21/08/2022
সৌদি আরবের প্রদেশগুলোর সংক্ষিপ্ত পরিচিতিঃ (২)
পূর্বাঞ্চল প্রদেশ।
সৌদি আরব সকলের নিকট পরিচিত একটি দেশের নাম, কেননা দেশটি ধারণ করে আছে পৃথিবীর উল্লেখযোগ্য মর্যাদাসম্পন্ন দুটি পবিত্র ভূমি মক্কা ও মদিনা মুনাওয়ারাহকে।
আজকের চোখ ধাঁধানো আধুনিক সৌদি আরবের যাত্রা শুরু হয়েছিলো যে মূল্যবান খনিজ পদার্থ আবিস্কারের ফলে তা হলো তেল-গ্যাসের বিপুল ভাণ্ডার! আরো নির্দিষ্ট করে বললে বলতে হয় তেল সম্পদ আবিষ্কারের বদৌলতে। আর সে তেল-গ্যাসের মজুদ যে প্রদেশে সবচেয়ে বেশি তাহলো পূর্বাঞ্চল প্রদেশ। শুধু সৌদি আরবের নয় বরং বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুদ রয়েছে এ প্রদেশটিতে। এ পর্বটিতে তেল-গ্যাস সমৃদ্ধ পূর্বাঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় পেশ করার চেষ্টা করব ইন শা আল্লাহ।
🔸নামঃ পূর্বাঞ্চল প্রদেশ।
🔹রাজধানীঃ দাম্মাম।
🔸আয়তনঃ ৫৪০০০০ বর্গ কিলোমিটার।
🔹জনসংখ্যাঃ ৫০২৮৭৫৩ জন, ২০১৮ সালের আদমশুমারী অনুপাতে।
🔹প্রদেশটিতে জেলা রয়েছেঃ ১২ টি।
সৌদি আরবের এ প্রদেশটি আয়তনের দিক থেকে সবচেয়ে বড় প্রদেশ হিসেবে স্বীকৃত। আরব সাগরের উপকূল ঘেঁষে দেশের পূর্বাঞ্চলে অবস্থিত এ প্রদেশটি হাজার বছরের ইতিহাসের স্বাক্ষী হিসেবে পরম মমতায় আগলে রেখেছে তার অধিবাসীদের। প্রদেশটির পূর্ব দিকে রয়েছে আরব উপসাগরের বিশাল নীল জলরাশি আবার পশ্চিম দিকে রয়েছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম বালুকাময় মরুভূমি রুব আল-খালী। একদিকে উপসাগরের নীল জলরাশির তীব্র ঢেউয়ের গর্জন অপর পাশে ধূ ধূ মরুভূমির পানি শূন্যতার তীব্র আর্তনাদ। এর ভূগর্ভে রয়েছে তেল-গ্যাসের ভাণ্ডার, উপরে আধুনিক জনজীবনের ব্যস্ত নগর।
এ প্রদেশটির বর্ণনা ক্ষুদ্র এ পোস্টে দেয়া সম্ভব নয়, তবে চুম্বকীয় অংশ তো এ ডিজিটায় পাতায় লেখাই যায়। অঞ্চলটি বিখ্যাত হয়ে রয়েছে সামুদ্রিক পর্যটন স্পট, বিশ্বের বড় তেল খনি, বিশ্বের সবচেয়ে বড় শিল্পনগরী, বিশ্বের সবচেয়ে বড় মরুদ্যান ইত্যাদি কারণে।
🔸 বিশ্বের সবচেয়ে বড় শিল্পনগরী হল আল-জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটি যা প্রদেশটির আল-জুবাইল জেলায় অবস্থিত।
🔹 বিশ্বের বৃহত্তম বালুকাময় মরুভূমি রুব আল-খালী এ প্রদেশের আল-আহসা প্রদেশের তিন চতুর্থাংশ জুড়ে রয়েছে। রুব আল-খালী মরুভূমিটি চারটি দেশজুড়ে রয়েছে যার সিংহভাগ সৌদিতে অবস্থিত। এটির আয়তন হল ৬৫০০০০ বর্গ কিলোমিটার। লম্বায় এটি প্রায় ১২০০ ও প্রস্থে ৬৪০ কিলোমিটার।
🔹 আয়তনের দিক থেকে সৌদি আরবের সবচেয়ে বৃহত্তম জেলার মর্যাদা পেয়েছে এ প্রদেশে অবস্থিত আল-আহসা জেলা। এ জেলাতে বিখ্যাত যা রয়েছেঃ
১. আল-গাওয়ার তেলক্ষেত্রঃ
বিশ্বের সবথেকে বড় তেলক্ষেত্র। এখান থেকে প্রতিদিন প্রায় ৫ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করা হয়।
২. উন্নত জাতের সুস্বাদু খেজুরঃ এখানে বিভিন্ন প্রজাতির উন্নত মানের খেজুর উৎপন্ন হয় যার পরিমাণ সৌদিতে উৎপাদিত খেজুরের মোট দশ শতাংশ।
৩. উৎপাদিত কৃষি পণ্যঃ
বিস্ময়কর বিষয় হল এখানে সীমিত পরিসরে হলেও ধান চাষ হয়। যা এ জেলার অধিবাসীরা উত্তরাধিকার সূত্রে ধান চাষের জ্ঞানটি আয়ত্ব করেছে। এখানে ধানের আগমনের ইতিহাস জুড়ে রয়েছে ভারতীয় উপমহাদেশের সাথে।
এছাড়াও এখানে উৎপন্ন হয় বেগুন, ঢেড়স, টমেটো, মূলা, শসা, মরিচ, পেঁয়াজ ইত্যাদি।
🔸 প্রদেশটি বিখ্যাত তেলের জন্য।
🔹 প্রদেশের আল-আহসা জেলার পরিচিতি রয়েছে ধানের জন্যও।https://www.facebook.com/100009267989184/posts/3304109706574596/?app=fbl