04/09/2022
ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, বাগেরহাটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পদায়ন হওয়ায় -আইএমটি সিরাজগঞ্জের প্রাক্তন অধ্যক্ষ মহোদয় জনাব প্রকৌশলী মোঃ জিয়াউল হক স্যার কে জানাই পুষ্পিত শুভেচ্ছা ও অভিনন্দন।।
সত্যকে সত্য বলার সাহস সকল মানুষের মধ্যে থাকে না। বাংলাদেশ মেরিন পরিবারের জন্য চায়না জেএমআই প্রকল্প ( স্কলারশিপ সহ মেরিন শীপবিল্ডিং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের গণ-চীনে পড়াশোনা করার সুযোগ) সৃষ্টির পেছনে যে কয়জন চৌকস কর্মকর্তা কাজ করেছেন, তাঁদের মধ্যে জনাব প্রকৌশলী মোঃ জিয়াউল হক ( Md. Ziaul Hoque) স্যার অন্যতম।
★ আইএমটিএস এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকাকালীন জনাব প্রকৌশলী মোঃ জিয়াউল হক স্যার, আইএমটি ফরিদপুর এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় জনাব প্রকৌশলী খোরশেদ আলম ( Khorshed Alam) স্যার, আইএমটি চাঁদপুরের সিনিয়র ইন্সট্রাক্টর,নৌ স্থপতি জনাব প্রকৌশলী আল আমীন পাভেল ( Md. Al-Amin Pavel স্যার একত্রিত হয়ে বিএমইটির পরিচালক (প্রশিক্ষণ) মহোদয় এর নেতৃত্বে কাজ করেছেন, চায়নার বিখ্যাত নৌ-প্রকৌশল প্রতিষ্ঠান জেএমআই সফর করে মন্ত্রনালয়ে সুপারিশ পাঠিয়েছেন বলেই আজকে বিআইএমটি এবং সকল আইএমটি থেকে জেএমআই গমনকারী কাডেটগন সফলভাবে সিডিসি প্রাপ্ত হয়েছেন। আমরা আশাবাদী, সফলতার এ ধারা অব্যহত থাকবে ইনশাআল্লাহ স্যার।।
★ মেরিন পরিবারের দীর্ঘ দিনের সপ্ন, সমুদ্রগামী পতাকাবাহী আন্তর্জাতিক জাহাজে চাকরি প্রাপ্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র তথা সিডিসি ও সিওসি পরীক্ষায় বিআইএমটি ও আইএমটি ছাত্রদের সরাসরি সুযোগ সৃষ্টির জন্য ২০২২ সালের ফেব্রুয়ারী থেকে জুন মাস পর্যন্ত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও নৌপরিবহন অধিদপ্তরের সাথে সমন্বিত ৬ টি দাফতরিক মিটিং বিএমইটির পরিচালক ( প্রশিক্ষণ) মহোদয় জনাব প্রকৌশলী মোঃ সালাউদ্দিন স্যার এর নেতৃত্বে সম্পন্ন করেছেন জনাব প্রকৌশলী মোঃ জিয়াউল হক স্যার এবং নৌ-স্থপতি জনাব প্রকৌশলী মোঃ আল আমীন পাভেল স্যার।।
ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে ফাইলটি বিবেচনার জন্য পাঠানো হয়েছে।। ইনশাআল্লাহ অচিরেই এর সুফল বিআইএমটি এবং আইএমটি সমুহের ক্যাডেটগণ ভোগ করবেন।
★ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মান্যবর পরিচালক (প্রশিক্ষণ) , মেরিন পরিবারের সবচেয়ে সুহৃদ ব্যক্তিত্ব, আদর্শ শিক্ষক,বিআইএমটি-নারায়নগঞ্জ এবং আইএমটি বাগেরহাট, সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জের প্রাক্তন সফল অধ্যক্ষ মহোদয়, আমার পিতৃতুল্য অভিভাবক জনাব প্রকৌশলী মোঃ সালাউদ্দিন ( Salah Uddin) স্যারকে কৃতজ্ঞতা জানাই জনাব প্রকৌশলী মোঃ জিয়াউল হক স্যারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মনোনীত করার জন্য।
★ প্রকৌশলী মোঃ জিয়াউল হক স্যারের মতোন যোগ্য কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিএমইটির মান্যবর মহাপরিচালক মহোদয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় কে।।
★নিরন্তর শুভ কামনা রইলো আজ পর্যন্ত দায়িত্ব পালনকারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় জনাব প্রকৌশলী শামীম হোসেন স্যার এর জন্য।
★ জনাব প্রকৌশলী মোঃ জিয়াউল হক স্যার, সিরাজগঞ্জ আইএমটিকে বর্তমান বিএমইটির পরিচালক (প্রশিক্ষণ) মহোদয়ের আইএমটিএস এর প্রথম অধ্যক্ষ হিসেবে সূচনা করা কাজের ধারাবাহিকতায় যেভাবে ফুলে,ফলে, গুণে সমৃদ্ধ করেছিলেন স্যার, সেভাবেই আইএমটি বাগেরহাটের আগামী কালের জয়েনিং এর মাধ্যমে আইএমটিবি কে যোগ্য প্রতিষ্ঠানে পরিণত করবেন স্যার।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি স্যার।