21/11/2023
এটা টাংগুয়ার এ আমাদের প্রিমিয়াম হাউসবোট
৬টা এটাচড ওয়াশ রুম এবং প্রাইভেট বারান্দা প্রতি রুমের সাথে হাউরকে উপভোগ এর জন্য। এছাড়া আছে ২ টি ৪ বেড বিশিষ্ট রুম বারান্দা সহ।
এটাচড ওয়াশ রুম এবং প্রাইভেট সহ রুম ৮৫০০ টাকা জনপ্রতি
৪ বেড বিশিষ্ট রুম বারান্দা ৬৫০০ টাকা জনপ্রতি
বিস্তারিত ট্যুর প্ল্যানঃ
🔰 ডে- ০১ : সুনামগঞ্জ থেকে বোটে করে আমরা ভ্রমন শুরু করবো! লাক্সারি হাউসবোটে থাকবে আমাদের আগামী দুই দিনের থাকা খাওয়ার ব্যবস্থা। ১ম দিন আমরা ঘুরে দেখবো *ওয়াচ টাওয়ার ও *নীলাদ্রি লেক। রাতে থাকবো টেকেরঘাটে৷
🔰 ডে- ০২ আমরা ঘুরবো জাদুকাটা নদী, বারিক্কাটিলা আর শিমুল বাগান। সেখানে পানিতে দাপাদাপি করে দুপুরের খাবার খেয়ে বিকেলে চলে আসবো সুনামগঞ্জ৷
✔️ যা যা থাকছে এর মধ্যেঃ
- প্রিমিয়াম হাউজবোট এ থাকা
- ৫ বেলা মূল খাবার সহ থাকবে ৪ টি স্ন্যাকস
-লাইফ জ্যাকেট
- সকল প্রকার টিকেট মূল্য
❌ যা থাকছেনাঃ
- কোন ব্যক্তিগত খরচ
- কোন ঔষধ
- ঢাকা থেকে সুনামগঞ্জ এবং সুনামগঞ্জ থেকে ঢাকা আশা যাওয়ার টিকেট এবং পথে যাত্রা বিরতির খাবার
🎒 যা সাথে নেওয়া উচিতঃ
- শুকনা খাবার (বাদাম, কিসমিস, খেজুর, বিস্কিট, পানির বোতল)
- ভ্রমণের সময় যত কম জিনিস নেয়া যায়, যত কম কাপড় নেয়া যায় ততই আরামদায়ক হয় ভ্রমণ
- মশা থেকে বাঁচার জন্য অডোমস
- গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
- ব্রাশ
- প্রয়োজনীয় ঔষধ
- টর্চ লাইট (বাধ্যতামূলক)
- ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক
বিঃদ্রঃ ২ দিন ১ রাতে প্যাকেজে সর্বক্ষন মিনারেল পানি বরাদ্দকৃত থাকবে। কোন স্পটে পানি লাগলে নিজেরা কিনে নিতে হবে।
ℹ️ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
১/ আপনি একজন ভ্রমণ পিপাসু ও দায়িত্বশীল ভ্রমণকারি৷
২/প্রতিটি জায়গার সৌন্দর্য রক্ষা করা দায়িত্বশীল ভ্রমণের প্রধান উদ্দেশ্য।
৩/ভ্রমণকালীন সময় আমরা সবাই একে অপরকে সর্বাত্মক সহায়তা করব।
৪/স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না।
৫/ কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করবেন না। গন্তব্য মাদক মুক্ত ভ্রমণকে উদ্বুদ্ধ করে। আমাদের সাথে আপনার মূল্যবোধ না মিললে আমাদের সাথে ভ্রমণ না করার অনুরোধ করা হল।
৬/ এখানে কোন প্রকার অশ্লীল আচরনের/কাজের কোন রকম সুযোগ নেই। তাই এমন আচরণ থেকে বিরত থাকার অনুরোধ করা হল। না হলে কতৃপক্ষ কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।
৭/ যেহেতু গ্রুপ ট্যুর তাই সবার সাথে মিলেমিশে চলার মানসিকতা থাকতে কবে।
৮/ ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করে নেব।
Food menu:
Day 1:
Welcome drinks in the time of check in.
Breakfast: Khichuri, Chicken, Egg curry, Eggplant Fry, Achar, Salad and Water.
Snacks : Seasonal Fruits and Juice.
Lunch: Steamed Rice, Chicken Curry, Fish Curry, Mixed Vegetables, Vorta, Plain Daal, Salad and Water.
Snacks: Vegetable Pakora, Soup, Sauce and Water.
Dinner: Steamed Rice, Duck Rezala, Small Fish Charchari, Mixed vegetables, Shutki Vorta, begun vorta, Plain Daal, Salad, Water and Cold Drinks.
Day 2
Breakfast: Porata, Vegetables, Dal Bhuna, Egg Fry, Suji Halwa, Water, Tea
Snacks: Cake/Biscuits, Fruits, and mint lemon juice.
Lunch: Egg Fried Rice, Masala Chicken, Fish Fry, Chinese Vegetable, Cold drinks and water.
Snacks: Noodles and tea.
Call-01706-680035 Whatsupp,01673795576