BD Travel help desk, Bahrain

BD Travel help desk, Bahrain প্রবাসী বাংলাদেশীদের জন্য ভ্রমন, ফ্লাইট ও এয়ারলাইন্স সংক্রান্ত সকল ধরনের তথ্য ও পরামর্শের জন্য।
(1)

বাহরাইনে অবস্থানরত বাংলাদেশিদের ২০ টি ক্রিকেট টিম নিয়ে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল।আপনিও আমন্ত্রিত!!
28/11/2024

বাহরাইনে অবস্থানরত বাংলাদেশিদের ২০ টি ক্রিকেট টিম নিয়ে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল।
আপনিও আমন্ত্রিত!!

Gulf Air এর যাত্রীদের জন্য স্বস্তির খবর!!🚨গাল্ফ এয়ারে সেইম প্রাইসেই ঢাকার জন্য ৪০ কেজি ব্যাগেজ পাওয়া যায়!এছাড়া ৮ দিনার ...
23/11/2024

Gulf Air এর যাত্রীদের জন্য স্বস্তির খবর!!🚨

গাল্ফ এয়ারে সেইম প্রাইসেই ঢাকার জন্য ৪০ কেজি ব্যাগেজ পাওয়া যায়!
এছাড়া ৮ দিনার বেশি দিলে ৪৫ কেজি পাওয়া সম্ভব।

🚨দেশের ইতিহাসে প্রথমবারের মতো ভোট দেবেন প্রবাসীরা❤️অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ই...
17/11/2024

🚨দেশের ইতিহাসে প্রথমবারের মতো ভোট দেবেন প্রবাসীরা❤️

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদসহ অবাধ নির্বাচনের জন্য প্রয়োজনীয় কিছু কাজ শুরু করে দিয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো প্রবাসী লাউন্জ 😍❤️
11/11/2024

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো প্রবাসী লাউন্জ 😍❤️

📢 জর্জিয়া ভ্রমনের জন্য ট্রাভেল ইন্স্যুরেন্স বাধ্যতামূলক।
11/11/2024

📢 জর্জিয়া ভ্রমনের জন্য ট্রাভেল ইন্স্যুরেন্স বাধ্যতামূলক।

📢📢দৈনিক সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা এয়ারপোর্ট! রানওয়ের লাইটিং সিস্টেম মেইনটেন্যান্স এর কারনে আগামী ৮ নভেম্বর রাত থেকে...
05/11/2024

📢📢দৈনিক সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা এয়ারপোর্ট!

রানওয়ের লাইটিং সিস্টেম মেইনটেন্যান্স এর কারনে আগামী ৮ নভেম্বর রাত থেকে ১৪ নভেম্বর রাত পর্যন্ত ১ টা থেকে ৪:৩০ বন্ধ থাকবে ফ্লাইট পরিচালনা।

এর ফলে অনেক ফ্লাইটের সময়সূচীতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
ফ্লাই করার আগে আপনার টিকেটের সময় কনফার্ম আছে কিনা তা চেক করে নিন।

ট্রাভেল ইন্স্যুরেন্স আর হেল্থ ইন্স্যুরেন্স এক জিনিস নয়..🤔ভিজিট ভিসা এপ্লাই করতে অথবা কোন দেশে ভ্রমন করতে ট্রাভেল ইন্সুরে...
05/11/2024

ট্রাভেল ইন্স্যুরেন্স আর হেল্থ ইন্স্যুরেন্স এক জিনিস নয়..🤔

ভিজিট ভিসা এপ্লাই করতে অথবা কোন দেশে ভ্রমন করতে ট্রাভেল ইন্সুরেন্সের প্রয়োজন হয়।
যে কোন ধরনের ট্রাভেল ইন্সুরেন্সের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

এছাড়া হোটেল বুকিং, টিকেট বুকিং..
কাতার.. সৌদী.. ওমান.. দুবাই এর ভিজিট ভিসার অথবা ভ্রমন সংক্রান্ত যে কোন পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন।

Up to 50% discount on any Gulf Air Ticket..🚨🔥জুফেয়ার গাল্ফ হোটেলে আয়োজিত "Gulf Air Travel Fair 2024" এর সময় আজ বিকাল ৩ ট...
27/10/2024

Up to 50% discount on any Gulf Air Ticket..🚨🔥

জুফেয়ার গাল্ফ হোটেলে আয়োজিত "Gulf Air Travel Fair 2024" এর সময় আজ বিকাল ৩ টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
সেখানে গাল্ফ এয়ারের যে কোন টিকেটের উপর থাকছে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট!!!

Till today 3PM only..

২৭ তারিখ পর্যন্ত যে টিকেট গুলো ইস্যু হবে, ট্রাভেল ডেইট যদি ১ বছর পরের ও হয় আপনি বর্তমান ব্যাগেজ রুলস সুবিধা পাবেন। অর্থা...
17/10/2024

২৭ তারিখ পর্যন্ত যে টিকেট গুলো ইস্যু হবে, ট্রাভেল ডেইট যদি ১ বছর পরের ও হয় আপনি বর্তমান ব্যাগেজ রুলস সুবিধা পাবেন। অর্থাৎ ২৩+২৩ কেজি নিতে পারবেন।

যারা অলরেডি টিকেট ইস্যু করে ফেলেছেন, কোন কারনে যদি তারিখ পরিবর্তন করা লাগে আর সেটা যদি ২৭ তারিখের পরে করেন তাহলে আপনার টিকেটে ২৩+২৩ লিখা থাকলেও আপনি নতুন ব্যাগেজ রুলস ই ফলো করতে হবে। অর্থাৎ ২৫ কেজি (Lite fare) নিতে পারবেন।

যদি কারো টিকেট রিইস্যু করা লাগে চেস্টা করুন তার আগেই করে ফেলতে।

🚨🚨 ব্রেকিং 🚨🚨এখন থেকে গাল্ফ এয়ারে ২৫ কেজি ব্যাগ নেওয়া যাবে..📦গাল্ফএয়ারের ব্যাগেজ রুলসে বড় ধরনের পরিবর্তন আসছে।পরিবর্তিত ...
13/10/2024

🚨🚨 ব্রেকিং 🚨🚨

এখন থেকে গাল্ফ এয়ারে ২৫ কেজি ব্যাগ নেওয়া যাবে..

📦গাল্ফএয়ারের ব্যাগেজ রুলসে বড় ধরনের পরিবর্তন আসছে।
পরিবর্তিত ব্যাগেজ রুলসে লাইট ফেয়ারে মাত্র ২৫ কেজে, স্মার্ট ফেয়ারে ৩০ ও ফ্লেক্সি ফেয়ারে সর্বোচ্চ ৩৫ কেজি পর্যন্ত বহন করা করা যাবে।
আগের মত ২৩ কেজির সিস্টেম আর থাকবেনা।

৫ কেজি করে ব্যাগেজ এড করা যাবে।
যাদের টিকেট হয়ে গেছে তারা টিকেটে যা উল্যেখ আছে তাই নিতে পারবেন।

নতুন রুলস ২৭ অক্টোবর ২০২৪ থেকে কার্যকর হবে।!

সৌদী আরবের ১ বছরের মাল্টিপল ভিসা লাগলে যোগাযোগ করতে পারেন।ভিসা না হলে কোন টাকা লাগবেনা😊🇧🇭 ❤️ 🇸🇦
12/10/2024

সৌদী আরবের ১ বছরের মাল্টিপল ভিসা লাগলে যোগাযোগ করতে পারেন।
ভিসা না হলে কোন টাকা লাগবেনা😊
🇧🇭 ❤️ 🇸🇦

অনেকের সৌদী ভিসা হইতেছে এইটা দেইখা আবার অনেকে নিজে নিজে অনলাইনে এপ্লাই কইরা ম্রা খাইতেছেন 😑 ১০০% গ্যারান্টি তে কয় টাকা ব...
06/10/2024

অনেকের সৌদী ভিসা হইতেছে এইটা দেইখা আবার অনেকে নিজে নিজে অনলাইনে এপ্লাই কইরা ম্রা খাইতেছেন 😑

১০০% গ্যারান্টি তে কয় টাকা বেশি গেলেও তো ভালো। কয় টাকা বাঁচাইতে গিয়ে পুরাটাই খোয়ানোর চেয়ে🙂

06/10/2024

যারা কোম্পানিতে চাকুরী করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য:

01/10/2024

এইটার অপেক্ষায় ছিলাম এতোদিন 😊

ই/জ/রা/ই/লে ইরানের* হামলা

২০২৪ সালে বিশ্বের সেরা দশ উড়োজাহাজ:১. কাতার এয়ারওয়েজ২. ⁠সিঙ্গাপুর এয়ারলাইন্স৩. ⁠এমিরাত এয়ারলাইন্স৪. ⁠অল নিপ্পন এয়ার (জাপ...
26/09/2024

২০২৪ সালে বিশ্বের সেরা দশ উড়োজাহাজ:

১. কাতার এয়ারওয়েজ
২. ⁠সিঙ্গাপুর এয়ারলাইন্স
৩. ⁠এমিরাত এয়ারলাইন্স
৪. ⁠অল নিপ্পন এয়ার (জাপান)
৫. ⁠ক্যাথে প্যাসিফিক (হংকং)
৬. ⁠ জাপান এয়ারওয়েজ
৭. ⁠তুর্কিশ এয়ারলাইন্স
৮. ⁠ই.ভি.এ এয়ার (তাইওয়ান)
৯. ⁠এয়ার ফ্রান্স
১০. ⁠সুইস এয়ার (সুইজারল্যান্ড)

17/09/2024
ঢাকা থেকে বাহরাইন আসার টিকেট এত কমে পাওয়া যায় সম্ভবত এই প্রথম দেখলাম😇সিন্ডিকেট আর দুর্নীতি সম্পূর্ণ দূর করতে পারলে আরো ...
17/09/2024

ঢাকা থেকে বাহরাইন আসার টিকেট এত কমে পাওয়া যায় সম্ভবত এই প্রথম দেখলাম😇

সিন্ডিকেট আর দুর্নীতি সম্পূর্ণ দূর করতে পারলে আরো কমে যাবে ইনশাল্লাহ🇧🇩✌️

Address

Manama
Manama
03

Telephone

+97333317836

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Travel help desk, Bahrain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD Travel help desk, Bahrain:

Videos

Share

Category


Other Travel Agencies in Manama

Show All