Explorewith2cupchai

Explorewith2cupchai Travel � more worry less

Winter really a season for travel and picnic. In this particular season many flowers you find here and there.Below there...
29/03/2023

Winter really a season for travel and picnic. In this particular season many flowers you find here and there.

Below there are some places in West Bengal where you can find flower garden.

1. Khirai ( Purba Medinipur District)
2. Naskar Dighi ( purba Medinipur District)
3. Janabar (Purba Medinipur District)
4. Shyampur- Parlanka (purba Medinipur)

পুরী স্পেশাল ট্রেন
02/03/2023

পুরী স্পেশাল ট্রেন

04/02/2023
দা-জা -ক -দু -বাতালসারি -বিচিত্রপুর ছাড়িয়ে ভুশেন্ডশ্বর যাওয়ার পথে চন্দ্রবালি খাটি এর কাছে চোখে পড়ে বিশাল এলাকা জুড়ে সুবর...
03/02/2023

দা-জা -ক -দু -বা

তালসারি -বিচিত্রপুর ছাড়িয়ে ভুশেন্ডশ্বর যাওয়ার পথে চন্দ্রবালি খাটি এর কাছে চোখে পড়ে বিশাল এলাকা জুড়ে সুবর্ণরেখা বিলীন হচ্ছে বঙ্গোপসাগরে। সেই দৃশ্য এর আজও ভুলিনি। সেই গল্প নইলে অন্য কোনোদিন। মনে প্রশ্ন ছিলো এরপরের কি কি Sea Beach রয়েছে? সেই চিন্তা থেকেই দা -জা -ক -দু -বা।

কি এই দা -জা -ক -দু -বা ? সেটা নইলে ক্রমশ প্রকাশ্য। কথায় বলে আগে দূরের টা দিয়ে শুরু করতে হয়। সেইমতো শীতের প্রবল কাঁপুনি নিয়ে উড়িষ্যা অভিমুখে বাইক নিয়ে যাত্রা শুরু হয়। হলদিপদা থেকে বামদিক বরাবর আরো কিছুদূর যাওয়ার পর প্রথম গন্ত্যবে পৌঁছে যাই। বেলা তখন গড়ে ৯টা বেজে গেছে।

১. দু - দুবলাগাডি সমুদ্র সৈকত -

সুমদ্র সৈকতে ঢোকার অনেক আগেই দেখা যায় I LOVE DUBLAGADI এর একটা সেলফি পয়েন্ট। তারপর বালিয়াড়ি আর ঝাউ গাছের জঙ্গল পেরিয়ে সমুদ্র। এখানে সমুদ্র সময়ের বিচারে কাছে কিংবা দূরে সরে যায়। আমরা যখন পৌঁছে ছিলাম তখন সমুদ্রের ফেলা যাওয়া জলে বাচ্চারা ছুটোছুটি করে বেড়াচ্ছে। শীতকালের কয়েকটা মাস বাদ দিলে বাকি সময় প্রায় ফাঁকা বা নির্জন থাকে এই সমুদ্র সৈকত। চারপাশে মাঝে মাঝে লাল কাঁকড়ার উঁকিঝুঁকি দেখতে পাওয়া যায়। কিছু চা -বিস্কুট এর দোকান ও রয়েছে দেখলাম। চারপাশে পিকনিক ও হচ্ছে দেখা গেলো। মূলত এখানে সবাই Beach Camp বুকিং করেই আসেন। সেখানে তিন থেকে চার বেলার খাওয়ার ও থাকা Include থাকে। টেন্ট থেকে মাড হাউস সবই রয়েছে। যেমন দাম -তেমন ধাম। নিরিবিলিতে সময় কাটান -পরিবার কে সময় দিন আর কি চাই ? পিকনিক করার প্ল্যান না থাকলে খাওয়ার সঙ্গে রাখবেন। সেই অর্থে ভাতের হোটেল এখানে পাবেন না।
যদিও Beach Camp গুলোতে কথা বলে ম্যানেজ করতে পারেন।
এখানে আসার সবচেয়ে সহজ উপায় হলো বালেশ্বর রেল স্টেশনে নেমে গাড়ী রিসার্ভ করে আসুন কিংবা Beach Campগুলোতে আগে থেকে ফোন করে গাড়ী স্টেশনে আনিয়ে নিন। দরদামের উপর নির্ভর করবে কত নেবে ? তবে ৭০০-১০০০ এর মধ্যে ধরে রাখুন। সড়কপথে আসলে হলদিপদা থেকে বাম দিকের রাস্তা ধরুন।

https://goo.gl/maps/YrMmRSq1cagtULy77

কয়েকটি Beach Camp এর নাম ও ফোন নম্বর (সার্ভিস কেমন তা জানি না। কারণ আমি থাকিনি )

A ) Triple R Camp - ৭৮৭৩৬৬৭৬৩৭/৯৭৭৭৮৫৫৩৩-----www.triplercamp.in
B) Camp With Care -৯৭১১১০৭৩৩৯
C) Galaxy Nature Camp -৯৭৪৮৩৬০৮৩০/৮৯৮৪৯৫৪০২৩
D) Ocean Breeze Retreat -৮০৯৩০৯২৩৬০/৮২৪৯০০৮৭৯৮
এছাড়া আরো হয়তো রয়েছে। ....

২. বা - বাগদা সমুদ্র সৈকত -

বাগদা চিংড়ি থেকে বাগদা নাকি ভাবতে গিয়ে জানলাম গ্রামটার নাম বাগদা। দুবলাগাডি সমুদ্র সৈকত থেকে ১ থেকে ১.৫ কিমি। মনে হয় তারও কম। আমি তো দিব্যি হেঁটে হেঁটে দুবলাগাডি থেকে বাগদা চলে গিয়েছিলাম। একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। বিশেষ আকর্ষন কিছুই নেই। ফাঁকা নিরিবিলি সমুদ্র সৈকত ,লাল কাঁকড়া আর ছোট ছোট ঝিনুকের ছড়াছড়ি। এখানেও সেই থাকার জন্য Beach Camp রয়েছে। এখানে আসার রুট ও একই। বালেশ্বর রেল স্টেশন থেকে এখানের দূরত্ব ৩৪ কিমির মতন।

https://goo.gl/maps/4dVaEej8xS6DZksm7

কয়েকটি Beach Camp এর নাম ও ফোন নম্বর (সার্ভিস কেমন তা জানি না। কারণ আমি থাকি নি )

A )MyEcoCamp-৭০০৮৩৪৯৩৫৩/৭৮৪৯০১৮৮৬৮------www.myecocamp.in

B) Vi-Kings -৬২৯০৯৫২৫৯৮

C ) Sea Safari Beach Camp -৯৪৩৭৩১৬১৭৬/৭৩৮১৩৬০৭২৩

এছাড়া আরো হয়তো রয়েছে। ....

Note: Beach Camp থেকেই দরাদরি করে গাড়ী নিয়ে ঘুরে আসতে পারেন চাঁদিপুর সমুদ্র সৈকত ,পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ,নীলগিরি ,Blue Lake ,ইমামি জগন্নাথ মন্দির ,ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। এছাড়া
Beach Camp থেকে ৪০০-৫০০ টাকার বিনিময়ে বোটে করে নদী দিয়ে মোহনা অব্দিও নিয়ে যাওয়ারও ব্যবস্থা রয়েছে।

৩. ক - কসাফল সমুদ্র সৈকত -

ভরা শীতের মরশুমেও একটি -দুটি লোক ছাড়া এখানে আমরা কাউকে দেখিনি। সাদা বালি -লাল কাঁকড়া আর অফুরন্ত নীরবতা ,কখন যে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। চারপাশে ঘন ঝাউ গাছের ভেতর দিয়ে ছুটে বেড়াতে মন্দ লাগবে না। গ্রামের পরেই যে এমন শান্ত -নীরব সমুদ্র সত্যি খুব অবাক লাগে। চারপাশ এতো পরিষ্কার অন্য সমুদ্র সৈকতে দেখা পাওয়া ভার। এখানে থাকার বা খাওয়ার কোনো ব্যবস্থা নেই। দুবলাগাডি থেকেও ঘুরে যেতে পারেন। Google Maps এ well Marked . সড়কপথে আসলে ভেলোরা চৌক থেকে কসাফল সমুদ্র সৈকত যাওয়ার রাস্তা ধরুন। পিকনিক করতে পারেন। সঙ্গে কিছু খাওয়ার নেবেন যদি পিকনিকের আয়োজন না থাকে। ছোট গাড়ী নিয়ে যাবেন।

https://goo.gl/maps/AFhA5rg4FuhHppGk7

৪. জা - জামুনাসুল সমুদ্র সৈকত -

গান্ধী চৌক থেকে বাম দিক বরাবর যাওয়ার পর অনেকখানি গেলে চোখে পড়ে জামুনাসুল সমুদ্র সৈকত। উড়িষ্যা সরকারের একটি পান্থনিবাস কে বামদিকে রেখে সোজা একটি নড়বড়ে সেতু পেরিয়ে তারপর শুরু হয় ঝাউবন দিয়ে দেখা যায় দূরে সুমদ্র। দেখবেন সারি সারি মাছ ধরার নৌকা দাঁড়িয়ে যেন জটলা করছে। কাঁকড়ার পেছনে ছুটে বেড়ানো কিংবা বসে থেকে নৌকা গুলোর দুলুনি দেখা সবই আপনার উপর। পিকনিক করতে চাইলেও নো চিন্তা। থাকার জন্য রয়েছে একটি মাত্র পান্থনিবাস।

https://goo.gl/maps/mwcsdAuWuToqSebC9

পান্থনিবাসে থাকার ফোন নম্বর -৮৩৩৭৯২৭৪৯৮(খাওয়ার খরচ আলাদা )

৫. দা - দাগারা সমুদ্র সৈকত -

বর্তমানে বেশ পরিচিত এবং ঐদিন সবচেয়ে বেশী লোক বোধহয় এখানেই গেছিলো। পিকনিক করার ভিড় ছিলো এখানে দেখার মতন। পুরীর মতন এখানে বালিতে বিভিন্ন কারুকার্য কিছু ছেলে করছিলো।
সমুদ্র সৈকতে আইসক্রিম থেকে বসার চেয়ার সব কিছুই পেয়ে যাবেন। থাকার জন্য রয়েছে বেশ কিছু হোটেল ও Beach ক্যাম্প। নিরিবিলিতে দুটো দিন কাটাতে চাইলে এই জায়গাটিও মন্দ নয়।

https://goo.gl/maps/igzoQELCS77mFsN28

কয়েকটি Beach Camp এর নাম ও ফোন নম্বর (সার্ভিস কেমন তা জানি না। কারণ আমি থাকি নি )

A. Dagara Nature Camp----93428624387
B. Crown Of India Hotel and Restaurant ----9986610640
C. Paradise Complex Homestay-----8093849995/7008004307
D. Hotel Laxmipriya----9040224379 www.hotellaxmipriya.in

আপনারা শুরু করুন দাগারা দিয়ে। যদিও আমি এইসব গুলি একদিনেই দেখা শেষ করেছিলাম। Beach Camp এর থাকা বা খাওয়ার অভিজ্ঞতা বাদ দিয়ে জায়গাগুলি কেমন দেখতে চাইলে নিচের লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন -
https://youtube.com/playlist...

অনেক তথ্য হয়তো বাদ থেকে গেলো আপনারা জানলে কমেন্ট বক্সে লিখে আরো আমাদের সমৃদ্ধ করুন।
নিচে কিছু ছবি দিয়ে দিলাম

★★★★★ · Tourist information center

29/01/2023

।।মোরগ লড়াই।।

24/01/2023

Full Video out soon...

17/01/2023

Tomorrow @8 AM

বাগদা ও দুবলাগাডি সুমদ্র সৈকত গেলে কাজে আসতে পারে...
09/01/2023

বাগদা ও দুবলাগাডি সুমদ্র সৈকত গেলে কাজে আসতে পারে...

08/01/2023

যারা এখনও দুবলাগাডি সুমদ্র সৈকত (উড়িষ্যা)ভিডিও টি দেখেন নি -
https://youtu.be/509BG8gUHwk

আর পরের পর্ব বাগদা সুমদ্র সৈকত দেখতে পাবেন বুধবার সকাল ৮ টা থেকে

06/01/2023

প্রথম ভিডিও আসছে...

https://youtu.be/LeOf-zfpgwQ
03/01/2023

https://youtu.be/LeOf-zfpgwQ

উড়িষ্যার পাঁচটি আনকোরা সমুদ্র সৈকত নিয়ে শুরু হতে চলেছে একটি ট্রাভেল সিরিজ। এই পাঁচটি আনকোরা সমুদ্র সৈকত আমরা একদ...

02/01/2023

মেদিনীপুর চার্চের মেলা ১মিনিটে

 # একটু অন্যরকমের মেলানতুন বছর ,শীতকাল আর চারপাশে বিভিন্ন রকমের মেলা। মেলাতে যেতে কমবেশী সকলেই পছন্দ করেন। আমিও এইরকমই এ...
02/01/2023

# একটু অন্যরকমের মেলা

নতুন বছর ,শীতকাল আর চারপাশে বিভিন্ন রকমের মেলা। মেলাতে যেতে কমবেশী সকলেই পছন্দ করেন। আমিও এইরকমই একটি মেলাতে গিয়েছিলাম কিছুদিন আগেই। যে মেলার পরিচিতি দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও। হেঁয়ালি না করে বলেই ফেলি , গিয়েছিলাম পশ্চিম মেদিনীপুর জেলার ,পিংলা থানার ,নয়া গ্রামে। যেই গ্রাম আর পাঁচটা গ্রামের মতো সাধারণ গ্রাম নয় ,এটি পটচিত্র গ্রাম বা পটের গ্রাম।

পটচিত্র সম্পর্কে সকলেই প্রায় জানেন। যারা জানেন না তাদের জন্য একটু বলে দিই -

পটচিত্র হলো একটি প্রাচীন লোকশিল্প। প্রাচীনকালে একদল মানুষ কাপড় কিংবা কাগজের ওপর দেবদেবীর প্রচলিত কাহিনীর ছবি লিখে গ্রামে গ্রামে ঘুরে গান গেয়ে পট দেখাতেন কিছু মানুষ। এটাই ছিল তাদের জীবিকা। এই সমস্ত মানুষদের বলা হতো পটুয়া। বংশপরম্পরায় এই শিল্প আজও বিভিন্ন জায়গায় বর্তমান।

উজ্জ্বল রঙিন ছবিগুলি দেখাতে দেখাতে সহজ সরল গান আজও বহু মানুষদের কাছে অন্যতম আকর্ষণ। বর্তমানে পশ্চিম মেদিনীপুর ,বাঁকুড়া ,বীরভূম জেলায় এবং পড়শি রাজ্য উড়িষ্যা ,বিহার ও ঝাড়খণ্ডে পটশিল্পের চল রয়েছে।

যুগের সাথে তাল মিলিয়ে এই শিল্পের বিকাশও ঘটেছে ,পেয়েছে বিশ্বজোড়া খ্যাতি। বর্তমানে পটের কাজ খালি কাপড়ের মধ্যে সীমাবদ্ধ নেই - চায়ের কাপ থেকে ,কেটলী, হাতের ছাতা। জামাকাপড় সবেই পটচিত্রের ছোঁয়া দেখতে পাওয়া যায়। পটচিত্রে ব্যবহৃত রংও বিভিন্ন প্রাকৃতিক উপাদান থেকে ইনারা পান। স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় থেকে প্রচুর মানুষ আজ এখানে আসেন। গবেষনাও চলে পুরোদস্তুর।

কি করে এখানে পৌঁছবেন ?

হাওড়া স্টেশন থেকে যেকোনো খড়্গপুর-মেদিনীপুরগামী লোকালে সকাল সকাল চেপে বসুন। নেমে পড়ুন বালিচক স্টেশনে। যদি গাড়ি ভাড়া করতে চান মানে অনেকজন থাকেন তাহলে বালিচক থেকেই অনেক গাড়ি পেয়ে যাবেন নয়া গ্রাম যাওয়ার জন্য। অল্প খরচে পৌঁছতে চাইলে বালিচক স্টেশন থেকে ময়নাগামী যেকোনো বাস বা ট্রেকারে চেপে বসুন দিয়ে নয়া গ্রাম স্টপেজে নামুন। রাস্তার ধারেই এই পটচিত্র গ্রাম।

কি কি দেখবেন ?

একটা আস্ত গ্রাম , গ্রামের সবাই চিত্রকর। পটের কাজ দেখুন ,তাদের সাথে গল্পে ডুবে যান। কি করে তারা পটচিত্র বানায় সেটা দেখুন। প্রাকৃতিক রং তৈরীর কাজটিও দেখুন। কিনে নিতে পারেন আপনার পছন্দের জিনিষপত্র ইনাদের কাছ থেকে। গ্রামের মাঝেই রয়েছে একটি মিউজিয়াম। দেখে নিতে পারেন সেটিও। বাহাদুর চিত্রকরের বাড়িটিও দেখার মতন। কত কি না রয়েছে বাড়িটির মধ্যে। পটের গান শুনতে অবশ্যই ভুলবেন না। যদি সময় থাকে ২১ কিমি দূরের ময়নাগড় রাজবাড়ীও ঘুরে নিতে পারেন।

যদি থাকতে চান ?

রয়েছে একটি হোম স্টে থাকার জন্য। সকালের চা ,দুপুর আর রাতের খাওয়া-দাওয়া মিলে জনপ্রতি ১০০০ টাকা করে লাগবে বলে আমায় বলেছিলো। আপনারা কল করে বাকি তথ্য জেনে নিতে পারেন। রুম কেমন জানার জন্য নিচের ভিডিওটি দেখুন।

মোবাইল নম্বর -Bahadur Chitrakar-9734536388

খাওয়ার -দাওয়ার ?

গ্রামে খাওয়ার খাওয়ার জায়গা আমি দেখিনি। তবে গ্রামে বলে দেখতে পারেন। নতুবা আপনাদের পিংলা বাজার যেতে হবে খাওয়ার জন্য। দূরত্ব -৬ কিমি।

প্রত্যেক বছর ডিসেম্বর মাসে এদের একটি মেলা হয় যার নাম পটমায়া। এইসময় সারা গ্রাম পটচিত্রে ছেয়ে থাকে। হয় দেশ -বিদেশ থেকে আসা বিভিন্ন লোকশিল্পীর অনুষ্ঠান। বিভিন্ন ফটোগ্রাফার রাও আসেন এই সময়।

দেখতে পারেন নিচের Website টি বিশদে জানতে -
https://bengalpatachitra.com/

যদি লেখাটি ভালো লাগে নিচের ভিডিওটিও দেখে নিতে পারেন -
https://www.youtube.com/watch?v=l2yQpNMlvAI

01/01/2023

দেখতে ভুলবেন না...একটু অন্য রকমের মেলা...
https://youtu.be/l2yQpNMlvAI

26/12/2022

এখনও দেখে না থাকলে ... গড়চুমুক প্রথম পর্ব প্রকাশিত -

https://youtu.be/s3c-xs7LRMw

সবাইকে জানাই Merry Christmas...video এসে গেছে চটপট নিচের লিংকে ক্লিক করে দেখে নিন ....https://youtu.be/s3c-xs7LRMw
25/12/2022

সবাইকে জানাই Merry Christmas...video এসে গেছে চটপট নিচের লিংকে ক্লিক করে দেখে নিন ....

https://youtu.be/s3c-xs7LRMw

আজ ছবির গল্প দেখে নিন.. মূল ভিডিওর কাজ চলছে ... আসছি খুব জলদি..
22/12/2022

আজ ছবির গল্প দেখে নিন.. মূল ভিডিওর কাজ চলছে ... আসছি খুব জলদি..

21/12/2022

Coming soon

West Bengal Forest Department Corporation এর অনেক জায়গায় রয়েছে গেস্ট হাউস বা রিসোর্ট গোছের থাকার জায়গা। পশ্চিমবঙ্গের...
19/12/2022

West Bengal Forest Department Corporation এর অনেক জায়গায় রয়েছে গেস্ট হাউস বা রিসোর্ট গোছের থাকার জায়গা। পশ্চিমবঙ্গের টোটাল ৩৩টি জায়গায় রয়েছে এগুলো। যেখানে অনলাইন বুকিং করে চলে যেতে পারেন.. রয়েছে এদের জঙ্গল সাফারি, হাতি সাফারি... রয়েছে ফ্রিতে এদের ক্লাব মেম্বারশিপ নেওয়ার সুযোগ। জেনে নিন সেই সব তথ্য নিচের লিংকে ক্লিক করে -

https://youtu.be/VCk20aolMbw

Best Of Luck Guys
17/12/2022

Best Of Luck Guys

Address

Debra
Debra
721160

Alerts

Be the first to know and let us send you an email when Explorewith2cupchai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Explorewith2cupchai:

Videos

Share

Category


Other Travel Services in Debra

Show All