04/11/2022
|| SILK ROUTE || DELUXE ||
⭐ভালো মানের রুম🏠 ভালো মানের সুস্বাদু বাঙালি খাবার🍛⭐
*এবার শীতে রেশম পথের টানে*
উপভোগ করুন বরফের দেশ পূর্ব সিকিমের #সিল্করুট
যোগাযোগ করুন:
Traveldow : ☎️ +91 9332940826, ☎️ +91 7076734657
🚙NJP TO NJP🚙
#কালিমপং, #বারমিক, #সিলারিগাঁও, #ইচ্ছেগাঁও, #দলেপগাঁও, #লিংথাম, #আরিতার, #আগামলোক, #মানখিম, #নিমাচেন, #পাদামচেন, #রিশিখোলা, #রোলেপ, #রংপোখোলা, #রোরাথাং, #জুলুক, #লুংচক #লুংথুং, #নাথাংভ্যালি।
⛰️ 'সিল্ক রুট' তথা 'রেশমপথ' মানবসভ্যতার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখতে পাওয়া যায় সিল্ক রুট ছিল একটি ঐতিহাসিক বাণিজ্য পথ যা খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে শুরু হয়েছিল। খ্রিস্টীয় 14 শতক পর্যন্ত এটি চীন, ভারত, পারস্য, আরব, গ্রীস এবং ইতালি অতিক্রম করে এশিয়া থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত ছিল। প্রাচীন কালে এই দীর্ঘ পথ জুড়ে চলতো রেশম বা সিল্ক এইসব জিনিসপত্রের আদানপ্রদান। এছাড়াও ফল, সবজি, মশলা ধাতব দ্রব্য,ইত্যাদি জিনিসপত্র এইসবের ব্যবসাও চলতো সমানভাবে। সিকিমের 'সিল্করুট' এই ঐতিহাসিক পথটির একটি গুরুত্বপূর্ণ অংশ যা লাসা (Lhasa ) থেকে চুম্বি ভ্যালী, (Chumbi Valley - Tibet) নাথুলা পাস (Sikkim) হয়ে যুক্ত ছিল তমলুক বন্দরে। এখনও পর্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই 'সিল্করুট'! সিকিমের এই অংশটি আসলে যাঁরা কর্মব্যস্ত জীবন থেকে একটু পালিয়ে খুব কাছ থেকে প্রকৃতির সান্নিধ্য পেতে চান, পাহাড়ি গ্রামের রূপ, রস,গন্ধ বুক ভরে অনুভব করতে চান, অপার মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকতে চান বরফে ঢাকা হিমালয়ের দিকে শুধুমাত্র তাঁদের জন্য । জুলুকের বিখ্যাত জিগজ্যাগ রোড দেখে এক অনন্য অনুভূতির সাক্ষী হতে চান, ইতিহাস বিখ্যাত এই রাস্তার মাঝে দাঁড়িয়ে শিহরিত হতে চান, এই ট্যুর তাঁদের জন্য। এক কথায় সাইডসিন পয়েন্ট ছাড়াও যাঁরা প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে চান সিল্করুট তাঁদের জন্য।
⭐ আদর্শ সময়⭐
সিল্ক রুট ঘোরার আদর্শ সময় বলা হয় মোটামুটি অক্টোবর থেকে মে মাস । কারণ বৃষ্টির সমস্যা কেটে গিয়ে এবং অবশ্যই বরফের ছোঁয়া পেয়ে এই সময়েই সিকিমের এই অংশটি সবচেয়ে সুন্দরী হয়ে ওঠে। ঠান্ডা তো থাকেই, তবে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে থাকে রাস্তা বন্ধ থাকার অনিশ্চয়তা (অতিরিক্ত বরফের জন্য), কিন্তু তবুও এই রুটের সৌন্দর্য সবচেয়ে ভালোভাবে উপভোগ করতে গেলে আদর্শ সময় কিন্তু এই শীতে। এপ্রিল থেকে মোটামুটি শুরু হয় সামার সিজন, চলে জুন অব্দি, যতদিন না বৃষ্টি শুরু হচ্ছে। এই সময়টা আবার অন্যরূপ, পাহাড়ি ফুলের ছড়াছড়ি, নদীর
তীব্র স্রোত, আবহাওয়া থাকে মনোরম। অতিরিক্ত ঠান্ডার কামড় থেকে খানিকটা রেহাই পাওয়া যায় এই সময়টা। জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি বর্ষার সময় এইদিক এড়িয়ে চলাই ভালো।
👉ট্যুর প্ল্যান
এই রুটে ট্যুর করতে চাইলে মোটামুটি 4 রাত 5 দিন স্ট্যান্ডার্ড হবে।
কিন্তু সময়ের অভাবে 3 রাত 4 দিনেও আপনারা কভার করতে পারেন।
👉 প্রথম দিন নিউ জলপাইগুড়ি / শিলিগুড়ি/ বাগডোগড়া থেকে পৌঁছে যান কালিমপং / সিলারিগাঁও / ইচ্ছেগাঁও / দলেপগাঁও, দ্বিতীয় দিন থাকবেন আগামলোক / লিংথাম এ, তৃতীয় দিনটা থাকুন সোজা জুলুক / পদমচেন এ । চতুর্থ দিন সিল্ক রুট ট্যুর সেরে নীচে নেমে চলে আসুন রিশিখোলা / রোলেপ এ । পরের দিন ফিরে আসুন নিউ জলপাইগুড়ি / বাগডোগড়া।
⭐⭐⭐
এছাড়া যেহেতু কালিমপং থেকে শুরু এই ট্যুর তাই চাইলে কালিমপং লোকাল সাইডসিন করে সিলারিগাঁও যেতে পারেন,(সেক্ষেত্রে গাড়ি ভাড়া বেশী পরে) আবার কালিমপং, লাভা, লোলেগাঁও বা রিশপ এক রাত থেকে সিল্করুট ঘুরতে পারেন। অবশ্য সেক্ষেত্রে আপনাকে ট্যুরের দিন বাড়াতে হবে।
⛰️ DAY- 1
(NJP TO KALIMPONG / SILLERY GAON / ICHHEGAON / BURMIK etc. )
প্রথম দিন নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি করে সোজা চলে আসুন সিলারিগাঁও,দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম করে বিকেলে বা পরদিন ভোরে পায়ে হেঁটে দেখে আসতে পারেন রামিটি ভিউ পয়েন্ট ।
রাত্রিবাস সিলারিগাঁও, ইচ্ছেগাঁও থাকলে বিকেলে জঙ্গল হাইকিং এ যাওয়া যেতে পারে । আর বারমিক হলে দেখতে পাবেন পাহাড়ের কোলে সূর্যাস্ত। 🌲
⛰️ DAY- 2
( SILERY GOAN TO PADAMCHEN / LINGTHAM / AGAMLOK )
সকাল সকাল ব্রেকফাস্ট করে রংলি তে পারমিট করে চলে যাবো পাদামচেন, রাস্তায় দেখবো পেডং, লিংথাম, কিউখোলা ফলস, রংলি মার্কেট, রাত্রিবাস পাদামচেন।🌲
⛰️ DAY - 3
( PADAMCHEN TO ZULUK / LUNGTHUNG )
তৃতীয় দিন সকালের ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ব আশেপাশের দর্শনীয় স্থানগুলির উদ্দেশ্যে। এরমধ্যে প্রথম দ্রষ্টব্য স্থান জুলুক।এটি মূলত ছোট গ্রাম,সেনা ছাউনিগুলো এখানে দেখতে পাওয়া যায়।
জুলুকের প্রধান আকর্ষণ জিগজ্যাগ রোড। পাহাড়ের গা বেয়ে সর্পিল পাকদন্ডী পথ মনকে শিহরিত করবে, থাম্বি ভিউ পয়েন্ট (১১,২০০ ফুট) থেকে যেটা দেখার আনন্দ অন্যরকম ।
এরপর যাবো ১১,৫০০ ফিট উচ্চতায় অবস্থিত লক্ষ্মণ চক, নাথাং ভ্যালি, 🕉️ ওল্ড বাবা মন্দির (বাবা হরভজন সিং এর নামে মন্দির),হাতির শুঁড়ের মতো দেখতে এলিফ্যান্ট লেক, কুপুপ লেক, গলফ কোর্স, জেলেপ্লা পাস এর মতো নৈসর্গিক সৌন্দর্য্যে ভরপুর অসাধারণ স্থান গুলি।
উপরের সব জায়গা কভার করে কেও কেও Nathang Valley তেও থাকেন ( সেক্ষেত্রে প্ল্যান 1 রাত বেশি করতে হবে ) বা নিচে নেমে ZULUK / LUNGTHUNG অথবা PADAMCHEN থাকেন ।
যারা Zuluk এর একটু উঁচুতে Lungthung এ রাত্রিবাস করবেন তাদের জন্য বাড়তি পাওনা Lungthung এর হোম স্টে তে বসেই সানরাইজ। 🌲
⛰️DAY- 4️
( ZULUK / LUNGTHUNG TO RISHIKHOLA RIVER SIDE / ROLEP / ARITAR )
ZULUK থেকে Breakfast করে সোজা চলে যাবো Rishikhola, রাস্তায় Aritar lake, Binayak Mandir, আর Aritar Monestry দেখা।
আজ রিশিখোলা তে নদীর ধারে রাত্রিবাস এবং রাতে ক্যাম্পফায়ার (নিজস্ব খরচে),অথবা রোলেপ হাঙ্গিং ব্রিজ আর বুদ্ধ মনাস্ট্রি দেখে রোলেপ এ থাকা। আরিতার এ থেকেও উপরের জায়গা গুলো দেখে নেওয়া যায়। রাত্রিবাস RISHIKHOLA RIVER SIDE।🌲
⛰️ DAY - 5️
আজ একটু তাড়াতাড়ি Breakfast করে পাহাড় কে টাটা করে মধুর স্মৃতি ও মনে একরাশ আনন্দ নিয়ে চলে যাবো Njp / Bagdogra নিজের নিজের বাড়ির উদ্দেশ্যে।🌲
এই ট্যুরটিকে ইচ্ছামতো কাস্টমাইজড করে নেওয়া যায়। হাতে সময় থাকলে একদিন রোলেপ বা লুংথুং-এ থাকতে পারেন। আর যদি গ্যাংটককে একদিন যোগ করতে চান তবে জুলুক থেকে নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির, কুপুপ লেক দেখে নিউ বাবামন্দির ও ছাঙ্গু লেক হয়ে গ্যাংটক পৌঁছতে পারেন। তবে শীতে বরফপাতের সম্ভাবনার কারণে এই রাস্তা দিয়ে গ্যাংটক পৌঁছনো অনেক সময় অনিশ্চিত হয়ে যেতে পারে । তাই শীতকালে এই রুটে প্লান না করাই ভালো।
🍁🍁🍁🍁
👉আপনি চাইলে আমাদের ওয়েবসাইট www.traveldow.com থেকেও এই Tour বুক করতে পারেন এবং Homestay or Resort এর ছবি গুলি দেখে নিতে পারেন।
➡️ Include :
✅ Deluxe Catagory Homstay or Resort এ প্রয়োজন মত রুম
( মিনিমাম ডাবল )
✅ Pick Up, Drop, All Mentioned Sightseeing in Itinerary.
✅ গাড়ি : Sumo/Bolero গোটা জার্নির জন্য ( যারা Innova/Xylo খুঁজবেন রেট সেক্ষেত্রে আলাদা হবে )
02 জন / 03 জন হলে ছোটো গাড়ি নিতে পারেন ।
✅ খাওয়া দাওয়া : সকালের চা, ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধ্যার চা ও স্ন্যাকস, ডিনার ( ভেজ / নন ভেজ ) ।
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
➡️ Exclude :
✅ NJP সিন্ডিগেট পার্কিং চার্জ ( 200 টাকা )
✅ পারমিট খরচ ( গাড়ি প্রতি আনুমানিক 500 টাকা )।
🍁🍁🍁🍁
⭐ কিছু জিনিস মাথায় রাখতে হবে এই দিকের ট্যুরে ⭐
☑️ দুই তিনজন ট্যুর করতে গেলে একটু খরচ সাপেক্ষ হবে, তাই অন্তত 7-8 জনের গ্রুপ করার চেষ্টা করুন। ট্যুর বাজেট ফ্রেন্ডলি হবে।
☑️খুব বেশি দর্শনীয় স্থান মানে সাইডসিন পয়েন্টস খুব বেশী এদিকে পাবেন না শুরুর দিকে। আসল সাইডসিন ওই জুলুকের পর। তাই প্রকৃতির সৌন্দর্য শান্ত পরিবেশে উপভোগ করতে চাইলে,
তবেই এদিকটা বাছবেন। পয়েন্ট ধরে ধরে ঘোরার মত জায়গা কিন্তু সিল্করুট নয়। যেটুকু আছে, 4-5 দিনের মধ্যে খুব ভালোভাবে কভার করা যাবে অনায়াসে।
☑️থাকার জন্য আছে অনেক option, কিন্তু এই পোস্টে আমরা উল্লেখ করেছি (Deluxe Catagory) ভালো মানের কিছু হোমস্টে বা রিসর্ট। সার্ভিস যথেষ্ট স্ট্যান্ডার্ড দেওয়ার চেষ্টা করি আমরা, কিন্তু তবুও উল্লেখ করতেই হবে যে জুলুক বা তার উপরের জায়গাগুলোতে আপনি রাত্রিবাস করতে চান সেখানে উচ্চতাজনিত কারণে ও কিছু আঞ্চলিক সমস্যার জন্য খুব বেশি মানের আধুনিক ব্যাবস্থাপনা করা শক্ত কিছু ক্ষেত্রে।
👇 Rate Chart 04 রাত্রি 05 দিন 👇
------------------------------------------------
8 Heads - Rs. 7300/(Per Head) DELUXE.
8 Heads - Rs. 6100/(Per Head) STANDARD.
👇 Rate Chart 03 রাত্রি 05 দিন 👇
------------------------------------------------
8 Heads - Rs. 6100/(Per Head) DELUXE.
8 Heads - Rs. 5200/(Per Head) STANDARD.
************
ট্যুর রেট সিজন হিসেবে পরিবর্তনশীল, তবে খুব একটা হেরফের হয় না।
বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে চাইলেও তা আমরা করে দেব সে ক্ষেত্রে হোমস্টে বা রিসর্ট এর রুম Standard Catagory হবে।
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
👇আরো বিস্তারিত জানতে বা বুকিং এর জন্য যোগাযোগ করুন 👇
☎️ +919332940826
☎️ +917076734657
🖥️ https://traveldow.com
📩email. [email protected]
🖥️https://www.facebook.com/Traveldow
https://wa.me/message/LKVSQ7CF672PH1
⭐রেট সিজন হিসেবে পরিবর্তনশীল⭐
আমাদের এর নিজস্ব ও অ্যাসোসিয়েট হোমস্টে গুলো কিরকম হতে পারে তার কিছু ছবি দেওয়া হোলো।⭐