Asian Global Tourism

  • Home
  • Asian Global Tourism

Asian Global Tourism Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Asian Global Tourism, Travel Agency, .

পদ্মঝিরি ট্রেইল🚶‍♂️🚶‍♂️অনিন্দ্য সুন্দর একটা ট্রেইল। যারা থুইসা পাড়া বা জিন্না পাড়া থেকে পদ্মঝিরি হয়ে পদ্মমুখ এসেছে তারা ...
10/09/2024

পদ্মঝিরি ট্রেইল🚶‍♂️🚶‍♂️

অনিন্দ্য সুন্দর একটা ট্রেইল। যারা থুইসা পাড়া বা জিন্না পাড়া থেকে পদ্মঝিরি হয়ে পদ্মমুখ এসেছে তারা এই সৌন্দর্য উপভোগ করেছে❤️
আমার মতে থুইসা পাড়া থেকে রেমাক্রি দিয়ে না গিয়ে পদ্মঝিরি হয়ে ট্রেক করে আসা ভাল। সময় অনেকটা সেম লাগে😊

শীঘ্রই থানচি খুলতে যাচ্ছে। আর আমরা আমিয়াখুম-নাফাখুম যাওয়ার জন্য রেডি হচ্ছি❤️

এই ফটোগ্রাফটি খুব সম্ভবত পৃথিবীর একমাত্র ফটোগ্রাফ, ঢেউয়ের; যে-ফটোগ্রাফে একটি ঢেউয়ের ভিতরের দিকটা দেখা যাচ্ছে। আমরা ঢেউয়ে...
10/09/2024

এই ফটোগ্রাফটি খুব সম্ভবত পৃথিবীর একমাত্র ফটোগ্রাফ, ঢেউয়ের; যে-ফটোগ্রাফে একটি ঢেউয়ের ভিতরের দিকটা দেখা যাচ্ছে। আমরা ঢেউয়ের উপরিভাগ দেখেছি, এই স্থিরচিত্রটায় দেখুন সমুদ্রতটে আছড়ে পড়া একটি ঢেউয়ের ভিতরটা দেখতে কেমন।

ফটোগ্রাফার ক্লার্ক লিটলকে আন্তরিক ধন্যবাদ। নিশ্চয়ই ঢেউয়ের ভিতরে বসে কিংবা শুয়ে, অসীম ধৈর্যধারণ শেষে, ছবিটি তুলেছেন তিনি। এই মুহূর্তটির সাক্ষী হতে পারাটা অপ্রত্যাশিত!

নারিশ্যা ঝিরি,আন্ধারমানিক,বান্দরবান🔥
10/09/2024

নারিশ্যা ঝিরি,আন্ধারমানিক,বান্দরবান🔥

সাজেক ভ্যালি ❤️শরতকাল থেকেই পুরোদমে সাজেকের সীজন শুরু হয়ে থাকে।এখন থেকে যেকোনো সময় সাজেকের ওয়ান স্টপ সার্ভিস পাবেন আমাদে...
08/09/2024

সাজেক ভ্যালি ❤️

শরতকাল থেকেই পুরোদমে সাজেকের সীজন শুরু হয়ে থাকে।এখন থেকে যেকোনো সময় সাজেকের ওয়ান স্টপ সার্ভিস পাবেন আমাদের কাছে শুধুমাত্র একটি ফোনকল অথবা হোয়াটসঅ্যাপ ম্যাসেজে।

প্রতি বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে রওনা দিয়ে টিম যাচ্ছে সাজেক ভ্যালী!শুক্র- শনিবার ছুটির দিন হওয়ায় সহজেই জয়েন করতে পারবেন আপনি,আপনার বন্ধু-বান্ধব বা ফ্যামিলি সহ যে কাউকে নিয়ে।

এছাড়া আমাদের নিজস্ব রিসোর্ট ও রেস্টুরেন্ট থাকায় সপ্তাহের যেকোনো দিন মাত্র ২ জন হলেই আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের থেকে কাস্টমাইজড প্যাকেজ নিয়ে ঘুরে আসার পাশাপাশি আমাদের কাছে সাজেকের সবচেয়ে বেস্ট সার্ভিসে সবচেয়ে সাশ্রয়ী প্রাইজে পাবেনঃ-

★কর্পোরেট ট্রিপ প্যাকেজ
★স্টুডেন্ট বাজেট ট্রিপ প্যাকেজ
★কাস্টমাইজড ফ্যামিলি ট্রিপ প্যাকেজ

এবং ৫০+ রিসোর্ট বুকিং সেবা!যেমনঃ-

*মেঘমাচাং রিসোর্ট
*কাদম্বিনী ইকো রিসোর্ট সাজেক
*ক্লাউড ভিউ রিসোর্ট
*চাঁদের বাড়ি রিসোর্ট
*বিহান রিসোর্ট
*সাজেক ইকো ভ্যালি রিসোর্ট
*মেঘছুট রিসোর্ট
*গসপেল রিসোর্ট
*টিজিবি লুসাই কটেজ
*আদ্রিকা রিসোর্ট
*ছাউনি ইকো রিসোর্ট
*সাইরু রিসোর্ট
*মাচাং ঘর রিসোর্ট
*মৌনআভা রিসোর্ট
*সাম্পারি রিসোর্ট
*গিরিছায়া রিসোর্ট
*মেঘবাতায়ন রিসোর্ট
*শৈল কুঠির রিসোর্ট
*সারা নীল কুঠির রিসোর্ট
*রিল্যাক্স সাজেক রিসোর্ট
*মেঘপিয়ন রিসোর্ট
*কুঁড়ে ঘর রিসোর্ট
*মনো আদম রিসোর্ট
*রক প্যারাডাইস রিসোর্ট
*ডিঙ্গি রিসোর্ট
*সাজেক ক্লাসিক রিসোর্ট
*ক্লাউড ৯ রিসোর্ট
*জুমঘর রিসোর্ট
*রুইলুই রিসোর্ট
*রুইলুই কুইন রিসোর্ট
*পাখির বাসা - Honeymoon Cottage, Sajek
*ত্রিনিটি রিসোর্ট
*তরু ছায়া রিসোর্ট
*নীল পাহাড়ি ইকো রিসোর্ট
*মাদল রিসোর্ট
*কিন্নর রিসোর্ট
*দার্জিলিং রিসোর্ট
*প্যাড়াডাইস রিসোর্ট
*ঝি ঝি পোকার বাড়ি
*মেডভ্যাঞ্চার রিসোর্ট
*খোয়াল বুক
*মেঘাদ্রী
*ড্যান্সিং ক্লাউড
*বাশবাড়িয়া ইকো রিসোর্ট
*খাসরাং রিসোর্ট
*মেঘ ভিউ পয়েন্ট
*পাহাড়পুঞ্জি
*ফদাং তং
*ছায়া নীড়
*মেঘপুঞ্জি রিসোর্ট
*মাচাং নক ইকো রিসোর্ট
*মেঘ পাহাড় ইকো রিসোর্ট
*অবকাশ ইমুয়েনেল রিসোর্ট
*সাংগ্রাই হিল রিসোর্ট

এছাড়া বাস টিকেট,চাঁদের গাড়ি,সিএনজি এবং মাহিন্দ্রা বুকিং এর জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।

বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা কল করুনঃ-01567-888601

https://wa.me/c/8801567888601

🏢Dhaka Office: 763, Mars Place (Level-5),West Shewrapara,Mirpur,Dhaka-1216

🏢Sajek Office:Gospel Resort,Ruilui Para,SajekValley,Baghaichari,Rangamati.

Booking & Query -
📞 01567-888601
📧 [email protected]

🌍 সরাসরি অনলাইন বুকিং এর জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন https://tripovel.com

🌳🌲🌳 সুন্দরবন ভ্রমনে সুখবর 🌳🌲🌳,বনলতা ইকো কটেজ দিচ্ছে ৩০% পর্যন্ত ছাড়।আপনি যদি প্রকৃতি প্রেমী কিংবা  অ্যাডভেঞ্চার করতে পছন...
08/09/2024

🌳🌲🌳 সুন্দরবন ভ্রমনে সুখবর 🌳🌲🌳,

বনলতা ইকো কটেজ দিচ্ছে ৩০% পর্যন্ত ছাড়।

আপনি যদি প্রকৃতি প্রেমী কিংবা অ্যাডভেঞ্চার করতে পছন্দ করেন তবে,,,
🌦⛈বর্ষা মৌসুমে সুন্দরবনে এ্যাডভেঞ্চার ট্যুর হতে পারে আপনার জন্য সঠিক সিদ্ধান্ত।🌲🌲

সুন্দরবনে দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পর জীব-জন্তু এবং প্রকৃতি তার নিজ রুপ-বৈচিত্রে সেজে ওঠেছে এবং বন্য প্রানিরা স্বভাবিক ভাবেই বিচড়ন করে বেরাচ্ছে, এই কারনে প্রকৃতির অপরুপ সৌন্দর্য এবং সুন্দরবনের পশুপাখির বন্য জীবন আপনাকে দিতে পারে একটি অনন্য অভিজ্ঞতা। আর যেহেতু বর্ষা মৌসুম তাই হয়তো হঠাৎ 🌦টাপুর টুপুর বৃষ্টির ছোয়া তো থাকবেই।

📸এই ট্যুরের অভিজ্ঞতা যদি আপনি ক্যামেরা বন্দী করতে চান,,তবে আপনাকে বনলতা ইকো কটেজে আসা উচিত, কারন আপনি মাত্র ১০০ ফিট দূরত্ব থেকে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সাথে রিভার ক্রসিং তো থাকবেই।

➡আর তাই আজই বুকিং করুন আপনার পছন্দের বনলতা ইকো কটেজে।

ঠিকানাঃ
বুড়ির-ডাবুর বাজার, কৈলাশগঞ্জ-৯২৭২,
দাকোপ, খুলনা।

বুকিং এর জন্য যোগাযোগ করুন -
☎️ 01911-520625
☎️ 01913-811474
☎️ 01998-809464
☎️ 01776-245047

Bonolota Eco Cottage Follower হৈ-হুল্লোড় ।

Sundarban Tour Package.বিস্তারিত জানার জন্য কল করুন 01711-666411সুন্দরবনে যেকোনো সময় প্যাকেজ ট্যুর,গ্রুপ ট্যুর,স্ট্যাডি ...
08/09/2024

Sundarban Tour Package.
বিস্তারিত জানার জন্য কল করুন 01711-666411
সুন্দরবনে যেকোনো সময় প্যাকেজ ট্যুর,গ্রুপ ট্যুর,স্ট্যাডি ট্যুর ,সার্ভে ট্যুর এবং যে কোন ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারবেন
২রাত / ৩দিন সুন্দরবন বিশেষ ভ্রমণ প্যাকেজ এসি এবং নন এসি সব ধরনের জাহজে প্যাকেজ ট্যুর থাকছে
খুলনা–সুন্দরবন–খুলনা
M V Sun Way যেফ্যাসিলিটিসমূহ
বিলাস বহুল শীতাতপ নিয়ন্ত্রিত ক্রজ শীপ
৫০ জনের বেড ক্যাপাসিটি এটাস্ট ওয়াশ রুম
বার-বি-কিউ কর্নার
কনফারেন্স রুম
মিষ্টি পানির রির্জাভার।
নামাজের জায়গা
আধুনিক জি.পি.এস.রার্ডার, ইকো সাউন্ড সিস্টেম, সহ সংক্রিয় অগ্নি নির্বাপক ব্যবস্থা।
ফ্রিজের মাধ্যমে খাবার সংরক্ষন করা।
শীপের অভ্যন্তরে কাঠের নান্দনিক ডিজাইন।
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোষ নেই।
প্রতিদিন থাকছে ডাবল ফুড মেনুর তিন বেলা খাবার ও দুই বেলা স্নাক্স এবং সার্বক্ষণিক চা-কফির সুব্যবস্থা।
একদিন স্পেশাল বার্বিকিউ নাইট
প্রতিদিন আপনাদের জন্য সুস্বাদু খাবার আয়োজনের জন্য আমাদের রয়েছে অভিজ্ঞ সেফ এবং খাবার সার্ভের জন্য দক্ষ ওয়েটার
নিরাপত্তার জন্য আমাদের প্রতিটি ট্যুরে দুজন করে বন বিভাগ থেকে সরকারি সিকিউরিটি গার্ড উইথ আর্মস,অভিজ্ঞ গাইড।
প্রযুক্তি সম্পন্ন নেভিগেশন যন্ত্রপাতি,লাইফ জ্যাকেট, লাইফবয়া
বনের ভেতরে প্রবেশের ও ভ্রমণের জন্য ছোট নৌকা।
জেনারেটর ব্যাবস্থা,জঙ্গলট্রেকিং,ফাস্ট এইড।
শিশু পলিসি :
০ - ৩ বছরের বাচ্চাদের কোন খরচ লাগবে না , লঞ্চে বাবা-মায়ের সাথে থাকবে ।
৪-৬ বছরের বাচ্চাদের ৫০% দিতে হবে,লঞ্চে বাবা-মায়ের সাথে থাকবে ।
৭-১২ বছরের বাচ্চাদের ১০০% দিতে হবে এডাল্ট প্রাইসের
আরো বিস্তারিত জানতে প্রথম কমেন্ট চেক করুন,

SUNDARBAN WONDERS TOURISM.
04,BIWTA- Launch Ghat , Khulna ,Bangladesh.
Cell: +88 01915440942 +88 01714848316
Email: [email protected]
[email protected]
আরো বিস্তারিত জানতে প্রথম কমেন্ট চেক করুন।

পাকিস্তান যেতে চাচ্ছেন? তবে নিচের দেওয়া দেওয়া তথ্য গুলা দেকখে নিন। 🇧🇩✈️🇵🇰 ভিসা আবেদন:প্রথম ধাপেই অনলাইনে পাকিস্তানের ভিস...
05/09/2024

পাকিস্তান যেতে চাচ্ছেন? তবে নিচের দেওয়া দেওয়া তথ্য গুলা দেকখে নিন।

🇧🇩✈️🇵🇰 ভিসা আবেদন:
প্রথম ধাপেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। সহজেই ঘরে বসে বা কাছের কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করা যাবে। বর্তমানে ভিসা ফ্রি হওয়ায় কোন টাকা পয়সার প্রয়োজন নেই। আবেদন সম্পন্ন করার পর আপনি ই-ভিসা পেয়ে যাবেন।

★টিকেট বুকিং:
ভিসা পাওয়ার পরেই টিকেট কনফার্ম করতে হবে। উত্তরাঞ্চল ঘুরতে চাইলে লাহোরকে বেছে নিন, কারণ ইসলামাবাদ বা করাচীর তুলনায় লাহোরের টিকেটের দাম তুলনামূলক কম। ঢাকা থেকে লাহোর রাউন্ড ট্রিপের টিকেটের দাম ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ওঠানামা করতে পারে। তাই নিজের সুবিধা অনুযায়ী কম খরচের একটি এয়ারলাইন্সের টিকেট বুক করুন।

★লাহোর থেকে ইসলামাবাদ:
লাহোর এয়ারপোর্টে পৌঁছে সিটি বাস স্টেশনে যেতে হবে। এখান থেকে কোনো একটি বাসে উঠে ৫ ঘণ্টার জার্নি শেষে পৌঁছাবেন ইসলামাবাদে। বাস ভাড়া প্রায় ১ হাজার টাকা।

★ইসলামাবাদে থাকা:
ইসলামাবাদে বিভিন্ন ক্যাটাগরির হোটেল রয়েছে, আপনার বাজেট অনুযায়ী একটি হোটেল বেছে নিন। ইসলামাবাদকে বিশ্বের অন্যতম সুন্দরতম রাজধানী হিসেবে বিবেচনা করা হয়, তাই এখানে কিছুদিন অবস্থান করে শহরটি ঘুরে দেখা দারুণ অভিজ্ঞতা হতে পারে।

★কারেন্সি চেঞ্জিং:
লাহোরে পৌঁছানোর পর প্রথম কাজ হবে বাংলাদেশি টাকাকে রুপিতে কনভার্ট করা। ১০০ টাকা সাধারণত ১৯০ রুপি সমান, তবে কনভার্টের সময় কিছুটা কম পাওয়া যেতে পারে।

★প্রাথমিক থাকা/হোটেল বুকিং:
পাকিস্তানে যাওয়ার আগে বা পৌঁছে প্রথমে ১-২ দিন লাহোর বা ইসলামাবাদে থাকতে হবে। আপনি চাইলে আগেই অনলাইনে হোটেল বুক করতে পারেন, তবে অনলাইন বুকিং করা হোটেলগুলো সাধারণত ব্যয়বহুল হয়। পরিবারের সাথে থাকলে আগে থেকে হোটেল বুকিং করে রাখুন।

★মূল ট্যুর:
ইসলামাবাদ থেকে শুরু হবে আপনার মূল ট্যুর। খাইবার পাখতুনখা, গিলগিট-বাল্টিস্তান এবং আজাদ কাশ্মীরের যেকোনো অঞ্চল থেকে ঘুরতে পারবেন।

★ট্যুরের পদ্ধতি:
1. স্বাধীনভাবে: নিজের ইচ্ছামতো ট্যুর করতে পারেন, তবে খরচ কম হবে।
2. ট্রাভেল এজেন্সি: একাধিক এজেন্সি আপনার জন্য গাইডসহ জিপ গাড়ির ব্যবস্থা করে দেবে। এতে খরচ কিছুটা বেশি হলেও সুবিধা বেশি।
খরচ বিবরণ:
পাকিস্তানে থাকা-খাওয়া ও অভ্যন্তরীণ যাতায়াত খরচ বাংলাদেশের মতো বা তার চেয়ে কম হতে পারে। তবে মূল খরচ হবে বিমান ভাড়া। অনুমান করা খরচ:
• ভিসা: ফ্রি
• ঢাকা-লাহোর বিমান ভাড়া: ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা
• লাহোর-ইসলামাবাদ বাস ভাড়া: প্রায় ২/৩ হাজার টাকা
• ১৫-২০ দিন অবস্থানের জন্য আনুমানিক খরচ: ১৫-২৫ হাজার টাকা (হোটেল, খাবার, যাতায়াত ও ঘোরাঘুরি)
ভ্রমণস্থল:
নর্থ পাকিস্তানে পর্যটন স্থানের অভাব নেই। কয়েকটি আকর্ষণীয় স্থানের মধ্যে:
1. সোয়াত: কামরাট ভ্যালি, কালাম ভ্যালি, মহোদন্ড লেক
2. হুনজা: হুনজা ভ্যালি, আতাবাদ লেক, বালতিত ফোর্ট
3. স্কার্দু: সার্ফারাঙ্গা কোল্ড ডেজার্ট, কাচুরা লেক
4. আজাদ কাশ্মীর: মুজাফফরাবাদ সিটি, নীলাম ভ্যালী

★থাকা/হোটেল:
সব প্রধান পর্যটন অঞ্চলে আবাসিক হোটেল আছে, বিশেষ করে হুনজা এবং সোয়াতে হোটেলের পরিমাণ বেশি। স্কার্দুতে হোটেল কম। বড় হোটেলের লোকেশন অনলাইনেই পাওয়া যায়। আপনি চাইলে পোর্টেবল তাবু নিয়ে নিরিবিলি স্থানে থাকতে পারেন।

★অতিরিক্ত অভিজ্ঞতা:
• কারাকোরাম হাইওয়ে: পৃথিবীর সবচেয়ে সুন্দর সড়কগুলোর মধ্যে অন্যতম।
• বাবুসর পাস: বিশ্বের সবচেয়ে উঁচু সড়ক, যেখানে মেঘও আপনার নিচে দিয়ে বইবে।
সুইজারল্যান্ডের মতো জায়গা ঘোরার খরচের তুলনায় পাকিস্তান ট্যুর অনেক সস্তা।
ধন্যবাদ সবাইকে, আশাকরি এই নির্দেশনা আপনার ট্যুরকে আরো সহজ ও আনন্দময় করে তুলবে।

Address


Telephone

+8801316564646

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asian Global Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share