![#ঝালং_বিন্দু_জলঢাকাবর্ষায় এ যেন ডুয়ার্সের এক অন্য রূপ- নিরিবিলি, নির্জন, সদ্য স্নান করে ওঠা সুন্দরী তরুণী ডুয়ার্স। ঝালং...](https://img5.travelagents10.com/202/130/236634422021307.jpg)
24/01/2023
#ঝালং_বিন্দু_জলঢাকা
বর্ষায় এ যেন ডুয়ার্সের এক অন্য রূপ- নিরিবিলি, নির্জন, সদ্য স্নান করে ওঠা সুন্দরী তরুণী ডুয়ার্স। ঝালং, বিন্দু, জলঢাকা, অ্যাপেল স্টোন, গৈরিবাস ভিউ পয়েন্ট সহ পাহাড়ী রাস্তায় বৃষ্টিভেজা একটি দিনের ভ্রমণ কাহিনী রইল আপনাদের জন্য।