Dream Stair Tours and Travels

  • Home
  • Dream Stair Tours and Travels

Dream Stair Tours and Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dream Stair Tours and Travels, Travel Agency, .
(1)

আহমাদুল কবির, মালয়েশিয়া:মালয়েশিয়ায় চালু হয়েছে ই-পাসপোর্ট ও ভিসা আবেদন কেন্দ্রের কল সেন্টার। সহজে ও স্বল্প সময়ে ই-...
05/01/2024

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় চালু হয়েছে ই-পাসপোর্ট ও ভিসা আবেদন কেন্দ্রের কল সেন্টার। সহজে ও স্বল্প সময়ে ই-পাসপোর্ট এবং ভিসা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন এ উদ্যোগ নিয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) কুয়ালালামপুরে সাউথগেট কমার্শিয়াল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি কল সেন্টারটির উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মন্ত্রীর পক্ষে হাইকমিশনার মো. শামীম আহসান ফিতা কাটেন । এ সময় সার্ভিসের জন্য চুক্তিবদ্ধ আউটসোর্সিং প্রতিষ্ঠান ‘এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেড’ (ইএসএল) কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ, প্রবাসী ‍মিডিয়াকর্মীসহ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

‘কল সেন্টার’ চালুর জন্য হাইকমিশনকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রী বলেন, প্রবাসীদের সেবা ও কল্যাণ নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী-বান্ধব নীতি অনুসরণ করছেন। এ লক্ষ্যে ৩০ ডিসেম্বরকে জাতীয় প্রবাসী দিবস ঘোষণা করেছে সরকার। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন ১২ লক্ষাধিক প্রবাসীদের পাসপোর্টসহ অন্যান্য সেবা এবং বিদেশীদের ভিসা সেবা প্রদান করে আসছে। এর মাধ্যমে সেবার মান আরও বাড়বে। পরে মন্ত্রী ভার্চুয়ালি সার্ভিস সেন্টারটির সবকিছু পর্যবেক্ষণ করেন।

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রবাসী-বান্ধব নীতি ও ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ধারাবাহিকতায় কল সেন্টার চালু হলো। শীঘ্রই ই-পাসপোর্ট ও ভিসা প্রদান কার্যক্রম চালু হবে।

ই-পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে আবেদন ফরম পূরণ, স্ক্যান ও বায়োমেট্রিকসহ আবেদনের সকল কার্যক্রম ইএসএল সম্পন্ন করবে। হাইকমিশন মালয়েশিয়ার পোস্টাল বিভাগের মাধ্যমে পাসপোর্ট বিতরণ নিশ্চিত করবে।কুয়ালালামপুরের জালান দুয়া-চান শো লিনে (সিটি সেন্টারের পাশে ) প্রায় ১৪ হাজার বর্গফুটের ভবন ভাড়া নিয়ে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ হিসেবে সুসজ্জিত করেছে হাইকমিশন। ৪৫ টি সার্ভিস কাউন্টারও স্থাপন সম্পন্ন হয়েছে।

কল সেন্টারের টেলিফোন নম্বর: 0392120267, সোম থেকে শুক্রবার সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত পাসপোর্ট ও ভিসার বিষয়ে এ নম্বরে কল করে পরামর্শ নেয়া যাবে।

মালয়েশিয়ায় চালু হয়েছে ই-পাসপোর্ট ও ভিসা আবেদন কেন্দ্রের কল সেন্টার। সহজে ও স্বল্প সময়ে ই-পাসপোর্ট এবং ভিসা .....

05/01/2024

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় চালু হয়েছে ই-পাসপোর্ট ও ভিসা আবেদন কেন্দ্রের কল সেন্টার। সহজে ও স্বল্প সময়ে ই-পাসপোর্ট এবং ভিসা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন এ উদ্যোগ নিয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) কুয়ালালামপুরে সাউথগেট কমার্শিয়াল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি কল সেন্টারটির উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মন্ত্রীর পক্ষে হাইকমিশনার মো. শামীম আহসান ফিতা কাটেন । এ সময় সার্ভিসের জন্য চুক্তিবদ্ধ আউটসোর্সিং প্রতিষ্ঠান ‘এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেড’ (ইএসএল) কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ, প্রবাসী ‍মিডিয়াকর্মীসহ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

‘কল সেন্টার’ চালুর জন্য হাইকমিশনকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রী বলেন, প্রবাসীদের সেবা ও কল্যাণ নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী-বান্ধব নীতি অনুসরণ করছেন। এ লক্ষ্যে ৩০ ডিসেম্বরকে জাতীয় প্রবাসী দিবস ঘোষণা করেছে সরকার। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন ১২ লক্ষাধিক প্রবাসীদের পাসপোর্টসহ অন্যান্য সেবা এবং বিদেশীদের ভিসা সেবা প্রদান করে আসছে। এর মাধ্যমে সেবার মান আরও বাড়বে। পরে মন্ত্রী ভার্চুয়ালি সার্ভিস সেন্টারটির সবকিছু পর্যবেক্ষণ করেন।

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রবাসী-বান্ধব নীতি ও ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ধারাবাহিকতায় কল সেন্টার চালু হলো। শীঘ্রই ই-পাসপোর্ট ও ভিসা প্রদান কার্যক্রম চালু হবে।

ই-পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে আবেদন ফরম পূরণ, স্ক্যান ও বায়োমেট্রিকসহ আবেদনের সকল কার্যক্রম ইএসএল সম্পন্ন করবে। হাইকমিশন মালয়েশিয়ার পোস্টাল বিভাগের মাধ্যমে পাসপোর্ট বিতরণ নিশ্চিত করবে।কুয়ালালামপুরের জালান দুয়া-চান শো লিনে (সিটি সেন্টারের পাশে ) প্রায় ১৪ হাজার বর্গফুটের ভবন ভাড়া নিয়ে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ হিসেবে সুসজ্জিত করেছে হাইকমিশন। ৪৫ টি সার্ভিস কাউন্টারও স্থাপন সম্পন্ন হয়েছে।

কল সেন্টারের টেলিফোন নম্বর: 0392120267, সোম থেকে শুক্রবার সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত পাসপোর্ট ও ভিসার বিষয়ে এ নম্বরে কল করে পরামর্শ নেয়া যাবে।

06/12/2023
29/06/2023
https://youtu.be/OBa97jYZnzQ
13/01/2023

https://youtu.be/OBa97jYZnzQ

#সময়টিভি #সময়সংবাদ #সময়নিউজ #সময়আরও বিস্তারিত জানতে ভিজিট ক...

20/12/2022

শীতকালীন ট্যুর প্যাকেজ
দার্জিলিং-শিলিগুড়ি-মিরিক গ্রুপ ট্যুর

৪ রাত ৫ দিন ৩৯,৯৯৯/- (বাই এয়ার পরিবর্তনশীল)

বাই রোড (৫ রাত/ ৪ দিন)
মাত্র ২৩,৫০০ টাকা

যাত্রার তারিখ :
২৮ ডিসেম্বর,২০২২
৪ জানুয়ারি,২০২৩
১১ জানুয়ারি,২০২৩
১৮ জানুয়ারি,২০২৩

#ঢাকা থেকে যাত্রা শুরু। এসি বাস, মানসম্মত হোটেলে থাকা, সকল খাবার, ঘোরাঘুরি, সাথে থাকছে দক্ষ গাইড ।

#বাই এয়ার প্যাকেজে রিটার্ন এয়ার টিকেট,এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ,৩ স্টার হোটেল সহ সকালের নাস্তা থাকবে।

#প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ঢাকা হতে আমাদের নিয়মিত প্যাকেজ পরিচালিত হয়।

#এছাড়াও আমরা ফ্যামিলি,স্কুল,কলেজ,ইউনিভার্সিটি,অফিসিয়াল,কর্পোরেট,গ্রুপ ট্যুরের আয়োজন করে থাকি।

#যেকোনো দিন ৪ জন হলেই আমরা দার্জিলিং ট্যুর পরিচালনা করে থাকি।

বিস্তারিত জানতে এবং বুকিং করতে
ফোন করুন – 01771400679

যেহেতু হোটেল রুম আর বাস টিকেট সীমিত এবং ইন্ডিয়ান ভিসার ঝামেলা এড়াতে ও
আপনার যাত্রা নিশ্চিত করতে দ্রুতই আপনার বুকিং নিশ্চিত করুন।
****************************************************************
প্যাকেজের ধরণঃ নিয়মিত (প্রতি রুমে ২/৩/৪ জন)
হোটেলঃ রিঙ্ক হেরিটেজ, হোটেল নর্থ স্টার অথবা সমমানের হোটেল
বি.দ্রঃ আমাদের কোন প্যাকেজে কোন প্রকার সার্ভিস চার্জ অথবা হিডেন চার্জ নেই।
****************************************************************
চেংরাবান্ধা দিয়ে ভিসা থাকলে ২৩,৫০০ টাকায় বেড়িয়ে আসুন দার্জিলিং-মিরিক-শিলিগুড়ি।(জন প্রতি)
কাপল ৪৯,৯৯৯টাকা (২ জন)
যাদের চেংড়াবান্ধা পোর্ট দিয়ে ভিসা নেই, তাদের জন্য ইন্ডিয়ান হাই কমিশন থেকে চেংড়াবান্ধা বর্ডার যোগ করার জন্য অতিরিক্ত ফি যুক্ত হবে।
*****************************************************************
@যা যা দেখব@:
*****************
জাপানিজ টেম্পল এবং পেস প্যাগোডা, ঘুম মনেস্ট্রি, রক গার্ডেন, চা-বাগান, দার্জিলিং রুপয়/ক্যাবল কার,
তেনজিং রক, হিমালয় মাউন্টেন ইন্সটিটিউট, চিড়িয়াখানা, টাইগার হিল, বাতাসিয়া লুপ, দার্জিলিং মল।
****************************************************************
@প্যাকেজের বর্ণনা@:
**********************
ভ্রমণ শুরু (১ম রাত): নির্ধারিত তারিখে রাতে এসি বাসে ঢাকা থেকে বুড়িমারীর পথে যাত্রা শুরু।

#প্রথম দিনঃ বুড়িমারী/চ্যাংড়াবান্ধা-শিলিগুড়ি-দার্জিলিং:
বুড়িমারী থেকে টাটা সুমু জীপে করে শিলিগুড়িতে পৌছানো। শিলিগুড়িতে দুপুরের খাবার পর রওনা হব দার্জিলিং এর উদ্দেশ্যে।
দার্জিলিং পৌছে আশেপাশেরে এলাকা, শপিং মল, রেস্টুরেন্ট ঘুরে বেড়াবো। রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি হোটেলে ঘুমিয়ে পড়ব
খুব সকালে ওঠে পড়ার জন্যে।

#দ্বিতীয় দিনঃ দার্জিলিং এর অনন্য দৃশ্য অবলোকন:
হোটেলে সকালের নাস্তা সেরে রক গার্ডেন, হিমালয় মাউন্টেন ইন্সটিটিউট, চিড়িয়াখানা (বৃহস্পতিবার বন্ধ), তেনজিং রক,
চা-বাগান, দার্জিলিং রুপয়/ক্যাবল কার (নিজ খরচে টিকিট ক্রয়), জাপানিজ টেম্পল এবং পেস প্যাগোডা এ ঘুরে বেড়ানো।
রাতে দার্জিলিং এ হোটেলে অবস্থান।

#তৃতীয় দিনঃ টাইগার হিলস ভ্রমন:
ভোর সকাল ৪ টার মধ্যে উঠতে হবে টাইগার হিলে সূর্য উদয়ের দৃশ্যাবলী অবলোকন করার জন্যে। বিশ্বজুড়ে স্থানটি এর জন্যে বিখ্যাত।
এখান থেকে ভাগ্যে সুপ্রসন্ন আর আকাশ পরিষ্কার থাকলে তবেই কেবল পৃথিবীর তৃতীয় সরবোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘা কে দেখতে পাওয়া যাবে।
ফেরার পথে ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ দেখে দার্জিলিং/শিলিগুড়িতে(ট্যুরিস্টদের পছন্দ অনুযায়ী) হোটেলে অবস্থান।
তবে শিলিগুড়ি হোটেলে থাকলে শপিং করার জন্যে প্রচুর সময় পাওয়া যাবে।

#চতুর্থ দিন মিরিক ভ্রমণ:
সকালের নাস্তা সেরে ব্যাগ ব্যাগেজ সহ মিরিকের উদ্দেশ্য রওনা দিতে হবে। এখানে সুমেন্দু লেক ও চা-বাগানের অপরুপ দৃশ্য দেখতে পাওয়া যাবে। চাইলে নিজ খরচে নৌকা ভ্রমণ অথবা ঘোড়ায় চড়া উপভোগ করা যাবে। এরপর শিলিগুড়ির পথে রওনা হওয়া। শিলিগুড়িতে শপিং এর জন্যে কিছু সময় ব্যয় করে দুপুরের খাবারের পর ঢাকার পথে রওনা হওয়া ।

#পঞ্চম দিনঃ সারারাত জার্নি শেষে সকালে ঢাকায় পৌছানো।

@প্যাকেজে যা যা থাকবে:@
*************************
ঢাকা - বুড়িমারী - ঢাকা (এসি বাস)
বুড়িমারী - শিলিগুড়ি - দার্জিলিং - শিলিগুড়ি যাতায়াতের জন্যে টাটা সুমু জীপ
৩ রাত দার্জিলিং হোটেলে থাকা
সকল খাবার (সকালের নাস্তা ৩টি, দুপুরের খাবার ৪টি এবং রাতের খাবার ৩টি)
সার্বক্ষণিক দক্ষ গাইড এর সহযোগিতা
ভিসা প্রসেসিং সহায়তা

@যা যা ভ্রমণের মধ্যে থাকছে না@:
********************************
১.ভিসা ফি ৮০০ টাকা, এবং ট্রাভেল ট্যাক্স ৫০০ টাকা,
২.বর্ডার টিপস,
৩.ব্যক্তিগত মেডিকেল ইন্স্যুরেন্স
৪.প্রবেশ ফি সর্বসাকুল্যে ২০০ টাকা
৫.বাসের যাত্রা বিরতির খাবার
ব্যক্তিগত খরচ যেমন লন্ড্রি, টেলিফোন কল, মিনারেল ওয়াটার,পানীয়,চিকিৎসা ও শপিং খরচ
৬.উল্লিখিত ভ্রমণপথের তুলনায় অতিরিক্ত ঘুরে বেড়ানো বা গাড়ির অতিরিক্ত ব্যবহারের খরচ
প্রাকৃতিক দুর্যোগ,ভূমিধস,রাস্তা অবরোধের,রাজনৈতিক গোলযোগ(ধর্মঘট ),সড়ক দুর্ঘটনা
ইত্যাদি কারণে উদ্ভূত কোন খরচ ক্রেতা ও ভোক্তাকে সরাসরি ঘটনাস্থলেই বহন করতে হবে।
৭) কোনও ব্যক্তিগত খরচ।

#কাপল পলিসি: কাপলদের জন্য আলাদা কাপল রুমে থাকার বেবস্থা থাকবে ।
#শিশু পলিসিঃ০-৪ বছরের শিশুর জন্যে চার্জ প্রযোজ্য নয় (হোটেলে থাকা ও বাসে বসা সর্ম্পূন বাবা মার সাথে)।
#৫-৮ বছরের শিশুর জন্যে ১৫,০০০ টাকা (সকল সুবিধা পাবে, শুধু হোটেলে বাবা মার সাথে থাকবে)।
হোটেল এ আলাদা বেড নিলে চার্জ প্রযোজ্য হবে।

@বিশেষ শর্তাবলী@:
******************
#প্রাকৃতিক দুর্যোগ / রাস্তা অবরোধ/ রাজনৈতিক অস্থিরতা/ বাস বাতিল বা সময়সূচি পরিবর্তন হলে গ্রাহককে পূর্বেই জানিয়ে দেওয়া হবে এবং সেই সংক্রান্ত সকল খরচ সরাসরি গ্রাহকদেরকে বহন করতে হবে।
#বাচ্চার ক্ষেত্রে অতিরিক্ত বেড লাগলে মূল্য পরিবর্তন হবে।
***************************************************
@সাথে যা বহন করতে হবে@:
****************************
দার্জিলিং ঢাকার চেয়ে ঠাণ্ডা হওয়ায় হালকা ও ভারী শীতের কাপড়।
বৃষ্টি থেকে নিরাপদ থাকতে ছাতা/ রেইনকোট।
পাহাড়ি পথে হাটার জন্য কেডস।
রোদ থেকে নিরাপদ থাকতে সানগ্লাস, সানক্যাপ।
বাইনোকুলার, ক্যামেরা।
টুথপেস্ট, টুথব্রাশ, টাওয়েল, স্লিপার।
জরুরি ঔষধ। ফার্স্ট এইড ব্যান্ডেজ।
@বুকিং এর নিয়ম@:
*********************
বুকিং মানিঃ প্যাকেজ মূল্যের ৫০% টাকা জনপ্রতি।
বুকিং চার্জ প্রদান করে আপনার আপ-ডাউন বাসের আসন বুঝে নিন।

বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতিঃ
১.সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে।
২.বিকাশ করা যাবে- Bkash Personal: 01771400679
৩.সরাসরি ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে।
৪.বুকিং-এর টাকা অফেরত যোগ্য
৫.ভ্রমণের ৩দিন আগে পুরো টাকা পরিশোধ করতে হবে।

ভ্রমণ বিষয়ক যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে ফোন করুন ।
আপনার ভ্রমণকে সার্থক করতে আমরা আন্তরিক ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

যোগাযোগ:
Dream Stair Tours and Travels
মোবাইল নাম্বার:
01771400679,
01963672721
ওয়েব সাইট:dreamstairtoursandtravels.com
ইমেইল:[email protected]
ফেইসবুক:dreamstairtoursandtravels

Address


Alerts

Be the first to know and let us send you an email when Dream Stair Tours and Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dream Stair Tours and Travels:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share