27/08/2023
🌿☘️🍀সুন্দরবন ভ্রমনে সুখবর,🌳🌴🌱
১লা সেপ্টেম্বর থেকে ভ্রমন পিপাসুদের জন্য খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন।
📢 আমাদের সকল ভি.আই.পি এ.সি লাস্কারী ট্যুরিষ্ট শিপ এবং নন এসি প্রিমিয়াম ট্যুরিষ্ট শিপগুলো এখন সুন্দরবনে আপনাদের ভ্রমন করানোর জন্য প্রস্তুত।
সুন্দরবনে দীর্ঘ ৩-৪ মাস বন্ধ থাকার পর জীব-জন্তু এবং প্রকৃতি তার নিজ রুপ-বৈচিত্রে সেজে ওঠে এবং বন্য প্রানিরা স্বভাবিক ভাবেই বিচড়ন করে বেরায়, আর তাই সেপ্টেম্বর ও অক্টোবর মাস সিজানের শুরু দিক হবার কারনে প্রকৃতির অপরুপ সৌন্দর্য এবং সুন্দরবনের পশুপাখি খুব কাছ থেকে দেখা যায় এবং বাঘ মামাকে দেখার সম্ভাবনা সব থেকে বেশি থাকে এই সেপ্টেম্বর মাসে। আর যেহেতু বর্ষা মৌসুম তাই হয়তো হঠাৎ 🌦️টাপুর টুপুর বৃষ্টির ছোয়াও পেতে পারেন।
# ভি.আই.পি লাক্সারী ফুল এ.সি ট্যুরিষ্ট ভ্যাসেলে (৯, ২৬, ২৯, ৩৬, ৪০, ৪৪, ৪৮, ৫০, ৫৬, ৬২, ৬৬ এবং ৭৫ জনের বেড ক্যাপাসিটি সিপ রয়েছে) কর্পোরেট ট্যুর, গ্রুপ ট্যুর, ষ্টাডি/ষ্টুডেন্ট ট্যুর করার জন্য আজই বুকিং করুন।
🙋♀️🙋♂️খুব কম খরচে সুন্দরবন ভ্রমন করুন। ১লা সেপ্টেম্বর থেকে প্রতি ৩দিন পর পর (শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবার, মঙ্গলবার, বুধবারে) আামাদের সুন্দরবন ভ্রমন চলোমান থাকবে।
👣👣👣ভ্রমন সময়কালঃ ৩দিন ২রাত,
খুলনা টু সুন্দরবন টু খুলনা
মংলা টু সুন্দরবন টু মংলা
==দয়াকরে পোষ্টটি ভালোকরে পড়ুন তার পর আরও বিস্তারিত জানতে সরাসরি আমাদের অফিসিয়াল নম্বরে কল করুনঃ
মোবাইল নম্বরঃ
মোবাইলঃ 01842434402
What's app: 01842434402
✋🐊Sundarban Package/GroupTour /Corporate Group Tour 2023
Khulna - Sundarban-Khulna (2 Night 3 Days Package)
🐯🦁প্রাইভেট ভ্যাসেলে সকল স্বাস্থ্য বিধি মেনে সুন্দরবন ভ্রমন করুন।
৯-২৫ জনের বেড ক্যাপাসিটি বিশিষ্ট প্রাইভেট ভ্যাসেল রয়েছে।
📢 ফ্যামিলি ট্রুর, গ্রুপ ট্রুর, ফ্রেন্ডস্ ট্রুর, এ্যাডভেঞ্চার ট্রুর, ডকুমেন্টারি, সার্ভে, ফটোগ্রাফি,
📽️সিনেমাটোগ্রাফি ইত্যাদি কাজে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন।
# # ভ্রমনের স্থানঃ
🐅 হারবাড়িয়া ইকো-ট্যুরিজম সেন্টার, অথবা
🦌আন্দারমানিক ইকো-ট্যুরিজম সেন্টার,
🗾কটকা অফিস পাড় (কটকা আভয়রন্য) ,
⛱️জামতলা সি বিস ,
🗼ওয়াচ টাওয়ার,
🛶ো ৯ জনের বেড ক্যাপাসিটি বিশিষ্ট ক্রুস ভ্যাসেল থেকে শুরু করে ১১, ১৩, ১৪, ১৮, ২২, ২৬, ৩০, ৩২,৩৬, ৩৮, ৪২, ৪৫, ৪৮, ৫২, ৫৪, ৬০,৬২, ৬৪,৬৮ এবং ৭৫ জনের বেড ক্যাপাসিটি বিশিষ্ট এসি, নন এসি বিভিন্ন ধরনের প্রাইভেট ট্যুরিষ্ট বোট এবং বড় সিপ/ভ্যাসেল রয়েছে। এই শিপ/ভ্যাসেল বুকিং এর জন্য আজই সরাসরি কল করে বা আমাদের অফিসে এসে যোগাযোগ করুন এবং বুকিং করুন।
@@সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেষ্ট। এখানে আপনি এক সাথে যে সকল সুযোগ-সুবিধাগুলো পাবেন ।
# অনেকগুলো সমুদ্র সৈকত/বিস্ ভ্রমনের সুযোগ,
# অনেকগুলো ছোট বড় দ্বীপ ভ্রমন
# ফরেষ্ট ট্রেকিং (এ্যাডভেঞ্চার),
# বনের খালে মাছ ধরা,
# খেলাধুলা,
# তিন বেলা ভিন্ন ভিন্ন সুস্বাদু খাবার,
# জাহাজের ক্যাবিনে রাত্রীযাপন,
# বাংলা সংস্কৃতিকে সাথে নিয়ে গান-বাজনার ব্যবস্থা (অভয়ারন্যের বাইরে নির্দিষ্ট এরিয়ায়)
# রাতে বারবিকিউ নাইট,
# ফরেষ্ট আর্ম গার্ড
# দক্ষ ট্যুর গাইড
# সুদক্ষ কেটারিং এর ব্যবস্থা
# অভিজ্ঞ বাবুর্চি/ সেফ
# বিশুদ্ধ খাবার জল
# বনের খালে ক্যানেল ক্রুজিং এর জন্য ছোট ট্রলার/দেশি নৌকা।
📢বাংলাদেশের একমাত্র সুন্দরবনেই নৌযানে করে তিনদিন ভ্রমনের সুযোগ পাচ্ছেন।
সুন্দরবনের প্রকৃতির উপভোগের সাথে সাথে খুব কাছে থেকে বন্যপ্রানী দেখার এক অপূর্ব সুযোগ পাওয়া যাবে। এমন কি ভাগ্য ভালো হলে এই সময় পৃথিবী বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের দেখা মিলতে পারে। এই সময় সমুদ্রকে পাবেন আপনার মনের মত করে।
📢 আর হ্যাঁ সুন্দরবনে আপনাদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ হিসাবে বার-বি-কিউ নাইট। আরও সাথে থাকছে অভিজ্ঞ ট্যুর গাইড।
🍽️ খাবারঃ
ওয়েলকাম ড্রিংকস সহ তিন বেলা খাবারের পাশাপাশি থাকছে দুই বেলা স্ন্যাকস এবং প্রতিবেলা খাবারে থাকবে ভিন্নতার ছোয়া। আরও থাকছে ১৮ ঘন্টা চা/ কফির ব্যাবস্থা।
⛑️ নিরাপত্তাঃ
⚔️নিরাপত্তার ক্ষেত্র আমরা সর্বদা কঠোর অবস্থানে অবস্থান করে থাকি।
⚔️আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের সশস্ত্র নিরাপত্তা কর্মী ।
⚔️ পর্যাপ্ত লাইফ জ্যাকেট এবং লাইফ ব্যয়া থাকবে,
⚔️ যে কোন প্রয়োজনে সাথেই থাকবে লাইফ বোট,
⚔️ অঘ্নি নির্বাপক,
⚔️ ফায়ার এ্যালাম,
⚔️আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VHF এর মাধ্যমে ফরেস্ট অথোরিটি, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।
ইত্যাদি।
📢 সুন্দরবন_ভ্রমণের_করনীয় :
🍀উজ্জল রঙ্গের কাপড় (যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🍀কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🍀পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🍀এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🍀জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্র্যাকিং করতে হবে।
🍀যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🍀জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🍀গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না
🍀পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🍀স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🍀গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।
🍀আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক
ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।
==ভ্রমনকালে যা যা সাথে বহন করবেন:
টেলিটক সিম, কেডস, প্লাষ্টি/বার্মিজ বেলওয়ালা স্যান্ডেল, ব্রাশ, পেস্ট, সানব্লক লোশন, টর্চ লাইট, প্রয়োজনীয় ওষুধ, এবং অন্য কোন অপরিহার্য ব্যক্তিগত পন্য।
বি_দ্রঃ বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।
# # # বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতিঃ
১. সরাসরি অফিসে এসে জমা দেওয়া যাবে।
অফিস :-
ইকো ট্রাভেলার্স
ট্রপিকানা টাওয়ার (১০ম তলা)
৪৫ তোপখানা রোড
২. বিকাশ করা যাবে (Bkash Personal & Nagod- +880 1714-444330 )
৩। আমাদের ব্যাংক এ্যাকাউন্ট এ জমা দিতে পারেন।
Account Name: ECO TRAVELERS
Account No: 1781420000482
Account Type: Current Account City Bank Limited Islamic Banking Branch
Routing No: 225272868
# # # গ্রুপ ও কর্পোরেট বুকিং এর ক্ষেত্রে বুকিং এর সাথে পাচ্ছেন প্রতিটি ভ্রমন অতিথিদের জন্য ইকো ট্রাভেলার্স এর পক্ষ থেকে একটি করে ভ্রমন টি-শার্ট ফ্রি। (শর্ত প্রযোজ্য)
বিস্তারিত জানতে সরাসরি আমাদের অফিসিয়াল নম্বরে কল করুন।
যোগাযোগঃ 01842434402-06
What's app: 01842434402-06