Bangalir Abhijan - The Adventure Travel Continues

Bangalir Abhijan - The Adventure Travel Continues This Page Is Related To The Group - "Bangalir Abhijan - The Adventure Travel Continues"

“বহু দিন ধ’রে বহু ক্রোশ দূরেবহু ব্যয় করি বহু দেশ ঘুরেদেখিতে গিয়েছি পর্বতমালা,দেখিতে গিয়েছি সিন্ধু।দেখা হয় নাই চক্ষু ...
21/06/2022

“বহু দিন ধ’রে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু। “– কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর

আমরা বাঙালি, ভ্রমণ আমাদের ধর্ম। যখন অন্তরের ডাক আসে আমরা যেদিকে দুচোখ যায় সেই দিকে ছুট লাগাই। কখনো কোনো কিছু পরিকল্পনা না করে, আবার কখনো সব দিক গুছিয়ে সাজিয়ে পরিকল্পনা করে। আমরা যারা ঘুরতে ভালোবাসি তারা সবসময় চাই এই রাজ্য ছাড়িয়ে দূর কোনো জায়গায় যেতে। কিন্তু আমাদের প্রিয় বাংলা তেই কত যে ঘোরার স্থান তা নিজে গিয়ে চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। তেমনই অভিজ্ঞতা আজ ভাগ করে নেব সকলের সাথে
গত বুধবার(৮ই জুন, ২০২২) এরকমই হঠাত করে আমার কন্যা বায়না ধরলো “আপা (পাপা ডাক টা অপভ্রংশে একদম ছোটো থেকেই আপা হয়ে গেছে) কোথাও নিয়ে চলো এই গরমের ছুটি তে, সব বন্ধুরা ঘুরতে যাচ্ছে।“ বছরে আমাদের 2 টো ট্যুর বাঁধা থাকে- গরমের ছুটি ও শীতের ছুটি তে। কিন্তু এবারে কিছু প্রফেশনাল কমিটমেন্ট এর জন্য এই ছুটি তে দূরে কোথাও প্ল্যান করতে পারিনি। তাও বাঙালি হয়ে গরমের ছুটি তে কোথাও যাবো না এ কখনো হয় – তাহলে জাত যাবে যে। অগত্যা কন্যার হুকুমে আমরা আলোচনা করে ঠিক করলাম বিষ্ণুপুর ও মুকুটমণিপুর ঘুরতে যাবো। তবে কন্যার মাতাশ্রী একটু কিন্তু কিন্তু করছিলেন এই গরমে ওখানে যাওয়া ঠিক হবে কিনা। আমি বললাম বেরিয়ে তো পড়ি তারপর দেখা যাবে।
শীতের ছুটি তে আমরা শীতের জায়গায় যাই, এবারে গরমের ছুটি তে গরমের জায়গায় যাই না, কেমন লাগে দেখি।
গত ডিসেম্বরে আমরা দার্জিলিং কার্শিয়াং গিয়েছিলাম। কিন্তু ফেসবুক গ্রুপ গুলো তে এত পোস্ট তাই আমি আর সাহস করিনি আমরা টা শেয়ার করার।
যাই হোক সেই সন্ধ্যায় মুকুটমণিপুর আর বিষ্ণুপুর হোটেল খোঁজা শুরু। ১0 তারিখ মুকুটমণিপুর, ১১ তারিখ বিষ্ণুপুর আর ১২ তারিখ কোলকাতা ফেরা। মুকুটমণিপুরে Peerless রিসোর্ট আছে কিন্তু দেখলাম অত্যাধিক বাজেট। সোনাঝুড়ি ফুল বুক। তাই দেখে শুনে আরণ্যক রিসোর্ট ঠিক করলাম মুকুটমণিপুরে আর WBTDCL – Bishnupur Tourist Lodge বুক করলাম online এ।
১০ই জুন ভোর ৪ টে ঠিক করলাম বাড়ি থেকে বের হবো, তাই আগের দিন ই আমার চার পায় সঙ্গী করে ready করে রাখলাম। টার্গেট সকাল৯ টার মধ্যে মুকুটমণিপুর পৌঁছানো যাতে সারা দিন টা পেয়ে যাই। কিন্তু বাড়ি থেকে বের হতে সাড়ে চারটে বেজে গেল। গুগল ম্যাপ বাবাজি দেখাচ্ছে দশটা বাজবে মুকুটমণিপুর পৌঁছুতে। মুকুটমণিপুর যাবার তিনটি রাস্তা আছে – খড়গপুর হয়ে, দুর্গাপুর হয়ে, আর জয়পুর ফরেস্ট হয়ে। আমি তৃতীয় রাস্তা টা বেছে নিলাম কারণ প্রথমত এটি ফরেস্ট এর মধ্যে দিয়ে যাবে এবং দুরত্ব অনেক কম কলকাতা থেকে।
ঈশ্বরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম Long Drive এ। Smooth ড্রাইভে আমরা এগিয়ে চলছিলাম, আরামবাগ আস্তে আর জাস্ট 15 km সময় 5:45 am। হঠাৎ দেখি ট্রাক গুলি লম্বা লম্বা লাইন এ দাঁড়িয়ে আছে আর তার মাঝে মাঝে দাঁড়িয়ে আছে ছোট গাড়িগুলো। ওভারটেক করে কিছু দূর এগিয়ে দেখি আর যাবার উপায় নেই, লম্ব জ্যাম। রামমোহন সেতুতে মুখোমুখি দুটো লরির সংঘর্ষে 2 জন spot dead, ঠিক আমাদের থেকে 15-16 টা গাড়ি আগে।এটা ভেবে আমরা শিউরে উঠলাম আমরা যদি সকাল 4 টে তে বের হতাম হয়তো আমাদের সাথেও এই দুর্ঘটনা ঘটতে পারতো। টানা 1:30 ঘন্টা অপেক্ষা করার পর জ্যাম ছাড়লো, বডি কেটে বার করতে হয়েছে। দুটি লরির পাশ দিয়ে যখন যাচ্ছিলাম অবস্থা দেখে শিউরে উঠলাম আমরা। প্রথম দশ কিলোমিটার এই ট্রমা কাটাতে আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলাম।
আরামবাগ পেড়িয়ে আমরা জয়পুর ফরেস্ট পৌছালাম 9:30 টা নাগাদ। ওখানে বনলতা রিসোর্ট এ একটু হালকা ব্রেএকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য মুকুটমণিপুর এর উদ্দেশ্যে। 14km জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তায় গাড়ি চালানো খুবই থ্রিলিং।
মুকুট মনিপুর পৌছালাম সকাল 11:20 প্রায় দুঘন্টা লেটে।
আমি জেনেছিলাম dam road এর উপর গাড়ি নিয়ে যাবার জন্য অনুমতি নিতে হয় যা সোম থেকে শুক্রবার সকাল 10:30 টা থেকে বিকেল 5 টা অবধি দেয়। শনি রবি বন্ধ। তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওই দুপুরে বেরিয়ে পড়লাম কংসাবতী Dam এর উদ্দেশ্যে। মুকুটমণিপুর বা কংসাবতী ড্যাম হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ বা ড্যাম।
পারমিশন যোগাড় করে Dam রোডের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলেগেলাম প্রায় 7 km দূরে পারেশনাথ মন্দিরের তারপর আবার ফিরে সারা দিন টা বিশ্রাম করে বিকেলে গেলাম লেকের কাছে বোটিং এর উদ্দেশ্যে। কিন্তু হুড়মুড়িয়ে আকাশ কালো করে বৃষ্টি আসার ফলে আমরা বোটিং থেকে বিরত থাকলাম।
পরের দিন ভোর বেলায় উঠে আমি আমার গিন্নি একটু আশপাশ টা দেখতে বের হলাম, কারণ এত কাছ থেকে গ্রাম দেখার সুযোগ খুবই কম আসে
ফিরে এসে ব্রেএকফাস্ট করে ঠিক সকাল 9 টায় আমরা বেরিয়ে পড়লাম বিষ্ণুপুরের দিকে। 67 km, ঠিক 1:30 ঘন্টার রাস্তা। সকাল 10:30 টার মধ্যে পৌঁছে গেলাম। কিন্তু হোটেল চেক ইন 12 টায় তাই ঠিক করলাম একদম লোকাল সাইটসিং করে হোটেলে যাবো, সময় নষ্ট হবে না।
বিখ্যাত রাসমঞ্চ পৌঁছে গাড়ি পার্ক করার সময় আমাদের দিকে এগিয়ে এলেন এক গাইড ভদ্রলোক, মধুসূদন বাবু, পুরো নাম মধুসূদন মুখার্জী। রাসমঞ্চ যেমন বিখ্যাত তেমনই মধুসূদন বাবুও খুব বিখ্যাত গাইড হিসেবে। বিষ্ণুপুর নিয়ে ওনার একটা ভিডিও আছে youtube এ তাই দেখেই চিনতে পারলাম। এবার ওনাকে সঙ্গে নিয়ে আমাদের বিষ্ণুপুর দর্শন শুরু।অনেক না জানা ইতিহাস ওনার থেকে আমরা জানলাম। উনি অত্যন্ত ভদ্র ও বিচক্ষণ ব্যক্তি। প্রত্যেক টা জায়গায় নিয়ে গিয়ে আমাদের তার ইতিহাস খুব সুন্দর ভাবে জানালেন কোনো তাড়াহুড়ো না করে। সেই সব আমি এখানে লিখলাম না কারণ তাতে লেখা আরো দীর্ঘায়িত হবে। আমরা পুরোটাই নিজেদের গাড়িতেই ঘুরেছি, আলাদা করে কোনো toto না নিয়ে।
বিষ্ণুপুর কে বলা হয় – The City Of Temples. মালভূমির রাজধানী হলো এই বিষ্ণুপুর। একে আমরা রাসমঞ্চ, শ্যামরাই, জোড়বাংলা, মদনগোপাল, গুমঘর, কালাচাঁদ, জোরমন্দির শ্রেণি, ছিন্নমস্তা মায়ের মন্দির,মহাপ্রভু মন্দির, দলমর্দন বা দলমাদল কামান, মৃন্ময়ী মায়ের মন্দির,লালবাঁধ, বড় পাথরের দরজা ও ছোট পাথরের দরজা ইত্যাদি আরো অনেক দ্রষ্টব্য স্থান দেখে আমরা হোটেলে চেক ইন করলাম বেলা 2 টো তে।

বিষ্ণুপুর বলতে আমাদের চোখে যেটা প্ৰথম ভাসে তাহলো হম্বির মল্ল দেব ওরফে বীর হম্বির দ্বারা ১৬00 খ্রিস্টাব্দে নির্মিত রাসমঞ্চ এবং ১৬৫৫ খ্রিস্টাব্দে মল্ল রাজ রঘুনাথ সিংহ দ্বারা নির্মিত জোড় বাংলা বা কেষ্ট রাই মন্দির। তারমধ্যে জোর বাংলা মন্দির অনুকরণে আমাদের নিউ টাউন ইকো পার্কে তার একটি প্রতিকৃত আমরা দেখতে পাই। যেমন আগ্রা কে চিনি আমরা তাজ মহল এবং আগ্রা ফোর্ট দিয়ে, পুরী কে চিনি আমরা জগন্নাথ মন্দির এবং বঙ্গোপসাগর দিয়ে তেমনই বিষ্ণুপুরকে চিনি রাসমঞ্চ ও জোর বাংলা মন্দির দিয়ে। মন্দিরগুলির গায়েতে অপুর্ব সব টেরাকোটার কাজ। যা আমরা সাধারণত কোনো ইতিহাস বই বা গল্পের বই তে দেখি তা আজ চোখের সামনে। এই গুলো দেখে মন চলে যায় সেই কোন সুদূর অতীতে। অনেক মন্দিরে এখন ASI দ্বারা নতুন করে সংরক্ষণের কাজ শুরু হয়েছে, কিন্তু কিছু মন্দির আছে যা সংরক্ষণের উর্দ্ধে, যা আর পুরোনো অবস্থায় নিয়ে আসা সম্ভব নয়। তেমনই একটি মদির হলো মহাপ্রভু মন্দির, বাজ পড়ে নষ্ট হয়ে যায়।
দুপুরে লাঞ্চ করে একটু বিশ্রাম নিয়ে আমরা বের হলাম পোড়ামাটির হাটের উদ্দেশে। প্রত্যেক শনিবার এই হাট বসে। ওখানে আদিবাসী নাচ ও হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে শেষ দুই শনিবার এই অনুষ্ঠান আয়োজিত হয়নি বৃষ্টির পূর্বাভাস থাকায়। যায় হোক হাটে ঘুরে কিছু পোড়ামাটির Memento কিনে আমরা বেরিয়ে গেলাম তাঁতির বাড়ির উদ্দেশ্যে। ওখানে গিয়ে দেখলাম কি করে বালুচরী আর স্বর্ণচরী তৈরি হয়। জানলাম একটা শাড়ি করতে 5-7 দিন লাগে সারাদিন 16 ঘন্টা বুনে, ভাবা যায় কি পরিশ্রম আর ধৈর্য লাগে। দাম শুরু মোটামুটি 7500/- থেকে।

রাতের খাওয়া শেষে আবার ব্যাগ গুছনোর পালা। পরেরদিন অর্থাৎ ১২ তারিখ, রবিবার সকাল 11 টায় চেক আউট। রবিবার সকাল সকাল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এ গরম গরম ফুলকো লুচি খেয়ে একটু হোটেল compound টা ঘুরে রুমে চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে ঠিক এগারো টায় হোটেল থেকে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে অনেক অনেক মধুর স্মৃতি নিয়ে…..

সব শেষে, এই লেখাতে কোনো ভূল ত্রুটি পেলে তা মার্জনা করবেন।🙏🙏🙏

Mukutmanipur Hotel – Aranyak Resort
Phone - +919163395263
Bishnupur Hotel – WBTDCL – Bishnupur Tourist Lodge
Booking Through Online
Bishnupur Guide – Shri Madhusudan Mukherjee (Advance Booking Available)
Ph – 9434998944 / 9593521812
Nearest Railway Station –
For Mukutmanipur – Bankura
From There One Can get bus or private taxis to reach Mukutmanipur (Distance 55 kms)
For Bishnupur – Bishnupur Railway Station
Train – Rupashi Bangla Exp, Aranyak Exp, Purulia Exp
By Road – 229 km (Kolkata to Mukutmanipur) via Joypur Forest
67 km ( Mukutmanipur to Bishnupur)
152 km (Bishnupur to Kolkata)

আমাদের প্রিয় নেতাজি সুভাষ চন্দ্র বোস- এর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ আমি কিছু ছবি এখানে পোস্ট করলাম কার্শিয়াং -এ অবস্থি...
23/01/2022

আমাদের প্রিয় নেতাজি সুভাষ চন্দ্র বোস- এর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ আমি কিছু ছবি এখানে পোস্ট করলাম কার্শিয়াং -এ অবস্থিত নেতাজি সুভাষ চন্দ্র বোস মিউজিয়াম এর - আদতে যা নেতাজির দাদা শ্রীযুক্ত শরৎ চন্দ্র বোসের বাড়ী।

On the occasion of 125th Birthday Celebration Of Our National Hero, Netaji Subhash Chandra Bose, I Am Hereby Sharing Few Images Of Netaji Subhas Chandra Bose Museum At Kurseong, Which Used To Be The House Of Sri Sarat Chandra Bose, The Elder Brother Of Netaji.

This is the place where Netaji used to come frequently and his wish was to come and stay for a longer time in Darjeeling after the Independence of India...But Unfortunately His Wish Never Came True.....

Photographs taken during my visit on 30th December, 2021.

11/01/2022
       Full Video Of Our Trip⬇️⬇️⬇️https://youtu.be/jVKU_YmM3c0A sudden trip to Tajpur from Kolkata by car on 2nd Januar...
11/01/2022



Full Video Of Our Trip⬇️⬇️⬇️

https://youtu.be/jVKU_YmM3c0

A sudden trip to Tajpur from Kolkata by car on 2nd January, 2022, the first trip of 2022.

We were on Darjeeling - Kurseong trip in the year end (24th Dec - 31st Dec) and reached Kolkata in the morning on 1st January.

But like we say - " Payer Talay Shorshe", one of our close friend called us and urged to go for a long drive on 2nd January itself. We readily agreed and left home at 4 am in the morning of 2nd Jan with 3 cars with 13 members including 4 super excited kids.

The trip was superb. Reached Tajpur at 8:30am in the morning.Then spending around 4 hrs in the virgin beach of Tajpur, we left for Digha to have our lunch.

Tajpur is a virgin sea beach and is less crowded compared to Digha, Shankarpur.

We started our return journey around 5 pm from Digha and reached our home at 10:30 pm in the night.

Few Glimpses our tour.Hope you will enjoy...

Total Distance Covered 390 kms (to and fro)

❇️❇️Darjeeling-Kurseong December 2021 Tour Story is Coming Soon❇️❇️

    Kolkata To Tajpur Daytrip on 2nd January, 2022          https://youtu.be/jVKU_YmM3c0
11/01/2022



Kolkata To Tajpur Daytrip on 2nd January, 2022



https://youtu.be/jVKU_YmM3c0

We and a beautiful daytrip to Tajpur on 2nd January, 2022, the first trip of the year 22.We started at 4 am in the morning and reached Tajpur at 8:30am.Took ...

  কোলকাতা থেকে একদিনের জন্য উপযুক্ত একটি ভ্রমণ স্থান মায়াপুর। আপনি চাইলে ওখানে গিয়ে একটা দিন থাকতেও পারেন মন্দিরের নিজস্...
26/10/2021



কোলকাতা থেকে একদিনের জন্য উপযুক্ত একটি ভ্রমণ স্থান মায়াপুর। আপনি চাইলে ওখানে গিয়ে একটা দিন থাকতেও পারেন মন্দিরের নিজস্ব রুম গুলিতে। ব্যবস্থা খুব ভালো। Iskcon থেকে daytrip বা 2 daytrip এর ব্যবস্থা আছে কোলকাতা ইসকন থেকেই যা আপনি আগে থেকে বুকিং করতে পারেন।খাওয়াদাওয়া কখনই বাইরে করবেন না ওখানে গিয়ে, প্রথমে দাম বেশি দ্বিতীয় তো স্বাদ ভালো নয়।মন্দিরেই সব ব্যবস্থা আছে।

A few glimpses of our weekend trip to Mayapur Iskcon Temple. For the time being there are no restrictions as such and the temple timing is from 4:30am till 8:30pm. We started our journey from Behala at 5:30 am and reached Mayapur at 10:00am driving a distance of 169 kilometres.You can stay for a day if you like and can visit Nabadwip Dham (though we skipped) along with Mayapur. Serene environment with Hare Krishna chanting all over the place will fill your mind with joy. Gouranga Setu is absolutely in bizarre condition and no heavy vehicles above 8 ton are allowed. After spending precious time in the mandir complex, we had our lunch at Gada Bhawan Prasadalay and started our return journey at 3 pm and back to Kolkata at 7:30pm. Most of the roads are okay but after Samudragarh roads are a bit tough to drive, especially the approach road to Iskcon Temple.

Places of Interest - Mayapur Nabadwip Dham

Stay - You can book rooms in Temple Complex, spot booking available.Reception at Gada Bhawan

  "ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে,  ও বন্ধু আমার!....." - কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরপ্রায় চার মাস গৃহবন্দি আমার 11...
23/08/2021



"ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার!....." - কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর

প্রায় চার মাস গৃহবন্দি আমার 11 বছরের কন্যা। প্রতিদিনই আমাকে এই মারি কি সেই মারি অবস্থা। আমার নামে নালিশে তার অন্ত নেই। বলে তুমি তো এখন কোথাও ই নিয়ে যাওনা যেখানে বছরে দুটো করে major ট্রিপ বাঁধা ধরা থাকে। কিন্তু এই pandemic সবই বদলে দিয়েছে আমাদের জীবন যাত্রা। তাই গত শনিবার ঠিক করে ফেললাম ধীরে ধীরে আবার বেরোনো শুরু করতে হবে। কিছু দিন আগেই Pune এবং Shirdi র টিকিট ক্যান্সেল করতে হয়েছে কোভিড ইনফেকশন বেড়ে যাওয়ায়। তাই একটা daytrip না করলেই নয়।
Daytrip এ কোথায় যাবো ঠিক করতে বসে অনেক জায়গা shortlist করা হলো। প্রথমে ঠিক হলো বর্ধমান, তারপর মান্দারমনি, তারপর কোলাঘাট দেউল্টি।কিন্তু শেষমেশ longtrip গুলো বন্ধ রাখতে হলো মেয়ের পরীক্ষার জন্য। শেষে অনেক গ্রুপে সোদপুর সাঁইবাবা মন্দির, মা অন্নপূর্ণা মন্দির সম্বন্ধে জেনে, ঠিক করলাম ওখানেই যাওয়া যেতে পারে একটা shorttrip এর জন্য মেয়ের এক ঘেয়ামি কাটাতে।সঙ্গে গান্ধীঘাট এবং মঙ্গলপান্ডে পার্ক। কিন্তু দুর্ভাগ্যবশত গান্ধীঘাট বন্ধ।বাকি জায়গা গুলোর কিছু ছবি দিলাম।
এখানে বলে রাখি আমরা সাঁইবাবা কে গুরুদেব হিসেবে মানি এবং আমার মেয়ে ছোট থেকেই সাঁইদাদা বলে ওনাকে দাদু হিসেবে। তাই ওঁনার মন্দির যেখানেই থাকুক না কেন আমরা যাবার চেষ্টা করি। এই মন্দির টি খুবই সুন্দর এবং BT Road এর উপর।সামনেই পার্কিং আছে তাই নিজের গাড়ি নিয়ে রাখতে অসুবিধা নেই। মন্দির এর সময় সূচি আপনারা ছবিতে পেয়েও যাবেন
আপনারা সবাই আশা করি মা অন্নপূর্ণা মন্দির সম্পর্কে অবগত তাই ও নিয়ে বেশি কিছু বললাম না। শুধু এইটুকু বলে রাখি মন্দিরটি তৈরী করেন ১৮৭৫ খ্রিস্টাব্দে রানী রাসমণি দেবীর ছোট কন্যা ও শ্রী মথুর বিশ্বাস এর স্ত্রী, শ্রীমতী জগদম্বা দেবী। মন্দিরটি উদ্বোধন করে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব।মন্দিরটি অবিকল দক্ষিনেশ্বর মা কালী মন্দির এর ন্যায় শুধু আকারে ছোট। এই মন্দিরে বিরাজ করেন মা অন্নপূর্ণা। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস এর অনুরোধেই মন্দিরটি আকারে ছোট করা হয়। তাই এখানে ৬ টা শিব মন্দির আছে ১২ টার জায়গায়।
এরপর চলে গেলাম মঙ্গলপান্ডে পার্ক। যাবার রাস্তাটি ভীষণ সুন্দর কিন্তু পার্কটি যে maintainance এর অভাব চোখে পরার মতো। যথাযথ পরিচর্যা পেলে এই পার্কটিও খুব সুন্দর এক ভ্রমণ স্থান হিসেবে উঠে আসবে। পার্কটির একদম গা ঘেঁষেই গঙ্গা বয়ে চলেছে।ঢুকতে জন প্রতি 20 টাকা এবং 4 wheeler পার্কিং 50 টাকা।

After a gap of 4 months we went for a short trip to Sodepur Sai Baba's Mandir, Titagarh Annapurna Mandir And Mangal Pandey Park.
Sodepur Sai Baba Mandir is located on BT Road just Raja Biscuit Factory.The ambience is very nice here.
Annapurna Mandir is located at Titagarh just 4 kms from Saibaba Mandir and it is built by the youngest daughter of Rani Rashmoni Devi and wife of She Mathur Biswas, Smt. Jagadamba Devi in 1875 AD on the bank of River Ganga.This Mandir was inaugurated by Shri Shri Ramkrishna Paramhansa Dev.
Just around 4 km from Annapurna Mandir, Mangal Pandey Park is located. It is the place where freedom fighter Sepoy Mangal Pandey was hung till death by the British.Barrackpore was the place where the Sepoy Mutiny first started under the leadership of Mangal Pandey.

     ইদানিং আমাদের শহর থেকে সবুজ যেন সব হারিয়ে যাচ্ছে। তার উপর এই করোনা পরিস্থিতি তে আরো যেন আমাদের দম বন্ধ হয়ে আসছে।আশা...
31/07/2021



ইদানিং আমাদের শহর থেকে সবুজ যেন সব হারিয়ে যাচ্ছে। তার উপর এই করোনা পরিস্থিতি তে আরো যেন আমাদের দম বন্ধ হয়ে আসছে।আশা করি আপনারা সবাই এই জায়গা টি কে চিনতে পেরেছেন।

হ্যাঁ, এটা আমাদের শহরের অক্সিজেন হাব, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নিয়ন্ত্রিত ইকোপার্ক।

ইকোপার্ক এর মধ্যেই একটা ইকো ভিলেজ আছে, তার ই কিছু ছবি আজ এখানে দিলাম।

এখানে প্রকৃতির মধ্যে কিছু টা সময় কাটিয়ে গেলে মন আপনি ভালো হয়ে যায়।

গত জানুয়ারিতে আমার ভ্রমণের সময়ে কিছু মুহূর্ত যা আমার মনের ক্যামেরায় বন্দি করে রেখেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

This is one of the oxygen hub of our city, Ecopark in Kolkata. Lots of greeneries around it makes us feel the freedom from our daily life amidst concrete structures and also the prevailing suffocating conditions due to Covid 19.

These moments captured during my visit to EcoPark in the month of January 2021.

       🄼🄴🅂🄼🄴🅁🄸🅂🄸🄽🄶 🄼🄰🄽🄰🄻🄸𝘔𝘢𝘯𝘢𝘭𝘪 𝘪𝘴 𝘰𝘯𝘦 𝘰𝘧 𝘵𝘩𝘦 𝘱𝘪𝘤𝘵𝘶𝘳𝘦𝘴𝘲𝘶𝘦 𝘵𝘰𝘸𝘯 𝘪𝘯 𝘵𝘩𝘦 𝘭𝘢𝘱 𝘰𝘧 𝘮𝘪𝘨𝘩𝘵𝘺 𝘴𝘯𝘰𝘸 𝘤𝘢𝘱𝘱𝘦𝘥 𝘏𝘪𝘮𝘢𝘭𝘢𝘺𝘢𝘴 𝘴𝘪𝘵𝘶𝘢𝘵𝘦𝘥 𝘰𝘯 𝘵𝘩...
01/07/2021



🄼🄴🅂🄼🄴🅁🄸🅂🄸🄽🄶 🄼🄰🄽🄰🄻🄸

𝘔𝘢𝘯𝘢𝘭𝘪 𝘪𝘴 𝘰𝘯𝘦 𝘰𝘧 𝘵𝘩𝘦 𝘱𝘪𝘤𝘵𝘶𝘳𝘦𝘴𝘲𝘶𝘦 𝘵𝘰𝘸𝘯 𝘪𝘯 𝘵𝘩𝘦 𝘭𝘢𝘱 𝘰𝘧 𝘮𝘪𝘨𝘩𝘵𝘺 𝘴𝘯𝘰𝘸 𝘤𝘢𝘱𝘱𝘦𝘥 𝘏𝘪𝘮𝘢𝘭𝘢𝘺𝘢𝘴 𝘴𝘪𝘵𝘶𝘢𝘵𝘦𝘥 𝘰𝘯 𝘵𝘩𝘦 𝘒𝘶𝘭𝘭𝘶 𝘝𝘢𝘭𝘭𝘦𝘺. 𝘉𝘦𝘴𝘵 𝘵𝘪𝘮𝘦 𝘵𝘰 𝘷𝘪𝘴𝘪𝘵 𝘔𝘢𝘯𝘢𝘭𝘪 𝘪𝘴 𝘖𝘤𝘵𝘰𝘣𝘦𝘳 𝘛𝘰 𝘔𝘪𝘥𝘥𝘭𝘦 𝘖𝘧 𝘛𝘩𝘦 𝘔𝘢𝘺. 𝘛𝘰 𝘦𝘯𝘫𝘰𝘺 𝘴𝘯𝘰𝘸 𝘣𝘦𝘴𝘵 𝘵𝘰 𝘵𝘪𝘮𝘦 𝘨𝘰 𝘵𝘰 𝘔𝘢𝘯𝘢𝘭𝘰 𝘪𝘴 𝘣𝘦𝘵𝘸𝘦𝘦𝘯 𝘋𝘦𝘤𝘦𝘮𝘣𝘦𝘳 𝘵𝘰 𝘍𝘦𝘣𝘳𝘶𝘢𝘳𝘺.

𝘗𝘭𝘢𝘤𝘦𝘴 𝘵𝘰 𝘦𝘹𝘱𝘭𝘰𝘳𝘦 𝘪𝘯 𝘔𝘢𝘯𝘢𝘭𝘪 –

1.𝘚𝘰𝘭𝘢𝘯𝘨 𝘝𝘢𝘭𝘭𝘦𝘺 2.𝘙𝘰𝘩𝘵𝘢𝘯𝘨 𝘗𝘢𝘴𝘴 (𝘔𝘪𝘥 𝘖𝘧 𝘔𝘢𝘺 𝘛𝘰 𝘖𝘤𝘵𝘰𝘣𝘦𝘳) 3.𝘉𝘢𝘴𝘩𝘪𝘴𝘵𝘩 𝘔𝘶𝘯𝘪 𝘛𝘦𝘮𝘱𝘭𝘦 4.𝘏𝘢𝘥𝘪𝘮𝘣𝘢 𝘛𝘦𝘮𝘱𝘭𝘦 5.𝘛𝘪𝘣𝘦𝘵𝘪𝘢𝘯 𝘉𝘶𝘥𝘥𝘩𝘪𝘴𝘵 𝘔𝘰𝘯𝘢𝘴𝘵𝘦𝘳𝘺 4.𝘔𝘢𝘭𝘭 𝘙𝘰𝘢𝘥 5.𝘉𝘢𝘯𝘬𝘴 𝘖𝘧 𝘙𝘪𝘷𝘦𝘳 𝘉𝘦𝘢𝘴 6.𝘔𝘢𝘯𝘶 𝘛𝘦𝘮𝘱𝘭𝘦 7.𝘝𝘢𝘯 𝘉𝘪𝘩𝘢𝘳 8.𝘒𝘶𝘭𝘭𝘶 9 𝘔𝘢𝘯𝘪𝘬𝘢𝘳𝘢𝘯 10.𝘎𝘶𝘭𝘢𝘣𝘢 𝘓𝘰𝘵𝘴 𝘰𝘧

𝘈𝘥𝘷𝘦𝘯𝘵𝘶𝘳𝘦 𝘚𝘱𝘰𝘳𝘵𝘴 𝘈𝘤𝘵𝘪𝘷𝘪𝘵𝘪𝘦𝘴 𝘈𝘳𝘦 𝘗𝘳𝘦𝘴𝘦𝘯𝘵 𝘐𝘯 𝘔𝘢𝘯𝘢𝘭𝘪 𝘓𝘪𝘬𝘦 𝘗𝘢𝘳𝘢𝘨𝘭𝘪𝘥𝘪𝘯𝘨, 𝘡𝘪𝘱 𝘓𝘪𝘯𝘪𝘯𝘨, 𝘙𝘪𝘷𝘦𝘳 𝘙𝘢𝘧𝘵𝘪𝘯𝘨, 𝘚𝘯𝘰𝘸 𝘚𝘤𝘰𝘰𝘵𝘦𝘳, 𝘠𝘢𝘬 𝘙𝘪𝘥𝘦𝘴 𝘢𝘯𝘥 𝘴𝘰 𝘰𝘯. 𝘞𝘦 𝘩𝘢𝘷𝘦 𝘷𝘪𝘴𝘪𝘵𝘦𝘥 𝘔𝘢𝘯𝘢𝘭𝘪 𝘪𝘯 𝘵𝘩𝘦 𝘮𝘰𝘯𝘵𝘩 𝘰𝘧 𝘋𝘦𝘤𝘦𝘮𝘣𝘦𝘳.

𝘞𝘦 𝘸𝘦𝘳𝘦 𝘧𝘰𝘳𝘵𝘶𝘯𝘢𝘵𝘦 𝘦𝘯𝘰𝘶𝘨𝘩 𝘵𝘰 𝘦𝘯𝘫𝘰𝘺 𝘧𝘳𝘦𝘲𝘶𝘦𝘯𝘵 𝘴𝘯𝘰𝘸 𝘧𝘢𝘭𝘭𝘴 𝘥𝘶𝘳𝘪𝘯𝘨 𝘵𝘩𝘢𝘵 𝘵𝘪𝘮𝘦.

𝘐 𝘸𝘪𝘭𝘭 𝘱𝘰𝘴𝘵 𝘢 𝘷𝘪𝘥𝘦𝘰 𝘰𝘧 𝘴𝘯𝘰𝘸 𝘧𝘢𝘭𝘭 𝘭𝘢𝘵𝘦𝘳.

🅁🅄🄼🅃🄴🄺 🄼🄾🄽🄰🅂🅃🄴🅁🅈𝘖𝘯𝘦 𝘖𝘧 𝘛𝘩𝘦 𝘔𝘰𝘴𝘵 𝘚𝘪𝘨𝘯𝘪𝘧𝘪𝘤𝘢𝘯𝘵 𝘈𝘯𝘥 𝘓𝘢𝘳𝘨𝘦𝘴𝘵 𝘔𝘰𝘯𝘢𝘴𝘵𝘦𝘳𝘺 𝘐𝘯 𝘐𝘯𝘥𝘪𝘢 𝘈𝘴 𝘞𝘦𝘭𝘭 𝘈𝘴 𝘈𝘴𝘪𝘢, 𝘙𝘶𝘮𝘵𝘦𝘬 𝘔𝘰𝘯𝘢𝘴𝘵𝘦𝘳𝘺 𝘐𝘴 𝘓𝘰𝘤𝘢𝘵𝘦𝘥 ...
28/06/2021

🅁🅄🄼🅃🄴🄺 🄼🄾🄽🄰🅂🅃🄴🅁🅈

𝘖𝘯𝘦 𝘖𝘧 𝘛𝘩𝘦 𝘔𝘰𝘴𝘵 𝘚𝘪𝘨𝘯𝘪𝘧𝘪𝘤𝘢𝘯𝘵 𝘈𝘯𝘥 𝘓𝘢𝘳𝘨𝘦𝘴𝘵 𝘔𝘰𝘯𝘢𝘴𝘵𝘦𝘳𝘺 𝘐𝘯 𝘐𝘯𝘥𝘪𝘢 𝘈𝘴 𝘞𝘦𝘭𝘭 𝘈𝘴 𝘈𝘴𝘪𝘢, 𝘙𝘶𝘮𝘵𝘦𝘬 𝘔𝘰𝘯𝘢𝘴𝘵𝘦𝘳𝘺 𝘐𝘴 𝘓𝘰𝘤𝘢𝘵𝘦𝘥 𝘈𝘵 𝘈 𝘋𝘪𝘴𝘵𝘢𝘯𝘤𝘦 𝘖𝘧 23 𝘒𝘮𝘴 𝘍𝘳𝘰𝘮 𝘎𝘢𝘯𝘨𝘵𝘰𝘬. 𝘐𝘵 𝘐𝘴 𝘚𝘶𝘳𝘳𝘰𝘶𝘯𝘥𝘦𝘥 𝘉𝘺 𝘓𝘶𝘴𝘩 𝘎𝘳𝘦𝘦𝘯 𝘔𝘰𝘶𝘯𝘵𝘢𝘪𝘯𝘴 𝘈𝘯𝘥 𝘈 𝘛𝘳𝘦𝘢𝘵 𝘛𝘰 𝘞𝘢𝘵𝘤𝘩.

𝘛𝘩𝘦 𝘔𝘰𝘯𝘢𝘴𝘵𝘦𝘳𝘺 𝘞𝘢𝘴 𝘍𝘰𝘶𝘯𝘥𝘦𝘥 𝘉𝘺 𝘞𝘢𝘯𝘨𝘤𝘩𝘶𝘬 𝘋𝘰𝘳𝘫𝘦, 9𝘵𝘩 𝘒𝘢𝘳𝘮𝘢𝘱𝘢 𝘓𝘢𝘮𝘢 𝘐𝘯 𝘛𝘩𝘦 16𝘵𝘩 𝘊𝘦𝘯𝘵𝘶𝘳𝘺. 𝘖𝘳𝘪𝘨𝘪𝘯𝘢𝘭𝘭𝘺 𝘊𝘢𝘭𝘭𝘦𝘥 𝘛𝘩𝘦 𝘋𝘩𝘢𝘳𝘮𝘢 𝘊𝘩𝘢𝘬𝘳𝘢 𝘊𝘦𝘯𝘵𝘳𝘦, 𝘐𝘵 𝘐𝘯𝘤𝘭𝘶𝘥𝘦𝘴 𝘈 𝘉𝘦𝘢𝘶𝘵𝘪𝘧𝘶𝘭 𝘚𝘩𝘳𝘪𝘯𝘦 𝘛𝘦𝘮𝘱𝘭𝘦 𝘈𝘯𝘥 𝘈 𝘔𝘰𝘯𝘢𝘴𝘵𝘦𝘳𝘺 𝘍𝘰𝘳 𝘛𝘩𝘦 𝘔𝘰𝘯𝘬𝘴. 𝘛𝘩𝘦 𝘚𝘩𝘳𝘪𝘯𝘦 𝘞𝘢𝘴 𝘌𝘴𝘵𝘢𝘣𝘭𝘪𝘴𝘩𝘦𝘥 𝘞𝘪𝘵𝘩 𝘈 𝘙𝘦𝘢𝘴𝘰𝘯 𝘛𝘰 𝘚𝘱𝘳𝘦𝘢𝘥 𝘛𝘩𝘦 𝘛𝘦𝘢𝘤𝘩𝘪𝘯𝘨𝘴 𝘖𝘧 𝘛𝘩𝘦 𝘓𝘰𝘳𝘥 𝘉𝘶𝘥𝘥𝘩𝘢 𝘛𝘩𝘳𝘰𝘶𝘨𝘩𝘰𝘶𝘵 𝘛𝘩𝘦 𝘞𝘰𝘳𝘭𝘥.

𝘓𝘰𝘵𝘴 𝘖𝘧 𝘈𝘯𝘤𝘪𝘦𝘯𝘵 𝘈𝘯𝘥 𝘐𝘮𝘱𝘰𝘳𝘵𝘢𝘯𝘵 𝘉𝘶𝘥𝘥𝘩𝘪𝘴𝘵 𝘔𝘢𝘯𝘶𝘴𝘤𝘳𝘪𝘱𝘵𝘴 𝘖𝘧 𝘏𝘪𝘴𝘵𝘰𝘳𝘪𝘤𝘢𝘭 𝘝𝘢𝘭𝘶𝘦 𝘈𝘳𝘦 𝘗𝘳𝘦𝘴𝘦𝘳𝘷𝘦𝘥 𝘏𝘦𝘳𝘦 𝘈𝘯𝘥 𝘐𝘵 𝘐𝘴 𝘈𝘭𝘸𝘢𝘺𝘴 𝘎𝘶𝘢𝘳𝘥𝘦𝘥 𝘉𝘺 𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘊𝘦𝘯𝘵𝘳𝘢𝘭 𝘍𝘰𝘳𝘤𝘦.

    𝓐 𝓑𝓮𝓪𝓾𝓽𝓲𝓯𝓾𝓵 𝓢𝓾𝓷𝓻𝓲𝓼𝓮 𝓐𝓷𝓭 𝓐𝓷 𝓘𝓭𝓵𝓮 𝓢𝓾𝓷𝓼𝓮𝓽🅳🅸🅶🅷🅰  🅳🅸🅰🆁🅸🅴🆂
27/06/2021



𝓐 𝓑𝓮𝓪𝓾𝓽𝓲𝓯𝓾𝓵 𝓢𝓾𝓷𝓻𝓲𝓼𝓮 𝓐𝓷𝓭 𝓐𝓷 𝓘𝓭𝓵𝓮 𝓢𝓾𝓷𝓼𝓮𝓽

🅳🅸🅶🅷🅰 🅳🅸🅰🆁🅸🅴🆂

          ↫↫↫↫↫ 𝐁𝐨𝐧𝐝 𝐓𝐡𝐚𝐭 𝐍𝐞𝐯𝐞𝐫 𝐅𝐚𝐥𝐥𝐬 𝐀𝐩𝐚𝐫𝐭↬↬↬↬↬ⓉⒶⓁⓈⒶⓇⒾ ⓈⒺⒶ ⒷⒺⒶⒸⒽ
26/06/2021




↫↫↫↫↫ 𝐁𝐨𝐧𝐝 𝐓𝐡𝐚𝐭 𝐍𝐞𝐯𝐞𝐫 𝐅𝐚𝐥𝐥𝐬 𝐀𝐩𝐚𝐫𝐭↬↬↬↬↬

ⓉⒶⓁⓈⒶⓇⒾ ⓈⒺⒶ ⒷⒺⒶⒸⒽ

25/06/2021

Address

Calcutta

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangalir Abhijan - The Adventure Travel Continues posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category


Other Tour Guides in Calcutta

Show All