Ekaa Travels

Ekaa Travels সবচেয়ে কম খরচে সবচেয়ে ভালো ভ্রমণের ?

31/12/2021
29/05/2021

** Ekaa Travels **

Keep Connected With us .


21/05/2021

Keep Connected With Us !!


Nakkati Hill❤️
20/05/2021

Nakkati Hill❤️

শহর জুড়ে যেন প্রেমের মৌসুম❤️
19/05/2021

শহর জুড়ে যেন প্রেমের মৌসুম❤️

1st Tour After Lockdown  Ekaa GroupBeyond The Best
22/11/2020

1st Tour After Lockdown



Ekaa Group
Beyond The Best

 ,  .
21/09/2020

, .

Badal Giri Waterfalls,  Gurundia Block, Sundargarh District, Odisha State, INDIA 🇮🇳
21/09/2020

Badal Giri Waterfalls, Gurundia Block, Sundargarh District, Odisha State, INDIA 🇮🇳

"Dhanushkodi" (The Last Point of The Indian Penninsula), Rameshwaram
16/09/2020

"Dhanushkodi" (The Last Point of The Indian Penninsula), Rameshwaram

Dudhsagar waterfall ♥️
11/09/2020

Dudhsagar waterfall ♥️

Uttarey Valley, India-Nepal International Border, Uttarey Village, West Sikkim District, Sikkim State, INDIA 🇮🇳
11/09/2020

Uttarey Valley, India-Nepal International Border, Uttarey Village, West Sikkim District, Sikkim State, INDIA 🇮🇳

🎂🎂🎂🎂EKAA  পরিবারের পক্ষ থেকে,,Dip Roy (CEO and Founder of Ekaa Group)  কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ।।" Many Man...
10/09/2020

🎂🎂🎂🎂

EKAA পরিবারের পক্ষ থেকে,,

Dip Roy (CEO and Founder of Ekaa Group) কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ।।

" Many Many Happy Returns Of The Day "

Dabhosa Falls, Western Ghats, Jawhar Taluka, Palghar District, Konkan Region, Maharashtra State; INDIA 🇮🇳
09/09/2020

Dabhosa Falls, Western Ghats, Jawhar Taluka, Palghar District, Konkan Region, Maharashtra State; INDIA 🇮🇳

07/09/2020

Dongar Pada Waterfall, Umarkui Village, Union Territory of Dadra and Nagar Haveli, INDIA 🇮🇳️

05/09/2020

04/09/2020

Some Dream Places of India

04/09/2020

 #গড়পঞ্চকোট(পুরুলিয়া)               ☘️ এই মহামারীর দুশ্চিন্তা নিয়ে কোথাও বেরোতে না পেরে বাড়িতে বসে সত্যিই জীবনটা যেন ...
26/08/2020

#গড়পঞ্চকোট(পুরুলিয়া)
☘️ এই মহামারীর দুশ্চিন্তা নিয়ে কোথাও বেরোতে না পেরে বাড়িতে বসে সত্যিই জীবনটা যেন একঘেয়েমি হয়ে উঠেছে এবং দূরে কোথাও বেড়াতে না যেতে পেরে মনের অবস্থাও খুব একটা ভালো নেই।
অনেক রকম বাধা রয়েছে বাইরে ঘুরতে যাওয়ার জন্য।
তাই কোথাও বেরোলেও সেটা আশেপাশের মধ্যেই হওয়া চাই।
খুব বেশি দূরে নয় কলকাতা থেকে মাত্র 5 ঘন্টা দূরত্বএ রয়েছে পুরুলিয়ার এই প্রাকৃতিক সৌন্দর্য পূর্ণ স্থান #গড়পঞ্চকোট।
(কলকাতা থেকে 5ঘণ্টা এবং আসানসোল থেকে মাত্র 45মিনিট)

🍀 #গড়পঞ্চকোট~ এই Tourism মূলত গড়ে উঠেছে পাঞ্চেত বা পঞ্চকোট পাহাড় কে কেন্দ্র করে।
কাশিপুর রাজা সিংহ দেও আমলে এই গড়পঞ্চকোটে দুর্গ স্থাপন করা হয়, পরবর্তীকালে তথাকথিত বর্গী আক্রমণের ফলে তা এখন বর্তমানে ধ্বংসের মুখে, সেই সময়ের কিছু ধ্বংসাবশেষ এখন পড়ে রয়েছে পাঞ্চেত পাহাড়ের কোলে যা বর্তমানে গড়পঞ্চকোট নামে পরিচিত এবং সেটাকে নিয়ে গড়পঞ্চকোট ট্যুরিজম গড়ে উঠেছে।
অনেক কিছু নিদর্শন ছিল কিন্তু বলাই যেতে পারে রক্ষনাবেক্ষনের অভাবে এখন আর খুব বেশি কিছু বেঁচে নেই।
তবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনমুগ্ধকর, এখানে বসে প্রকৃতির মাঝে কখন যে দিন পেরিয়ে যাবে বুঝতেই পারবেন না।
তাই আমরা একে বলে থাকি সবুজে ঘেরা গড়পঞ্চকোট।

🌳 বর্তমানে গড়পঞ্চকোট খুবই পরিচিত একটা টুরিস্ট স্পট হিসেবে গড়ে উঠেছে।
খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখে এখানে পাহাড়ের কোলে অনেকগুলি রিসোর্ট তৈরি হয়েছে।
তাদের মধ্যে অন্যতম বেস্ট রিসোর্ট আমাদের এই "পাঞ্চেত রেসিডেন্সি" রিসোর্টটি।
সেই রিসোর্ট গুলিতে সমস্ত রকম থাকা-খাওয়া খেলাধুলা, ঘোরাঘুরি করার ব্যবস্থা রয়েছে।

🍁 গড়পঞ্চকোটে থেকে আপনি ঘুরে নিতে পারবেন আরেকটি জনপ্রিয় টুরিস্ট স্পট #বড়ন্তি, বড়ন্তি লেকে সূর্যাস্ত খুব ভালোভাবে দেখা যায়।
বড়ন্তি তো বাজেটের মধ্যে থাকার ব্যবস্থা রয়েছে।
বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের "হীরক রাজার দেশে" শুটিং এর স্থান #জয়চন্ডী_পাহাড়,যা মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে রঘুনাথপুর শহরের সামনে,
তা ছাড়াও সামনেই রয়েছে দামোদর নদীর উপর অবস্থিত #পাঞ্চেত ও #মাইথন জলাধার এই বর্ষায় যা অপূর্ব রূপ নিয়েছে।
রয়েছে বাঁকুড়ার #বিহারীনাথ ও #শুশুনিয়া পাহাড়, রয়েছে #বেরো_পাহাড় ও #চন্ডী মাতার মন্দির।
আরেকটু পথ অতিক্রম করেই আপনারা যেতে পারবেন পুরুলিয়ার অন্যতম সুন্দর জায়গা #অযোধ্যা_পাহাড় যাকে আমরা পুরুলিয়া দার্জিলিং বলে থাকি।
সেখানে গিয়ে আপনি উপভোগ করতে পারবেন বিভিন্ন জলাধার, ঝরনা, অনেক পাহাড়, জঙ্গল এবং ছৌ মুখোশ শিল্পীদের গ্রাম,যেখানে জগৎবিখ্যাত ছৌ মুখোশ শিল্প গড়ে উঠেছে।

তাহলে আর দেরি না করে একটু দুশ্চিন্তা কাটিয়ে মানসিক শান্তি পেতে ঘুরে যেতে পারেন দু-তিনটি দিন সবুজে ঘেরা প্রকৃতির মাঝে- #গড়পঞ্চকোট।।

সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।।

 #কাঁঠালবেড়িয়াসুন্দরবন অঞ্চলের অন্তর্গত এক অখ্যাত গ্রাম কাঁঠালবেড়িয়া। নদীতে জোয়ার ভাটার সাথে এদের জীবন ওতোপ্রতো ভাবে...
21/08/2020

#কাঁঠালবেড়িয়া
সুন্দরবন অঞ্চলের অন্তর্গত এক অখ্যাত গ্রাম কাঁঠালবেড়িয়া। নদীতে জোয়ার ভাটার সাথে এদের জীবন ওতোপ্রতো ভাবে জড়িত। প্রকৃতির সাথেই এদের সর্বক্ষণের ওঠা বসা। জলই জীবন কথাটির সাথে আমারা সকলেই পরিচিত, কিন্ত এই জীবনযাত্রাকে কাছের থেকে দেখতে হলে আপনাকে আসতে হবে এই গ্রামে। মাতলা নদীর বাঁধকে ঘিরেই এই জনবসতি। রাস্তা বলতে এই গ্রামে কিছুই নেই নদী বাঁধের উপর দিয়েই এদের চলাচলের পথ। প্রকৃতি এদের এতই ভালবাসে আয়লা থেকে আমপান মাঝে মাঝেই কাঁচা ঘর গুলোকে লেপ্টে দিয়ে যায়। এত লড়াইয়ের মাঝেও ওদের জীবনে অন্যরকম এক আনন্দ আছে, আজও ওরা নৌকা নিয়ে মাঝ নদীতে গিয়ে গলা ছেড়ে গান গায়, ভালোবাসে প্রাণভরে। বৈষয়িক বিষয় গুলো এখনও ওদের সেভাবে চেপে ধরতে পারেনি। পুব আকাশে সূর্য উকি দেওয়ার আগেই ওরা বেরিয়ে পরে নৌকা নিয়ে মাছ ধরতে।বৌয়েরা লেগে পড়ে ঘরের কাজে, বয়স্করা শিশুদের সামলায় আবার কখনও রোদে বসে জাল বোনে। কচি কাচারা দল বেঁধে ছোটাছুটি করে স্কুলে যায়।
নিস্তরঙ্গ দুপুরে বসে থাকতে থাকতে খয়েরি পাখা মছরাঙা (Brown Winged Kingfisher) বা নীল কান মাছরাঙা ( Blue Eared Kingfisher) দের শিকার পদ্ধতি দেখতে দেখতে অনেকটা সময় গড়িয়ে যায়। খয়েরি ডালে সিন্দুরে মোটুসী (Crimson Sundrid) গান গাওয়া থেকে সবুজ সুইচোরা (Green Bee Eater) দের নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা দেখতে দেখতে হারিয়ে যাওয়া যায় শেষ বিকেলে। পাখিদের কলরব আর শিশুদের কোলাহল মিলেমিশে গ্রামে সন্ধ্যা নামে। পশ্চিম আকাশে ও নদীতে রঙের ছটা ছড়িয়ে সূর্য ঢলে পড়ে মন মাতানো মাতলা নদীতে।
#কাঁঠালবেড়িয়া, ক্যানিং

 #তুরতুক_লাদাকলাদাখের তুরতুক গ্রাম। সবুজ গমক্ষেতে ভরা মাঠ। ১৯৭১ সাল পর্যন্ত তুরতুক দখল করে রেখেছিল পাকিস্তান, তারপর ভারত...
21/08/2020

#তুরতুক_লাদাক
লাদাখের তুরতুক গ্রাম। সবুজ গমক্ষেতে ভরা মাঠ। ১৯৭১ সাল পর্যন্ত তুরতুক দখল করে রেখেছিল পাকিস্তান, তারপর ভারত এই গ্রামটিকে পুনরুদ্ধার করে। এখন ট্রান্সপোর্ট বলতে, লে থেকে সপ্তাহে একদিন একটি সরকারি বাস আসে ও ফিরে যায়।
১৯৭১ সালের ১৩ ডিসেম্বর। তুরতুক গ্রামের লোকেরা রাত্রিবেলা ঘুমোলো পাকিস্তানে শুয়ে। আর সকালবেলায় জেগে উঠে দেখলো, তারা শুয়ে আছে ভারতে । ... পাকিস্তানের বাল্টিস্তানের অধিবাসী হয়ে গেছিল তারা, ভারত আবার পুনরুদ্ধার করে এই তুরতুক গ্রামকে। ২০১০ সাল পর্যন্ত এখানে কোনও পর্যটকের প্রবেশাধিকার ছিলো না।
সারা রাস্তায় শুধু সেনাবাহিনীর ক্যাম্প। রাস্তায় আমাদের গাড়ি থামিয়ে এক প্রহরারত জওয়ান বললেন, রাস্তায় কোনও ছবি তুলবেন না।
এখানকার মানুষেরা বাল্টি গোষ্ঠীর। তাদের আলাদা বাল্টি ভাষা ও বাল্টি সংস্কৃতি আছে।
কিন্তু তুরতুক গ্রামে কেউই ছবি তুলতে দিতে রাজি নয়। বোঝা গেল , বহু টুরিস্ট আসে আর তাদের দিকে ক্যামেরা তাক করে। ফলে তাদের অসম্মতি বেশ প্রকট। আমার বন্ধু কয়েকজন তরুণীর সঙ্গে কথা বলে ছবি তুলতে চাইলে তারা খুব নম্রভাবে তাদের আপত্তির কথা জানালো।

এখান থেকে পাকিস্তান সীমান্ত খুব কাছেই। সিয়াচেন গ্লেসিয়ার একেবারে কাছে। তাই সুরক্ষার কড়াকড়ি চোখে পড়ে।

তুরতুকের অধিবাসীরা চাষবাস নিয়েই থাকে। এত ভালো ফসল হয় যে আমরা অবাক হয়ে গেছিলাম। অধিবাসীরা বেশ সম্পন্ন গৃহস্থ বলা যায়।

গ্রামে অনেকগুলি হোম স্টে আছে। সাতশো-আটশো টাকা ভাড়া । কদাচিৎ কোনও টুরিস্ট এসে এখানে থাকে। মূলত বিদেশিরাই এসে থাকে। দেশি টুরিস্টেরা সকালে এসে বিকেলে ফিরে যায়।

এক বৃদ্ধ ভদ্রলোক আমাদেরকে ডেকে মধুর স্বরে আমাদের খোঁজখবর নিলেন। আমরা কলকাতা থেকে এসেছি তাঁদের গ্রাম দেখতে, এটা শুনে বেশ অবাক হলেন।

গ্রামের মানুষের চেহারা একেবারে অন্যরকম। মেয়েরা এত সুন্দরী যে তাকিয়ে দেখার মতো। ফুটফুটে বাচ্চারা খেলা করছে, কিন্তু কেউ ছবি তুলতে রাজি নয়।

East KolkataThe beautiful  Sky above
18/08/2020

East Kolkata
The beautiful Sky above

The Tree House Resort আমবাগানঅফিসের চাপে ছুটি পাচ্ছেননা ?কিন্তু মন করছে কোথাও একটু বেড়াতে গেলে হয়।তাই আমরা আজকে এরককম এক...
12/08/2020

The Tree House Resort আমবাগান
অফিসের চাপে ছুটি পাচ্ছেননা ?
কিন্তু মন করছে কোথাও একটু বেড়াতে গেলে হয়।
তাই আমরা আজকে এরককম একটি অজানা জায়গার খোঁজ নিয়ে এসেছি।

ট্রি হাউসে থাকার স্বপ্ন অনেকেরই আছে।কিন্তু সবসময় এই স্বপ্ন পূরণ হয়ে ওঠেনা। সে হয় সময়ের অভাবে না হয় সেরককম জায়গার অভাবে। কিন্তু অনেকেই হয়তো জানেননা যে কলকাতা থেকে মাত্র ৮০ কিমি দূরেই আছে অনেকের এই স্বপ্নের ট্রি হাউস রিসোর্ট। শহর থেকে দূরে নিরিবিলি তে এই ট্রি হাউস এ 1-2 দিন সময় কাটানোর জন্য দরকার পড়বেনা বড় ছুটির।weekend এর ছুটিতে দিব্যি ঘুরে আসতে পারবেন এই ট্রি হাউস রিসোর্ট থেকে।

দারকেশ্বর নদীর ধারে আমবাগান ট্রি হাউস রিসর্ট চারিদিক আমগাছ দিয়ে ঘেরা| এই বাগানে আছে প্রায় ২৫ ধরনের আমগাছ| রিসর্টের ঘরের নামগুলো ও বেশ মজাদার | কোনওটার নাম গোলাপখাস‚ কোনওটার আবার হিমসাগর তো কোনটার নাম তোতাপুরি এই রিসোর্ট এর আকর্ষণ হলো শহরের এত কাছেই আপনি প্রকৃতির মাঝে ট্রি হাউস এ থেকে প্রকৃতি কে উপভোগ করতে পারবেন।

রিসোর্টে পৌঁছানো মাত্র আপনি পাবেন নারকেলের জল welcome drinks হিসেবে।এরপর বাঙালি আমিষ ও নিরামিষ সমস্ত খাবার পাবেন এই রিসোর্ট এ।
থাকা খাওয়ার খরচ ও থাকবে আপনার নাগালের মধ্যেই।তবে যাওয়ার আগে অনলাইনে বুকিং করে যাবেন কারণ এখানে spot booking হইনা।

ছবি: সংগৃহিত

Floating vegetable garden,  Dal Lake Srinagar Kashmir
09/08/2020

Floating vegetable garden, Dal Lake Srinagar Kashmir

প্রিন্সেপ ঘাট ❤ছবি: ছবিওলা
09/08/2020

প্রিন্সেপ ঘাট ❤

ছবি: ছবিওলা

02/08/2020

Siliguri

Road to Ladakh😍 📷- Photowala
28/06/2020

Road to Ladakh😍

📷- Photowala

Rajgarh, Himachal Pradesh, India, (Bharat)
27/06/2020

Rajgarh, Himachal Pradesh, India, (Bharat)

25/06/2020

Kyagar Tso
Laddakh, INDIA

This video is recorded while traveling with car on the way to Tso Moriri. The teal color lake in video is KYAGAR TSO.

Address

Dhaka
Dhaka

Opening Hours

Monday 9am - 12pm
Tuesday 9am - 12pm
Wednesday 9am - 12pm
Thursday 9am - 12pm
Friday 9am - 12pm
Saturday 9am - 12pm
Sunday 9am - 12pm

Telephone

+918583077806

Alerts

Be the first to know and let us send you an email when Ekaa Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ekaa Travels:

Videos

Share

Category


Other Travel Companies in Dhaka

Show All