04/03/2024
সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার❤️
গত ২৮/০২/২০২৪ ইং তারিখে আমার স্বপ্নের সেঙ্গেন/ সেনজেন ট্যুরিস্ট ভিসা এপ্রুভ হয়েছে। ইউরোপের উন্নত ২৭ টি দেশ ভ্রমণের এই ভিসা পেতে আমার কি কি ডকুমেন্টস লেগেছে তা আমি নিম্নে উল্লেখ করছি। আশাকরি অনেকেই উপকৃত হবেন।
১। মুল পাসপোর্ট (পুরাতন পাসপোর্ট গুলো সহ)
২। ভিসা আবেদন ফর্ম ও ছবি ৩৫/৪৫ ( ম্যাট পেপার)
৩। জাতীয় পরিচয় পত্র (ইংরেজি অনুবাদ কপি)
৪।আমার+আব্বু+আম্মু+আমার স্ত্রীর পাসপোর্ট স্ক্যান কপি।
৫। ট্রেড লাইসেন্স (ইংরেজি অনুবাদ)+ সিভিল অ্যাভিয়েশন।
৬। সেভিংস একাউন্ট স্টেটমেন্ট+ সলভেন্সি, ( ব্যালেন্স ছিলো ১০ লাখ ৫৭ হাজার ২১৫ টাকা মাত্র) গরিব মানুষ তাই টাকা কম😭
৭। কারেন্ট একাউন্ট স্টেটমেন্ট+ সলভেন্সি,( ব্যালেন্স ছিলো ৭ লাখ ৪৪ হাজার ৯৭৬ টাকা মাত্র)
৮। FDR ( 345K) & সঞ্চয়পত্র ১ লাখ টাকা এবং ক্রেডিট কার্ড স্টেটমেন্ট ৩ মাসের।
৯।কাভার লেটার এবং ১৪ দিনের ৩ দেশের ডে বাই ডে ট্যুর প্লান। (নেদারল্যান্ডস+ বেলজিয়াম+ ফ্রান্স)
১০। হোটেল বুকিং ৩ দেশের।
১১। রিটার্ন এয়ার টিকেট বুকিং কপি।
১২। লাস্ট ২ বছরের ট্যাক্স রিটার্ন স্লিপ এবং সার্টিফিকেট। ( ট্যাক্স দিয়েছি মাত্র ১৫ হাজার টাকা)☹️
১৩। এসেটভ্যালুয়েশন বা সম্পদের বর্তমান দাম সহ বিস্তারিত।
১৪। ম্যারিজ সার্টিফিকেট।
১৫। ৩০ দিনের ট্রাভেল ইন্সুইরেন্স। (মাত্র ২৫০০ টাকা)
১৬। ভিজিটিং কার্ড।
ভিএফএস গ্লোবালে আবেদন জমা করেছি ১৫ এপ্রিল এবং ভিসা সহ পাসপোর্ট ডেলিভারি পেয়েছি ২৮ এপ্রিল। এখন ভালো ই ভিসা দিচ্ছে। আপনিও চাইলে আবেদন করতে পারেন।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ এপ্রিল ১৪ দিনের জন্য স্বপ্নের সুইজারল্যান্ড সহ আরো কয়েকটি দেশে ভ্রমণে যাব ইনশাআল্লাহ।🤲
মা আস সালাম।