Al Hasan Travels

  • Home
  • Al Hasan Travels

Al Hasan Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Hasan Travels, Travel Company, .

মদিনা জিয়ারার কিছু মুহূর্ত
15/04/2024

মদিনা জিয়ারার কিছু মুহূর্ত

ঈদের পরের দিন সম্মানিত আল্লাহর ঘরের মেহমানদেরকে সাথে নিয়ে মক্কা জিয়ারহা শেষ করলাম
12/04/2024

ঈদের পরের দিন সম্মানিত আল্লাহর ঘরের মেহমানদেরকে সাথে নিয়ে মক্কা জিয়ারহা শেষ করলাম

এবারের রমজানের শেষ ইফতারি মসজিদুল হারাম মক্কা মোকাররমা
09/04/2024

এবারের রমজানের শেষ ইফতারি মসজিদুল হারাম মক্কা মোকাররমা

বেসরকারি হজ প্যাকেজ ২০২৪ আগামী  কালকে ১৫ ই নভেম্বর থেকে নিবন্ধন শুরু।২০২৪ এ হজে যেতে আগ্রহীগণ দ্রুত যোগাযোগ করুন। মোবাইল...
14/11/2023

বেসরকারি হজ প্যাকেজ ২০২৪ আগামী কালকে ১৫ ই নভেম্বর থেকে নিবন্ধন শুরু।২০২৪ এ হজে যেতে আগ্রহীগণ দ্রুত যোগাযোগ করুন। মোবাইল ০১৭১২০৯৩৫৬০

09/11/2023
আলহামদুলিল্লাহ আজকে 2023 সালের হজযাত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা শেষ করলাম আগামী 4 তারিখ ইনশাআল্লাহ আমরা সৌদি আরবের উ...
27/05/2023

আলহামদুলিল্লাহ আজকে 2023 সালের হজযাত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা শেষ করলাম আগামী 4 তারিখ ইনশাআল্লাহ আমরা সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করবো সবাই দোয়া করবেন

তারাবিহ, ২৯ শে রমজান রাত্রী মসজিদুল হারাম, মক্কা। চোখ জুড়ানো ও হৃদয়ের প্রশান্তি।
20/04/2023

তারাবিহ, ২৯ শে রমজান রাত্রী মসজিদুল হারাম, মক্কা।
চোখ জুড়ানো ও হৃদয়ের প্রশান্তি।

আপনারা সবাই দোয়া করবেন।
19/11/2022

আপনারা সবাই দোয়া করবেন।

ডিসেম্বর,জানুয়ারি,ফেব্রুয়ারি গ্রুপের ওমরা বুকিং চলছে আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। যোগাযোগ : 01712-093560
18/11/2022

ডিসেম্বর,জানুয়ারি,ফেব্রুয়ারি গ্রুপের ওমরা বুকিং চলছে আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন।
যোগাযোগ : 01712-093560

সিট সংখ্যা খুবই সীমিত।যোগাযোগ: +880 1712-093560
10/10/2022

সিট সংখ্যা খুবই সীমিত।
যোগাযোগ: +880 1712-093560

আলহামদুলিল্লাহ হজ্বের বয়সের বাধ্যবাধকতা উঠে গেল। সবাই হজ্ব করতে পারবেন।
08/10/2022

আলহামদুলিল্লাহ হজ্বের বয়সের বাধ্যবাধকতা উঠে গেল। সবাই হজ্ব করতে পারবেন।

সিট সংখ্যা খুবই সীমিত
04/10/2022

সিট সংখ্যা খুবই সীমিত

নভেম্বর গ্রুপের ওমরা বুকিং চলছে অল্প কিছু সিট বাকি আছে আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। যোগাযোগ ০১৭১২০৯৩৫৬০

নভেম্বর গ্রুপের ওমরা বুকিং চলছে অল্প কিছু সিট বাকি আছে আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। যোগাযোগ ০১৭১২০৯৩৫৬০
20/09/2022

নভেম্বর গ্রুপের ওমরা বুকিং চলছে অল্প কিছু সিট বাকি আছে আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। যোগাযোগ ০১৭১২০৯৩৫৬০

20/09/2022

আল-হাসান ট্রাভেলস এর স্বত্বাধিকারী মোঃ নাসিরুল হাসান ৩২ জন উমরাহ যাত্রী নিয়ে আজ মদিনার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন। আপনারা সবাই দোয়া করবেন।

দোয়া রইল সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য।মহান রাব্বুল আলামীন আমাদের সকলকে যেন তার প্রিয় বান্দা হিসেবে কবুল করেন আমিন ।-...
15/09/2022

দোয়া রইল সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য।মহান রাব্বুল আলামীন আমাদের সকলকে যেন তার প্রিয় বান্দা হিসেবে কবুল করেন আমিন ।
-শুভেচ্ছান্তে আল হাসান ট্রাভেলস

11/09/2022

তায়েফ চমৎকার সাজানো গোছানো শহর
মক্কা থেকে তায়েফের দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৬ হাজার ৩৩২ ফুট। পুরো শহরটিই গড়ে উঠেছে পাহাড়ের ওপর। মক্কা থেকে প্রায় সোয়া এক ঘণ্টা সময় লাগে তায়েফ আসতে। পথে উট-দুম্বা ও ছাগলের পাল দেখা যায়। বাদশা ফয়সাল ও বাদশা খালেদের আমলে শীতকালীন রাজধানী হিসেবে গণ্য করা হতো তায়েফকে। বাদশা খালেদের শাসনামলে ওআইসির শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো। রবিশস্য ও নানান ফল-ফলাদির জন্য তায়েফ বিখ্যাত। তায়েফে উৎপন্ন আঙুর, কমলা, আনার ইত্যাদি ফলফলাদি মিষ্টি ও পুষ্টিতে ভরপুর। বিশেষ করে তায়েফের আঙুর খুব বিখ্যাত। তায়েফের উৎপাদিত সবজি সৌদি আরবের চাহিদার প্রায় ৩০ ভাগ পূরণ করে।
তায়েফ চমৎকার সাজানো গোছানো শহর। মক্কা থেকে তায়েফের রাস্তাগুলো পাহাড়ের বুক চিরে তৈরি করা। পাহাড় কেটে বানানো রাস্তাটি একমুখী। তায়েফের রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা যায়, ঝকঝকে নীল আকাশ। মরুর দেশে এমন নীল আকাশের কথা চিন্তা করা যায়?
রাসূলুল্লাহ্ (সা.)-এর স্মৃতিবিজড়িত শহর তায়েফ ইতিহাসের পাতায় তায়েফ নানা কারণে আলোচিত। এই তায়েফের বনি সাকিফ গোত্রে নবী করিম (সা.) দুধমাতা হজরত হালিমা সাদিয়ার ঘরে লালিত-পালিত হয়েছিলেন। এখন সেই বাড়ি-ঘরের কোনো চিহ্ন নেই। তারপরও একটি পাহাড়ের পাদদেশকে অনেকে হালিমার বাড়ি বলে সেখানে গিয়ে নামাজ পড়েন। পাশের পাহাড়টিতে নবী করিম (সা.) বকরি চড়িয়েছেন বলে মনে করে সেখান থেকে মাটি আনেন।
নবুওয়তপ্রাপ্তির পর হজরত রাসূলুল্লাহ (সা.) মক্কা থেকে তায়েফ এসেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। কিন্তু তায়েফবাসী ইসলাম গ্রহণের পরিবর্তে নবীকে অত্যাচার করেছে। ইসলাম প্রচার করতে এসে হজরত রাসূলুল্লাহ (সা.) তায়েফে প্রায় ১০ দিন অবস্থান করেছিলেন। তারপর ফিরে গেছেন তায়েফবাসীর নানা নির্যাতন সহ্য করে। রক্তাক্ত অবস্থায় নবী করিম (সা.) যেখানে আশ্রয় নিয়েছিলেন, সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদের নাম মসজিদে আদ্দাস।
প্রাচীনকাল থেকে মক্কা ও তায়েফবাসীর ব্যবসায়িক সম্পর্ক ছিল। বিশিষ্ট সাহাবি হজরত আব্বাস (রা.) তায়েফের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করতেন। পরে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) তায়েফের সঙ্গে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যান। তায়েফের প্রধান মসজিদকে ইবনে আব্বাস মসজিদ বলা হয়। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর কবর মসজিদ সংলগ্ন কবরস্থানে। এ কবরস্থানে আরও অনেক সাহাবির কবর রয়েছে। মসজিদ সংলগ্ন একটি লাইব্রেরি

01/09/2022
আলহামদুলিল্লাহ সেপ্টেম্বার উমরাহ গ্রুপ  এর ৩০ জন উমরাহ যাত্রী পূর্ণ হয়েছে, অক্টোবর গ্রুপের বুকিং চলছে    যারা অক্টোবর-নভ...
28/08/2022

আলহামদুলিল্লাহ সেপ্টেম্বার উমরাহ গ্রুপ এর ৩০ জন উমরাহ যাত্রী পূর্ণ হয়েছে, অক্টোবর গ্রুপের বুকিং চলছে যারা অক্টোবর-নভেম্বরে উমরাহ করতে ইচ্ছুক তারা দ্রুত যোগাযোগ করুন। মোবাইল 01712093560

21/08/2022

সৌদি আরবের প্রদেশগুলোর সংক্ষিপ্ত পরিচিতিঃ (২)
পূর্বাঞ্চল প্রদেশ।

সৌদি আরব সকলের নিকট পরিচিত একটি দেশের নাম, কেননা দেশটি ধারণ করে আছে পৃথিবীর উল্লেখযোগ্য মর্যাদাসম্পন্ন দুটি পবিত্র ভূমি মক্কা ও মদিনা মুনাওয়ারাহকে।

আজকের চোখ ধাঁধানো আধুনিক সৌদি আরবের যাত্রা শুরু হয়েছিলো যে মূল্যবান খনিজ পদার্থ আবিস্কারের ফলে তা হলো তেল-গ্যাসের বিপুল ভাণ্ডার! আরো নির্দিষ্ট করে বললে বলতে হয় তেল সম্পদ আবিষ্কারের বদৌলতে। আর সে তেল-গ্যাসের মজুদ যে প্রদেশে সবচেয়ে বেশি তাহলো পূর্বাঞ্চল প্রদেশ। শুধু সৌদি আরবের নয় বরং বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুদ রয়েছে এ প্রদেশটিতে। এ পর্বটিতে তেল-গ্যাস সমৃদ্ধ পূর্বাঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় পেশ করার চেষ্টা করব ইন শা আল্লাহ।

🔸নামঃ পূর্বাঞ্চল প্রদেশ।
🔹রাজধানীঃ দাম্মাম।
🔸আয়তনঃ ৫৪০০০০ বর্গ কিলোমিটার।
🔹জনসংখ্যাঃ ৫০২৮৭৫৩ জন, ২০১৮ সালের আদমশুমারী অনুপাতে।
🔹প্রদেশটিতে জেলা রয়েছেঃ ১২ টি।

সৌদি আরবের এ প্রদেশটি আয়তনের দিক থেকে সবচেয়ে বড় প্রদেশ হিসেবে স্বীকৃত। আরব সাগরের উপকূল ঘেঁষে দেশের পূর্বাঞ্চলে অবস্থিত এ প্রদেশটি হাজার বছরের ইতিহাসের স্বাক্ষী হিসেবে পরম মমতায় আগলে রেখেছে তার অধিবাসীদের। প্রদেশটির পূর্ব দিকে রয়েছে আরব উপসাগরের বিশাল নীল জলরাশি আবার পশ্চিম দিকে রয়েছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম বালুকাময় মরুভূমি রুব আল-খালী। একদিকে উপসাগরের নীল জলরাশির তীব্র ঢেউয়ের গর্জন অপর পাশে ধূ ধূ মরুভূমির পানি শূন্যতার তীব্র আর্তনাদ। এর ভূগর্ভে রয়েছে তেল-গ্যাসের ভাণ্ডার, উপরে আধুনিক জনজীবনের ব্যস্ত নগর।

এ প্রদেশটির বর্ণনা ক্ষুদ্র এ পোস্টে দেয়া সম্ভব নয়, তবে চুম্বকীয় অংশ তো এ ডিজিটায় পাতায় লেখাই যায়। অঞ্চলটি বিখ্যাত হয়ে রয়েছে সামুদ্রিক পর্যটন স্পট, বিশ্বের বড় তেল খনি, বিশ্বের সবচেয়ে বড় শিল্পনগরী, বিশ্বের সবচেয়ে বড় মরুদ্যান ইত্যাদি কারণে।

🔸 বিশ্বের সবচেয়ে বড় শিল্পনগরী হল আল-জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটি যা প্রদেশটির আল-জুবাইল জেলায় অবস্থিত।
🔹 বিশ্বের বৃহত্তম বালুকাময় মরুভূমি রুব আল-খালী এ প্রদেশের আল-আহসা প্রদেশের তিন চতুর্থাংশ জুড়ে রয়েছে। রুব আল-খালী মরুভূমিটি চারটি দেশজুড়ে রয়েছে যার সিংহভাগ সৌদিতে অবস্থিত। এটির আয়তন হল ৬৫০০০০ বর্গ কিলোমিটার। লম্বায় এটি প্রায় ১২০০ ও প্রস্থে ৬৪০ কিলোমিটার।

🔹 আয়তনের দিক থেকে সৌদি আরবের সবচেয়ে বৃহত্তম জেলার মর্যাদা পেয়েছে এ প্রদেশে অবস্থিত আল-আহসা জেলা। এ জেলাতে বিখ্যাত যা রয়েছেঃ
১. আল-গাওয়ার তেলক্ষেত্রঃ
বিশ্বের সবথেকে বড় তেলক্ষেত্র। এখান থেকে প্রতিদিন প্রায় ৫ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করা হয়।

২. উন্নত জাতের সুস্বাদু খেজুরঃ এখানে বিভিন্ন প্রজাতির উন্নত মানের খেজুর উৎপন্ন হয় যার পরিমাণ সৌদিতে উৎপাদিত খেজুরের মোট দশ শতাংশ।

৩. উৎপাদিত কৃষি পণ্যঃ
বিস্ময়কর বিষয় হল এখানে সীমিত পরিসরে হলেও ধান চাষ হয়। যা এ জেলার অধিবাসীরা উত্তরাধিকার সূত্রে ধান চাষের জ্ঞানটি আয়ত্ব করেছে। এখানে ধানের আগমনের ইতিহাস জুড়ে রয়েছে ভারতীয় উপমহাদেশের সাথে।
এছাড়াও এখানে উৎপন্ন হয় বেগুন, ঢেড়স, টমেটো, মূলা, শসা, মরিচ, পেঁয়াজ ইত্যাদি।

🔸 প্রদেশটি বিখ্যাত তেলের জন্য।
🔹 প্রদেশের আল-আহসা জেলার পরিচিতি রয়েছে ধানের জন্যও।https://www.facebook.com/100009267989184/posts/3304109706574596/?app=fbl

19/08/2022

আল হামদুলিল্লাহ সেপ্টেম্বর উমরাহ গ্রুপ এর জন্য বুকিং চলছে আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন অল্প সংখ্যক সিট খালি আছে ফ্লাইট 19sep ঢাকা- মদিনা রিটার্ন 03oct জেদ্দা- ঢাকা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবা : 01711022467

Address


Telephone

+8801712093560

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Hasan Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Hasan Travels:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share