29/05/2024
||পাহাড়ের কোলে লেপচাখা||
দু'পাশে সারি সারি শাল, সেগুনের জঙ্গল আর মাঝ বরাবরি পাহাড়ি চড়াই উৎরাই রাস্তা। এই রাস্তায় আপনাকে ট্রেক করে পৌঁছাতে হবে লেপচাখা।
তিনদিনের শীতের ছুটি কাটাতে এখনও বাঙালি পাড়ি দেয় দার্জিলিঙে। এখন যে হারে দার্জিলিং, ডুয়ার্স, কালিম্পঙের আনাচে-কানাচে লুকিয়ে থাকা অফবিট জায়গার জনপ্রিয়তা বেড়েছে, তাতে ছুটি কাটানোর জন্য আর অন্য রাজ্যে পারি দিতে হয় না। আবার এ কথাও সত্যি যে এই মরশুমে ভিড় বাড়ে শৈলশহরে। এই সুযোগে আপনি বরং বেছে নিতে পারেন আলিপুরদুয়ারের লেপচাখাকে। ডুয়ার্সের ছোট্ট গ্রাম লেপচাখা। শহুরে কোলাহল থেকে অনেক দূরে বক্সা পাহাড়ের কোলে অবস্থিত লেপচাখা।
আলিপুরদুয়ার থেকে প্রায় ৩০ কিলোমিটারের পথ সান্তালাবাড়ি। ডুয়ার্সের উপর দিয়ে পৌঁছাতে হবে সান্তালাবাড়ি। এখানকার চেকপোস্টে প্রবেশপত্র জমা দিতে হবে। বক্সায় প্রবেশের জন্য এখান থেকেই অনুমতি মিলবে। এই সান্তালাবাড়ি থেকে আরও ১৫ কিলোমিটার গেলে ভিউয়ার্স পয়েন্ট। দু’পাশে সারি সারি শাল, সেগুনের জঙ্গল আর মাঝ বরাবরি পাহাড়ি চড়াই উৎরাই রাস্তা। এই রাস্তায় আপনাকে হেঁটে যেতে হবে। এই রাস্তা ধরে প্রায় ৩ কিলোমিটার হাঁটলেই পৌঁছে যাবেন বক্সা ফোর্টে।
বক্সা দুর্গের ধ্বংসাবশেষের সঙ্গে জড়িয়ে রয়েছে বিপ্লবীদের কথা। ব্রিটিশ সাম্রাজ্যের অত্যাচারের কাহিনি জড়িয়ে আছে এই দুর্গের সঙ্গে। বক্সা দুর্গ থেকে আরও ২ কিলোমিটার হাঁটলেই পৌঁছে যাবেন গন্তব্যে। লেপচাখা গ্রাম। ট্রেক করে পৌঁছাতে হলেও খুব একটা কষ্ট হবে না। বরং, ঘন জঙ্গলের মাঝে পাহাড়ি রাস্তা ধরে হাঁটতে মন্দ লাগবে না।
সমুদ্রপৃষ্ঠ থেকে থেকে প্রায় তিন হাজার ফুট উচ্চতায় অবস্থিত লেপচাখা। এটি ভুটান সীমান্তে অবস্থিত একটি গ্রাম। পশ্চিমবঙ্গে অবস্থিত হলেও লেপচাখায় বেশিরভাগ ডুকপা সম্প্রদায়ের বাস। এই ভুটানি গ্রামে প্রায় দু’শো মানুষের বাস। গ্রামটি খুব বেশি দুই থেকে তিন কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এখানকার মানুষের প্রধান জীবিকা হল চাষাবাদ।
গ্রামের মাঝে রয়েছে একটি তিব্বতি গুম্ফা। তাকে ঘিরে হিমালয়ের হাওয়া উড়ে চলেছে প্রার্থনা পতাকা। এখানে দাঁড়িয়ে যতদূর চোখ যায় শুধুই সবুজে ঘেরা ভুটানি পাহাড়। ডুয়ার্সের কোলে অবস্থিত লেপচাখা ছাড়া রয়েছে বক্সা, সদরবাজার, টাসিগাঁও, খাটালাইন, লালবাংলো, আদমা, চুনাভাটি, লামনা, সেউগাঁও, ফুলবাড়ির মতো পাহাড়ি গ্রাম। এই গ্রামগুলোও নিজের মতো করে সুন্দর।
লেপচাখাতে রাত কাটানোর জন্য ট্রেকার্স হাট রয়েছে। তবে, লেপচাখাতে রাত কাটিয়ে আপনি আশেপাশের গ্রামগুলোও ঘুরে দেখতে পারেন। বাকি সব ভুটানি ও তিব্বতি গ্রামগুলোই আপনাকে দু-তিন কিলোমিটার ট্রেক করে পৌঁছাতে হবে। যেমন টাসিগাঁওয়ের রোভার্স ভিউ পয়েন্ট থেকে দেখতে পাবেন সূর্যোদয়। আলিপুরদুয়ারের কোলে এমন পাহাড়ি গ্রামে ছুটি কাটিয়ে নতুন অভিজ্ঞতার সঞ্চয় হতে পারে।
ছবি এবং লিখন সংগৃহীত ©️
ভবিষ্যতে জানতে এবং স্বল্প খরচে ভ্রমণের জন্য যোগাযোগ করুন EasymyYatra