West Bengal Tourism

West Bengal Tourism Package Tour

12/01/2023

কে লিখেছেন জানিনা, কিন্তু #অসাধারণ 🙏🙏🙏

১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন #বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।
৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।
৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।
৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।
৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।
৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।
৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।
বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!
*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া। সমস্ত বাবাদের-কে উৎসর্গ করছি * স্যালুট জানাই পৃথিবীর সকল বাবাদের-কে!!!

সংগৃহীত

12/01/2023

সনাতন ধর্ম কি ?

স্বামী বিবেকানন্দ বলেছেন____
''ধর্ম হল সেটাই, যা পশুকে মানুষে এবং মানুষকে দেবতায় পরিণত করে।''

""এর অর্থ হল, ___ধর্ম' হল একটি বিকাশের প্রক্রিয়া""।

"পাশবিক মানুষের আনন্দ শুধু শরীরগত।
শরীরের সুখ বা ইন্দ্রিয়চরিতার্থতা ছাড়া সে আর কিছুই বোঝেনা"।

"আর একটু উন্নত হলে মানুষ মানসিক আনন্দলাভের অধিকারী হয়, তখন সে সাহিত্য রস,শিল্পের রস অনুভব করতে পারে। সুক্ষাতিসুক্ষ কর্মে আনন্দ লাভ করে। এটাকে মানবীয় স্তর বলা যায়"।

"আরও উন্নত অবস্থায় মানুষ ঈশ্বরীয় আনন্দে বিভোর হয়,ধ্যানাবস্থায় শান্তির অপূর্ব পরিবেশ অনুভব করতে পারে;যাকে বলা যায় দৈবী স্তর"।

"এভাবে উন্নত হতে হতে মানুষ যখন দেহ,মন ইন্দ্রিয়ের গণ্ডি অতিক্রম করে তখনই সে লাভ করে শাশ্বত জ্ঞান বা সনাতন সত্য"।

"সে অনুভব করে সে ক্ষুদ্র নয় সে দেহ নয়,মন নয় এমনকি চিন্তা চেতনাও নয়,সে 'আত্মা'।
সে এক অনন্ত,অখণ্ড অস্তিত্ব। মানুষ তখন তার ক্ষুদ্রতার খোলস পরিত্যাগ করে অনন্ত'আমিত্বে'লীন হয়ে যায়"।

'নির্গচ্ছতি জগজ্জালাৎ পিঞ্জরাদিব কেশরী'
--সিংহ যেমন পিঞ্জর ভেঙ্গে ফেলে বেরিয়ে যায় ঠিক তেমনি সে এই জগৎ-জাল ভেদ করে মুক্ত হয়ে যায়।ধর্মের চরম লক্ষ্য'ই হল
"মুক্তি"।

ধর্ম হল এই রূপান্তরের প্রক্রিয়া, যা পশুকে মানুষে, মানুষকে দেবতায় এবং দেবতাকে ঈশ্বরে বিকশিত করে।

ঋষিদের আবিষ্কৃত এই সত্যলাভের পথই সনাতন ধর্ম।

___স্বামী বিবেকানন্দ

30/10/2022
01/10/2022
17/09/2022
17/09/2022
17/09/2022

Sharmila Basu
🌟🌟 চলুন ঘুরে আসি সোঁদা মাটির সৌরভে সুন্দরবন🐊🏞🐊🏞

Contact -9903455189

#কলকাতা থেকে ও এর থাকবে সু-বন্দোবস্ত। (Kolkata to Kolkata) 🚖

2NIGHTS/3 DAYS 💠

♦️ Dates:
16,17,18 October2021

🏬 2 Nights stay at Eco-Farm & Friendly Forest Resort
👁 Sightseeing :-
= _ = সুন্দরবন ভ্রমণ সূচী = _ =

প্রথম দিন ~ গোসাবা, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলো, হ্যামিলটন সাহেবের বাংলো, পাখিজঙ্গল।
রাত্রিযাপন পাখিরালয় হোটেলে।

• দ্বিতীয় দিন ~সজনেখালি ওয়াচ টাওয়ার।সুধন্য খালি ওয়াচ টাওয়ার, সুন্দর খালি, চোরা গাজীখালী। পিরখালি, গাজিখালি, বনবিবি ভারাণি, দেউল ভারাণি, পঞ্চমূখানি, দোবাকি ওয়াচ টাওয়ার।
রাত্রিযাপন পাখিরালয় ।

PER PERSON..3,999/-💠

খাদ্য তালিকায় থাকছে:
প্রথম দিন:
ব্রেকফাস্ট: cakes, প‍্যাটিস, কুকি etc (মিও আমোরে অথবা হিন্দুস্থান সুইটস্ থেকে) water,Fruits,

দুপুরে: গরম ধোঁয়া ওঠা চালের ভাত, মুগমোহন ডাল, রকমারী ভাজা (আলু চিপস্ / বেগুনী), পাঁচ মিশালী মনোহর সব্জি, ভেটকি মাছের কালিয়া, কাঁকড়ার সুন্দরবনের মাঝিদের স্পেশাল ঝাল, ড্রাই ফ্রূট চাটনি ও পাপড়।

বিকালে: ফল, চা/কফি

সন্ধ্যা: মিক্সড চাউমিন্, কফি

রাত্রে: মিহি চালের ভাত, পেঁয়াজ ফোড়ন সহযোগে মুসুড় ডাল, ডালের পাতে আলু/বেগুন/মিষ্টি কুমড়ো ভাজা, কচি পাঁঠার মাংসের ঝোল, মিষ্টি

-:দ্বিতীয় দিন:-

সকালে: হিং /কড়াইশুটির কচুরি, আলুর দম/ নারকেল কুচি, কাজু কিশমিশ সহযোগে ছোলার ডাল, মিষ্টি(রসগোল্লা/পান্তয়া)।

বেলায়: পকোড়া, চা/কফি

দুপুরে: গরম ধোঁয়া ওঠা চালের ভাত,পাতলা মুসুড় ডাল, আলু চিপস্, মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি , দই কাতলার রসা, গলদা চিংড়ির মালাইকারী, চাটনি, পাপড়।

সন্ধ্যা: চিকেন পকোড়া, চা/কফি।

রাত্রে: অল টাইমস ফেভারিট ফ্রাইড রাইস,চিলি চিকেন, এন্ড স্যালাড।

-:তৃতীয় দিন:-

সকালে: গরম গরম ফুলকো লুচি, সাদা আলুর তরকারী, মিষ্টি

দুপুরে: গরমাগরম চালের ভাত, মাছের মাথা দিয়ে ভাজা মুগের ডাল, রকমারী ভাজা, পাঁচ মিশালী সব্জি, কষা মুরগি, মিষ্টি চাটনি,পাপড়।

Deer View Meeting Point..With proper COVID precautions ……A complete arrangement For Conference Meeting Marriage Parties ...
27/08/2021

Deer View Meeting Point..

With proper COVID precautions
……A complete arrangement For Conference
Meeting
Marriage
Parties 🎈 🎉 🎊
Along with food n special events …
With professional teams
9903455189
TourMadam.Com

To visit Sundarban....WhatsApp +1-786-246-3472🙏 please search .....www.WestBengalTourism.inPlease Call : 9903455189
13/12/2020

To visit Sundarban....
WhatsApp +1-786-246-3472🙏
please search .....
www.WestBengalTourism.in
Please Call : 9903455189

A national park, also popular as a tiger reserve in West Bengal, Sundarban attracts a huge number of wildlife enthusiasts every year. Sundarban Tourism offers one of the cheapest Sundarban tour packages for wildlife lovers as well as leisure travellers. We assure your Sundarban tour will be remarkab...

13/12/2020

To visit Sundarban....
WhatsApp +1-786-246-3472🙏
please search .....
www.WestBengalTourism.in
Please Call : 9903455189

Address

Kolkata Basanti Highway, Gosaba
Canning
743370

Alerts

Be the first to know and let us send you an email when West Bengal Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to West Bengal Tourism:

Share


Other Boat Tour Agencies in Canning

Show All