25/06/2024
সুন্দরবন ইলিশ উৎসব
👉 2 রাত্রি 3 দিন
🔶ক্যানিং থেকে ক্যানিং
❤️ হোটেলে রাত্রিবাস (ট্রিপল শেয়ার)
♦️দিন 1 : ক্যানিং থেকে গাড়িতে সোনা খালি এসে সেখান থেকে বোটে হোগোল নদী , গুমতি নদী , করতল নদী, নিতাই নদী হয়ে পৌঁছাবো গোসাবা হ্যামিলটন বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, বেকন বাংলো দেখে দুর্গা দুয়ানি নদী, বিদ্যা নদী, পিচ খালি, গোমর নদী হয়ে পৌঁছাবো পাখিরালায়।
(নদী গুলোর দুপাশে দেখা যাবে - বাসন্তী গ্রাম, সোনাখালী গ্রাম, মসজিদ বাটি, চন্ডিপুর, গোসাবা , গদখালী, তবে সব জায়গায় নামা যাবে না)
♦️দিন 2 : সজনেখালি ওয়াচ টাওয়ার, সুধন্যখালি ওয়াচ টাওয়ার, পিরখালি, গাজিখালি, দেউল ভারানী, বনবিবি ভারানী, পঞ্চমুখানী, দোবাঁকী ওয়াচ টাওয়ার।
♦️দিন 3 : পাখির জঙ্গল লোকনাথ মন্দির সাইট সিন, , ব্যাক টু সোনাখালী।
বি: দ্রঃ - পরিস্থিত অনুযায়ী তৃতীয় দিনের প্রোগ্রাম প্রথম দিন হতে পারে ।
🎈জঙ্গল পারমিট আমাদের খরচ
🎈সরকারি গাইড আমাদের খরচ