাশের সাল। কোন ধরনের সার্টিফিকেট লাগবে না শুধুমাত্র পাশের সাল গুলো (ব্যবসায়িদের ক্ষেত্রে পড়াশোনা খুব বেশি জরুরী না,থাকলে দিতে পারেন না থাকলে খুব বেশি জরুরি না)
৪. বিগত ৪ মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি এফডিআর থাকলে দিতে পারেন (এটাসটেড)
৫. ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স এর কপি ইংলিশ নোটারাইজড
৬. অ্যাসেট ভাল্যুশন (এটা সিএ ফার্ম থেকে করে দিতে হবে এবং নোটারাইজড হতে হবে)
৭. চাকুরীজীবি হলে স্যালারি স্ট্যাটমেন্ট অথবা পে স্লীপ লাগবে
৮. ওয়াইফ, ভাই-বোন, সন্তান এর বাসার এড্রেস, ফোন নাম্বার ইমেল আইডি
৯. বাবা মা এর জন্ম সাল যদি জীবিত থাকে, মৃত্যু হলে প্রয়োজন নেই।
১০. ম্যারেজ সার্টিফিকেট ইংলিশ করে দিতে হবে। (নোটারাইজ)
১২. ভোটার আইডির স্ক্যান কপি বা বার্থ সার্টিফিকেট এর স্ক্যান কপি (ভোটার আইডির সাথে যদি পাসপোর্ট এর কোন প্রবলেম ও থাকে সেই ক্ষেত্রে চিন্তার কোন কারণ নেই sop তে লিখে দিলেই হবে
১৩. ৩৫*৪৫ সাইজ এর ছবি কানাডায়িন সাইজ। যেখান থেকে তুলবেন সেখান থেকে জাস্ট আপনার মেইল এ নিয়ে নিবেন ঐ খান থেকে আমরা মেইল এ নিয়ে নিবো।
১৪. পাসপোর্ট বা পি আর কার্ড, বাসার এড্রেস, ইমেইল আইডি, ফোন নাম্বার।
(এসব ডকুমেন্টস নিকটবর্তী কম্পিউটার এর দোকানে গিয়ে সিরিয়াল করে পিডিএফ করে আমাদের ইমেইল করে দেয়া লাগবে বা পেনড্রাইভে নিয়ে আসতে পারেন)
কানাডিয়ান এম্বাসি ফি আপনি কোনো ব্যাংকে জমা দিতে পারবেন না৷ এটি ইন্টারন্যাশনাল কার্ড দিয়ে অনলাইনে পে করা লাগবে। এম্বাসি ফি আপনি আমাদের বাংলা টাকাতেই দিতে পারবেন। আমরা সেটা ডলারে কন্ভার্ট করে নিবো।
সকল ডকুমেন্টস এবং এম্বাসি ফি জমা দেয়ার পর আপনাকে (আপনি যে দেশে অবস্থান করেন সে দেশের ভিএফএসে যেয়ে) ফিংগার প্রিন্ট দেয়া লাগবে তারপর কেবল অপেক্ষা করা লাগবে এম্নাসি এর সিদ্ধান্তের জন্য। যদি এম্বাসি আপনার ভিসা অনুমোদন করে থাকে তাহলে ইমেইল এর মাধ্যমে পাসপোর্ট গুলশানের ভিএফএসে জমা করতে বলবে। আপনার পাসপোর্ট ভিএফএস থেকে সিঙ্গাপুরে পাঠানো হবে এবং সেখান থেকেই ভিসা প্রিন্ট হয়ে পরবর্তীতে ভিএফএস থেকেই আপনার পাসপোর্ট আপনাকে ফেরত দেয়া হবে।
কানাডার ভিজিট ভিসার ব্যাপারে আমরা আপনাকে যে ধরনের সহায়তা করে থাকবোঃ
🟣 আপনার VISA APPLICATION LETTER অথবা SOP খুব সুন্দর এবং চমৎকার ভাবে লিখে দিবো।
🟣 আপনার সকল ডকুমেন্টস সুন্দর করে গুছাতে আমরা গাইডলাইন দিবো
🟣VISA APPLICATION FORM গুলো নির্ভুলভাবে ফিলআপ করে দিবো
🟣 আপনার ব্যাংক স্ট্যাটমেন্ট দুর্বল হলে বা ব্যাংক ব্যালেন্স কম থাকলে সেটা অভারকাম করার সঠিক গাইডলাইন আমরা দিবো।
🟣 এই পুরো প্রসেসটি দ্রুত সময়ে সম্পন্ন করে দিবো যেনো আপনার কাঙ্ক্ষিত ফলাফল আপনি দ্রুত পেতে পারেন।
আমাদের ফোন নাম্বারঃ
📞+88 01670-977535 (WhatsApp)
📞+88 01705-362708
📨E-mail: [email protected]
অফিস ঠিকানাঃ
আল-রাজি কমপ্লেক্স, বিজয়নগর,পল্টন ঢাকা।
খুব দ্রুত রেসপন্স পেতে সরাসরি ফোন করুন অথবা অফিসে যোগাযোগ করুন।