Tabriz Tours and Travel

  • Home
  • Tabriz Tours and Travel

Tabriz Tours and Travel Visa processing, Air Ticket, Hotel Booking, Doctor's Appointment and Travel Packages

09/04/2024
পায়ে হাঁটা পথের মধ্যে বিশ্বের দীর্ঘতম পথ হল দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে রাশিয়ার মাগাদান। এই পথ অতিক্রম করতে সমুদ্র বা ...
03/04/2024

পায়ে হাঁটা পথের মধ্যে বিশ্বের দীর্ঘতম পথ হল দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে রাশিয়ার মাগাদান। এই পথ অতিক্রম করতে সমুদ্র বা অন্য কোনো উল্লেখযোগ্য বাধার সম্মুখীন হতে হয় না।

এই পথে হাটতে এমনকি নৌকারও কোন প্রয়োজন নেই। কেননা পথিমধ্যে প্রয়োজনীয় ব্রিজ আছে। পথের মোট দূরত্ব ২১,৮০৮ কিমি। এই দীর্ঘ পথ পাড়ি দিতে সময় লাগবে ৪,৩১০ ঘণ্টা। সেজন্য ১৮৭ দিন বিরতিহীন ভাবে হাঁটতে হবে। অথবা, প্রতিদিন ৪ ঘণ্টা হাটলে সময় লাগবে ৫৬১ দিন।

পথিমধ্যে পড়বে ১৭ টি দেশ। ছয়বার ঘড়ির কাঁটা বদল করতে হবে। এছাড়াও পথচারী সবগুলো ঋতুই দেখতে পারবেন।

তথ্য ও ছবি: সংগৃহীত

দেশের অভ্যন্তরে যেকোন স্থানে আপনার এবং আপনার প্রিয়জনের নিরাপদ 🚕ভ্রমণের জন্য যোগাযোগ করতে পারেন-☎️+8801781-818482(WhatsA...
31/03/2024

দেশের অভ্যন্তরে যেকোন স্থানে আপনার এবং আপনার প্রিয়জনের নিরাপদ 🚕ভ্রমণের জন্য যোগাযোগ করতে পারেন-
☎️+8801781-818482(WhatsApp)

Online Visa চেক করার 60+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।১। -তানজানিয়া http://www.tanzania.go.tz...
31/03/2024

Online Visa চেক করার 60+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।

১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/.../05/online-visa-60.html...
২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions...
৩। -কুয়েত http://www.moi.gov.kw
৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/
৫। -সৌদি আরব http://www.moi.gov.sa/
৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae
৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/
৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd
৯।- সাইপ্রাস http://moi.gov.cy/
১০। -নেপাল http://www.moic.gov.np/
১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/
১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/
১৩। -জর্দান http://www.moi.gov.jo/
১৪। -ইন্ডিয়া http://labour.nic.in/
১৫। -কেনিয়া http://www.labour.go.ke/
১৬। -ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/
১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en
১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/
২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/
২১। -ইরান http://www.irimlsa.ir/en
২২। -ঘানা http://www.ghana.gov.gh/
২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th
২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।
২৫। -ভূটান http://www.molhr.gov.bt/
২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz
২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/
২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/
২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english
৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/
৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/
৩২। -ভিয়েতনাম http://www.english.molisa.gov.vn/
৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/
৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/
৩৫। -মালদ্বীপ http://www.mhrys.gov.mv/
৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/
৩৭। -লেবানন http://www.labor.gov.lb/
৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en
৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk
৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en
৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/
৪২। -স্পেন http://www.mtin.e

The United Republic of Tanzania, Government Portal | Jamhuri ya Muungano wa Tanzania, Tovuti kuu ya Serikali

22/03/2024

💔

13/03/2024

মনে রাখবেন, ক্যানাডা থেকে একটি জব অফার পেতে আপনার ছয়টি জিনিস লাগবে:
1. Solid job experience according to NOC.
2. IELTS GT/PTE core/CELPIP Test score
3. ECA
4. Job application with Canadian style CV, Cover Letter and effective Communication Skills.
5. Attending Job Interviews.
6. Apply for work permit with LMIA report.
এইসব ধাপকে এড়িয়ে যারা হোয়াটসঅ্যাপে এবং ইমোতে ফ্রি পরামর্শ দানকারী ইবলিশ শয়তানের এজেন্ট ভয়ংকর প্রতারকদের সাথে চুপিচুপি কথা বলে, গোপনে টাকা-পয়সা দিয়ে ঘরে বসে ক্যানাডা থেকে জব অফার পাবার এবং ক্যানাডায় আসার স্বপ্ন দেখেন, তারা শুধু বোকার স্বর্গেই বাস করছেন না, তারা ভীষণভাবে অলস এবং লোভী। লোভী মানুষ বিপদে পড়বে এটাই স্বাভাবিক। আল্লাহ আমাদের প্রকৃত সত্য জানার এবং গায়ে-গতরে খাটার মানসিক ইচ্ছা এবং সামর্থ্য দিন।

06/03/2024

হার্ভার্ড ইউনিভার্সিটি আর তাজমহল দুইটাই কিন্তু একই সময়ে করা।

তো, ওদের ধনকুবেররা যখন একের পর এক ইউনিভার্সিটি বানাতে ব্যস্ত ছিলেন, আমাদেরগুলা তখন তাজমহল বা শৌখিন সব উদ্যান বানাতে ব্যস্ত ছিলো।

তাও আবার জনগণের ট্যাক্সের টাকা ইউজ করেই।

অথচ এক তাজমহলের খরচ দিয়ে কতটা ইউনিভার্সিটি করা যাইতো? হিসাব নাই।

ঐ ধারাটা কেন জানি এখনও চলতেসে।

ওয়েস্টের ধনকুবেরদের একটা জিনিস আমার খুব ভালো লাগে। এরা ধন সম্পদ বানায়। তবে সেই সম্পদ দিয়ে এরা নায়ক নায়িকা নাচায় না। এরা মরার আগে আগে সব টাকা পয়সা দান করে দিয়ে চলে যায়।

আমাদের উপমহাদেশের ধনকুবেরদের মধ্যে এই ট্রেন্ড একেবারেই নাই।

এইজন্যই দেখবেন, আমেরিকার বহু ইউনিভার্সিটিই ব্যক্তির নামে। বাট বাংলাদেশ বা ভারতে এমন কোন ধনকুবের দেখাইতে পারবেন, যে নিজের সম্পত্তি দিয়ে একটা ইউনিভার্সিটি বা হাসপাতাল বানাইয়া দিসে?

নবাব সলিমুল্লাহ করসিলেন বলেই ঢাবি হইসিলো।

বাট এরপর আর কেউই করে নাই।

পাক ভারত বা উপমহাদেশের কেউ ধনকুবের হলে অনেকেই খুশি হলেও সত্যি কথা হলো, এই টাকাটা ওয়েস্টের কেউ কামাইলে বরং আপনার লাভ হলেও হতে পারতো। বাট উপমহাদেশের লোকজন এতোটাই স্থূল যে, এরা ছেলেরে সোনার জামা পরাবে, বাট একটা ইউনিভার্সিটি কখনোই করে দেবে না।

সেদিন এক বিলিয়নিয়ার মহিলা এসে নিজের সমস্ত সম্পদ আইনস্টাইন মেডিকেল স্কুলে দান করে গেলেন। ফলাফল? ঐ ছাত্রদের আর শিক্ষা ঋণ নিয়ে পড়তে হবে না। ওরা ফ্রি পড়তে পারবে।

মহিলা চাইলেই হলিউডের নায়ক নায়িকা এনে নাচাইতে পারতেন। বাট ঐটা কয়দিন আর মনে রাখতো মানুষ? তাই তিনি এমন ব্যবস্থা করে গেলেন, এই ডাক্তার ছেলে মেয়েগুলা সারাজীবন এই মহিলারে মনে রাখতে বাধ্য। দোআ করতেও বাধ্য।

আমাদের উপমহাদেশের মানুষ বা কালচার নিয়ে আমাদের অনেকের মধ্যেই এক ধরণের অহেতুক গর্ব আছে।

আর পাশ্চাত্যের প্রতি আছে অহেতুক বিদ্বেষ।

অথচ সত্যি কথা হলো, আপনার দেশের বা উপমহাদেশের একশোটা ধনকুবের থাকলে বড়জোর সালমান, শাহরুখের লাভ হবে। আপনার জন্য ফ্রি ওষুধের ব্যবস্থা শেষ মেশ ঐ বিল গেটস বা ওয়ারেন বাফেটের দান করা টাকা থেকেই আসবে।

আপনার দেশের কোন ধনকুবের আপনার জন্য স্কলারশিপের ব্যবস্থা করবে না। বরং ওয়েস্টের কোন ধনকুবেরের দান করে যাওয়া টাকাতেই আপনি হয়তো একদিন পড়তে পারবেন।

এবং ওয়েস্টের লোকজনের চিন্তা ভাবনা বলেন আর কাজ কর্মই বলেন, তারা আমাদের চে অনেক বেশি মানবিক, অনেক কম স্বার্থপর।।

আলফ্রেড নোবেল শেষবয়সে নিজের বড় অংশের সম্পদ দিয়ে গেলেন বিজ্ঞান এবং অর্থনীতির জন্য। সেই আলফ্রেড নোবেল যদি এই উপমহাদেশের হতো, তাহলে ছেলের বিয়েতে খরচ করতেন অর্ধেক, মেয়ের বিয়েতে খরচ করতেন অর্ধেক।

শেষ বয়সে এসে মসজিদ বা মন্দির করে দিয়ে সমাজসেবক উপাধি নিয়ে মরে যেতেন।

মরার পর ছেলে, বৌ, মেয়ে, মেয়ের জামাই আর ভাই-ভাতিজা মিলে শুরু হতো সম্পদের ভাগ বাটোয়ারা। মামলা হতো, হামলা হতো। ভাইয়ে ভাইয়ে মারামারি লেগে শেষে মরা বাপরে গালিগালাজ করতো।

বাংলাদেশের বেশিরভাগ ধনকুবেরের মৃত্যুর পরের চিত্র কিন্তু এটাই হয়।

তুলনা করছি না। কে কার টাকায় কী করবে, সেইটা অবশ্যই যার যার ব্যক্তিগত ব্যাপার।

বাট পার্সোনালি ওয়েস্টের ধনকুবেরদের এই মানবিক দিকটা আমার খুব ভালো লাগে।

আমাদের ধনকুবেরদের চিন্তাভাবনা ঐ পর্যায়ে উঠতে আর কত হাজার বছর লাগবে, সেটাই এখন দেখার।

©Sadiq Khan

গুরুত্বপূর্ণ পোস্ট: ভিসার ধরন অনুযায়ী আবেদনের সাথে যেসব ডকুমেন্টস অবশ্যই জমা দিতে হবে
03/03/2024

গুরুত্বপূর্ণ পোস্ট: ভিসার ধরন অনুযায়ী আবেদনের সাথে যেসব ডকুমেন্টস অবশ্যই জমা দিতে হবে

ভারতে ভ্রমনের সময় পাসপোর্ট হারিয়ে গেলে করনীয় কি ?! জানুন। প্রথমেই লোকাল থানায় একটি জিডি করতে হবে,পাসপোর্ট হারিয়ে গেছে এই...
22/02/2024

ভারতে ভ্রমনের সময় পাসপোর্ট হারিয়ে গেলে করনীয় কি ?! জানুন।
প্রথমেই লোকাল থানায় একটি জিডি করতে হবে,

পাসপোর্ট হারিয়ে গেছে এই মর্মে একটি দরখাস্ত লিখতে হবে ট্রাভেল পারমিট ইস্যু করার জন্য

তারপর আপনি বাংলাদেশ দূতাবাস হতে প্রাপ্ত ট্রাভেল পারমিট ও ট্রাভেল ইন্সুরেন্স নিয়ে ইন্ডিয়ার অবস্থিত Foreign Regional Registration Office (FRRO) তে গিয়ে এক্সিট পারমিট নিতে হবে।

FRRO যেদিন শুধু একজিট এর তারিখ নির্ধারণ করবে ঐ দিন ই দেশে ফিরতে হবে।
এক্সিট পারমিটের জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন করতে হলে আপনার যা লাগবে:
হারানো পাসপোর্টের ফটোকপি
হারানো পাসপোর্টের ভিসা ও এরাইভাল হওয়ার কপি
কয়েক কপি ছবি
জিডি কপি
C Form/সি ফর্ম লাগবে।

যদি আপনি C Form ছাড়া আবেদন করতে যান তাহলে আপনাকে ফেরত আসতে হবে।
তাই মনে রাখবেন আপনাকে অবশ্যই C Form ফর্ম নিতে হবে আপনি যে হোটেলে থাকেন সে হোটেল থেকে।
আর যাদের C Form ফর্ম নাই তারা যে বাড়িতে আছেন তার আধার কার্ড ও বিলের কপি নিবেন।

সব কাগজ দিয়ে অনলাইনে Foreign Regional Registration Office (FRRO) তে আবেদন করে ফেলুন।
আবেদন সম্পন্ন করে FRRO অফিসের এর ভিতরে গিয়ে আপনার সমস্যা গুলো খুলে বলুন।

আশা করি একদিন বা দুইদিনের মধ্যেই আপনি এক্সিট পারমিট নিয়ে দেশে চলে আসতে পারবেন।
পরিশেষে একটি অনুরোধ রইলো
আপনার পাসপোর্ট একান্তই আপনার নাহ এটি একটি দেশ ও জাতির সন্মান বহন করে।

আপনি যখন বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যান, তখন আপনার মাধ্যমেই বাংলাদেশকে চিনে অন্য দেশের মানুষজন।

নিজেকে, নিজের দেশকে সুন্দর ভাবে উপস্থাপন করুন। তাতে আপনার মর্যাদা বাড়বে, দেশের মর্যাদা বাড়বে।
মনে রাখবেন!

আপনার সন্তান আপনার শ্রেষ্ঠ সম্পদ ,আপনার সন্তানকে সময় দিন পাশাপাশি সন্তানকে মাদকের কুফল সম্পর্কে এখনই সচেতন করুন। ধন্যবাদ

লেখাটি ভালো লাগলে বা আপনার উপকারে আসলে দয়া করে শেয়ার করতে ভুলবেন না।

ধন্যবাদ

Thank you stay safe,stay with us...

ভারত একটি সুন্দর দেশ যেখানে আপনি সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী স্থানসমূহ এবং অসামান্য সাংস্কৃতিক সৌন্দর্য অনুভব ক...
13/02/2024

ভারত একটি সুন্দর দেশ যেখানে আপনি সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী স্থানসমূহ এবং অসামান্য সাংস্কৃতিক সৌন্দর্য অনুভব করতে পারবেন।
আমাদের টীম আপনাকে ভারতীয় ভিসা প্রক্রিয়া করতে সহায়তা করবে সম্পূর্ণ নির্ভরযোগ্য এবং সহজ প্রক্রিয়ায়। আপনার আবেদন প্রক্রিয়া আরম্ভ করার আগে সম্পূর্ণ নির্ভরযোগ্য পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

ইন্ডিয়ান ভিসা পেতে প্রয়োজনীয় ডকুমেন্টসঃ

# পাসপোর্ট (নূন্যতম ৬ মাস মেয়াদ)।
# ছবি ১কপি রঙ্গিন (২x২ সাইজ, ব্যাকগ্রাউন্ড সাদা)।
# বিদ্যুৎ অথবা যেকোনো একটি Utility বিলের কপি।
# ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম সনদ কপি।
# ট্রেড লাইসেন্স (ব্যবসায়ী) / NOC (চাকুরীজীবী)।
# আগে ইন্ডিয়া যাওয়া থাকলে, সে ভিসার কপি।
# ব্যাংক ষ্টেটম্যান্ট অথবা ডলার এন্ড্রোস রশিদ।
# স্টুডেন্ট দের জন্য স্টুডেন্ট আইডি কার্ড।
# সাথে স্পাউস অথবা বাচ্চা থাকলে, তাদের পাসপোর্ট, ছবি, আইডি কার্ড/ জন্ম সনদ ও স্কুল আইডি কার্ডের কপি।
# আগের ডাক্তারের প্রেসক্রিপশন/ মেডিকেল রিপোর্ট (মেডিকেল ভিসার জন্য) |

আমাদের সেবাসমূহঃ
#মেডিকেল ভিসা
#বিজনেস ভিসা
#ডাবল এন্ট্রি ভিসা
#ট্যুরিস্ট ভিসা
#এয়ার_টিকেট

@ প্রসেসিং: ১ থেকে ২ দিন।

যোগাযোগের ঠিকানাঃ
𝐏𝐥𝐞𝐚𝐬𝐞 𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭:
Office: Shop No 2C, 43-B Level 2, Jamuna Future Park
Dhaka-1229, Dhaka.
(What's app available)- 01728-070761
Email: [email protected]

আপনার ভারতীয় ভ্রমণটি একটি মনোরম অভিজ্ঞতা হয়ে উঠুক

#ভারতীয়ভিসা
#ভারতেভ্রমণ


#অভিজ্ঞতা

"You work 8 hours to live 4.You work 6 days to enjoy 1.You work 8 hours to eat in 15 minutes.You work 8 hours of sleep 5...
12/02/2024

"You work 8 hours to live 4.
You work 6 days to enjoy 1.
You work 8 hours to eat in 15 minutes.
You work 8 hours of sleep 5.
You work all year just to take a week or two vacation.
You work all your life to retire in old age.
And contemplate only your last breaths.
Eventually you realize that life is nothing but a parody of yourself practicing your own oblivion.
We have become so accustomed to material and social slavery that we no longer see the chains.. "
Life is a short journey, live it!

Go And See All You Possibly Can. Your dream travels is just a phone call away!

Find us👇

➡️𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭:
Email: [email protected]
Call Now ☎️ +8801600-331299
(What's app available)- 01728-070761
𝐕𝐈𝐒𝐈𝐓 𝐎𝐔𝐑 𝐎𝐅𝐅𝐈𝐂𝐄!
👉Shop No 2C, 43-B Level 2, Jamuna Future Park, Dhaka-1229.

ভারত একটি সুন্দর দেশ যেখানে আপনি সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী স্থানসমূহ এবং অসামান্য সাংস্কৃতিক অনুভব করতে পারবে...
11/02/2024

ভারত একটি সুন্দর দেশ যেখানে আপনি সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী স্থানসমূহ এবং অসামান্য সাংস্কৃতিক অনুভব করতে পারবেন।

আমাদের টীম আপনাকে ভারতীয় ভিসা প্রক্রিয়ায় পরিচিত করাতে সহায়তা করবে এবং সম্পূর্ণ নির্ভরযোগ্য এবং সহজ প্রক্রিয়ায় আপনাকে সাহায্য করবে। আপনার আবেদন প্রক্রিয়া আরম্ভ করার আগে সম্পূর্ণ নির্ভরযোগ্য পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

𝐕𝐈𝐒𝐈𝐓 𝐎𝐔𝐑 𝐎𝐅𝐅𝐈𝐂𝐄!
➡️𝐏𝐥𝐞𝐚𝐬𝐞 𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭:
Email: [email protected]
Call Now ☎️ +8801600-331299
(What's app available)- 01728-070761
Office: Shop No 2C, 43-B Level 2, Jamuna Future Park
Dhaka-1229, Dhaka.

আপনার ভারতীয় ভ্রমণটি একটি মনোরম অভিজ্ঞতা হয়ে উঠুক
🇮🇳

#ভারতীয়ভিসা
#ভারতেভ্রমণ


#অভিজ্ঞতা

আমাদের সেবাসমূহঃ
#মেডিকেল ভিসা
#বিজনেস ভিসা
#ডাবল এন্ট্রি ভিসা
#ট্যুরিস্ট ভিসা
#এয়ার_টিকেট
ইনিডয়ান ভিসা সংক্রান্ত সকল পরামর্শ, প্রশ্ন অথবা যে কোন সমস্যার জন্যে যোগাযোগ করুন




 #ভ্রমণকম দামে বিমানের টিকিট কেনার ৭ কৌশলকোনো ফ্লাইটের টিকিট মূল্য নির্ধারিত নয়। সাধারণত, যাত্রীর চাহিদা ও সার্বিক পরিস্...
09/02/2024

#ভ্রমণ
কম দামে বিমানের টিকিট কেনার ৭ কৌশল
কোনো ফ্লাইটের টিকিট মূল্য নির্ধারিত নয়। সাধারণত, যাত্রীর চাহিদা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় টিকিটের দাম উঠা-নামা করে।

আকাশ পথে ভ্রমণ সবচেয়ে আরামদায়ক, সহজ ও দ্রুততম। ঘুরতে যাওয়া থেকে শুরু করে ব্যবসায়িক গুরুত্বপূর্ণ কাজে প্রায়ই উড়োজাহাজ ভ্রমণের দরকার হয় অনেকেরই।

দেশের ভেতরে উড়োজাহাজ ছাড়া ভ্রমণ করার সুযোগ থাকলেও দেশের বাইরে যেতে এর বিকল্প নেই বললেই চলে।

উড়োজাহাজে ভ্রমণের খরচ অন্যান্য মাধ্যমের তুলনায় একটু বেশই হয়ে থাকে।

কোনো ফ্লাইটের টিকিট মূল্য নির্ধারিত নয়। সাধারণত, যাত্রীর চাহিদা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় টিকিটের দাম উঠা-নামা করে।

তাই, কিছু বিষয় মাথায় রেখে টিকিট কাটতে পারলে সাশ্রয় করতে পারবেন বেশ কিছু টাকা।

#কার্যদিবসে ভ্রমণ করুন
উড়োজাহাজ ভ্রমণে প্রথমেই মাথায় রাখতে হবে, ছুটির দিনে উড়োজাহাজে যাত্রীর চাপ থাকে বেশি। ফলে, টিকিটের দামও থাকে বেশি।

তাই, বন্ধের দিন কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলে কমপক্ষে ১৫ থেকে ৩০ দিন আগে টিকিট বুক করুন। তাহলে কিছুটা কম দামে টিকিট পেতে পারেন।

দেশের বাইরে ভ্রমণ করতে চাইলে শুক্রবার ও শনিবার ছাড়াও রোববার এড়িয়ে চলতে পারেন। কারণ, এই সময়গুলোতে সারাবিশ্বে ভ্রমণের পরিমাণ বেড়ে যায়।

নিয়মিত উড়োজাহাজ সংস্থার ওয়েবসাইট ভিজিট করুন
যে গন্তব্যে যাওয়ার পরিকল্পনা করছেন, সেখানে যেসব এয়ারলাইনস ফ্লাইট পরিচালনা করে, সেসব এয়ারলাইনসের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।

তারা প্রায়শই তাদের ওয়েবসাইটে বিশেষ ছাড় বা নানা রকম অফার দিয়ে থাকে, পাওয়া যায় ডিসকাউন্ট ভাউচার। এর পাশাপাশি চোখ রাখতে পারেন তাদের ফেসবুক পেজেও।

#থার্ড পার্টি ওয়েবসাইট
উড়োজাহাজ টিকিটিংয়ের জন্য জনপ্রিয় বেশকিছু ওয়েবসাইট ও ফেসবুক পেজ আছে। সেগুলোতেও নজর রাখতে পারেন। এসব প্রতিষ্ঠান মাঝে মাঝেই অনেক লোভনীয় অফার দেয়, যাতে আপনার টিকিটের দাম অনেকটাই কমে যাবে।

#দিনের প্রথম ফ্লাইটে টিকিট বুক করুন
দিনের প্রথম দিকে যে ফ্লাইটগুলো থাকে, সেগুলোর টিকিট তুলনামূলক কম বিক্রি হয়ে থাকে। তাই সকাল ৬-৭টার আগে যেসব ফ্লাইট আছে, সেগুলো কিছুটা কম দামে পেতে পারেন।

#ক্রেডিট কার্ডের মাধ্যমে বুকিং
ব্যাংকগুলো তাদের গ্রাহকদের ক্রেডিট কার্ড ব্যবহারে আকৃষ্ট করতে নানা ধরনের অফার দিয়ে থাকে। ফলে, ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকেট বুকিং করলে পেয়ে যাতে পারেন ডিসকাউন্ট। এর জন্য বুকিংয়ের আগে জেনে নিতে হবে যে আপনি যে ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে টিকিট কাটছেন, তাদের ডিসকাউন্ট অফার আছে কি না এবং থাকলে কতটা আছে।

এ ছাড়া, এসব ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি দেশ-বিদেশের বিমানবন্দরে ভিআইপি ওয়েটিং লাউঞ্জে বাড়তি সুবিধা পেয়ে যাবেন।

#গ্রুপ বা প্যাকেজের মাধ্যমে ভ্রমণ
দেশি-বিদেশি ট্র্যাভেল এজেন্সিগুলো বেড়াতে যাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট অফার মূল্যে প্যাকেজ দিয়ে থাকে। এজেন্সিগুলোর এসব প্যাকেজে উড়োজাহাজের ভাড়াসহ ভ্রমণের সব খরচই অন্তর্ভুক্ত থাকে।

তাই কোথাও ঘুরতে যাওয়ার আগে ট্রাভেল এজেন্সিগুলো ফেসবুক পেজ ও গ্রুপগুলো থেকে তথ্য নিতে পারেন।

#হিডেন চার্জ
প্রায় সব এয়ারলাইনসের টিকিট বুকিংয়ে হিডেন চার্জ থাকে। তাই টিকিট বুকিংয়ের প্রতিটি ধাপে বাড়তি চার্জের ব্যাপারে খেয়াল রাখতে হবে। চার্জগুলোর মধ্যে রয়েছে এয়ার ট্যাক্স, ব্যাগেজ ফি, সিট সিলেকশন, ট্রাভেল ইনস্যুরেন্স চার্জ ইত্যাদি।

𝐈𝐧𝐝𝐢𝐚 𝐯𝐢𝐬𝐚 𝐩𝐫𝐨𝐜𝐞𝐬𝐬 🇮🇳ইন্ডিয়ান সকল প্রকার ভিসা করান খুব দ্রুত এবং নিখুঁতভাবে।অল্প সময়ের মধ্যে এপয়েন্টমেন্ট ডেটপেতে ইন্ড...
08/02/2024

𝐈𝐧𝐝𝐢𝐚 𝐯𝐢𝐬𝐚 𝐩𝐫𝐨𝐜𝐞𝐬𝐬 🇮🇳

ইন্ডিয়ান সকল প্রকার ভিসা করান খুব দ্রুত এবং নিখুঁতভাবে।অল্প সময়ের মধ্যে এপয়েন্টমেন্ট ডেট
পেতে ইন্ডিয়ান ভিসা আবেদনের নির্ভুল প্রতিষ্ঠান হিসাবে কাজ করছি আমরা।
ভিসা এর সহযোগীতার জন্য আজই যোগাযোগ করুন আমাদের সাথে অথবা চলে আসুন আমাদের অফিসে।‌

𝐕𝐈𝐒𝐈𝐓 𝐎𝐔𝐑 𝐎𝐅𝐅𝐈𝐂𝐄!
➡️𝐏𝐥𝐞𝐚𝐬𝐞 𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭:
Email: [email protected]
Call Now ☎️ +8801600-331299
(What's app available)- 01728-070761
Office: Shop No 2C, 43-B Level 2, Jamuna Future Park
Dhaka-1229, Dhaka.





 #ইন্ডিয়া ভিসা নিয়ে কনফিউজড?  তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা অত্যন্ত দক্ষতার সাথে ইন্ডিয়ান ভিসা প্রসেস করে থাকি।ইন...
07/02/2024

#ইন্ডিয়া ভিসা নিয়ে কনফিউজড? তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা অত্যন্ত দক্ষতার সাথে ইন্ডিয়ান ভিসা প্রসেস করে থাকি।
ইন্ডিয়া ভিসা প্রসেসিং সম্পর্কিত যেকোন সহায়তায় এখনই কল অথবা WhatsApp করুন নিম্নোক্ত নম্বরেঃ 01728-070761 (WhatsApp)

আমাদের সেবাসমূহ :
ভ্রমন ভিসা, মেডিকেল ভিসা,এম্বাসী ফেসের জন্য ডাবল এন্ট্রি ভিসা,বিজনেস ভিসা ,এন্ট্রি ভিসা স্টুডেন্ট ভিসা
#সহ সকল ক্যাটাগরির ভিসা প্রসেসিং এবং ভিসা সংক্রান্ত পরামর্শ ও সহযোগিতা করে থাকি। ভারতে প্রবেশের যেকোন ভিসা জন্য যােগাযােগ করুন।

ইন্ডিয়ান ভিসা পেতে প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
# পাসপোর্ট (নূন্যতম ৬ মাস মেয়াদ)।
# ছবি ১কপি রঙ্গিন (২x২ সাইজ, ব্যাকগ্রাউন্ড সাদা)।
# বিদ্যুৎ অথবা যেকোনো একটি Utility বিলের কপি।
# ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম সনদ কপি।
# ট্রেড লাইসেন্স (ব্যবসায়ী) / NOC (চাকুরীজীবী)।
# আগে ইন্ডিয়া যাওয়া থাকলে, সে ভিসার কপি।
# ব্যাংক ষ্টেটম্যান্ট অথবা ডলার এন্ড্রোস রশিদ।
# স্টুডেন্ট দের জন্য স্টুডেন্ট আইডি কার্ড।
# সাথে স্পাউস অথবা বাচ্চা থাকলে, তাদের পাসপোর্ট, ছবি, আইডি কার্ড/ জন্ম সনদ ও স্কুল আইডি কার্ডের কপি।
# আগের ডাক্তারের প্রেসক্রিপশন/ মেডিকেল রিপোর্ট (মেডিকেল ভিসার জন্য) |

@ প্রসেসিং: ১ থেকে ২ দিন।
@ ভিসা পেতে সময়ঃ 10 থেকে 12 দিন।

যোগাযোগের ঠিকানাঃ
Call Now ☎️ +8801600-331299
(What's app available)- 01728-070761

Office: Shop No 2C, 43-B Level 2, Jamuna Future Park
Dhaka-1229, Dhaka.

The suspected killer of Shinzo Abe has admitted targeting him and said he held a grudge against an organisation he belie...
08/07/2022

The suspected killer of Shinzo Abe has admitted targeting him and said he held a grudge against an organisation he believed the politician was connected to.
🔴 Live updates: https://aje.io/g8s8x4

05/06/2022
05/06/2022
https://youtu.be/MqEF5X_pjFw
16/04/2022

https://youtu.be/MqEF5X_pjFw

বিভিন্ন পোশাক কারখানা থেকে বেচে যাওয়া এই কাপড়ের টুকরাগুলোর চাহিদার কথা আমরা অনেকেই জানি। কিন্তু ক.....

Address


Telephone

+8801728070761

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tabriz Tours and Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tabriz Tours and Travel:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share