Institute of Marine Technology,Bagerhat

  • Home
  • Institute of Marine Technology,Bagerhat

Institute of Marine Technology,Bagerhat Welcome to our official page.Institute of Marine Technology,Bagerhat.. Welcome to our official page.Institute of Marine Technology,Bagerhat..
(6)

It starts from 2014..It is a Government Institute under BMET.This Institute provides you a better career, better knowledge and better experience It is running from 2014.. At first,it has been started with 96 students:)

IMT Bagerhat Shipbuilding Technology এর ছাত্র জাওয়াদ খান বাঁধন এর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা সবাই শোকাহত। মরহুমের আত্মা...
19/02/2024

IMT Bagerhat Shipbuilding Technology এর ছাত্র জাওয়াদ খান বাঁধন এর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা সবাই শোকাহত। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি।

📛এডমিশন নিউজ📛আপডেট নোটিশ অনুযায়ী ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ও সময়সূচি একসাথে।
14/10/2023

📛এডমিশন নিউজ📛

আপডেট নোটিশ অনুযায়ী ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ও সময়সূচি একসাথে।

বিআইএমটি ও আইএমটি গ্রাজুয়েটদের ওয়াইপার/ফায়ারম্যান হিসেবে সিডিসি প্রদান সংক্রান্ত সকল সার্কুলারের বিপক্ষে প্রতিবাদলিপি।
20/05/2023

বিআইএমটি ও আইএমটি গ্রাজুয়েটদের ওয়াইপার/ফায়ারম্যান হিসেবে সিডিসি প্রদান সংক্রান্ত সকল সার্কুলারের বিপক্ষে প্রতিবাদলিপি।

সুধী,জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অধীনস্থ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সমূহের পক্ষে আইডিইবি মেরিন ইঞ্জিনিয়ার্...
14/03/2023

সুধী,

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অধীনস্থ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সমূহের পক্ষে আইডিইবি মেরিন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন কর্তৃক “যথাযথ কর্মসংস্থান, বয়ে আনে দেশের সম্মান” প্রতিপাদ্যে প্রথম সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

অনুষ্ঠানে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোঃ নিজামুল হক, (ট্যাজ), ওএসপি, এনজিপি, পিএসসি, বিএন,

মহাপরিচালক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো জনাব শহীদুল আলম (এনডিসি),

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ আলী আকবর খান

এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ
(আইডিইবি)'র সভাপতি জনাব এ কে এম এ হামিদ ও

সাধারণ সম্পাদক জনাব মোঃ শামসুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ।

অনুষ্ঠান সূচি

তারিখ: ১৫ মার্চ ২৩, বুধবার

বিকাল ৪:০০মি : আমন্ত্রিত অতিথিবৃন্দের আগমন ও আসন গ্রহণ।

: জাতীয় সংগীত পরিবেশন

: পবিত্র কোরআন তেলাওয়াত

: নীরবতা পালন

: স্বাগত বক্তব্য

: বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য

: প্রধান অতিথির বক্তব্য

: সভাপতির ধন্যবাদ জ্ঞাপন

অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করছি।

আমন্ত্রণে:-
এম আই আকরাম
(সভাপতি)
কেন্দ্রীয় নির্বাহী কমিটি

এম আমজাদুল ইসলাম
(সাধারণ সম্পাদক)
কেন্দ্রীয় নির্বাহী কমিটি

স্থান: মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন আইডিইবি ভবন, কাকরাইল, ঢাকা।

আয়োজনে:- আইডিইবি মেরিন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন।

📛 ডিপ্লোমা পর্যায়ে শিক্ষাক্রমে সরকারি প্রতিষ্ঠানসমূহে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি 📛বিঃদ্রঃ- মেরিন ইন্সটিটিউটের শিক্ষার্থীদ...
30/01/2023

📛 ডিপ্লোমা পর্যায়ে শিক্ষাক্রমে সরকারি প্রতিষ্ঠানসমূহে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি 📛

বিঃদ্রঃ- মেরিন ইন্সটিটিউটের শিক্ষার্থীদের ক্ষেত্রে কোন স্বীকৃত চিকিৎসক হতে (CBC, ESR, HBSAG LFT, ECG, RBS, Urine R/M/E ডায়াগনস্টিক রিপোর্টসহ) মেডিকেল ফিটনেস সনদ, চক্ষু ও কালার ভিশন ফিটনেস সনদ দৃষ্টিশক্তি ন্যূনতম ৬/১২ (চশমাসহ ৬/৬), হিয়ারিং ফিটনেস থাকতে হবে এবং ভর্তির আবেদনে উল্লেখিত ওজন ও উচ্চতা BMI Chart অনুসারে থাকতে হবে।

ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, বাগেরহাটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পদায়ন হওয়ায় -আইএমটি সিরাজগঞ্জের প্রাক্তন অধ্যক্ষ মহোদ...
04/09/2022

ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, বাগেরহাটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পদায়ন হওয়ায় -আইএমটি সিরাজগঞ্জের প্রাক্তন অধ্যক্ষ মহোদয় জনাব প্রকৌশলী মোঃ জিয়াউল হক স্যার কে জানাই পুষ্পিত শুভেচ্ছা ও অভিনন্দন।।

সত্যকে সত্য বলার সাহস সকল মানুষের মধ্যে থাকে না। বাংলাদেশ মেরিন পরিবারের জন্য চায়না জেএমআই প্রকল্প ( স্কলারশিপ সহ মেরিন শীপবিল্ডিং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের গণ-চীনে পড়াশোনা করার সুযোগ) সৃষ্টির পেছনে যে কয়জন চৌকস কর্মকর্তা কাজ করেছেন, তাঁদের মধ্যে জনাব প্রকৌশলী মোঃ জিয়াউল হক ( Md. Ziaul Hoque) স্যার অন্যতম।

★ আইএমটিএস এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকাকালীন জনাব প্রকৌশলী মোঃ জিয়াউল হক স্যার, আইএমটি ফরিদপুর এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় জনাব প্রকৌশলী খোরশেদ আলম ( Khorshed Alam) স্যার, আইএমটি চাঁদপুরের সিনিয়র ইন্সট্রাক্টর,নৌ স্থপতি জনাব প্রকৌশলী আল আমীন পাভেল ( Md. Al-Amin Pavel স্যার একত্রিত হয়ে বিএমইটির পরিচালক (প্রশিক্ষণ) মহোদয় এর নেতৃত্বে কাজ করেছেন, চায়নার বিখ্যাত নৌ-প্রকৌশল প্রতিষ্ঠান জেএমআই সফর করে মন্ত্রনালয়ে সুপারিশ পাঠিয়েছেন বলেই আজকে বিআইএমটি এবং সকল আইএমটি থেকে জেএমআই গমনকারী কাডেটগন সফলভাবে সিডিসি প্রাপ্ত হয়েছেন। আমরা আশাবাদী, সফলতার এ ধারা অব্যহত থাকবে ইনশাআল্লাহ স্যার।।

★ মেরিন পরিবারের দীর্ঘ দিনের সপ্ন, সমুদ্রগামী পতাকাবাহী আন্তর্জাতিক জাহাজে চাকরি প্রাপ্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র তথা সিডিসি ও সিওসি পরীক্ষায় বিআইএমটি ও আইএমটি ছাত্রদের সরাসরি সুযোগ সৃষ্টির জন্য ২০২২ সালের ফেব্রুয়ারী থেকে জুন মাস পর্যন্ত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও নৌপরিবহন অধিদপ্তরের সাথে সমন্বিত ৬ টি দাফতরিক মিটিং বিএমইটির পরিচালক ( প্রশিক্ষণ) মহোদয় জনাব প্রকৌশলী মোঃ সালাউদ্দিন স্যার এর নেতৃত্বে সম্পন্ন করেছেন জনাব প্রকৌশলী মোঃ জিয়াউল হক স্যার এবং নৌ-স্থপতি জনাব প্রকৌশলী মোঃ আল আমীন পাভেল স্যার।।

ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে ফাইলটি বিবেচনার জন্য পাঠানো হয়েছে।। ইনশাআল্লাহ অচিরেই এর সুফল বিআইএমটি এবং আইএমটি সমুহের ক্যাডেটগণ ভোগ করবেন।

★ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মান্যবর পরিচালক (প্রশিক্ষণ) , মেরিন পরিবারের সবচেয়ে সুহৃদ ব্যক্তিত্ব, আদর্শ শিক্ষক,বিআইএমটি-নারায়নগঞ্জ এবং আইএমটি বাগেরহাট, সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জের প্রাক্তন সফল অধ্যক্ষ মহোদয়, আমার পিতৃতুল্য অভিভাবক জনাব প্রকৌশলী মোঃ সালাউদ্দিন ( Salah Uddin) স্যারকে কৃতজ্ঞতা জানাই জনাব প্রকৌশলী মোঃ জিয়াউল হক স্যারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মনোনীত করার জন্য।

★ প্রকৌশলী মোঃ জিয়াউল হক স্যারের মতোন যোগ্য কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিএমইটির মান্যবর মহাপরিচালক মহোদয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় কে।।

★নিরন্তর শুভ কামনা রইলো আজ পর্যন্ত দায়িত্ব পালনকারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় জনাব প্রকৌশলী শামীম হোসেন স্যার এর জন্য।

★ জনাব প্রকৌশলী মোঃ জিয়াউল হক স্যার, সিরাজগঞ্জ আইএমটিকে বর্তমান বিএমইটির পরিচালক (প্রশিক্ষণ) মহোদয়ের আইএমটিএস এর প্রথম অধ্যক্ষ হিসেবে সূচনা করা কাজের ধারাবাহিকতায় যেভাবে ফুলে,ফলে, গুণে সমৃদ্ধ করেছিলেন স্যার, সেভাবেই আইএমটি বাগেরহাটের আগামী কালের জয়েনিং এর মাধ্যমে আইএমটিবি কে যোগ্য প্রতিষ্ঠানে পরিণত করবেন স্যার।

আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি স্যার।

আইএমটি বাগেরহাটের ১ম ইনটেক এর ছাত্র  মেজবাহ উদ্দিন জাহিন  আমাদের মাঝে আর নেই।গতকাল খুলনা হতে তার নিজবাড়ি সাতক্ষীরা যাওয়া...
12/08/2022

আইএমটি বাগেরহাটের ১ম ইনটেক এর ছাত্র মেজবাহ উদ্দিন জাহিন আমাদের মাঝে আর নেই।
গতকাল খুলনা হতে তার নিজবাড়ি সাতক্ষীরা যাওয়ার পথে বাইক এক্সিডেন্ট করে পৃথিবীর মায়া ত্যাগ করেন।
ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রজীউন।
তার মৃত্যুতে আইএমটি পরিবার শোকাহত।
আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।আমীন।

Address


Opening Hours

Monday 08:00 - 14:00
Tuesday 08:00 - 14:00
Wednesday 08:00 - 14:00
Thursday 08:00 - 14:00
Saturday 08:00 - 14:00

Telephone

+8801717745702

Alerts

Be the first to know and let us send you an email when Institute of Marine Technology,Bagerhat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Institute of Marine Technology,Bagerhat:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share