Euro Pass Travel & Recruiting Agency

Euro Pass Travel & Recruiting Agency Euro pass Travel & Recruiting agency is a trusted name for Schengen work permit visa in Europe.

23/05/2024

ইতালির স্পন্সর ভিসার জন্য আমাদের যে কয়টি ফাইল প্রয়োজন ছিল আলহামদুলিল্লাহ আমরা সবকয়টি ফাইল পেয়ে গেছি।
তাই ইতালির স্পন্সর ভিসার জন্য আপাতত নতুন কোন ফাইল নেওয়া হবেনা ধন্যবাদ সবাইকে।

18/05/2024

ইতালির স্পন্সর ভিসার জন্য জরুরীভাবে একটি ফাইল নেওয়া হবে। তিনমাসের মধ্যে নুলুস্তা আসবে এবং চার মাসের ভিতরেই ভিসা হবে ইনশাআল্লাহ।
আগ্রহী কেউ থাকলে অতি জরুরী যোগাযোগ করেন।

21/04/2024

আসসালামু আলাইকুম এই ধরনের যোগ্যতা সম্পন্ন লোক যদি থাকে যোগাযোগ করেন ইমিডিয়েটলি👇👇👇👇

Apply your Schengen Visa with proper Invitation, Documentation and guidelines for this summer!
If you are a…..
👉 Entrepreneur / Business Person
👉 Journalist / Media person
👉 Artist / Cultural Activist
You Can apply for an Event/Cultural or Tourist visa with proper invitation and documentation.
We will support for the whole procedure step by step.
Contact us immediately further details:

Bangladeshi Expats Entrepreneurs Conference Paris, France on 19th of May 2024

Advance with passport
👉 Invitation letter 500 euro
👉 Appointment, Insurance, Documentation, Consultation and Application 1 lac tk BDT
👉 After Visa 12000 💶 euro

লন্ডন-কলকাতা- লন্ডন ( London-Calcutta-London )  বাস সার্ভিস........এটা ছিলো বিশ্বের দীর্ঘতম বাস রুট। 1957 সাল থেকে 1976 ...
08/04/2024

লন্ডন-কলকাতা- লন্ডন ( London-Calcutta-London ) বাস সার্ভিস........

এটা ছিলো বিশ্বের দীর্ঘতম বাস রুট। 1957 সাল থেকে 1976 সাল পর্যন্ত চালু ছিলো এই রুট। আলবার্ট ট্রাভেল নামে একটা কোম্পানী এটা পরিচালনা করতো। এই রুটের মোট দুরুত্ব ছিলো প্রায় 32669 K.M।

কোলকাতা থেকে লন্ডন পৌছাতে সময় লাগতো প্রায় ৫০ দিন। যাত্রার সময় বাসটির রুট ছিলো ইংল্যান্ড থেকে বেলজিয়াম এবং সেখান থেকে পশ্চিম জার্মানি , অস্ট্রিয়া , যুগোস্লাভিয়া , বুলগেরিয়া , তুরস্ক , ইরান , আফগানিস্তান , পাকিস্তান এবং উত্তর পশ্চিম ভারত হয়ে নয়াদিল্লি , আগ্রা , এলাহাবাদ এবং বেনারস হয়ে কলকাতায় পৌঁছাতো ।

থাকা খাওয়াসহ বাসের টিকেটের মূল্য ছিলো 145 পাউন্ড।

এই বাসে ঘুমানোর জন্য বাঙ্কার, খাবারের জন্য ছিলো সুসজ্জিত কিচেন। যাত্রাপথে তাজমহলসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য বিরতি দেওয়া হতো। এছাড়া ও শপিং করার জন্য ভিয়েনা, ইস্তানবুল, কাবুল ও তেহেরানে বিরতী দেওয়া হতো।

বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না 🥰

01/04/2024

রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেনে প্রবেশ করল 🇪🇺 🇧🇬 🇷🇴

এখন থেকে রোমানিয়া এবং বুলগেরিয়া থেকে ভিসা মুক্ত ভাবে চলাচল করা যাবে সেনজেনের 29 টি দেশে 🇪🇺🇷🇴 🇧🇬
যারা দীর্ঘদিন বৈধভাবে এসব দেশে বসবাস করতেছেন !
তাদের এখন সুফল মিলবে, চাইলেই ঘুরে আসতে পারবেন ইউরোপের সবগুলো দেশে " 🇧🇬 🇷🇴🇪🇺✈️

এখন থেকে যারা রোমানিয়া বুলগেরিয়ার ভিসা পাবেন তাদের জন্য ও সুখবর! 🇪🇺🇷🇴 🇧🇬

সবার জন্য শুভকামনা রইল.

আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি এই পোস্টের পরে আর কারো সৌদি আরবের পুলিশ ক্লিয়ারেন্স বা এপোস্টাইল নিয়ে কোন ধরনের চিন্তা ...
27/03/2024

আসসালামু আলাইকুম সবাইকে।
আশা করি এই পোস্টের পরে আর কারো সৌদি আরবের পুলিশ ক্লিয়ারেন্স বা এপোস্টাইল নিয়ে কোন ধরনের চিন্তা থাকবে না।

প্রথমে যাবেন বাংলাদেশ এম্বেসি।।
তারপর সেখান থেকে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে বললেই সুপারিশপত্র দেবে।২৫ রিয়াল নেবে।।এম্বেসিতে একজন লোক ফটোকপি করে।তাকে ২০/৩০ রিয়াল ধরিয়ে দিলেই সে সুপারিশপত্র ২০ মিনিটে এনে দেবে।।তারপর সুপারিশ পত্র নিয়ে খারিজিয়া বা ফরেন মিনিস্ট্রি অফিসে যেতে হবে(খারিজিয়ার সামনে ছোট কিছু মক্তব আছে তারা ৪০/৫০ রিয়াল নিয়ে এপয়েনমেন্ট নিয়ে দেয়)
এপয়েনমেন্ট নিয়ে খারিজিয়া অফিসে গেলে আপনাকে ২ মিনিটে সুপারিশ পত্রে স্ট্যাম্প লাগিয়ে দেবে।।তারপর স্ট্যাম্প সহ সেই সুপারিশ পত্র ধীরা থানায় নিয়ে জমা দিলে ১০ মিনিটেই পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে দেবে(থানায় যেতে হলে এবশের এ ফ্রি এপয়েনমেন্ট নিয়ে যেতে হবে)
তারপর পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আবার এপয়েনমেন্ট নিয়ে খারিজিয়া অফিসে গিয়ে পুলিশ ক্লিয়ারেন্স এটেস্টেশন করতে হবে স্ট্যাম্প লাগিয়ে।তারপর বললেই হবে আমাকে এপোস্টাইল করে দেন।।এপোস্টাইল এর ছবি দেখালেই তারা বুঝবে।।তারপর তারা ইমেইলেই এপোস্টাইল দিয়ে দেবে।।তারপর কাজ শেষ।

18/03/2024

🇮🇹 ইতালির এগ্রিকালচার ভিসা ক্লিক ডে ,, 25 তারিখ জমা হবে।পাসপোর্ট জমা হবে, ভিসা কনফার্ম নুলুসতা আসলে চেক করে অর্ধেক পেমেন্ট করবেন বাকি অর্ধেক স্টাম্প সম্পূর্ণ হলে ,,,এই মতে যারা আগ্রহী শুধু তারাই নক করবেন আজাইরা প্যাচাল দূরে থাকবেন,,, সবকিছু পরিষ্কার করে লিখে দিলাম আশা করি কারো বুজতে অসুবিধা হবে না,,,23 তারিখে পর এই ক্যটাগরির পাসপোর্ট নেবো না,,,আমরা ২০২৪ সালের নতুন ক্লিক ডের জন্য ফাইল নিচ্ছি, আপানরা যারা ইচ্ছুক ফাইল জমা দিতে পারেন খুব তাড়াতাড়ি,সময় খুবই কম।
🔰🔰Seasonal Visa Click Day - 25/03/2024 আর কিছু ফাইল নিব 100% জমা হবে ইনশাআল্লাহ।

+44 7574355787 contact

06/03/2024

আসসালামু আলাইকুম সবাইকে।
সময় খুবই কম যারা এগ্রিকালচার 9000 euro এবং স্পন্সারে 12500 euro ইতালির জন্য জমা দিতে চান ইমারজেন্সি যোগাযোগ করেন এবং পাসপোর্ট গুলো সেন্ড করেন।
Euro Pass Travel & Recruiting Agency.
What’s app +44 7574355787

07/02/2024

ক্রোয়েশিয়ার নতুন একটি আইন।
পারমিট এর মেয়াদ ৩ মাস অভার হয়ে গেলে অটোমেটিক পারমিট ক্যান্সেল হয়ে যাবে।
তাই কোম্পানিকে সব সময় পুলিশ স্টেশনের সাথে কমুনিকেশন রাখতে হবে।

05/02/2024

কপি পেস্ট
যারা নতুন মাসে ক্রোয়েশিয়ার ভিসার জন্য নেপাল VFS -এ ফাইল জমা করবেন, তাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হতে পারে দেখে নিন।
Documents:---
★Cover latter (with signature)
★Appoinment latter
★Application form (with signeture)
★Work Permit
★Contruct Latter
★PCC color Copy (Attached)
★Travel Insurance
★Demo Ticket for Croatia
★Passport Info Page (3 Copy)
★Old Passport (if any)
★All Visa Copy in All Passport (if any)
★Original Passport
★ 2copy Photo (35mm*45mm)
★Nepal Visa copy (Optional)
★NID Copy (Optional)
★Bank Statement (Optional)

National Library of Paris
03/02/2024

National Library of Paris

যাদের স্বপ্ন ইউরোপের সেনজেন দেশে যাওয়া এবং সেখানে সেটেল্ড হওয়া তাদের জন্য চলে এসেছে সুবর্ন সুযোগ।এই সুযোগ হাতছাড়া করলে প...
31/01/2024

যাদের স্বপ্ন ইউরোপের সেনজেন দেশে যাওয়া এবং সেখানে সেটেল্ড হওয়া তাদের জন্য চলে এসেছে সুবর্ন সুযোগ।
এই সুযোগ হাতছাড়া করলে পরে আফসোস করা ছাড়া আর কোন উপায় থাকবেনা কারন এখনো অন্যসব সেনজেন দেশের তুলনায় অনেক কম খরচে, স্বল্প সময়ে, খুব সহজে বুলগেরিয়ার ভিসা হচ্ছে সেনজেনে ঢুকে গেলে হয়তোবা এমন সুযোগ আর থাকবেনা।

আগামী মার্চ মাস থেকেই সেনজেনের আওতাভুক্ত হচ্ছে ইউরোপের উন্নত দেশ বুলগেরিয়া তাই সিদ্ধান্ত আপনাদের এখনো বসে থাকবেন নাকি বুলগেরিয়ার ভিসা নিয়ে আপনার ভাগ্য বদলের চেষ্টা করবেন।

🛠️🇮🇹 বুলগেরিয়ার কাজের ধরনঃ

⚙️ ফিটার বা মেকানিক, মেশিন মিস্ত্রি

🚜 ফ্যাক্টরীতে ব্যাবহত ছোট লিভার গাড়ি ড্রাইভার

🚔 মোটর কার ড্রাইভার

🚍 হেবি বা লরি ট্রাক ড্রাইভার

🔗 মেটাল ওয়ার্কার

🪜 জেনারেল ওয়ার্কার বা লেবার

🇭🇺বুলগেরিয়ার ভিসার ডকুমেন্টস :

📗পাসপোর্ট

🙍‍♂️ছবি

📗জাতীয় পরিচয়পত্র

📗জন্ম সনদ ইংরেজিতে

📗পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

🇭🇺এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন:

📗শিক্ষাগতার সনদ যদি থাকে

📗অভিজ্ঞতার সনদ যদি থাকে

📗 CV or বায়োডাটা

🇭🇺বুলগেরিয়ার ভিসা প্রসেসিং

⏰প্রায় ৪ - ৫ মাসের প্রসেসিং সময় লাগে।

⏰প্রায় ১ - ৩ মাসে পারমিট আসে।

✅কোম্পানীর লোক এয়ারপোর্টে রিসিভ

⏩সরাসরি কোম্পানীতে চাকুরী

⏰১ বছরের ভিসা

✌️প্রতি বছর নবায়নযোগ্য

■■ বেতন: ৭০০€ থেকে ১১০০€ ইউরো

🕟ওভার টাইমের সুযোগ

🥣থাকা ও খাবার সুবিধা

🕟সপ্তাহে ৫ দিন কাজ

🕟সপ্তাহে ২ দিন ছুটি

📗 TRC : ৩ মাসের মধ্যেই

📗 PR: পাসওয়ার সুযোগ

📗 ইউরোপের অন্যসব উন্নত দেশে সহজে যাওয়ার সুযোগ

🤝আমাদের মাধ্যমে কেন ফাইল দিবেন?

🌍 আমরা সরাসরি কোম্পানি থেকে পারমিট সংগ্রহ করি তাই ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম।

✅ ইনশাআল্লাহ ১০০% সততার সাথে কাজ করে থাকি তাই কেই প্রতারিত হওয়ার কোন সুযোগ নেই।

🌍 জেনে খুশি হবেন আমাদের এজেন্সি যিনি পরিচালনা করেন তিনি ইউরোপের উন্নত সেনজেন দেশের একজন নাগরিক তাই তিনি যেসমস্ত পারমিট সংগ্রহ করেন তা অথেনটিক সোর্স থেকেই নিজে যেয়ে সংগ্রহ করেন।

✅ সবচেয়ে বড় কথা হচ্ছে কন্টাক্টের বাইরে পারমিট হওয়ার পর বা ভিসা আসার পর অন্যসব এজেন্সির মত আমরা কোন অতিরিক্ত অর্থ আদায় বা দাবি করিনা।

সর্বোপরি আপনার যদি স্বপ্ন হয়ে থাকে ইউরোপ আর আল্লাহ যদি আপনার ভাগ্যে লিখে রাখে তাহলে আমরা হতে পারি আপনাদের স্বপ্ন পূরনের সহায়ক।

30/01/2024

আগামী মার্চে সেনজেন হচ্ছে বুলগেরিয়া আর এই বুলগেরিয়াতেই অল্প টাকায় স্বল্প সময়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পাচ্ছেন আমাদের মাধ্যমে। তাই ইউরোপের স্বপ্ন থাকলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।

25/01/2024

এই মাসের ৩০ তারিখ পর্যন্ত ইতালির স্পন্সর এবং সিজনাল ভিসার জন্য কয়েকটি ফাইল নিব কেউ আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

19/01/2024

আসসালামু আলাইকুম সবাইকে ভালো আছেন আশা করি। পোল্যান্ডে বেশ কিছু ফাইল জমা হয়েছে। হাঙ্গেরি বেশ কিছু পারমিট ইস্যু হয়েছে। বাংলাদেশের সাবমিশনের অপেক্ষায়। নতুন করে এই দুই দেশে যারা ফাইল জমা করতে চান যোগাযোগ করেন
ফেব্রুয়ারিতে ইটালির ফাইল জমা হবে যারা ইতালিতে জমা দিতে চান যোগাযোগ করেন সাথে 🫡👇👇পোল্যান্ড ,চেকরিপাবলিক ,হাঙ্গেরি , ,লিথুনিয়া ,রোমানিয়া লাতবিয়া,এই দেশগুলাও এভেলেবল আছে.
(নারী & পুরুষ সকলেই জমা দিতে পারবেন)

👇👇👇
( জারা এডাভান্স ছাড়া কাজ করাতে ইচ্ছুক তারা মেসেজ দিবেন না।)

⚠️কিভাবে জমা দিবেন :
বাংলাদেশে আমাদের অফিসে এবং ইউরোপ আমাদের কাছে সরাসরি যোগাযোগ করে টাকা এবং ফাইল জমা দিতে পারবেন৷

আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা :
বাংলাদেশ 🇧🇩 এবং ইউরোপ
whatsapp/ Call : +447574355787
+8801714479577

ইউরো পাস ট্রাবল এন্ড রিকুয়েটিং এজেন্সি।
(Euro Pass Travel & Recruiting Agency)

নেকড়ে একটি গর্বিত প্রাণী, তাই তুর্কিরা তাদের সন্তানদের সিংহের পরিবর্তে নেকড়েদের সাথে তুলনা করে। নেকড়ে একমাত্র প্রাণী য...
18/01/2024

নেকড়ে একটি গর্বিত প্রাণী, তাই তুর্কিরা তাদের সন্তানদের সিংহের পরিবর্তে নেকড়েদের সাথে তুলনা করে। নেকড়ে একমাত্র প্রাণী যে তার স্বাধীনতার সাথে কখনো আপস করে না এবং কারো দাস হয় না, তবে ধরা পড়ার দিন থেকে খাবার গ্রহণ বন্ধ করে দেয়, তাই আপনি এটিকে চিড়িয়াখানা বা সার্কাসে দেখতে পাবেন না। নেকড়ে কখনও মৃতকে খায় না, বা নেকড়ে মাহরাম (মা, বোন) এর দিকে তাকায় না, অর্থাৎ নেকড়ে তার মা এবং বোনকে বাকি প্রাণীদের থেকে সম্পূর্ণ আলাদা জানে এবং খারাপভাবেও দেখে না। নেকড়ে তার স্ত্রীর প্রতি এতটাই অনুগত যে অন্য কারও সাথে তার সম্পর্ক নেই। একইভাবে, বিশ্বাসী (অর্থাৎ, তার স্ত্রী) একইভাবে নেকড়ের প্রতি অনুগত। নেকড়ে তার আদর্শ সন্তানদের জন্ম দেয় যাদের বাবা-মা একই থাকে ৷ যদি দম্পতির মধ্যে একজন মারা যায়, অন্যজন অন্তত তিন মাস মৃত্যুর জায়গায় দাঁড়িয়ে থাকে। নেকড়েকে আরবীতে "ইবনে আল-বার" বলা হয়, যার অর্থ "ভাল ছেলে" কারণ তার বাবা-মা বৃদ্ধ হয়ে গেলে সে তাদের জন্য শিকার করে এবং তাদের সম্পূর্ণ যত্ন নেয়। সেজন্য, তুর্কি এবং মঙ্গোলরা তাদের সন্তানদের সিংহের পরিবর্তে নেকড়েদের সাথে তুলনা করে। তারা বিশ্বাস করে যে "সিংহের মতো রক্তপিপাসু সন্তান হওয়ার চেয়ে নেকড়ের মতো কর্তব্যপরায়ণ শাবক হওয়া ভালো।

সংগৃহীত!

17/01/2024

২০২৪ ফেব্রুয়ারীর জন্য ইতালি স্পনসর এবং এগ্রিকালচার ভিসা।
ফাইল জমা নেওয়া হচ্ছে এখন থেকে।

ইতালি সরকার ঘোষনা করেছে আগামী ২০২৪ ফেব্রুয়ারী মাসের ৫/৭এবং ১২তারিখ থেকে নতুন ক্লিক ডে। আপনি আমাদের মাধ্যমে জমা দিয়ে ইতালিতে আসতে ইচ্ছুক হলে এখনই যোগাযোগ করুন।

আমরা এখন থেকে ইতালির স্পনসর এবং এগ্রিকালচার ভিসার ফাইল জমা নিচ্ছি।

▶️ভিসার দাম এবং বিস্তারিত

🟢স্পনসর ভিসা - ১২.৫০০ হাজার ইউরো
🟢এগ্রিকালচার ভিসা - ১০ হাজার ইউরো
(বিমান খরচ এবং এম্ভাসি খরচ সহ)

বেতন সমুহ
স্পনসর - ১২০০০০-১৫০০০০ টাকা
এগ্রিকালচার- ১০০০০০-১২০০০০ টাকা হতে পারে
( ইতালি আসলে আপনার কাজ খুজেতে হবে না, আপনি যে মালিকের বা কোম্পানি তে আসতেছেন সেখানে কাজ করতে পারবেন )

(উক্ত খরচ সমুহ ভিসা হবার পর ফ্লাইটের আগে পেমেন্ট করতে হবে)

▶️এগ্রিকালচার এবং স্পনসর ভিসার ফাইল জমা দিতে কি কি লাগবে?

১ পাসপোর্ট এর স্ক্যান কপি
২ এক কপি পাসপোর্ট সাইজ ছবি
৩ এডভান্স ৭০০ ইউরো ফাইল প্রসেসিং সংক্রান্ত.
(অফেরতযোগ্য - ২৫০ ইউরো মানে ফেরত দেওয়া হবে না)
এই টাকা দিয়ে উকিল খরচ, সহ যাবতিয় খরচ করা হয়, জারা এডাভান্স ছাড়া কাজ করাতে ইচ্ছুক তারা মেসেজ দিবেন না।)

(নারী & পুরুষ সকলেই জমা দিতে পারবেন)

⚠️কিভাবে জমা দিবেন :
বাংলাদেশে আমাদের অফিসে এবং ইউরোপ আমাদের কাছে সরাসরি যোগাযোগ করে টাকা এবং ফাইল জমা দিতে পারবেন৷

⚠️প্রসেসিং সময় - ৩/৪ মাস

আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা :
বাংলাদেশ 🇧🇩 এবং ইউরোপ
whatsapp/ Call : +447574355787
+8801714479577

ইতালি ভিসা সংক্রান্ত সকল ধরনের আপডেট এইখানে পাবেন।

ইউরো পাস ট্রাবল এন্ড রিকুয়েটিং এজেন্সি।
(Euro Pass Travel & Recruiting Agency)

15/01/2024

২০ জন ট্রাক ড্রাইভার লাগবে আরজেন্ট ক্রোয়েশিয়ার জন্য।
পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজ থাকা লাগবে।

যাদের স্বপ্ন ইউরোপে সেটেল হওয়া কিন্তু বিশ্বস্ত বা মনের মত এজেন্সি পাচ্ছেন না তাদের জন্য সুখবর Euro Pass Travel Agency  আ...
13/01/2024

যাদের স্বপ্ন ইউরোপে সেটেল হওয়া কিন্তু বিশ্বস্ত বা মনের মত এজেন্সি পাচ্ছেন না তাদের জন্য সুখবর Euro Pass Travel Agency আছে আপনাদের পাশে। স্বপ্ন আপনাদের ইনশাআল্লাহ তা বাস্তবায়নের সকল ব্যাবস্থা করে দিব আমরা।

👉আমরা ইউরোপের সেনজেন ও ননসেনজেন দেশের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ১০০% বিশ্বস্ততার সাথে কাজ করে থাকি।

👉বর্তমান আমাদের যেসব দেশের ভিসার কার্যক্রম চলমান আছে।

🇭🇷 ক্রোয়েশিয়া
🇭🇺 হাঙ্গেরি
🇵🇱 পোলান্ড
🇮🇹 ইটালি
🇱🇹 লিথুনিয়া
🇧🇦 বসনিয়া
🇧🇬বুলগেরিয়া
⏩⏩⏩⏩⏩বিস্তারিত আলোচনা⏪⏪⏪⏪⏪

🇭🇷ক্রোয়েশিয়াঃ ইউরোপের সেনজেন দেশ ক্রোয়েশিয়া, নতুন সেনজেন হওয়াই এখানে কাজের চাহিদা রয়েছে প্রচুর এবং বাংলাদেশীদের ভিসার রেশিও প্রায় ৯০% এর উপরে, সবচেয়ে বড় সুবিধা হলো এখানে টেম্পোরারি রেসিডেন্সিয়াল কার্ড TRC দেয় মাত্র ২ মাসে।
🛠️ কাজের ধরনঃ কনস্ট্রাকশন সেক্টর, ফুড ডেলিভারি, ওয়ার হাউজ, ফিস প্রসেসিং ফ্যাক্টরি।
⏰ প্রসেসিং সময়ঃ 5️⃣➖6️⃣ মাস।
⏰ 1️⃣ বছরের ভিসা। নবায়নযোগ্য।
⏰সপ্তাহে 6️⃣ দিন ৪৮ ঘন্টা ডিউটি।
⏰ওভারটাইম করার সুযোগ
🛌 থাকা ও 🍝খাওয়ার সুবিধা
🪪 বেতনঃ ১০০০£ থেকে ১৩০০£

🇭🇺হাঙ্গেরিঃ ইউরোপের একটি উন্নত দেশ হাঙ্গেরি এখানে রয়েছে প্রচুর কাজের চাহিদা, হাঙ্গেরির সবচেয়ে বড় সুবিধা হলো হাঙ্গেরির ভিসার ইন্ডিয়া বা নেপাল যাওয়া লাগেনা, বাংলাদেশ থেকেই হাঙ্গেরির ভিসা হয়ে থাকে।

🛠️ কাজের ধরনঃ কনস্ট্রাকশন সেক্টর, ফুড ফ্যাক্টরী,ওয়ার হাউজ, ফিস প্রসেসিং ফ্যাক্টরি।
⏰ প্রসেসিং সময়ঃ4️⃣➖5️⃣ মাস।
⏰ 1️⃣ বছরের ভিসা। নবায়নযোগ্য।
⏰সপ্তাহে 6️⃣ দিন ৪৮ ঘন্টা ডিউটি।
⏰ওভারটাইম করার সুযোগ
🛌 থাকা ও 🍝খাওয়ার সুবিধা
🪪 বেতনঃ ১০০০£ থেকে ১৩০০£

🇮🇹ইটালি: বাংলাদেশীদের কাছে একটা সুপরিচিত দেশ ইটালি, এখানে প্রচুর পরিমানে বাংলাদেশী স্থায়ীভাবে বসবাস করে, আবারো বাংলাদেশীদের জন্য সুযোগ এসেছে ইটালিতে স্পনসর ও সিজনাল ভিসায় ইটালি যাওয়ার।

🛠️ কাজের ধরনঃ ফুড ফ্যাক্টরী,ওয়ার হাউজ, এগ্রিকালচার, রেস্টুরেন্ট, সুপারশপ ইত্যাদি।
⏰ প্রসেসিং সময়ঃ3️⃣➖4️⃣ মাস।
⏰ সিজনাল 9️⃣ মাসের ভিসা। স্পন্সর 2️⃣ বছরের নবায়নযোগ্য ভিসা।
⏰সপ্তাহে 6️⃣ দিন ৪৮ ঘন্টা ডিউটি।
⏰ওভারটাইম করার সুযোগ
🪪 বেতনঃ ১০০০£ থেকে ১৩০০£

🇵🇱 পোলান্ড 🇱🇹 লিথুনিয়া এগুলোর ক্রোয়েশিয়ার মতই তাই এগুলোর আর বিস্তারিত দিলাম না।

🇧🇦 বসনিয়া ও 🇧🇬বুলগেরিয়া এই দুইটি দেশ ইউরোপের কিন্তু সেনজেন ভুক্ত নয় তাই বাংলাদেশীদের এই দুই দেশের ভিসা হওয়ার সম্ভাবনা ৯৯%। এই দুই দেশের সবচেয়ে বড় সুবিধা হলো এইসব দেশ থেকে প্রতিবছর প্রচুর পরিমানে কর্মী ইউরোপের উন্নত সেনজেন দেশ জার্মানি, স্পেন, সুইডেনের মত দেশ গুলো দক্ষ কর্মী নিয়ে থাকে।

🛠️ কাজের ধরনঃ কনস্ট্রাকশন সেক্টর, ফুড ফ্যাক্টরী,ওয়ার হাউজ, মাংস প্রসেসিং ফ্যাক্টরি, রেস্টুরেন্ট ইত্যাদি
⏰ প্রসেসিং সময়ঃ3️⃣➖54️⃣ মাস।
⏰ 2️⃣ বছরের ভিসা। নবায়নযোগ্য।
⏰সপ্তাহে 6️⃣ দিন ৪৮ ঘন্টা ডিউটি।
⏰ওভারটাইম করার সুযোগ
🛌 থাকা ও 🍝খাওয়ার সুবিধা
🪪 বেতনঃ ৫০০£ থেকে ৮০০£

🪐আমাদের সাথে যোগাযোগ করতে ইনবক্সে নক করুন অথবা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন।

London : +447574355787
Bangladesh: +8801714479577

12/01/2024

🇮🇹সুখবর🇮🇹সুখবর🇮🇹সুখবর🇮🇹
যারা স্পনসর এবং সিজনাল ভিসায় ইটালি আসতে চান তারা অতিদ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন।
WhatsApp:+447574355787

11/01/2024

View of London🇬🇧🇬🇧🇬🇧

🤣🤣🤣*হাইকোর্টে একটি মামলায় সাক্ষী হিসাবে কাজের মাসি শিলার ডাক পড়েছে....বাদীপক্ষের দুঁদে উকিল 'প্রমথ বিশ্বাস' শিলা মাসি কে...
11/01/2024

🤣🤣🤣

*হাইকোর্টে একটি মামলায় সাক্ষী হিসাবে কাজের মাসি শিলার ডাক পড়েছে....

বাদীপক্ষের দুঁদে উকিল 'প্রমথ বিশ্বাস' শিলা মাসি কে ঘাবড়ে দেবার জন্য প্রথমেই জিজ্ঞাসা করলেন: *"আপনি আমায় চেনেন ??

শিলা মাসির উত্তর: *“ওমা চিনব না কেন ?? তুমি প্রমথ তো !! তোমায় ন্যাংটা বয়স থেকেই চিনি। পুরো বখে যাওয়া ছেলে ছিলে। মিথ্যা কথা বলতে। লোক ঠকানোয় ওস্তাদ ছিলে। লাগানি ভাঙানি ভালোই করতে। আরো অনেক গুন তোমার ছিল সে সব আর বলছি না। নিজেকে মস্ত কেউকেটা ভাবতে যদিও কানাকড়ির মুরোদ ছিল না। তোমাকে আমি ভালই চিনি।"*

প্রমথ বাবু স্তম্ভিত হয়ে গেলেন। ভেবে পাচ্ছিলেন না কি করবেন। কোর্ট ঘরের অপর প্রান্তে বিবাদী পক্ষের উকিল "অসিত ধরে"র দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন: *“ওনাকে চেনেন ??"*

শিলা মাসির উত্তর: *“ওমা চিনব না কেন ?? ওতো অসিত। খুব ভাল করেই চিনি। অলস অকর্মণ্য। কারো সাথে সদ্ভাব ছিল না। পাঁড় মাতাল। শহরের সবচেয়ে পিশাচ উকিল। বৌয়ের চোখে ধুলো দিয়ে তিনটে ছুঁড়ির সাথে ফষ্টিনষ্টি করে। তার মধ্যে একজন তোমার বৌ। ওকেও ছোট থেকেই চিনি।”*

*বিবাদী পক্ষের উকিল অসুস্থ বোধ করতে লাগলেন।*

এমন সময় জজ সাহেব দুই উকিলকে কাছে ডাকলেন। উকিলদ্বয় কাছে যাবার পর নিচু গলায় শান্তস্বরে জজ সাহেব বললেন:

*“দুই গর্দভের একজনও যদি ওই মহিলাকে প্রশ্ন করো যে আমায় চেনে কিনা তাহলে তোমাদের আমি ফাঁসি কাষ্ঠে চড়াব।

10/01/2024

#আসসালামু_আলাইকুম
যারা সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান, কুয়েত, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, ভারত এবং বাংলাদেশ থেকে ইউরোপের উন্নত শেনজেন দেশ পোলান্ডের জন্য কয়েকটি ফাইল নেওয়া হবে, যারা পোলান্ড যেতে ইচ্ছুক অতিদ্রুত যোগাযোগ করুন।
Call / WhatsApp
+44 7574 355787

08/01/2024

★সুখবর★সুখবর★সুখবর★
ইউরোপের উন্নত শেনজেন দেশ পোলান্ডের জন্য কয়েকটি ফাইল নেওয়া হবে, যারা পোলান্ড যেতে ইচ্ছুক অতিদ্রুত যোগাযোগ করুন।
+44 7574 355787

06/01/2024

ইউরোপের স্বপ্ন থাকলে আজই যোগাযোগ করুন।
স্বপ্ন আপনাদের ইনশাআল্লাহ তা বাস্তবায়নের শতভাগ চেষ্টা থাকবে আমাদের।

এটা কি ফুলের বাগান কে বলতে পারবেন?
06/01/2024

এটা কি ফুলের বাগান কে বলতে পারবেন?

The pictures show the real picture of the society.
05/01/2024

The pictures show the real picture of the society.

Address

Zagreb

Telephone

+447574355787

Website

Alerts

Be the first to know and let us send you an email when Euro Pass Travel & Recruiting Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Euro Pass Travel & Recruiting Agency:

Videos

Share


Other Zagreb travel agencies

Show All