27/06/2024
𝐒𝐈𝐋𝐊 𝐑𝐎𝐔𝐓𝐄 𝐓𝐎𝐔𝐑
#সিল্করুট
#ভালো_ঘুরুন_সস্তায়_নয়
```~4 Night 5 Days~```
🔆NJP to NJP 🔆
🔆Only 5800/-🔆
🔆For 8 Pax🔆
যে কোনো দিন
Call - 📞Debaniwita - ✨6294009604
✨6297979922
আমাদের নিজের হোম স্টে —
*Tour Plan*
👉 #প্রথমদিন - এনজিপি স্টেশন থেকে পিক আপ হওয়ার পর আমরা রওনা দেব ARITAR এর উদ্দেশ্যে। রংপো হয়ে প্রবেশ করবো সিকিমে এবং তিস্তা নদীর পাশ কাটিয়ে আমরা পৌঁছে যাব । দুপুরে লাঞ্চের পর আমরা দেখব LAKE এবং চাইলে আপনারা বোটিং করতে পারেন।
এদিন রাত্রিযাপন এ।
👉 #দ্বিতীয়দিন -সকালবেলা চা খেয়ে আপনারা চাইলে পায়ে হেঁটে মানকিম (Mankim) ঘুরে আসতে পারেন।
ফিরে এসে ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব এর উদ্দেশ্যে।
রাস্তায় পড়বে রঙিলি বাজার( Rongli Bazar)। এই রঙিলি বাজার থেকে আমরা পারমিট বের করে সোজা এগিয়ে যাব জুলুক এর উদ্দেশ্যে এবং রাস্তায় দেখে নেব এক অপূর্ব ওয়াটার ফল যার নাম কিউ খোলা ওয়াটারফল( )।
এদিন রাত্রিযাপন Padamchen এ।
👉 #তৃতীয়দিন- ব্রেকফাস্ট করে এদিন আমরা দেখব জুলুক, থাম্বি ভিউ পয়েন্ট, জিগজাগ ভিউ পয়েন্ট, লাক্সমি চক, নাথাং ভ্যালি, এলিফ্যান্ট লেখ ,কুপূপ, ওল্ড বাবা মন্দির ( , , , , , ) এবং ফিরে এসে রাত্রি যাপন করব জুলুক / Padamchen এ।
👉 #চতুর্থদিন - সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা রওনা দেবো সিলেরি গাঁও( Sillery Gaou) এর উদ্দেশ্য।
রাস্তাতে আমরা দেখতে পাব ঋষি খোলা( Rishikhola)। ঋষি নদীর খরস্রোতা জলে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে পৌঁছে যাব সিলারিগাঁও
( )।
লাঞ্চের পর বিকেলবেলা আমরা পায়ে হেঁটে দেখে নিতে পারি দামসং ফোর্ট( )।
রাতে দূরে সেই গ্যাংটক শহরের ছোট ছোট লাইট গুলো সত্যিই মন হারায়।
এদিন রাত্রিযাপন সিলারিগাঁও এ।
👉 #পঞ্চমদিন- সকালবেলা ঘুম থেকে উঠে জানালা দিয়ে কাঞ্চনজঙ্ঘা ( ) অপূর্ব দৃশ্য সত্যিই মন কেড়ে নেওয়ার মতন।
চা খেয়ে আমরা পায়ে হেঁটে রামিতি ভিউ পয়েন্ট( ) ঘুরে আসতে পারি। ফিরে এসে ব্রেকফাস্ট করে আমরা রওনা দেবো এনজিপি উদ্দেশ্যে এবং সাথে নিয়ে যাব এই কদিনের মনভোলা স্মৃতি।
🔆Including
✓Njp to Njp
✓Personal Car(8 Pax Shearing)
✓Breakfast +Lunch + Dinner+ Evening Snacks.
✓All Sightseeing as per itinerary.
✓Personal Room (Family wise)
or whatsapp : 🔆6294009604
🔆6297979922
For more details.