Leader tours & travels services

  • Home
  • Leader tours & travels services

Leader tours & travels services Leader Tours & Travels Services
(A new Generation Travel Consultant)

10/11/2024
21/11/2023

এটা টাংগুয়ার এ আমাদের প্রিমিয়াম হাউসবোট
৬টা এটাচড ওয়াশ রুম এবং প্রাইভেট বারান্দা প্রতি রুমের সাথে হাউরকে উপভোগ এর জন্য। এছাড়া আছে ২ টি ৪ বেড বিশিষ্ট রুম বারান্দা সহ।
এটাচড ওয়াশ রুম এবং প্রাইভেট সহ রুম ৮৫০০ টাকা জনপ্রতি
৪ বেড বিশিষ্ট রুম বারান্দা ৬৫০০ টাকা জনপ্রতি
বিস্তারিত ট্যুর প্ল্যানঃ
🔰 ডে- ০১ : সুনামগঞ্জ থেকে বোটে করে আমরা ভ্রমন শুরু করবো! লাক্সারি হাউসবোটে থাকবে আমাদের আগামী দুই দিনের থাকা খাওয়ার ব্যবস্থা। ১ম দিন আমরা ঘুরে দেখবো *ওয়াচ টাওয়ার ও *নীলাদ্রি লেক। রাতে থাকবো টেকেরঘাটে৷
🔰 ডে- ০২ আমরা ঘুরবো জাদুকাটা নদী, বারিক্কাটিলা আর শিমুল বাগান। সেখানে পানিতে দাপাদাপি করে দুপুরের খাবার খেয়ে বিকেলে চলে আসবো সুনামগঞ্জ৷
✔️ যা যা থাকছে এর মধ্যেঃ
- প্রিমিয়াম হাউজবোট এ থাকা
- ৫ বেলা মূল খাবার সহ থাকবে ৪ টি স্ন্যাকস
-লাইফ জ্যাকেট
- সকল প্রকার টিকেট মূল্য
❌ যা থাকছেনাঃ
- কোন ব্যক্তিগত খরচ
- কোন ঔষধ
- ঢাকা থেকে সুনামগঞ্জ এবং সুনামগঞ্জ থেকে ঢাকা আশা যাওয়ার টিকেট এবং পথে যাত্রা বিরতির খাবার
🎒 যা সাথে নেওয়া উচিতঃ
- শুকনা খাবার (বাদাম, কিসমিস, খেজুর, বিস্কিট, পানির বোতল)
- ভ্রমণের সময় যত কম জিনিস নেয়া যায়, যত কম কাপড় নেয়া যায় ততই আরামদায়ক হয় ভ্রমণ
- মশা থেকে বাঁচার জন্য অডোমস
- গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
- ব্রাশ
- প্রয়োজনীয় ঔষধ
- টর্চ লাইট (বাধ্যতামূলক)
- ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক
বিঃদ্রঃ ২ দিন ১ রাতে প্যাকেজে সর্বক্ষন মিনারেল পানি বরাদ্দকৃত থাকবে। কোন স্পটে পানি লাগলে নিজেরা কিনে নিতে হবে।
ℹ️ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
১/ আপনি একজন ভ্রমণ পিপাসু ও দায়িত্বশীল ভ্রমণকারি৷
২/প্রতিটি জায়গার সৌন্দর্য রক্ষা করা দায়িত্বশীল ভ্রমণের প্রধান উদ্দেশ্য।
৩/ভ্রমণকালীন সময় আমরা সবাই একে অপরকে সর্বাত্মক সহায়তা করব।
৪/স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না।
৫/ কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করবেন না। গন্তব্য মাদক মুক্ত ভ্রমণকে উদ্বুদ্ধ করে। আমাদের সাথে আপনার মূল্যবোধ না মিললে আমাদের সাথে ভ্রমণ না করার অনুরোধ করা হল।
৬/ এখানে কোন প্রকার অশ্লীল আচরনের/কাজের কোন রকম সুযোগ নেই। তাই এমন আচরণ থেকে বিরত থাকার অনুরোধ করা হল। না হলে কতৃপক্ষ কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।
৭/ যেহেতু গ্রুপ ট্যুর তাই সবার সাথে মিলেমিশে চলার মানসিকতা থাকতে কবে।
৮/ ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করে নেব।

Food menu:
Day 1:
Welcome drinks in the time of check in.
Breakfast: Khichuri, Chicken, Egg curry, Eggplant Fry, Achar, Salad and Water.
Snacks : Seasonal Fruits and Juice.
Lunch: Steamed Rice, Chicken Curry, Fish Curry, Mixed Vegetables, Vorta, Plain Daal, Salad and Water.
Snacks: Vegetable Pakora, Soup, Sauce and Water.
Dinner: Steamed Rice, Duck Rezala, Small Fish Charchari, Mixed vegetables, Shutki Vorta, begun vorta, Plain Daal, Salad, Water and Cold Drinks.
Day 2
Breakfast: Porata, Vegetables, Dal Bhuna, Egg Fry, Suji Halwa, Water, Tea
Snacks: Cake/Biscuits, Fruits, and mint lemon juice.
Lunch: Egg Fried Rice, Masala Chicken, Fish Fry, Chinese Vegetable, Cold drinks and water.
Snacks: Noodles and tea.

Call-01706-680035 Whatsupp,01673795576

20/03/2023

চট্টগ্রাম-সিলেট রুটে বিমান উড়বে ৮ জানু থেকে

দেশের গুরুত্বপূর্ণ দুটি বিভাগীয় ও পর্যটন শহর চট্টগ্রাম ও সিলেটকে যুক্ত করে নিয়ে ফ্লাইট ঘোষণা করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৮ জানুয়ারি থেকে চলবে এই ফ্লাইট।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ৮ জানুয়ারি থেকে সপ্তাহে দুইদিন (বুধবার ও শনিবার) চট্টগ্রাম থেকে সিলেট ও সিলেট থেকে চট্টগ্রাম রুটে ফ্লাইট চলাচল করবে। এই দুইদিন বেলা ১১টা ১৫ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রাম থেকে রওনা হয়ে ১ ঘণ্টা ২০ মিনিটে সিলেটে পৌঁছাবে।
একই ফ্লাইট সিলেট থেকে দুপুর ১টায় রওনা হয়ে ২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।
এই রুটে যাত্রীদের জন্য সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ৪,২০০ টাকা। রিটার্ন ভাড়া ৮,৪০০।

উল্লেখ্য যে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ২০২১ সালের ১৭ মার্চ সিলেট-চট্টগ্রাম পথে বিমানের ফ্লাইট চালু হয়।
করোনা মহামারির ব্যাপকতায় সে বছরের এপ্রিলেই বন্ধ হয়ে ফ্লাইট।
পরিস্থিতি অনুকূল থাকায় এখন আবার ফ্লাইট চালু হচ্ছে বলে বিমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

16/03/2023

Leader Tours & Travels Services Operations Start fromHadifakirhat Mirsharai,chattogram

Bangladesh and India Land Border....LTTS
13/08/2022

Bangladesh and India Land Border....LTTS

08/06/2022

কক্সবাজার রুটের যাওয়া-আসার টিকেট কিনলে দুই রাত হোটেলে থাকার ফ্রি অফার ঘোষণা করেছে দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। অফারটি উপভোগ করতে দুইজনের জন্য যাওয়া-আসার টিকেট ৩০ জুনের মধ্যে নভোএয়ার এর টিকেট কাউন্টাদর থেকে টিকেট কাটতে হবে। ৩১ জুলাইয়ের মধ্যে ভ্রমণ করতে হবে।
ভ্রমণ পিপাসুদের এ সুবিধা দিতে নভোএয়ার কক্সবাজারের ছয়টি হোটেলের সঙ্গে চুক্তি করেছে। হোটেলগুলো হলো ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, হোটেল দি কক্স টুডে, সীগাল হোটেল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল এবং গ্রেস কক্স স্মার্ট হোটেল। এছাড়াও অন্যান্য হোটেলের সঙ্গে নভোএয়ারের ভ্রমণ প্যাকেজ রয়েছে।
নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে সকাল ৭টা ৪৫ মিনিটে, সকাল ৮টা ৪৫ মিনিটে, সকাল ১০ টায়, সকাল ১১টায়, দুপুর ২টা ২০ মিনিটে এবং বিকাল ৪টায় ফ্লাইট পরিচালনা করে। একইভাবে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে প্রতিদিন সকাল ৯টা ২০ মিনিটে, সকাল ১০ টা ২০ মিনিটে, সকাল ১১টা ৩৫ মিনিটে, দুপুর ১২টা ৩৫ মিনিটে, বিকাল ৩টা ৫৫ মিনিটে এবং ৫টা ৩৫ মিনিটে ফ্লাইট পরিচালনা করে।

নভোএয়ার কক্সবাজার ছাড়াও প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, যশোর, সৈয়দপুর, সিলেট, বরিশাল ও রাজশাহী এবং আন্তর্জাতিক গন্তব্যে কলকাতায় ফ্লাইট পরিচালনা কর

Cell : 01706-680035

Bangladesh Railway Circular
22/03/2022

Bangladesh Railway Circular

India visa info 3
17/12/2021

India visa info 3

Indian Visa Info 2
17/12/2021

Indian Visa Info 2

Indian Visa Info1
17/12/2021

Indian Visa Info1

Indian Visa Center
17/12/2021

Indian Visa Center

Address


Telephone

+8801673-795576

Website

Alerts

Be the first to know and let us send you an email when Leader tours & travels services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share